Difference between revisions of "QGIS/C2/Importing-Spreadsheets/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{|border=1 ||'''Time''' ||'''Narration''' |- || 00:01 || Importing spreadsheets in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।...")
 
 
Line 222: Line 222:
 
|-
 
|-
 
|| 04:58
 
|| 04:58
|| Code files লিঙ্ক থেকে ডাউনলোড করা Places.txt ফাইল একটি ফোল্ডারে উপলব্ধ।
+
|| Code file লিঙ্ক থেকে ডাউনলোড করা Places.txt ফাইল একটি ফোল্ডারে উপলব্ধ।
  
 
|-
 
|-

Latest revision as of 23:15, 25 January 2022

Time Narration
00:01 Importing spreadsheets in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:10 Point Layer বানাতে CSV ফরম্যাটে স্প্রেডশীট ইম্পোর্ট করা।
00:16 Point Layer কে Polyline Layer বদলানো এবং
00:20 QGIS এ WMS (Web Map Service) লেয়ার লোড করা।
00:25 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি,

Ubuntu Linux OS সংস্করণ 16.04,

00:32 QGIS সংস্করণ 2.18
00:36 এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ।
00:39 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:47 না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান।
00:52 প্রায়ই GIS ডেটা, টেবিল বা স্প্রেডশীট ফর্ম্যাটে পাওয়া যায়।
00:59 স্প্রেডশীটের আকারে ডেটা QGIS এ ইম্পোর্ট করা যেতে পারে।
01:05 ডেটা ফাইলে অবশ্যই 2টি কলাম থাকতে হবে যাতে X এবং Y স্থানাঙ্ক থাকে।
01:12 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে দেওয়া ফোল্ডারটি ডাউনলোড করতে হবে।
01:21 ডাউনলোড করা জিপ ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করুন।
01:25 এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে Places.txt এবং Places.csv ফাইলে যান৷
01:33 আমি ইতিমধ্যেই কোড ফাইলটি ডাউনলোড, এক্সট্রাক্ট করেছি এবং Desktop ফোল্ডারে সংরক্ষণ করেছি।
01:41 বিষয়বস্তু দেখতে আমি Code files ফোল্ডারে ডাবল ক্লিক করব।
01:46 এখানে আপনি 2টি ফাইল Places.csv এবং Places.txt দেখবেন।
01:54 Places.csv ফাইলে ডাবল ক্লিক করুন।
02:02 CSV ফরম্যাটে একটি স্প্রেডশীট খোলে।
02:06 এতে latitude এবং longitude ডেটা সহ শহরের নাম রয়েছে।
02:14 CSV ফাইলটি বন্ধ করুন।
02:17 ডবল-ক্লিক করুন এবং Places.txt ফাইল খুলুন।
02:22 এখানেও, আমাদের কাছে longitude এবং latitude ডেটা সহ শহরের নাম রয়েছে।
02:32 টেক্সট ফাইল বন্ধ করুন।
02:35 Code-files ফোল্ডার বন্ধ করুন এবং QGIS ইন্টারফেস খুলুন।
02:41 মেনু বারে Layer মেনুতে ক্লিক করুন।
02:45 ড্রপ-ডাউন তালিকা থেকে Add লেয়ার চয়ন করুন।
02:49 সাব-মেনু থেকে, Add Delimited Text Layer চয়ন করুন।
02:54 একটি ডায়ালগ বাক্স খোলে।
02:57 File Name টেক্সট বাক্সের পাশে Browse বোতামে ক্লিক করুন।
03:02 একটি ডায়ালগ বাক্স খোলে।
03:05 আপনার দ্বারা ডাউনলোড এবং সংরক্ষণ করা csv ফাইলে যান।
03:11 Open বোতামে ক্লিক করুন।
03:14 create a layer ডায়ালগ বাক্সে, file path এখন File Name টেক্সট বাক্সে রয়েছে।
03:21 File format বিভাগে, ডিফল্টভাবে CSV বিকল্প চয়নিত।
03:28 না হলে, এটি চয়ন করতে CSV রেডিও বোতামে ক্লিক করুন।
03:33 আপনি .txt ফাইল ব্যবহার করলে Custom Delimiters বিকল্প চয়ন করুন।
03:39 Geometry definition বিভাগ Latitude এবং Longitude সহ নিজেই ভরে যায়।
03:47 মনে রাখবেন যে X-coordinate হল longitude এবং Y-coordinate হল latitude.
03:55 Longitude একটি বিন্দুর পূর্ব-পশ্চিম স্থান নির্দিষ্ট করে।
04:01 এবং Latitude একটি বিন্দুর উত্তর-দক্ষিণ স্থান নির্দিষ্ট করে।
04:06 OK বোতামে ক্লিক করুন।
04:09 Coordinate Reference System Selector ডায়ালগ বাক্স খোলে।
04:14 WGS 84 EPSG 4326 চয়ন করুন।
04:21 OK বোতামে ক্লিক করুন।
04:24 ডেটা QGIS canvas এ ইম্পোর্ট এবং প্রদর্শিত হয়।
04:30 পয়েন্ট সহ ভারতের একটি মানচিত্র খোলে।
04:34 এই পয়েন্টগুলি CSV ফাইলে তালিকাভুক্ত বিভিন্ন শহরের সাথে সম্পর্কিত।
04:40 এই পয়েন্ট বৈশিষ্ট্যগুলির শৈলী এবং রঙ বদলানো যেতে পারে।
04:45 এর বিবরণ আসন্ন টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হবে।
04:51 অনুশীলনী হিসাবে,
04:53 QGIS এ Places.txt ফাইল ইম্পোর্ট করুন।
04:58 Code file লিঙ্ক থেকে ডাউনলোড করা Places.txt ফাইল একটি ফোল্ডারে উপলব্ধ।
05:06 এখন এই Point লেয়ারকে Polyline লেয়ারে বদলান।
05:12 এখানে আমরা সকল শহরকে একটি পাথ দিয়ে যুক্ত করব।
05:17 পাথটি সবচেয়ে দক্ষিণের শহরটিকে সবচেয়ে উত্তরের শহরের সাথে যুক্ত করে।
05:23 এটি প্রতিটি শহরের latitude ডেটার উপর ভিত্তি করে।
05:28 মেনু বারে Processing মেনুতে ক্লিক করুন।
05:32 ড্রপ ডাউন থেকে Toolbox চয়ন করুন।
05:36 Processing Toolbox প্যানেল স্ক্রিনের ডানদিকে খোলে।
05:41 এটি ভিন্ন ব্লকে সমুহিত সকল উপলব্ধ algorithms এর তালিকা দেখায়।
05:47 এর পাশের কালো ত্রিভুজে ক্লিক করে QGIS geoalgorithm বিস্তার করুন।
05:55 প্রদর্শিত তালিকা থেকে, Vector creation tools বিকল্পটি বিস্তার করুন।
06:01 algorithm কে নিষ্পাদিত করতে বিস্তারিত মেনু থেকে, Points to path টুলে ডাবল ক্লিক করুন।
06:08 Points to path ডায়ালগ বাক্স খোলে।
06:12 Places এ Input layer চয়ন করুন।
06:16 Group field ড্রপ ডাউন থেকে type comma C comma 16 চয়ন করুন।
06:23 এই ফীল্ডে শেপ ফাইলে সকল বৈশিষ্ট্যের জন্য শহরের নাম রয়েছে।
06:29 Order field ড্রপ ডাউন থেকে, Latitude comma N comma 19 comma 11 চয়ন করুন।
06:37 এটি নির্দেশ করে যে পাথটি latitude এর আরোহী ক্রমে যাবে।
06:42 Paths ফীল্ডের পাশের বোতামে ক্লিক করুন।
06:46 সাব-মেনু থেকে Save to file বিকল্পটি চয়ন করুন।
06:51 Save file ডায়ালগ বাক্স খোলে।
06:55 ফাইলটি সংরক্ষণ করতে উপযুক্ত স্থান চয়ন করুন। আমি Desktop চয়ন করব।
07:02 ফাইলটিকে Path-1 নাম দিন।
07:06 Save বোতামে ক্লিক করুন।
07:09 ফাইল নাম সহ পাথ, Paths ফীল্ডে প্রদর্শিত হয়।
07:14 Open output file after running algorithm চেক বাক্সে ক্লিক করুন।
07:19 ডায়ালগ বাক্সের নীচে ডানদিকের কোণায় Run বোতামে ক্লিক করুন।
07:24 ক্যানভাসে মানচিত্র লক্ষ্য করুন।
07:27 শহরের মাঝের আউটপুট পাথ দেখানো হয়েছে।
07:31 এই algorithm ব্যবহার করে মানচিত্রের যে কোনো দুটি বিন্দুকে পাথ দ্বারা যুক্ত করা যেতে পারে।
07:38 অনুশীলনী হিসাবে, পশ্চিম থেকে পূর্ব শহরের মাঝে একটি পাথ বানান।
07:45 ইঙ্গিত: Points to path ডায়ালগ বাক্সে, Order field ড্রপ ডাউন Longitude comma N comma 19 comma 11 বিকল্প ব্যবহার করে।
07:57 এখন QGIS এ WMS লেয়ার যোগ করি।
08:03 WMS সম্পর্কে
08:06 WMS হল Web Map Services.
08:11 WMS হল ইন্টারেক্টিভ ম্যাপিংয়ের জন্য একটি ওপেন GIS স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন।
08:17 এটি ইন্টারনেটে server থেকে মানচিত্রের ছবির অনুরোধের উপর আধারিত।
08:23 এটি প্রদর্শনের জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে।
08:28 যে কোনো ওয়েব ব্রাউজার খুলুন।
08:31 এড্রেস বারে লিখুন bhuvan.nrsc.gov.in, এন্টার টিপুন।
08:41 Bhuvan হোম পেজ খোলে।
08:44 Thematic Services ট্যাবে ক্লিক করুন।
08:48 নতুন উইন্ডোতে Thematic Services পৃষ্ঠা খোলে।
08:52 বাম প্যানেলে, Search ট্যাবে, Select Theme ড্রপ-ডাউনে, Land Use Land Cover (50K):2005-06 চয়ন করুন।
09:06 Select Geography ড্রপ ডাউনে Karnataka চয়ন করুন।
09:12 Web Services ট্যাবে ক্লিক করুন।
09:15 For QGIS, uDig, ArcGIS and Other Users, Web Map Service (WMS)URL বিভাগে,
09:25 এই লেয়ারের জন্য Layer id নোট করুন এবং URL হাইলাইট করুন।
09:31 ডান ক্লিক করুন এবং URL কপি করুন।
09:36 QGIS ইন্টারফেসে ফিরে যান, Layers প্যানেলে, Paths এবং Place layers লুকানোর জন্য এটি আনচেক করুন।
09:47 ড্রপ ডাউন থেকে মেনু বারে Layer মেনুতে ক্লিক করুন, Add Layer চয়ন করুন।
09:55 সাব-মেনু থেকে, Add WMS/WMTS layer চয়ন করুন।
10:01 Add Layer ডায়ালগ বাক্স খোলে।
10:04 Layers ট্যাবে New বোতামে ক্লিক করুন।
10:08 Create a new WMS Connection ডায়ালগ বাক্স খোলে।
10:13 Name ফীল্ডে Bhuvan লিখুন।
10:16 URL ফীল্ডে, Bhuvan ওয়েবসাইট থেকে কপি করা URL লিঙ্ক পেস্ট করুন।
10:23 ডায়ালগ বাক্সের নীচে ডান কোণে OK বোতামে ক্লিক করুন।
10:29 Save Connection ডায়ালগ বাক্সে, OK বোতামে ক্লিক করুন।
10:34 Add Layers ডায়ালগ বাক্সে, Connect বোতামে ক্লিক করুন।
10:40 id বিভাগে, id 971 চয়ন করুন।
10:46 এই id Bhuvan ওয়েবসাইট থেকে WMS layer এর id layer এর অনুরূপ।
10:53 ডায়ালগ বাক্সের নীচে ডান কোণায় Add বোতামে ক্লিক করুন।
10:59 Close বোতামে ক্লিক করুন।
11:02 canvas এ, কর্ণাটকের জন্য Land Use Land Cover layer প্রদর্শিত হয়।
11:08 একইভাবে আমরা ভিন্ন থিমের যে কোনো উপলব্ধ লেয়ার লোড করতে পারি।
11:15 সংক্ষেপে এখানে আমরা শিখেছি-
11:21 Point Layer বানাতে CSV ফরম্যাটে স্প্রেডশীট ইম্পোর্ট করা।
11:27 Point Layer কে Polyline Layer এ বদলানো,
11:31 QGIS এ Bhuvan ওয়েবসাইট থেকে WMS (Web Map Service) লেয়ার লোড করা।
11:37 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
11:45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত জানতে আমাদের লিখুন।
11:58 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
12:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ।
12:14 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta