Difference between revisions of "Python-3.4.3/C2/Plotting-Charts/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | নমস্কার. plotting charts এর টিউটোরিয়ালে আপনাদের স্বা...")
 
 
(One intermediate revision by the same user not shown)
Line 5: Line 5:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
| নমস্কার. plotting charts এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
+
| নমস্কার, plotting charts এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
  
 
|-
 
|-
Line 49: Line 49:
 
|-
 
|-
 
| 01:12
 
| 01:12
| pie() ফাংশনের জন্য সিনট্যাক্স হল নিম্নরূপ: pie parentheses এ values comma labels equal to labels
+
| pie() ফাংশনের জন্য সিনট্যাক্স হল নিম্নরূপ: pie বন্ধনীতে values comma labels equal to labels
  
 
|-
 
|-
Line 87: Line 87:
 
|-
 
|-
 
| 02:33
 
| 02:33
| প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close parentheses, যদি আগে কিছু প্লট বানান।
+
| প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close বন্ধনীতে, যদি আগে কিছু প্লট বানান।
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
| অনুশীলনী 2 এর সমাধান
 
| অনুশীলনী 2 এর সমাধান
  
প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close parentheses এবং এন্টার টিপুন।
+
প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close বন্ধনী এবং এন্টার টিপুন।
  
 
|-
 
|-
 
| 03:39
 
| 03:39
| লিখুন pie parentheses এ profit কমা labels equal to year কমা colors equal to parentheses এ color codes এবং এন্টার টিপুন।
+
| লিখুন pie বন্ধনীতে profit কমা labels equal to year কমা colors equal to বন্ধনীতে color codes এবং এন্টার টিপুন।
  
 
|-
 
|-
Line 145: Line 145:
 
|-
 
|-
 
| 04:12
 
| 04:12
| বার চার্টের সিনট্যাক্স হল: bar parentheses এ x comma y
+
| বার চার্টের সিনট্যাক্স হল: bar বন্ধনীতে x comma y
  
 
যেখানে x ডেটার ক্রম রয়েছে এবং y X এর সমান দৈর্ঘ্য এর ডেটার ক্রম।
 
যেখানে x ডেটার ক্রম রয়েছে এবং y X এর সমান দৈর্ঘ্য এর ডেটার ক্রম।
Line 161: Line 161:
 
| অনুশীলনী 3 এর সমাধান:
 
| অনুশীলনী 3 এর সমাধান:
  
clf open এবং close parentheses লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।
+
clf open এবং close বন্ধনী লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।
  
 
|-
 
|-
 
| 04:47
 
| 04:47
| লিখুন bar open এবং close parentheses year comma profit এবং এন্টার টিপুন।
+
| লিখুন bar open এবং close বন্ধনী year comma profit এবং এন্টার টিপুন।
  
 
|-
 
|-
Line 189: Line 189:
 
|অনুশীলনী 4 এর সমাধান:
 
|অনুশীলনী 4 এর সমাধান:
  
clf open এবং close parentheses লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।
+
clf open এবং close বন্ধনী লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।
  
 
|-
 
|-
 
| 05:33
 
| 05:33
| লিখুন bar open এবং close parentheses year কমা profit কমা fill equal to False কমা hatch equal to একক উদ্ধৃতিতে slanting line এবং Enter টিপুন।
+
| লিখুন bar open এবং close বন্ধনীতে year কমা profit কমা fill equal to False কমা hatch equal to একক উদ্ধৃতিতে slanting line এবং Enter টিপুন।
  
 
|-
 
|-
Line 229: Line 229:
 
|-
 
|-
 
| 06:45
 
| 06:45
| এবং উত্তর হল, bar x কমা y কমা fill is equal to False কমা hatch is equal to a vertical line), উল্লম্ব লাইন হ্যাচিংয়ের সাথে বার চার্ট বানাতে এটি সঠিক বিকল্প।
+
| এবং উত্তর হল, bar x কমা y কমা fill is equal to False কমা hatch is equal to vertical line), উল্লম্ব লাইন হ্যাচিংয়ের সাথে বার চার্ট বানাতে এটি সঠিক বিকল্প।
  
 
|-
 
|-

Latest revision as of 16:01, 7 April 2020

Time Narration
00:01 নমস্কার, plotting charts এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালের শেষে, আপনি নিম্ন শিখতে সক্ষম হবেন:

pie charts বানানো। bar charts বানানো এবং Matplotlib এর উপর আরো তথ্য জানা।

00:18 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম,

00:24 Python 3.4.3 এবং IPython 5.1.0.
00:31 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে ipython কনসোলে মৌলিক পাইথন কমান্ড চালানো জানতে হবে।
00:39 ফাইল থেকে ডেটা লোড করা এবং ডেটা প্লট করা।
00:42 না হলে, এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক পাইথন টিউটোরিয়াল দেখুন।
00:47 প্রথমে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। লিখুন ipython3 এবং এন্টার টিপুন।
00:58 pylab প্যাকেজ শুরু করি।

লিখুন %pylab এবং এন্টার টিপুন।

01:06 একটি পাই চার্ট একটি বৃত্তাকার চার্ট যা সংখ্যাসূচক অনুপাত ব্যাখ্যা করতে সেক্টরে বিভক্ত করা হয়েছে।
01:12 pie() ফাংশনের জন্য সিনট্যাক্স হল নিম্নরূপ: pie বন্ধনীতে values comma labels equal to labels
01:22 যেখানে ভ্যালু হল প্লট করার ডেটা এবং লেবেল - পাই চার্টে প্রতিটি wedge এর জন্য লেবেল।
01:30 কোম্পানী A এর লাভের মুনাফা শতাংশ প্রতিনিধিত্ব করে পাই চার্ট প্লট করুন।
01:35 এই টিউটোরিয়ালের কোড ফাইল লিঙ্কে উপলব্ধ company-a-data.txt ফাইল থেকে তথ্য ব্যবহার করুন।
01:43 ডেটা ফাইলের প্রতিটি কলামে ভ্যালু সেট সহ দুটি কলাম রয়েছে।
01:48 প্রথম কলাম বছর প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় কলাম লাভের শতাংশ প্রতিনিধিত্ব করে।
01:55 স্ক্যাটার প্লট বানাতে প্রথমে loadtxt কমান্ড দ্বারা ফাইল থেকে ডেটা লোড করতে হবে।
02:03 টার্মিনাল পরিষ্কার করি।

লিখুন year কমা profit equal to loadtxt বন্ধনীতে একক উদ্ধৃতিতে ফাইলের পাথ যোগ করুন company-a-data.txt কমা unpack equal to True এবং Enter টিপুন।

02:28 unpack equal to True --> ডাটার transposed array ফেরৎ দেয়।
02:33 প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close বন্ধনীতে, যদি আগে কিছু প্লট বানান।
02:41 লিখুন pie(profit comma labels equal to year) এবং এন্টার টিপুন।
02:50 লক্ষ্য করুন আমরা ফাংশন pie() তে দুটি আর্গুমেন্ট পাস করেছি।
02:55 প্রথমটি হল ভ্যালু যা আমাদের ক্ষেত্রে profit.
02:59 দ্বিতীয় pie chart এ ব্যবহৃত labels এর সেট রয়েছে যা আমাদের ক্ষেত্রে year.
03:05 এখানে ভিডিও থামান। নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং ভিডিও পুনরায় শুরু করুন।
03:11 প্রতিটি wedges এর জন্য নিম্ন রঙের সাথে একই ডেটা সহ pie chart প্লট করুন। white, red, black, magenta,
03:19 yellow, blue, green, cyan,
03:21 yellow, magenta এবং blue.
03:24 ইঙ্গিত: আপনার ipython ইন্টারপ্রেটারে, pie question mark লেখার চেষ্টা করুন।
03:29 অনুশীলনী 2 এর সমাধান

প্লট উইন্ডো পরিষ্কার করতে লিখুন clf open এবং close বন্ধনী এবং এন্টার টিপুন।

03:39 লিখুন pie বন্ধনীতে profit কমা labels equal to year কমা colors equal to বন্ধনীতে color codes এবং এন্টার টিপুন।
03:57 এটি প্যারামিটারে উল্লিখিত রঙের প্রতিটি wedge সহ একটি পাই চার্ট দেখাবে।
04:04 বার চার্ট একটি চার্ট যাতে আয়তাকার বার থাকে যার দৈর্ঘ্য সেই ভ্যালুর সমানুপাতিক যার সেটি প্রতিনিধিত্ব করে।
04:12 বার চার্টের সিনট্যাক্স হল: bar বন্ধনীতে x comma y

যেখানে x ডেটার ক্রম রয়েছে এবং y X এর সমান দৈর্ঘ্য এর ডেটার ক্রম।

04:28 কোম্পানী A এর লাভ শতাংশ প্রতিনিধিত্ব করে bar chart প্লট করুন।
04:33 ফাইল company-a-data.txt থেকে তথ্য ব্যবহার করুন।
04:38 অনুশীলনী 3 এর সমাধান:

clf open এবং close বন্ধনী লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।

04:47 লিখুন bar open এবং close বন্ধনী year comma profit এবং এন্টার টিপুন।
04:56 এটি কোম্পানী A এর লাভ শতাংশ প্রতিনিধিত্ব করে বার চার্ট প্রদর্শন করবে।
05:02 ইমেজে দেখানো অনুযায়ী বার চার্ট প্লট করুন:

ইঙ্গিত: বার চার্ট ভরাট নয় এবং যা 45 ° স্ল্যানিং লাইন দ্বারা তৈরী হয়েছে।

05:13 চার্টের জন্য ডেটা ফাইল company-a-data.txt থেকে নেওয়া যেতে পারে।
05:19 ইঙ্গিত: আপনার ipython ইন্টারপ্রেটারে, bar question mark লিখে চেষ্টা করুন।
05:25 অনুশীলনী 4 এর সমাধান:

clf open এবং close বন্ধনী লিখে প্লট উইন্ডো পরিষ্কার করুন।

05:33 লিখুন bar open এবং close বন্ধনীতে year কমা profit কমা fill equal to False কমা hatch equal to একক উদ্ধৃতিতে slanting line এবং Enter টিপুন।
05:54 এটি একটি বার চার্ট দেখাবে যা ভরাট নয় এবং যা 45 ° স্ল্যান্টিং লাইন দ্বারা আটকে থাকবে।
06:02 Matplotlib সম্পর্কে সহায়তা matplotlib.sourceforge.net/contents.html থেকে পাওয়া যেতে পারে।

আরো প্লট নিম্ন লিঙ্কে দেখতে পারেন।

06:18 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।

এই টিউটোরিয়ালে আমরা pie() ফাংশন দ্বারা pie chart প্লট করা শিখেছি।

06:28 bar() ফাংশন দ্বারা বার চার্ট প্লট করা।
06:31 এবং matplotlib অনলাইন হেল্প অ্যাক্সেস করা।
06:34 এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে।
06:38 উল্লম্ব লাইন হ্যাচিংয়ের সাথে বার চার্ট বানাতে কোন বিবৃতি জারি করা যেতে পারে কিনা?
06:45 এবং উত্তর হল, bar x কমা y কমা fill is equal to False কমা hatch is equal to vertical line), উল্লম্ব লাইন হ্যাচিংয়ের সাথে বার চার্ট বানাতে এটি সঠিক বিকল্প।
07:00 আপনার সময়বদ্ধ কোয়েরী এই ফোরামে পোস্ট করুন।
07:04 এই ফোরামে পাইথন সম্পর্কিত সাধারণ প্রশ্ন পোস্ট করুন।
07:09 FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে।
07:13 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জনাতে এই লিঙ্কে যান।
07:23 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta