Difference between revisions of "DWSIM-3.4/C2/Creating-a-material-stream-in-DWSIM/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:00 | Creating a material stream in DWSIM টিউটোরিয়ালে আপন...") |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page DWSIM/C2/Creating-a-material-stream-in-DWSIM/Bengali to DWSIM-3.4/C2/Creating-a-material-stream-in-DWSIM/Bengali without leaving a redirect: Archived as old version) |
||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:00 | | 00:00 | ||
− | | Creating a material stream | + | | DWSIM এ Creating a material stream এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
|- | |- |
Latest revision as of 10:22, 8 January 2020
|
|
00:00 | DWSIM এ Creating a material stream এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:10 | কেমিক্যাল কম্পোনেন্ট চয়ন করা। |
00:14 | থের্মোডায়নামিক প্যাকেজ চয়ন করা। |
00:17 | ইউনিট এবং ভ্যালুস চয়ন করা। |
00:19 | এবং মেটেরিয়াল স্ট্রিম উল্লিখিত করা। |
00:23 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে DWSIM 3.4 উইন্ডোজ সংস্করণ ব্যবহার করছি। |
00:29 | কিন্তু এই প্রক্রিয়াটি Linux, Mac OS X এবং ARM এ FOSSEE তে অভিন্ন। |
00:35 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে DWSIM এর অ্যাক্সেস থাকা উচিত। |
00:39 | এখন একটি নতুন steady state simulation বানানো দিয়ে শুরু করি। |
00:46 | DWSIM খুললে আপনি এই ধরণের প্রারম্ভিক উইন্ডো দেখবেন। |
00:53 | Create new simulation এ ক্লিক করুন। |
00:57 | simulation wizard দেখালে এটি Cancel করুন। |
01:02 | উপরে বামদিকে,Simulation নামক ফীল্ডে যান। |
01:08 | এর পাশে পজলের মত বোতামে মাউস রাখুন। |
01:14 | আপনি দেখতে পারেন এটি Configure Simulation হিসাবে পরিচিত। |
01:18 | এই বোতাম টিপুন। |
01:23 | Configure Simulation পপ-আপ খোলে। |
01:26 | আগের কিছু সংস্করণে, এই পপ-আপটি নিজেই খুলতো। |
01:31 | অক্ষর খুব ছোট এবং এই রেকর্ডিং এ অপঠিতযোগ্য। |
01:35 | এটি ঠিক করতে, আমি এই শুধু স্ক্রিন সম্পর্কিত অংশে জুম করব। |
01:42 | আমি আরো ভালোমত পড়তে স্ক্রিন পুনরায় সাজিয়েছি। |
01:46 | এই উইন্ডোর Component Search এ লিখুন benzene. |
01:59 | Benzene দুটি সারিতে দেখায়. আমরা সেই এন্ট্রিতে আগ্রহী যার ডাটাবেসে DWSIM রয়েছে। |
02:07 | আমরা অন্য ডেটাবেসের গুরুত্ব অন্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করব। |
02:13 | এই লাইনে কোথাও ডাবল ক্লিক করুন। |
02:17 | আপনি ডানদিকে থাকা Add বোতামও টিপতে পারতেন যা খুব শীঘ্রই দেখবো। |
02:23 | আপনি দেখতে পারেন এখন Benzene চয়নিত। |
02:27 | আমি পপ-আপ উইন্ডোর বাম দিকে সরিয়ে আপনাকে এটি দেখাবো। |
02:40 | toluene এর জন্য এটি পুনরাবৃত্তি করুন। |
02:52 | এখন এটি চয়ন করুন। add এ ক্লিক করি। |
02:59 | আপনি দেখতে পারেন কম্পোনেন্ট চয়ন সম্পন্ন হয়েছে। |
03:04 | আমি উইন্ডো শিফট করব যেখানে এটি ছিল। |
03:12 | এখন Thermodynamics চয়ন করতে প্রস্তুত। |
03:14 | আমরা স্লাইডে ফিরে যাই। |
03:18 | এখন পরবর্তী স্লাইডে যাই। |
03:21 | এই স্লাইড Thermodynamics এর চয়ন নির্দেশ করে। |
03:24 | এই স্লাইডের পিছনে তত্ত্ব এই টিউটোরিয়ালের স্কোপের বাইরে। |
03:30 | কারণ Benzene এবং Toluene একটি আদর্শ সলিউশন বানানোয়, Raoult's law চয়ন করতে পারি। |
03:35 | এটি DWSIM এ করা যাক। |
03:40 | বাম দিকে Thermodynamics ট্যাবে যান। এতে ক্লিক করুন। |
03:47 | উপরের সাদা স্থানে একটি সাব-মেনু দেখায়। |
03:51 | সাব-মেনুতে Property Packages এ ক্লিক করুন। |
03:56 | এই তালিকায় নীচে গিয়ে Raoult's law নামক বিকল্পতে যান। |
04:03 | এতে ডাবল ক্লিক করে এটি চয়ন করুন। |
04:08 | এখন পপ-আপের ডানদিকে Raoult's law দেখাচ্ছে। |
04:12 | এটি দেখতে, আমি বামদিকে পপ-আপ শিফট করি। |
04:20 | এই পপ-আপের নীচে ডানদিকের কোণায়, Back to Simulation নামক বোতামে যান। এতে ক্লিক করুন। |
04:28 | কনফিগার সিমুলেশন পপ আপ বন্ধ হয় এবং আমরা সিমুলেশন করতে প্রস্তুত। |
04:35 | এই পৃষ্ঠার কেন্দ্রে স্থিত canvas, flowsheets বানাতে ব্যবহৃত হয়। |
04:41 | এখন material stream বানাবো। |
04:44 | ডানদিকে আপনি একটি object palette দেখেন। |
04:49 | এটি বেশ দরকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অবজেক্টের একটি বড় সংগ্রহ রাখে। |
04:55 | আপনি এতে স্ক্রোল করতে পারেন যে এখানে কি উপলব্ধ। |
05:01 | ডানদিকে সবচেয়ে উপরে Material Stream অবজেক্ট রয়েছে। এতে ক্লিক করুন এবং flowsheet পর্যন্ত টানুন। |
05:12 | stream ড্রপ করতে পছন্দের স্থানে মাউস থেকে আঙুল সরান। |
05:19 | আপনি এটি ক্যানভাসে যে কোথাও ছাড়তে পারেন। |
05:21 | প্রয়োজন হলে পরে অন্য স্থানে স্ট্রীম সরাতে পারেন। |
05:25 | স্ট্রিম ড্রপ করার পরই, কম্পোজিশন লিখতে একটি পপ-আপ দেখায়। |
05:31 | লক্ষ্য করুন ডিফল্টরূপে Mole Fraction চয়নিত। |
05:36 | আপনি অন্য সম্ভাবনা থেকেও চয়ন করতে পারেন। কিন্তু, আমি এটি এইভাবে ছেড়ে দেবো। |
05:42 | ইতিমধ্যেই চয়নিত কেমিক্যাল, এখানে নিজেই দেখায়। |
05:49 | Toluene এর Equilibrium Composition এ লিখুন 0.5 |
05:55 | ডাউন অ্যারো টিপুন। |
05:57 | Benzene এর Equilibrium Composition এ লিখুন 0.5 |
06:02 | Apply তে ক্লিক করুন। |
06:06 | ডানদিকে mole fractions এর Total দেখায়। |
06:12 | সমষ্টি 1 না হলে DWSIM এন্ট্রিগুলি normalize করে, যাতে সমষ্টি 1 হয়। |
06:19 | কিন্তু কখনো এটি কিছু অপ্রত্যাশিত মান দিতে পারে। |
06:22 | আপনি নিজে এটি নিশ্চিত করতে পারেন যে টোটাল 1 আসে। Close বোতামে ক্লিক করুন। |
06:31 | stream এ ডাবল ক্লিক করে সর্বদা আগের পপ-আপে ফিরে যেতে পারেন। |
06:36 | configure simulation বোতামের নীচে, System of Units বদলানোর স্থান লক্ষ্য করুন। |
06:43 | এই মেনুতে ক্লিক করুন এবং CGS System চয়ন করুন। |
06:49 | এখন এই স্ট্রিমের স্পেসিফিকেশন সম্পন্ন করি। |
06:52 | একবার ফ্লোসিটে stream আইকনে ক্লিক করুন; ডাবল ক্লিক করবেন না। |
07:00 | ফ্লোসিটের বাম দিকে, আপনি চয়নিত অবজেক্ট উইন্ডো দেখেন। |
07:07 | এই উইন্ডোটি Properties এবং Appearance ট্যাব রাখে। |
07:12 | properties ট্যাব stream এর সকল বৈশিষ্ট্য দেখায়। DWSIM সকল বৈশিষ্ট্য এর ডিফল্ট ভ্যালু নির্ধারণ করে। |
07:21 | প্রথমে এই পৃষ্ঠাটি স্ক্রোল করুন। |
07:27 | material stream এর স্পেসিফিকেশন সম্পন্ন করার অনেক উপায় রয়েছে। |
07:31 | Specification টিপুন। |
07:34 | ডান দিকের ডাউন অ্যারো দেখায়, এতে টিপুন। |
07:40 | ডিফল্ট pressure এবং temperature উল্লিখিত হয়। |
07:43 | আমি এটি এই ভাবে ছেড়ে দেবো। |
07:45 | আমি মেনু বন্ধ করতে আবার ডাউন অ্যারো টিপব। |
07:50 | আমরা দেখি যে Temperature এর সামনে 25 আগে থেকেই লেখা রয়েছে। |
07:55 | Temperature এ মাউস নিয়ে গেলে unit এ ডিগ্রী সেলসিয়াস দেখি। |
08:02 | এই সংখ্যাটির ডান দিকে ক্লিক করুন। |
08:07 | এটি একটি সম্পাদনাযোগ্য ক্ষেত্র। আমি এটি মুছে 30 লিখি। |
08:15 | এখন pressure দেখি। আমি এটিকে 1 atmosphere হিসাবে ছেড়ে দেবো। |
08:23 | এরপর flowrate উল্লেখ করি। |
08:26 | আমরা mass flowrate বা molar flowrate বা volumetric flowrate উল্লেখ করতে পারি। |
08:33 | আমরা molar flowrate উল্লেখ করব। |
08:38 | আমি পুরোনো ভ্যালু মুছে ফেলবো এবং 100 লিখব। |
08:47 | এই পরিবর্তন সংরক্ষণ করতে Enter টিপুন। |
08:50 | এখন দেখতে পাচ্ছি এই ক্ষেত্রের জন্য ইউনিট হল mole per second. |
08:56 | ইউনিটের সমন্বয় ব্যবহার করা সম্ভব যেমন CGS এবং SI. |
09:01 | আমরা এই আলোচনা অন্য টিউটোরিয়ালের জন্য স্থগিত করব। |
09:05 | এখন stream সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত। |
09:08 | DWSIM নিজেই এই স্ট্রিমের নাম MSTR-004 দিয়েছে। |
09:16 | আপনি simulation এ অন্য নাম দেখতে পারেন, কিন্তু এ নিয়ে চিন্তা করবেন না। |
09:21 | কারণ আমি নিজের থেকে নেওয়া নাম নিয়ে খুশি নই, তাই এটি বদলাই। |
09:27 | চয়নিত Object উইন্ডোতে Appearance ট্যাবে ক্লিক করুন। |
09:33 | Appearance ট্যাব স্ট্রিমের দৃশ্যমান চেহারা সংশোধন করতে ব্যবহৃত হয়। |
09:37 | Name এর পাশের খালি স্থানে ক্লিক করুন এবং এটি মুছে ফেলার পর লিখুন Inlet1. |
09:55 | Name এ আবার ক্লিক করুন। |
09:58 | আপনি Flowsheet এ এই স্ট্রিমের নীচে Inlet1 নামটি দেখতে পারেন। |
10:04 | আসন্ন টিউটোরিয়ালগুলিতে এই material stream এ বানাবো। |
10:08 | এখন স্লাইডে ফিরে আসি। |
10:13 | পরবর্তী স্লাইডে যাই। |
10:15 | সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
10:19 | একটি ম্যাটেরিয়াল স্ট্রিম সংজ্ঞায়িত করা। |
10:22 | কেমিক্যাল কম্পোনেন্ট চয়ন করা। |
10:24 | প্রোপার্টি এস্টিমেশন প্যাকেজ চয়ন করা। |
10:27 | স্পেসিফিকেশন সম্পূর্ণ করা। |
10:29 | ইউনিট এবং ভ্যালুস নির্দিষ্ট করা। |
10:32 | temperature, pressure এবং flow rate উল্লেখ করা। |
10:36 | অনেক ভিন্ন ভিন্ন বিকল্পগুলি দেখুন। |
10:40 | এখন কিছু অনুশীলনী দেই। |
10:43 | Benzene এবং Toluene এর mole fractions চয়ন করুন যার সমষ্টি 1 নয়। |
10:48 | Apply টিপলে DWSIM কিভাবে normalize হয় তা যাচাই করুন। |
10:53 | সেই পৃষ্ঠায় যান যেখানে mole fractions সংজ্ঞায়িত করেছেন। |
10:57 | যাচাই করুন Total 1 না হলে normalize বোতাম কি করে। |
11:02 | সেই পৃষ্ঠায় যান যেখানে molar flow rate সংজ্ঞায়িত করেছি। |
11:05 | DWSIM নিজেই অন্যান্য ইউনিটে সমতুল্য flow rates দেখায়। |
11:11 | যাচাই করুন এই ভ্যালুগুলি সঙ্গতিপূর্ণ কিনা। |
11:16 | Benzene, Toluene এবং Xylene সহ স্ট্রিম বানান। |
11:20 | আগের অনুশীলনী এই স্ট্রিমের জন্যও করুন। |
11:26 | আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
11:28 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
11:33 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
11:39 | আমরা কর্মশালার আয়োজন করি, সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন। |
11:47 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
11:52 | DWSIM কে ওপেন সোর্স সফ্টওয়্যার বানানোর জন্য DWSIM টিমকে ধন্যবাদ জানাই। |
11:58 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |