Difference between revisions of "Avogadro/C3/Stereoisomerism/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- ||00:01 ||নমস্কার! '''Stereoisomerism'''-এর টিউটোরিয়ালটিত...")
 
 
Line 323: Line 323:
 
|-
 
|-
 
||08: 53
 
||08: 53
এর কাঠামো  অপ্টিমাইজ  করা যাক।
+
||এর কাঠামো  অপ্টিমাইজ  করা যাক।
 
|-
 
|-
 
||08: 55
 
||08: 55

Latest revision as of 19:58, 30 October 2017

Time
Narration
00:01 নমস্কার! Stereoisomerism-এর টিউটোরিয়ালটিতে স্বাগতম।
00: 06 এই টিউটোরিয়ালে, আমরা শিখব: উদাহরণ সহ Conformational isomerism

Geometrical isomerism এবং R-S configurations with examples.।

00: 18 এখানে আমি ব্যবহার করছি,

উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.04 Avogadroসংস্করণ 1.1.1

00: 28 এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনার Avogadro ইন্টারফেসের সাথে পরিচিত হওয়া উচিত।

যদি তা না হয়, তাহলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন।

00: 39 এই টিউটোরিয়ালে ব্যবহৃত ফাইলগুলি, কোড ফাইল হিসাবে প্রদান করা রয়েছে ।
00: 45 এই টিউটোরিয়ালে আমরা Avogadro ব্যবহার করে stereoisomers তৈরি করতে শিখব।
00: 51 আমি stereoisomers সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভূমিকা প্রদান করব।
01: 56 পরমাণুর অভ্যন্তরীণ বিন্যাসে পার্থক্যের কারণে stereoisomers উৎপন্ন হয়।
01: 03 Isomers গুলির একই কাঠামো হয় এবং সেগুলির বৈশিষ্ট্যগুলির মধ্যে বেশি পার্থক্য থাকে না ।
01: 09 এখানে এই স্লাইডটি isomers এর শ্রেণীবিভাগ দেখায়।
01: 16 আমি Conformational isomerism দিয়ে শুরু করবো।
01: 21 এটি stereoisomerism-এর একটি রূপ।
01: 23 এতে, isomers'-গুলিকে একক বন্ড সাপেক্ষে ঘূর্ণন দ্বারা একটির থেকে অন্যটিতে রূপান্তরিত করা যেতে পারে ।
01: 30 একক বন্ড সাপেক্ষে ঘূর্ণন rotational energy barrier. দ্বারা সীমাবদ্ধ।
01:36 চলুন 1,2-dichloroethane এর কনফারফর্মার কি জানা যাক ।
01:41 1,2-dichloroethane তিনটি conformers-এ বিদ্যমান:

Eclipsed, Gauche and Anti

01:50 আমি Avogadro উইন্ডো খুলেছি ।
01:53 ড্র টুল এ ক্লিক করুন।
01:55 Adjust Hydrogens চেক বক্স-এর টিক তুলে দিন ।
01:59 প্যানেল এ ক্লিক করুন এবং টেনে দুটি পরমাণু আঁকুন ।
02:04 এলিমেন্ট 'ড্রপ ডাউন' থেকে ক্লোরিন নির্বাচন করুন।
02:08 প্রত্যেক কার্বন এ একটি বন্ড আঁকুন।
02: 11 বিল্ড মেনুতে যান এবং Add Hydrogens এ ক্লিক করুন।
02: 15 1,2-dichloroethane প্যানেল-এ আঁকা হয়েছে ।
02: 19 এর কাঠামো অপটিমাইজ করা যাক।
02: 22 অটো অপ্টিমাইজেশান টুল ক্লিক করুন।
02: 25 ফোর্স ফিল্ড-এ নির্বাচন করুন MMFF94 এবং Start বোতামে ক্লিক করুন।
02: 35 optimization প্রক্রিয়াটি বন্ধ করতে Stop ক্লিক করুন।
02: 40 সঠিকভাবে স্থাপনার জন্য কাঠামো ঘোরানোর জন্য ন্যাভিগেশন টুল-এর উপর Cick করুন ।
02: 45 আমাদের প্যানেলে -এ Gauche conformer''আছে।
02: 49 1,2-dichloroethane এর conformers দেখানোর জন্য, আমি ঘূর্ণন তল ঠিক করব।
02:55 'বন্ড সেন্ট্রিক ম্যানিপুলেশন 'টুল এ ক্লিক করুন।
02: 59 দুটি কার্বন পরমাণুর মধ্যে বন্ডের উপর ক্লিক করুন।
03: 03 পরমাণুগুলির মধ্যে তলটি নীল বা হলুদ রঙে দেখা যায়।
03: 08 Chlorine পরমাণুর উপর কার্সার রাখুন।
03: 10 ঘড়ির কাঁটার দিক দিয়ে বন্ড ঘোরানো।
03: 14 ন্যাভিগেশন টুলের উপর ক্লিক করুন এবং কাঠামোটি ঘোরান।
03: 18 আমাদের প্যানেলে Anti conformer আছে।
03: 21 আবার বন্ডসেন্ট্রিক ম্যানিপুলেশন টুলটি ব্যবহার করে C-C bond' ঘোরান ।
03: 25 আমাদের প্যানেলEclipsed conformer আছে।
03: 30 এখন আমি Cyclohexane'-এর বিভিন্ন conformers দেখাব ।
03: 35 একটি নতুন উইন্ডো খুলুন
03: 38 ড্র সেটিংস মেনুতে,কার্বন ডিফল্ট এলিমেন্ট হিসাবে নির্বাচন করা থাকে ।
03: 44 Adjust Hydrogens চেক বাক্স-এর টিক তুলে দিন ।
03: 48 boat form সাইক্লোহেক্সেন কাঠামো আঁকুন ।
03: 53 প্যানেল-এ cyclohexane এর boat conformer আঁকতে ক্লিক করুন এবং টেনে আনুন।
04: 01 পরমাণু লেবেল করার জন্য, Display Types মেনুতে Label চেক বক্সে ক্লিক করুন।
04: 07 দয়া করে মনে রাখবেন লেবেলটি সব সময় এক নাও হতে পারে ।
04: 11 আমাদের প্রয়োজন অনুসারে conformers লেবেল দিন।
04: 16 সিলেকশন টুল এ ক্লিক করুন, তারপর প্রথম কার্বন পরমাণুতে ডান-ক্লিক করুন।
04: 21 একটি মেনু প্রর্দশিত হচ্ছে । Change label নির্বাচন করুন
04: 25 Change label of the atom টেক্সট বাক্স খোলে ।
04: 30 New Label ক্ষেত্রে টাইপ করুন 1 এ এবং ওকে ক্লিক করুন।
04: 35 এরপর দ্বিতীয় পরমাণুতে ডান-ক্লিক করুন এবং লেবেলটিকে ২ হিসাবে পরিবর্তন করুন।
04: 41 একইভাবে, আমি পরমাণুগুলির লেবেলগুলি পরিবর্তন করে ৩,৪,৫, এবং ৬ করবো ।
04: 50 আমরা boat কে twist boat conformer. রূপান্তর করব ।
04: 54 ম্যানিপুলেশন টুল এ ক্লিক করুন। ২ এ ক্লিক করুন এবং উপরে উপরে টানুন।
04: 57 5. 5 টি ক্লিক করুন এবং উপরের দিকে টানুন 3 এ ক্লিক করুন এবং উপরে উপরে টানুন
05: 08 প্যানেল-এ twist boat আছে।
05: 10 এখন আমরা twist boat কে half chair conformer রূপান্তর করব ।
05: 16 ২-এর উপর ক্লিক করুন এবং সেটিকে নিচের দিকে টেনে আনুন।
05: 19 ৫-এর ক্লিক করুন এবং সেটিকে নিচের দিকে টেনে আনুন
05: 23 ৪-এর ক্লিক করুন এবং সেটিকে অনুভূমিক অবস্থানে টানুন।
05: 27 সঠিক কাঠামো পাওয়ার জন্য, প্রয়োজন হলে কার্বন পরমাণুর অবস্থানগুলি সমন্বয় করুন।
05: 33 আমদের প্যানেল-এ half chair আছে।
05: 36 এখন আমরা 'half chair কে chair conformer -এ রূপান্তর করব।
05: 41 ৪-এ ক্লিক করুন এবং সেটিকে নিচের দিকে টানুন
05: 44 ১-এ ক্লিক করুন এবং সেটিকে নিচের দিকে টানুন
05: 47 সঠিক কাঠামো পাওয়ার জন্য, প্রয়োজন হলে কার্বন পরমাণুর অবস্থানগুলি সমন্বয় করুন।
05: 53 আমাদের প্যানেল- এ chair conformer আছে।
05: 56 অনুশীলনী হিসাবে, Butane এবং Cyclopentane-এর বিভিন্ন conformers আঁকুন।
06: 03 এখন আমি geometrical isomerism প্রদর্শন করতে কাঠামোগুলি আঁকব।
06: 09 geometrical isomerism সৃষ্টি হয়: double-bond এর চারপাশে পরমাণুগুলির বিভিন্ন স্থানিক বিন্যাস-এর জন্য ।
06: 17 এখানে double-bonded carbon এর চারপাশে ,পরমাণু অথবা গোষ্ঠীর ঘূর্ণন সীমিত।
06: 24 প্রদর্শনীর জন্য আমি diamminedichloroplatinum(II) আঁকব যা cisplatin' নামেও পরিচিত ।
06: 33 একটি নতুন উইন্ডো খুলুন
06: 36 ড্র সেটিংস মেনুতে, এলিমেন্ট ড্রপ ডাউন এ ক্লিক করুন এবং Other নির্বাচন করুন।

Periodic table উইন্ডো খোলে।

06: 44 টেবিল থেকে Platinum(Pt) নির্বাচন করুন। Periodic table উইন্ডো বন্ধ করুন।
06: 50 প্যানেল এ ক্লিক করুন।
06: 53 এলিমেন্ট 'ড্রপ ড্রপ থেকে নির্বাচন করুন ক্লোরিন
06: 55 প্ল্যাটিনাম পরমাণুর একই পার্শ্বে দুটি ক্লোরিন বন্ড আঁকুন।
07: 00 এলিমেন্ট ড্রপ ডাউন থেকে নাইট্রোজেন নির্বাচন করুন । আগের মত দুটি nitrogen bonds আঁকুন ।
07: 07 কাঠামো সম্পূর্ণ করতে, আমাদের নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন সংযুক্ত থাকা প্রয়োজন।
07: 13 এলিমেন্ট 'ড্রপ ডাউন থেকে হাইড্রোজেন নির্বাচন করুন।
07: 16 তৃতীয় বন্ধনী আঁকতে প্রতিটি নাইট্রোজেন পরমাণুতে ক্লিক করুন।
07: 21 এর কাঠামো অপটিমাইজ করা যাক।
07: 24 অটো অপ্টিমাইজেশান টুল ক্লিক করুন।
07: 27 ফোর্স ফিল্ড-এ, UFF নির্বাচন করুন এবং স্টার্ট বোতামে ক্লিক করুন।
07: 35 অপটিমাইজেশন প্রক্রিয়া বন্ধ করতে স্টপ এ ক্লিক করুন।
07: 39 প্রদর্শনের জন্য আমার দুটি কাঠামো প্রয়োজন হবে।
07: 43 আমি কাঠামোগুলি কপি এবং পেস্ট করব।
07: 46 কাঠামো নির্বাচন করতে Selection টুলটি ক্লিক করুন।
07: 50 কপি করার জন্য CTRL+C এবং পেস্ট করার জন্য CTRL + V টিপুন । পেস্ট করা কাঠামোটিকে ডানদিকে টানুন
07: 57 সুবিধার জন্য আমি পরমাণুগুলিকে লেবেল করব।
08: 00 Display Types মেনুতে লেবেল চেক বাক্সে ক্লিক করুন।
08: 05 হাইড্রোজেন সরাতে , বিল্ড মেনুতে যান এবং Remove Hydrogens নির্বাচন করুন।
08: 11 আমাদের প্যানেলcisplatin এর দুটি isomers আছে
08: 16 আমি দ্বিতীয় cis isomer থেকে ট্রান্স আইসোমার-এ রূপান্তর করব।
08: 21 ম্যানিপুলেশন টুলটি ক্লিক করুন।
08: 24 Cl4 ক্লিক করুন এবং বামদিকে টানুন । N4 ক্লিক করুন এবং ডান দিকে টানুন।
08: 32 তারপর যথাযথভাবে দেখানোর জন্য সমস্ত বন্ডের অবস্থানগুলি সমন্বয় করুন।
08: 38 বিল্ড মেনুতে যান এবং Add Hydrogens নির্বাচন করুন।
08: 43 আগের মতোই, প্রত্যেক নাইট্রোজেন এর সাথে দুটি পরমাণু সংযুক্ত থাকে ।
08: 48 ড্র টুল থেকে Hydrogen ব্যবহার করে তৃতীয় 'হাইড্রোজেন' যোগ করুন।
08: 53 এর কাঠামো অপ্টিমাইজ করা যাক।
08: 55 অটো অপ্টিমাইজেশান টুল-টি ক্লিক করুন।
08:59 ফোর্স ফিল্ড-এ, নির্বাচন করুন UFF এ ক্লিক করুন এবং স্টার্ট বোতামে ক্লিক করুন।
09: 05 অপটিমাইজেশন প্রক্রিয়া বন্ধ করতে স্টপ এ ক্লিক করুন।
09: 09 আমাদের এখন প্যানেল-এ diamminedichloroplatinum(II) এর দুটি geometrical isomers 'আছে।
09: 17 একইভাবে, আমাদের diamminetetracyanoferrate(III)ion এর geometrical isomers আছে

[Fe(NH3</sub)2(CN)4]-.।

09: 25 আমরা এরপর RS কনফিগারেশন সম্পর্কে আলোচনা করব।
09: 29 RS কনফিগারেশন একটি Chiral centre উপস্থিতির কারণে সৃষ্টি হয়।
09: 35 Chiral centre চারটি বিভিন্ন উপাদানের সাথে সংযুক্ত একটি পরমাণু।
09: 41 কনফিগারেশনগুলি একে অপরের non-superimposable mirror images
09: 47 R-S configurations এর প্রদর্শনের জন্য, আমি amino acid - Alanine.ব্যবহার করব।
09: 53 একটি নতুন উইন্ডো খুলুন
09: 56 আমি Fragment library থেকে Alanine কাঠামো লোড করব ।
10: 01 Fragment library থেকে উপলব্ধ সব amino acids হল optically active
10: 07 আপনি আপনার নিজেরটি লোড করে দেখতে পারেন।
10: 11 কাঠামোটি অনির্বাচন করতে CTRL+SHIFT এবং A। টিপুন
10: 15 ন্যাভিগেশন টুল ব্যবহার করে যথাযথ অবস্থানের জন্য কাঠামোটি ঘুরান।
10: 22 কেন্দ্রীয় কার্বন পরমাণুটি হল chiral, 4 টি বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত।
10: 26 R S configuration হল ঘড়ির কাঁটার দিকে বা কাঁটার উল্টো দিকে substituent গুলিকে প্রদত্ত অগ্রাধিকার
10: 35 পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে substituent অগ্রাধিকার পায় ।
10: 40 উচ্চতর পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে substituent অগ্রাধিকার পায়।
10: 45 এখন আমরা ঘড়ির কাঁটার দিকে অগ্রাধিকার দেখব ।
10: 49 এই কাঠামোর মধ্যে, নাইট্রোজেন-কে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়।
10: 53 অক্সিজেন এর সাথে সংযুক্ত কার্বন কে দ্বিতীয় অগ্রাধিকার দেওয়া হয়। এবং মিথাইল-কে তৃতীয় অগ্রাধিকার দেওয়া হয়।
11: 02 কাঠামোর R configuration আছে ।
11: 05 আমি chiral carbon এ সংযুক্ত গ্রুপগুলির অবস্থান পরিবর্তন করব।
11: 10 বিল্ড মেনুতে যান এবং Remove Hydrogens নির্বাচন করুন।
11: 15 ম্যানিপুলেশন টুলে ক্লিক করুন।
11: 17 carbon ডান দিকে সরান ।
11: 20 অক্সিজেন এর সাথে 'কার্বন-কে বাম দিকে সরান।
11: 25 বিল্ড মেনুতে যান এবং Add Hydrogens নির্বাচন করুন।
11: 29 এখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অগ্রাধিকার দেখব ।
11: 33 নাইট্রোজেন-এর প্রথম অগ্রাধিকার আছে।অক্সিজেনের সাথে সংযুক্ত কার্বন -এর দ্বিতীয় অগ্রাধিকার আছে । এবং মিথাইল-কে তৃতীয় অগ্রাধিকার দেওয়া হয়।
11: 45 গঠনটির S configuration আছে।
11: 48 একইভাবে, আমাদের প্যানেল -এ Glyceraldehyde এরR and S configurations আছে।
11: 55 সংক্ষেপে দেখে নেওয়া যাক
11: 57 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি, :

1,2-dichloroethane এর Conformations cyclohexane এর Conformations cisplatin এর Geometrical isomers amino acid Alanine এর R-S configurations

12: 15 একটি অনুশীলনী হিসাবে, 2-butene এবং 1,2-dichloroetheneএর জ্যামিতিক isomers, । bromochloroiodomethane এর R-S configurations আঁকুন ।
12: 29 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায় । যদি আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারবেন ।
12: 37 আমরা স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেটগুলি প্রদান করি। আমাদের সাথে যোগাযোগ করুন.
12: 44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
12: 51 আমি অন্তরা এই টিউটোরিয়ালটি রেকর্ড করেছি ।

যোগদান করার জন্য আপনাকে ধন্যবাদ।

Contributors and Content Editors

Antarade