Difference between revisions of "Linux-Old/C2/Ubuntu-Desktop-10.10/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |উবুন্টু ডেস্কটপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল-এ আপ…')
 
m (moved Linux-Ubuntu/C2/Ubuntu-Desktop/Bengali to Linux/C2/Ubuntu-Desktop/Bengali: Combining Linux & Linux-Ubuntu FOSS Categories.)
(No difference)

Revision as of 01:59, 21 April 2013

Time Narration
0:00 উবুন্টু ডেস্কটপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাকে স্বাগত জানাচ্ছি ।
0:04 এই টিউটোরিয়াল-এর সাহায্যে আমরা gnome এনভয়রনমেন্ট-এ উবুন্টু ডেস্কটপ-এর সাথে পরিচিত হব ।
0:12 এর জন্য আমি উবুন্টু ১০.১০ ব্যবহার করছি ।
0:19 আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন, সেটি-ই উবুন্টু ডেস্কটপ ।
0:24 উপরে বামদিকের কোনে আপনি প্রধান মেনু দেখতে পাচ্ছেন ।
0:31 এটি খুলতে, আপনি Alt+F1 টিপতে পারেন কিম্বা Applications -এ গিয়ে সেটি ক্লিক করতে পারেন ।
0:40 Application মেনুতে সব ইনস্টল করা application তালিকাবদ্ধ থাকে ।
0:48 এই application মেনুর কিছু গুরুত্বপূর্ণ application-এর সাথে পরিচিত হওয়া যাক ।
0:55 তাহলে applications-এ গিয়ে Accessories এবং এরপর Calculator-এ যান ।
1:04 ক্যালকুলেটর-এর সাহায্যে পাটীগাণিতিক, বৈজ্ঞানিক বা অর্থনৈতিক হিসাব করা যায় ।
1:12 এটি খোলা যাক, ক্যালকুলেটর-এ ক্লিক করুন ।
1:18 এখন একটি সাধারণ হিসাব করা যাক ।
1:22 ৫ গুন ৮ লিখুন এবং = টিপুন ।
1:32 = চিন্হর পরিবর্তে এন্টার কী -ও টিপতে পারেন ।
1:39 এখন close বাটন টিপে ক্যালকুলেটর বন্ধ করুন ।
1:46 এবার অন্য application দেখা যাক ।
1:50 এর জন্য Applications -এ ফিরে গিয়ে Accessories -এ যান ।
1:59 accessories -এ গিয়ে Text Editor খোলা যাক । ওতে ক্লিক করুন ।
2:09 আপনি এখন স্ক্রিন-এ gedit Text Editor দেখতে পাচ্ছেন ।
2:16 এখানে কিছু লিখে সেভ করা যাক । লিখুন "H-e-l-l-o W-o-r-l-d" ।
2:28 এটি সেভ করতে, আপনি Clt+s টিপতে পারেন অথবা File -এ গিয়ে save-এ ক্লিক করতে পারেন ।
2:45 এখন একটি ছোট dialog box দেখা যাচ্ছে । এটি ফাইল-এর নাম এবং কোন স্থানে ফাইল-টি সেভ করা হবে, ত়া জিজ্ঞাসা করছে ।
2:56 ফাইল-এর নাম টাইপ করলাম "hello.txt" and অবস্থান হিসাবে ডেস্কটপ বেছে নিলাম এবং সেভ বাটন-এ ক্লিক করলাম ।
3:15 এখন gedit বন্ধ করলাম । দেখা যাক আমাদের ফাইল-টি ডেস্কটপ-এ সেভ হয়েছে কিনা ।
3:24 এখন ডেস্কটপ-এর উপর আপনি hello.txt নামক ফাইল-টি দেখতে পাচ্ছেন ।
3:30 তাহলে আমাদের টেক্সট ফাইল-টি সফলভাবে সংরক্ষিত হয়েছে ।
3:35 ফাইল-টির উপর দুইবার ক্লিক করে ফাইল-টি খোলা যাক ।
3:40 দেখুন, ফাইল-টি খুলে গেছে এবং আমাদের লেখা টেক্সট-টি দেখা যাচ্ছে ।
3:44 ইন্টারনেট-এ আপনি gedit text editor সম্পর্কে অনেক তথ্য পাবেন ।
3:50 এই বিষয়ে http://spoken-tutorial.org এও টিউটোরিয়াল উপলব্ধ হবে ।
4:00 এবার accessories -এর অন্য একটি application - Terminal সম্পর্কে জানা যাক ।
4:12 তাহলে আবার Applications->Accessories -এ ফিরে গিয়ে terminal -এ যাওয়া যাক ।
4:19 Terminal -কে command line -ও বলা হয় কারণ এর দ্বারা কম্পিউটার-কে কমান্ড বা নির্দেশ দেওয়া যায় ।
4:25 প্রকৃতপক্ষে এটি GUI-এর থেকে বেশি ক্ষমতাশালী ।
4:30 terminal সম্পর্কে ধারণার জন্য একটি সাধারণ কমান্ড লেখা যাক ।
4:36 'ls' লিখে এন্টার টিপলাম ।
4:41 আপনি দেখতে পাচ্ছেন এটি বর্তমান ডিরেক্টরি-ত়ে থাকা সব ফাইল এবং ফোল্ডার-গুলিকে তালিকাবদ্ধ করে ।
4:48 এখানে এটি home ফোল্ডার-এর সব ফাইল এবং ফোল্ডার-গুলিকে দেখাচ্ছে ।
4:55 এই টিউটোরিয়াল-এর পরবর্তী অংশে home ফোল্ডার কি, ত়া আমরা জেনে নেব ।
5:01 টার্মিনাল নিয়ে আলোচনা এখানেই আমরা সমাপ্ত করবো । http://spoken-tutorial.org-এর লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়াল-এ টার্মিনাল কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা আছে ।
5:17 টার্মিনাল বন্ধ করলাম ।
5:20 এখন পরবর্তী application অর্থাৎ Firefox Web Browser-এ যাওয়া যাক । এটি খোলা যাক ।
5:27 এর জন্য যাওয়া যাক applications-> Internet-> Firefox web Browser । এটি ক্লিক করলাম ।
5:36 world wide web -এর সাথে সংযোগ করতে Firefox ব্যবহার করা হয় । আপনি দেখতে পাচ্ছেন firefox খুলে গেছে ।
5:43 এখন gmail site -এ যাওয়া যাক । এর জন্য address bar -এ যান অথবা F6 টিপুন । আমি এখন F6 টিপছি ।
5:53 ঠিকআছে, আমি এখন address bar-এ এসে গেছি । এবার backspace টিপে address bar-এর লেখাটি মুছে দিলাম ।
6:00 লিখছি "www.gmail.com" ।
6:04 লেখার সময়, Firefox কিছু সম্ভাব্য ওএবসাইট দেখায় ।
6:09 আপনি এগুলির মধ্যে কোনো একটিকে নির্বাচন করতে পারেন অথবা সম্পূর্ণ address-টি লিখতে পারেন । এন্টার টিপলাম ।
6:15 Firefox ওএবসাইট-টিতে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা login ও password জিগাসা করতে পারে ।
6:22 এখন username এবং password লিখলাম এবং এন্টার টিপলাম ।
6:36 এখন gmail ওএব পেজ স্ক্রিন-এ খুলে গেছে । এবার এটি বন্ধ করা যাক এবং পরবর্তী আলোচনায় যাওয়া যাক ।
6:45 এবার office মেনু-ত়ে যাওয়া যাক applications->Office ।
6:53 এই office মেনু-ত়ে আছে - openoffice word processor, spreadsheet এবং presentation ।
7:03 এই বিষয়গুলির উপর ইন্টারনেট-এ অনেক তথ্য আছে ।
7:07 ভবিষ্যতে আমাদের ওএবসাইট-এ এই বিষয়গুলির নিয়ে কথ্য টিউটোরিয়াল উপলব্ধ হবে ।
7:12 এবার Sound & Video মেনু নিয়ে আলোচনা করা যাক । এর জন্য যান - Applications-> Sound & Video ।
7:21 এতে একটি গুরুত্বপূর্ণ application আছে - Movie Player । এটি ভিডিও এবং গান চালানোর জন্য ব্যবহৃত হয় । পূর্বনির্ধারিতভাবে, এটি শুধুমাত্র ওপেন ফরম্যাট-এর ভিডিও ফাইল চালাতে পারে ।
7:35 এখন আমাদের pen-drive থেকে একটি নমুনা ফাইল চালানো যাক । এখন আমি usb slot-এ pen-drive ঢোকাচ্ছি । Pen-drive খুলে গেছে ।
7:48 এটি যদি না খোলে, তাহলে এটি আপনি ডেস্কটপ থেকে খুলতে পারেন ।
7:53 নীচে বামদিকের কোণের icon-টিতে ক্লিক করলাম । এটিতে ক্লিক করলে, এটি শুধুমাত্র ডেস্কটপ দেখায় । পুনরায় একবার ক্লিক করলে এটি ডেস্কটপ -এর সাথে অন্যান্য খুলে থাকে ফাইল-গুলিকেও দেখায় ।
8:08 আমরা Windows এবং D কী একসাথে টিপে ডেস্কটপ-এ যেতে পারি । মনে রাখবেন, পূর্ববতী সংস্করণ-এর উবুন্টু-ত়ে ডেস্কটপ-এ যাবার জন্য Clt+Alt+D কী -গুলি একত্রে টিপতে হত । একটি সংস্করণ থেকে পরবর্তী সংস্করণ-এ এই পরিবর্তন-গুলির জন্য ব্যবহারকারীর প্রস্তুত থাকা আবশ্যক । এখন Windows কী ও D একসাথে টেপা যাক ।
8:37 আপনি ডেস্কটপ-এ আপনার pen-drive -টি দেখতে পাচ্ছেন ।
8:42 দুইবার ক্লিক করে এটি খোলা যাক ।
8:46 আমি এবার Ubuntu Humanity.ogv movie ফাইল-টি চালানোর জন্য নির্বাচিত করবো ।
8:57 ফাইল-টি দেখা যাচ্ছে, এবার দুইবার ক্লিক করে এটি খোলা যাক ।
9:09 এটি নিজে থেকে movie-player -এ খোলে । এটি বন্ধ করা যাক ।
9:13 এবার ডেস্কটপ-এ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক ।
9:18 এবার Places মেনু-ত়ে যাওয়া যাক । এখানে home ফোল্ডার দেখা যাচ্ছে ।
9:27 এটি খোলা যাক । home ফোল্ডার-এ ক্লিক করলাম ।
9:29 উবুন্টু-ত়ে প্রত্যেক ব্যবহারকারীর একটি নিজস্ব আলাদা home ফোল্ডার থাকে ।
9:34 home ফোল্ডার আমাদের গৃহের মত যেখানে আমরা আমাদের ফাইল এবং ফোল্ডার-গুলি সংরক্ষণ করে রাখতে পারি ।
9:42 আমরা অনুমতি আন দিলে, অন্যরা সেগুলি দেখতে পায়না । ফাইল-এর অনুমতি সংক্রান বিস্তারিত তথ্য http://spoken-tutorial.org -এ অনন্য কথ্য টিউটোরিয়াল-এ উপলব্ধ আছে ।
9:56 home ফোল্ডার-এ আমরা অন্যান্য ফোল্ডার যেমন Desktop, Documents, Downloads, Videos ইত্যাদি দেখতে পাচ্ছি ।
10:08 লিনাক্স-এ সবকিছুই একটি ফাইল । দুইবার ক্লিক করে Desktop ফোল্ডার-টি খোলা যাক ।
10:16 আমরা যে "hello.txt" ফাইল text editor-এ সেভ করেছিলাম, সেটি এখানে দেখা যাচ্ছে ।
10:25 সুতরাং এই ফোল্ডার এবং Desktop অভিন্ন । এখন এই ফোল্ডার-টি বন্ধ করা যাক ।
10:31 ডেস্কটপ-এ একই theme সবসময় দেখতে অন করা যাক । আপনার একঘেঁয়ে লাগে না? এটি পরিবর্তন করা যাক ।
10:37 এর জন্য যাওয়া যাক System->Preferences->Appearance । এতে ক্লিক করলাম ।
10:44 এখানে themes ট্যাব-এ, আগে থেকে ইনস্টল করে রাখা theme-গুলি দেখা যাচ্ছে । "Clearlooks" নির্বাচন করলাম ।
10:52 এটি ক্লিক করার সাথে সাথেই আপনি আপনার মেশিন-এ পরিবর্তনটি দেখতে পাবেন ।
10:58 নীচে বামদিকের কোনে icon-এ ক্লিক করে আপনি এটি সহজেই দেখতে পাবেন । এই icon-এ আবার ক্লিক করে ফোল্ডার-এ ফিরে যাওয়া যাক ।
11:10 আপনার পছন্দ অনুযাই theme নির্বাচন করুন । বাইরে আসার জন্য close বাটন-এ ক্লিক করুন ।
11:18 এখন আমরা টিউটোরিয়ালটির শেষে এসে গিয়েছি ।
11:21 এই টিউটোরিয়াল-এ আমরা উবুন্টু ডেস্কটপ, প্রধান মেনু এবং উবুন্টু স্ক্রিন-এর অন্যন্য icon-গুলি নিয়ে আলোচনা করেছি ।
11:31 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ICT এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
11:41 বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য।

http://spoken-tutorial.org/NMEICT-Intro.

11:47 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । এই টিউটোরিয়াল-এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Nancyvarkey, PoojaMoolya, Pravin1389