Difference between revisions of "DWSIM-3.4/C2/Rigorous-Distillation/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| Border=1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:00 | DWSIM এ Simulating a Rigorous distillation column এর টিউটোরিয...")
 
Line 105: Line 105:
 
|-
 
|-
 
| 02:15
 
| 02:15
|উপরের সাদা স্থানে, Units System নামে বিকল্প পাবেন। এতে ক্লিক করুন।
+
|উপরের সাদা স্থানে, Unit System নামে বিকল্প পাবেন। এতে ক্লিক করুন।
  
 
|-
 
|-

Revision as of 14:30, 13 June 2017

Time
Narration
00:00 DWSIM এ Simulating a Rigorous distillation column এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:10 এখানে Distillation column এর rigorous সিমুলেশন করব।
00:15 column pressure profile উল্লেখ করতে শিখব।
00:20 tray efficiencies এর উল্লিখিত করা দেখবো।
00:23 প্রোডাক্ট কম্পোজিশন অপেক্ষিত এর মত কিনা যাচাই করব।
00:29 আমরা column profiles ও দেখা শিখব।
00:34 টিউটোরিয়ালটি রেকর্ড করতে DWSIM 3.4 ব্যবহার করছি।
00:39 টিউটোরিয়ালটি অনুশীলন করতে জানতে হবে:
00:41 DWSIM এ সিমুলেট ফাইল খোলা?
00:45 flowsheet এ কম্পোনেন্ট জোড়া।
00:47 thermodynamic packages চয়ন করা।
00:51 material এবং energy streams জোড়া এবং তাদের বৈশিষ্ট্য উল্লিখিত করা।
00:57 spoken tutorial dot org সাইট পূর্বের আবশ্যক টিউটোরিয়ালের বিবরণ দেয়।
01:05 আপনি এই সাইট থেকে এই টিউটোরিয়াল এবং সকল সংশ্লিষ্ট ফাইল অ্যাক্সেস করতে পারেন।
01:12 এই স্লাইডটি কোনো একটি পূর্বাবশ্যক টিউটোরিয়ালে সেই প্রব্লেম সমাধান করা দেখায়।
01:17 এটি shortcut distillation দ্বারা সমাধান করা হয়েছে।
01:23 এখন DWSIM এ সম্পর্কিত ফাইলটি খুলুন।
01:28 আমি ইতিমধ্যে DWSIM খুলছি।
01:31 আমি shortcut dash end dot dwxml ফাইল ইতিমধ্যে লোড করেছি।
01:38 এ ফাইলটি spoken tutorial dot org সাইট থেকে ডাউনলোড করতে উপলব্ধ।
01:45 এটি rigorous হিসাবে সংরক্ষণ করি।
01:58 আপনি দেখতে পারেন ফাইলের নাম বদলে rigorous হয়েছে।
02:03 Configure Simulation বোতামে ক্লিক করুন।
02:06 Thermodynamics ট্যাবের নীচে, Options মেনুতে যান।
02:13 এতে ক্লিক করুন।
02:15 উপরের সাদা স্থানে, Unit System নামে বিকল্প পাবেন। এতে ক্লিক করুন।
02:22 ডান দিকের column এ Pressure এ যান।
02:26 এটি দেখতে, এটিকে এখানে নিয়ে আসি।
02:30 এর ইউনিট বদলে atmosphere করুন।
02:35 একইভাবে, Delta_P এর ইউনিটকে বদলে atmosphere করুন।
02:42 Molar flow rate এর ইউনিট বদলে kilo moles per hour করুন।
02:50 Back to simulation এ ক্লিক করুন।
02:53 স্লাইডে ফিরে আসুন।
02:56 ফাইল যা আমরা DWSIM এ খুলেছি এই স্লাইডে প্রব্লেম সমাধান করে।
03:02 সমাধান পরবর্তী স্লাইডে দেওয়া হয়েছে।
03:05 এই প্রব্লেম shortcut distillation এর স্পোকেন টিউটোরিয়ালে সমাধান করা হয়েছে।
03:11 এই ভ্যালু rigorous distillation column প্রব্লেমের ভিত্তি গঠন করে।
03:17 আপনি কাগজে এই ভ্যালু লিখতে পারেন।
03:20 আমরা শীঘ্রই এই ভ্যালুগুলি ব্যবহার করব।
03:24 এখন Shortcut column কে rigorous distillation column এ বদলে শুরু করি।
03:31 এখন simulation এ ফিরে আসি।
03:33 Shortcut column এ ডান ক্লিক করুন এবং এটি delete করুন।
03:40 প্রম্পটে yes টিপুন।
03:43 Object Palette এ Distillation column এ যান।
03:46 এতে ক্লিক করুন এবং একে shortcut distillation column এর স্থানে রাখুন।
03:52 আপনাকে এর স্থান সমন্বয় করতে হতে পারে।
03:55 column এ ক্লিক করুন এবং এটি চয়ন করুন।
03:59 Selected Object উইন্ডোতে যান।
04:02 Properties ট্যাবে, Connections মেনুতে ক্লিক করুন।
04:05 এটি তৃতীয় আইটেম।
04:08 এখানে Edit Connections দেখতে পারি। এতে ক্লিক করুন।
04:13 এতে ক্লিক করার সাথেই ডান দিকে একটি বোতাম দেখায়।
04:16 তিনটি ডট যুক্ত বোতাম, এতে ক্লিক করুন।
04:21 এখানে পপ-আপ উইন্ডো রয়েছে।
04:23 Feeds মেনু থেকে, + (plus) বোতামে ক্লিক করুন যা হল Add বোতাম।
04:29 To Stage কলামে, ডিফল্টরূপে বিকল্প হল Condenser.
04:36 এখানে সেই স্টেজ উল্লিখিত করতে হবে যাতে feed প্রবিষ্ট হয়।
04:41 Condenser এর পাশের অ্যারোতে ক্লিক করুন।
04:44 আমার DWSIM সংস্করণে, আমাকে দ্বিতীয়বার ক্লিক করতে হত।
04:49 stages এর তালিকা দেখতে পারি।
04:51 সেই stage চয়ন করুন যেখানে Distillation column প্রবিষ্ট করতে feed চাই।
04:57 এখানে Stage_6 চয়ন করি।
05:00 এখন, material stream চয়ন করব।
05:03 Stream মেনুর নীচে ডাউন অ্যারোতে ক্লিক করুন।
05:08 এটিও দুইবার ক্লিক করতে হতে পারে।
05:10 Feed এ ক্লিক করুন।
05:12 আমরা সেই পেয়ারিং করেছি যাতে Feed, Stage_6 এ যায়।
05:17 বাস্তবিক সংযোগ flowsheet এ পরে করা হবে।
05:22 এটি সেই সমাধান অনুযায়ী যা shortcut distillation column এ পেয়েছি।
05:27 এটি স্লাইডে দেখি, optimal feed location হল 6.
05:31 DWSIM এ ফিরে যাই।
05:35 একইভাবে, product স্ট্রিম পেয়ার করতে হবে।
05:39 Condenser কে Distillate এর সাথে এবং
05:42 Reboiler কে Bottoms এর সাথে পেয়ার করুন।
05:46 heat duties কে reboiler এবং condenser এর সাথে জুড়ব।
05:50 C-Duty কে Condenser এবং R-Duty কে Reboiler এর সাথে পেয়ার করুন।
05:58 এখন আমরা সকল পেয়ার সংযোগে রূপান্তর করব।
06:02 Feed বা Condenser বা Reboiler যে কোনো একটিতে ক্লিক করুন।
06:09 এটি পেয়ারিং দ্বারা নির্দেশিত সংযোগগুলি পূর্ণ করে।
06:14 আমরা এটি সরিয়ে চেক করতে পারি।
06:17 আপনি দেখতে পারেন সংযোগগুলি হয়ে গেছে।
06:21 এটি বন্ধ করি।
06:24 এটিকে আরো সুন্দর দেখতে কিছু স্ট্রীম স্থানান্তর করি।
06:35 Column ক্লিক করে এটি চয়ন করুন।
06:37 Properties ট্যাবে, Column Properties সেকশনে যান।
06:43 এটি প্রথম বিকল্প। এই সেকশন Distillation Column এর বিভিন্ন বৈশিষ্ট্য উল্লিখিত করতে ব্যবহৃত হয়।
06:51 এখানে প্রথম বিকল্প হল Condenser Pressure.
06:55 ডিফল্টরূপে, এটি 1 atmosphere.
06:59 এটিকে এইভাবে ছেড়ে দেবো। পরেরটি Reboiler Pressure.
07:04 আমি এর ভ্যালু 1.1 atmosphere করব।
07:09 এটি ব্যবহার করে দেখাবো যে সেই column এ একটি linear profile কিভাবে বানায়।
07:16 এরপর Number of Stages বিকল্পে যাই।
07:20 এখানে মোট ট্রে সংখ্যা লিখতে হবে।
07:24 এখানে 15 লিখুন।
07:27 কারণ, এই সংখ্যাটি DWSIM এ condenser ও অন্তর্ভুক্ত করে।
07:32 আমরা total condenser ব্যবহারের পরিকল্পনা করি। তাই এই সংখ্যা শর্টকাট মেথড দ্বারা দেওয়া equilibrium স্টেজেস চেয়ে এক বেশী হওয়া উচিত।
07:41 আমরা শর্টকাট মেথড থেকে equilibrium স্টেজ 14 পেয়েছি।
07:47 আমরা এটি স্লাইডে দেখতে পারি।
07:50 এখন ফিরে যাই। পরের বিকল্প Edit Stages. এতে ক্লিক করুন।
07:57 একেবারে ডানদিকের বোতাম টিপুন।
08:01 এখানে 1 এবং 1.1 atmosphere এ condenser এবং reboiler প্রেসার দেখায়।
08:08 এটি সেই ভ্যালুস যা আমরা এখন প্রবিষ্ট করেছি।
08:12 নতুন যোগ করা স্টেজেসে জিরো প্রেসার নির্দিষ্ট করা হয়েছে যা সঠিক নয়।
08:20 আমরা বাস্তবে চাই যে অন্তর্বর্তীকালীন স্টেজ ইন্টারপোলেটেড ভ্যালু নেয়।
08:28 বাম কলামে যান এবং নীচের interpolation চিহ্নে ক্লিক করুন।
08:35 অবিলম্বে, লিনিয়ার ইন্টারপোলেটেড ভ্যালু প্রতিটি স্টেজে নিযুক্ত করা হয়।
08:41 একজন এক থেকে তেরো পর্যন্ত যে কোনো স্টেজে প্রেসার বদলাতে পারে।
08:47 উদাহরণস্বরূপ, আমি এই প্রেসারে ক্লিক করব এবং এটি 1 atmosphere করব।
08:56 আমি ইন্টারপোলেটেড ভ্যালুতে আবার টিপে এটি undo করি।
09:02 এটি খুব দরকারী এবং গুরুত্বপূর্ণ মেথড।
09:05 trays সংখ্যা বদলালে interpolate বোতাম টিপতে হবে।
09:10 এটি ভুলে যান, অনেক সমস্যা হতে পারে।
09:14 উদাহরণস্বরূপ, নেগেটিভ flow rates হতে পারে।
09:18 এই টিউটোরিয়ালের শেষে, Assignment 3 করবেন।
09:22 কেউ একজন এখানে দেওয়ার মত এক বা একাধিক স্টেজে efficiency ও বদলাতে পারে।
09:30 এই পপআপ বন্ধ করুন।
09:32 এরপর Condenser type রয়েছে।
09:35 এর জন্য, উপরে যেতে হবে।
09:38 ডিফল্টরূপে, এটি Total condenser.
09:41 আমরা এটি এইভাবে ছেড়ে দেবো।
09:44 atmosphere এ Condenser Pressure drop রয়েছে। ডিফল্টরূপে, এটি 0
09:49 আমরা এটি এইভাবে ছেড়ে দেবো।
09:53 এরপর Condenser Specifications রয়েছে।
09:56 এই মেনুতে ডিফল্ট রূপে type এ Stream_Ratio রয়েছে।
10:03 এর নীচে, আমরা Value মেনু দেখতে পারি।
10:07 এর পাশের ক্ষেত্রে ক্লিক করুন।
10:10 প্রয়োজনীয় Reflux ratio লিখুন।
10:13 এখানে আমরা 2 লিখব।
10:16 shortcut distillation এ minimum reflux ratio, 1.47 ছিল।
10:26 1.47 কে 1.3 দ্বারা গুণন করে এবং রাউন্ড অফ করে আমরা 2 পাই।
10:33 এরপর Reboiler Specifications রয়েছে।
10:38 এই মেনুতে, ডিফল্টরূপে type এ Product Molar Flow Rate রয়েছে।
10:47 প্রয়োজন হলে ইউনিটগুলি kmols/per hour করুন।
10:55 আমরা Value মেনু দেখি।
10:58 প্রয়োজনীয় Molar flow rate লিখুন। এখানে আমরা 61.1 লিখি।
11:05 এটি শর্টকাট সলিউশন দ্বারা প্রস্তাবিত।
11:09 আমরা এটি স্লাইডে দেখতে পারি।
11:13 এখন সলিউশন মেথড চয়ন করব।
11:17 Properties ট্যাব থেকে Solving Method বিকল্পে যান, এটি আইটেম 7.
11:26 এর পাশের ক্ষেত্রে ক্লিক করুন।
11:30 একেবারের ডানদিকের অ্যারোতে ক্লিক করুন।
11:33 আমরা solving methods এর একটি তালিকা দেখি।
11:36 WangHenke_BubblePoint চয়ন করুন।
11:41 এখন simulation রান করব।
11:43 এটি করতে, calculator বিকল্পে যান।
11:47 Play বোতামে ক্লিক করুন।
11:50 এখন Recalculate All বোতামে ক্লিক করুন।
11:55 গণনা সমাপ্ত হলে, প্রোডাক্টের কম্পোজিশন এ ক্লিক করুন।
12:01 একটি stream চয়ন করুন, উদাহরণস্বরূপ, distillate.
12:05 আপনি জানেন যে molar compositions বিকল্প থেকে প্রোডাক্টের কম্পোজিশন কিভাবে চেক করে।
12:15 এখন, Distillation column এ ক্লিক করুন।
12:19 Properties ট্যাবে, Results মেনুতে যান। এটি আইটেম 8.
12:27 এটি সকল প্রয়োজনীয় ফলাফল Condenser Duty, Reboiler Duty এবং Column Profiles দেখায়।
12:34 Column profiles দেখতে, এতে ক্লিক করুন।
12:39 আমরা দেখি যে বোতাম ডানদিকে দেখাচ্ছে, এতে ক্লিক করুন।
12:44 এখন পপ-আপ উইন্ডো দেখি।
12:46 আমরা temperature এবং pressure প্রোফাইল দেখি।
12:51 Flows প্রোফাইলস।
12:53 Component flows এবং Component fractions.
12:58 আপনি সঠিক সংখ্যা জানতে চাইলে Graph ট্যাবের ডানদিকে Table ট্যাব ব্যবহার করুন।
13:07 আমি এটি বন্ধ করি।
13:10 এই ফাইলটি সংরক্ষণ করি।
13:15 সংক্ষিপ্তকরণ করি।
13:17 আমরা শিখেছি একটি কঠিন Distillation column সিমুলেট করা।
13:21 উল্লিখিত প্রেসার প্রোফাইল।
13:23 নির্ণয় করুন কোথায় ট্রে এফিসিয়েন্সি দিতে হবে।
13:26 কলাম প্রোফাইল যাচাই করুন।
13:30 আমি কিছু অনুশীলনী দেই।
13:33 1 atmosphere এর কনস্ট্যান্ট column pressure এর জন্য গণনা পুনরাবৃত্তি করুন, মানে reboiler pressure = 1 atmosphere সহ।
13:42 আপনি ফলাফলে মুখ্য পরিবর্তন দেখতে পারেন?
13:46 এরপর 1 atmosphere কনস্ট্যান্ট প্রেসারে distillation column সিমুলেট করুন। মানে, reboiler pressure ও 1 atmosphere এ রয়েছে।
13:55 reflux ratio, 2 অতিক্রম করলে purity কি উন্নত হবে?
14:01 বাস্তবিক purity অপেক্ষিত হলে কোন reflux ratio ব্যবহার করা উচিত।
14:07 ভবিষ্যতের টিউটোরিয়ালে দেখবো যে এটি সহজে করতে sensitivity analysis কিভাবে সাহায্য করে।
14:16 পরের অনুশীলনীতে reflux ratio 2 তে কলাম সিমুলেট করি।
14:22 column pressure, 1 atmosphere এ কনস্ট্যান্ট রাখুন।
14:24 ট্রে এর মোট সংখ্যা 1 দ্বারা বৃদ্ধি করুন, অর্থাৎ 15 থেকে 16.
14:31 ট্রে সংখ্যা বদলে যাওয়ায় interpolate বিকল্প ব্যবহার করতে হবে।
14:36 এটি আগেও বলা হয়েছে।
14:38 ট্রে সংখ্যা বৃদ্ধির সাথে purity কি বেড়েছে?
14:44 পরবর্তী অনুশীলনীতে নিম্ন সম্পর্ক যাচাই করুন:
14:48 Composition of vapour flow to the condenser = distillate product composition
14:54 ব্যাখ্যা করুন কেন এই সমীকরণটি সন্তুষ্ট হতে হবে।
14:58 পরের অনুশীলনীতে, reboiler এর ভ্যারিয়েবলের consistency যাচাই করুন।
15:03 এই জন্য reboiler এ compositions, temperature এবং pressure ব্যবহার করুন।
15:10 একটি সমতুল্য ফ্ল্যাশ গনণা দ্বারা এটি করুন।
15:15 অন্তিম অনুশীলনীতে, বিভিন্ন Solving Methods দ্বারা প্রব্লেম সমাধান করুন।
15:20 ফলাফলগুলি তুলনা করুন। গণনার সময় তুলনা করুন।
15:25 আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
15:27 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়।
15:31 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
15:36 আমরা কর্মশালার আয়োজন করি, সার্টিফিকেট দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
15:42 আপনার এখানে কোনো প্রশ্ন রয়েছে?
15:45 minute এবং second চয়ন করুন যেখানে প্রশ্ন রয়েছে।
15:49 আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন।
15:51 FOSSEE টিমের কেউ তার উত্তর দেবে।
15:54 দয়া করে এই সাইটে যান।
15:56 FOSSEE টিম জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে।
16:02 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
16:06 আরো জানতে এই সাইটে যান।
16:10 FOSSEE টিম কমার্শিয়াল সিমুলেটর ল্যাব DWSIM এ স্থানান্তরিত করতে সহায়তা করে।
16:16 যারা এটি করে তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেয়।
16:20 আরো জানতে এই সাইটে যান।
16:24 স্পোকেন টিউটোরিয়াল এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
16:31 অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey, Satarupadutta