Difference between revisions of "Gedit-Text-Editor/C2/Introduction-to-gedit-Text-Editor/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 339: | Line 339: | ||
| 08:11 | | 08:11 | ||
|আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। | |আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। | ||
− | |||
− | |||
|} | |} |
Latest revision as of 12:30, 16 May 2017
Time | Narration |
00:01 | Introduction to gedit Text Editor এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে, আমরা gedit Text Editor, উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ OS এ gedit সংস্থাপন কর শিখব। |
00:17 | আমরা নতুন ফাইল বানানোও শিখব। বিদ্যমান ফাইল খোলা, সংরক্ষণ এবং বন্ধ করা শিখব। |
00:25 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি Ubuntu Linux 14.04 অপারেটিং সিস্টেম, gedit 3.10 ব্যবহার করছি। |
00:36 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। |
00:42 | প্রথমে আমরা শিখব gedit Text Editor সংস্থাপন করা। |
00:47 | আপনি দেখানো লিঙ্কে গিয়ে, উইন্ডোজে gedit Text Editor কিভাবে সংস্থাপন করে তার নির্দেশাবলী দেখতে পারেন। |
00:56 | gedit Text Editor উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে আগে থেকেই সংস্থাপিত। |
01:02 | এটি উবুন্টু লিনাক্সে Ubuntu Software Centre ব্যবহার করে সংস্থাপিত করা যায়। |
01:08 | Ubuntu Software Centre সম্পর্কে অধিক জানতে আমাদের সাইটে Linux স্পোকেন টিউটোরিয়াল দেখুন। |
01:15 | আমার সিস্টেমে gedit Text Editor আগে থেকেই সংস্থাপিত। |
01:20 | এখন gedit Text Editor খুলি। |
01:24 | কম্পিউটার ডেস্কটপের উপরে বাম কোণে Dash Home এ টিপুন। |
01:29 | সার্চ বাক্সে gedit লিখুন। text Editor আইকন দেখাবে। এতে ক্লিক করুন। |
01:37 | এটি নতুন gedit Text Editor উইন্ডো খুলবে। |
01:41 | বিকল্পরূপে, আপনি Terminal ব্যবহার করেও Text Editor খুলতে পারেন। |
01:47 | এখন আমি এই উইন্ডোটি বন্ধ করব। |
01:50 | টার্মিনাল খুলতে, CTRL+ ALT+T কীস একসাথে টিপুন। |
01:56 | gedit লিখে Enter টিপুন। |
02:00 | একটি নতুন gedit Text Editor উইন্ডো খোলে। |
02:04 | সকল মেনু সহ শীর্ষের বারকে Menu bar বলে. |
02:09 | পরেরটি হল Tool bar, যাতে সর্বাধিক ব্যবহার করা মেনুস, আইকন রূপে উপস্থিত। |
02:16 | প্রদর্শিত এলাকা যেখানে সকল কার্যকলাপ যেমন টাইপিং, এডিটিং করতে পারেন। |
02:23 | আপনি Untitled Document 1 নামে ট্যাব দেখতে পারেন। |
02:28 | এটি gedit Text Editor দ্বারা নতুন ডকুমেন্টকে ডিফল্ট নাম দেওয়া হয়েছে। |
02:35 | টেক্সট এলাকায়, Welcome to Spoken Tutorial লিখুন। |
02:42 | এর নীচে, আমরা আরো কিছু টেক্সট লিখব যা এখানে দেখানো হয়েছে। |
02:48 | এখন ট্যাবে, আপনি ফাইলের নামের আগে asterisk দেখতে পারেন। |
02:54 | এর মানে হল ফাইলটি এখনও সংরক্ষণ হয়নি। |
02:59 | নীচের বারটি হল Status bar, যা বর্তমান কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদর্শন করে। |
03:06 | Status bar লাইন সংখ্যা এবং কলাম সংখ্যার ভিত্তিতে কার্সারের স্থিতি প্রদর্শন করে। |
03:13 | এটি এও দেখায় যে মোড ওভাররাইট না ইন্সার্ট করা। |
03:19 | ডিফল্টরূপে, এটি INS, যা হল insert mode. |
03:24 | আমরা অপর দুটি সম্পর্ক পরে শিখব। |
03:28 | এখন ফাইলটি সংরক্ষণ করা দেখি। |
03:31 | তাই Menu bar এ File বিকল্পতে টিপে তারপর Save এ ক্লিক করুন। |
03:37 | Save ডায়ালগ বাক্স খোলে। আমি ফাইলের নাম Student.txt লিখব। |
03:45 | স্থান চয়ন করুন যেখানে আপনি ফাইল সংরক্ষণ করতে চান। |
03:49 | আমি Desktop চয়ন করব। |
03:52 | Save বোতামে ক্লিক করুন। |
03:55 | লক্ষ্য করুন যে সংরক্ষিত ফাইলের নাম এখন ট্যাবে প্রদর্শিত হয়। |
04:01 | এছাড়াও লক্ষ্য করুন যে asterisk অদৃশ্য হয়ে গেছে। |
04:06 | এখন ফাইলটি বন্ধ করুন। |
04:09 | মেনু বারে File এ টিপে Close চয়ন করুন। |
04:14 | আমরা File এবং New তে ক্লিক করে উইন্ডোতে নতুন ফাইলগুলি খুলতে পারি। |
04:21 | এছাড়া, আপনি প্লাস সাইন সহ টুলবারে আইকনে টিপতে পারেন। |
04:27 | এখন দেখি যে বিদ্যমান ডকুমেন্ট কিভাবে খোলে। |
04:31 | মেনু বারে File এ টিপে Open চয়ন করুন। |
04:36 | Desktop ফোল্ডার থেকে Students.txt ফাইলটি চয়ন করুন, যেখানে পূর্বের ফাইলটি সংরক্ষণ করেছি। |
04:44 | Open বোতামে ক্লিক করুন। |
04:47 | এখন আমরা ছাত্রের আরো কয়েকটি বিবরণ যোগ করব। |
04:52 | ফাইলটি বারবার সংরক্ষণ করা একটি ভাল অভ্যাস। এটি পাওয়ার কাট বা সিস্টেম ক্র্যাশ হলে ডেটা হারানো থেকে রক্ষা করে। |
05:02 | Auto save বিকল্পের ব্যবহার নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বয়ংক্রিয়ভাবে ফাইল সংরক্ষণ করতে করা যেতে পারে। |
05:09 | এখন দেখি যে auto save বিকল্পের ব্যবহার কিভাবে করে। |
05:14 | মেনু বারে Edit এ ক্লিক করুন। তারপর Preferences এ ক্লিক করুন। |
05:19 | gedit Preferences ডায়লগ বাক্স দেখায়। |
05:23 | উইন্ডোর শীর্ষে Editor ট্যাবে ক্লিক করুন। |
05:27 | File Saving বিকল্পের নীচে, Autosave files চেকবাক্স চেক করুন। |
05:33 | minutes বাক্সে 2 লিখুন। Close এ ক্লিক করুন। |
05:39 | আমাদের ফাইল প্রতি 2 মিনিট পর স্বয়ংক্রিয় সংরক্ষণ হবে। |
05:44 | আপনি টাইপিং চালিয়ে যেতে পারেন কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে। |
05:49 | এছাড়া পরিবর্তন সংরক্ষণ করতে Toolbar এ নীচের অ্যারো আইকনে ক্লিক করতে পারেন। |
05:56 | gedit Text Editor উইন্ডো থেকে প্রস্থান করতে File এবং Quit এ ক্লিক করুন। |
06:03 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
06:05 | সংক্ষেপে: |
06:08 | এখানে আমরা উবুন্টু লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে gedit সংস্থাপন করা শিখেছি। |
06:16 | আমরা এও শিখেছি যে নতুন ফাইল কিভাবে বানায়, বিদ্যমান ফাইল কিভাবে খোলে, সংরক্ষণ করে এবং বন্ধ করে এবং Text Editor কিভাবে বন্ধ করে। |
06:27 | নীচের অনুশীলনীটি করুন। |
06:29 | gedit Text Editor এ নতুন উইন্ডো খুলুন। |
06:33 | একটি আমন্ত্রণ পত্র লিখুন। |
06:36 | এটি Invitation.txt রূপে সংরক্ষণ করুন। |
06:39 | এখন ফাইলটি বন্ধ করুন। |
06:42 | একই ফাইলটি খুলে তাতে কিছু পরিবর্তন করুন। |
06:46 | ফাইলটি সংরক্ষণ করতে Save as বিকল্প ব্যবহার করুন এবং ফাইলের নাম Invitation1.txt দিন। |
06:54 | Invitation.txt এবং Invitation1.txt ফাইলসে পরিবর্তিত বিষয়বস্তু লক্ষ্য করুন। |
07:02 | নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
07:10 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষায় পাস করলে সার্টিফিকেট দেয়। |
07:19 | অধিক তথ্যের জন্য, আমাদের লিখুন। |
07:23 | আপনার স্পোকেন টিউটোরিয়ালে সম্পর্কে কোন প্রশ্ন থাকলে এই সাইটে যান। |
07:26 | মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে প্রশ্ন রয়েছে। আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। |
07:35 | আমাদের দলের কেউ একজন এর উত্তর দেবে। |
07:39 | এই টিউটোরিয়ালে নির্দিষ্ট প্রশ্নের জন্য স্পোকেন টিউটোরিয়াল ফোরাম রয়েছে।
এতে অসম্পর্কিত এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না, এটি অব্যবস্থতা কমাতে সহায়তা করবে। কম অব্যবস্থতার সাথে আমরা এই আলোচনা নির্দেশমূলক তথ্য রূপে ব্যবহার করতে পারি। |
07:58 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ। |
08:11 | আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। |