Difference between revisions of "K3b/C2/Creating-and-burning-CD-DVD-using-K3b/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|00:14
 
|00:14
||এও শিখবেন:
+
||এও শিখবেন সেটিংস বদলানো
 
+
|-
+
|00:15
+
||সেটিংস বদলানো
+
  
 
|-
 
|-
 
|00:17
 
|00:17
||প্রকল্প সংরক্ষণ করা এবং
+
||প্রকল্প সংরক্ষণ করা এবং '''CD''' এর নাম দেওয়া
 
+
|-
+
|00:18
+
||'''CD''' এর নাম দেওয়া
+
  
 
|-
 
|-

Latest revision as of 11:59, 27 February 2017

Time Narration
00:01 k3b প্রয়োগ করে CD/DVD তৈরী এবং বার্ন করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আপনি শিখবেন যে CD তে ফাইল কিভাবে বার্ন করে।
00:14 এও শিখবেন সেটিংস বদলানো
00:17 প্রকল্প সংরক্ষণ করা এবং CD এর নাম দেওয়া
00:21 আপনি k3b দিয়ে কি করতে পারেন?
00:24 k3b এর ব্যবহার CD/DVD তে ফাইল তৈরী বা বার্ন করতে ব্যবহৃত হয়।
00:30 ফাইল্স বার্ন করার মানে ডেস্কটপ থেকে CD/DVD তে ফাইল কপি করা।
00:37 k3b সকল ফাইল ফরম্যাট বার্ন করতে সমর্থন করে - অডিও, ভিডিও বা ডেটা।
00:44 এখানে আমরা উবুন্টু লিনাক্স 12.04k3b 2.0.2 ব্যবহার করছি।
00:54 আপনার এটি নিশ্চিত করা প্রয়োজন যে এই টিউটোরিয়ালের জন্য ড্রাইভে একটি CD/DVD রেখেছেন।
01:01 আমি আমার ফোল্ডার Myk3bCD তে একটি অডিও ফাইল ও যোগ করেছি।
01:09 আমি উবুন্টু ডেস্কটপে ইতিমধ্যে এই ফোল্ডার তৈরী করেছি এবং সংরক্ষণ করেছি।
01:16 আমি এই ফোল্ডারে একটি অডিও ফাইল Learningk3b যোগ করেছি।
01:21 আপনি আপনার পছন্দের যে কোনো অডিও ফাইল ব্যবহার করতে পারেন।
01:26 প্রথমে, Dash Home এ টিপুন যা আপনার কম্পিউটার ডেস্কটপের উপরের বাম কোণে গোল বোতাম।
01:35 সার্চ বাক্স দেখায়।
01:37 এখন লিখুন k3b
01:40 k3b আইকন প্রদর্শিত হয়।
01:44 অ্যাপ্লিকেশন খুলতে এর উপর টিপুন।
01:47 এখন k3b প্রয়োগ করে একটি CD বানাই এবং বার্ন করি।
01:52 এইজন্য New Project আইকনে টিপুন।
01:55 ড্রপ ডাউন, যা দেখায় সেখান থেকে New Data Project নির্বাচন করুন।
02:01 উপরের বাম প্যানেলে Home folder চয়ন করুন।
02:05 এখন, আমরা Home folder এ ফাইল্স এবং ফোল্ডারস দেখতে পারি।
02:11 এরপর Desktop এ টিপুন।
02:15 আপনি আপনার মেশিনে যে ফাইল বা ফোল্ডার চান, আপনি নির্বাচন করতে পারেন।
02:20 এই ডেমোর জন্য, আমি Myk3bCD ফোল্ডার নির্বাচন করব।
02:26 তাই আমি Myk3bCD ফোল্ডারে ডান ক্লিক করব।
02:31 এবং Add to Project বিকল্প নির্বাচন করব।
02:35 এখন আপনি নীচের প্যানেলে নির্বাচিত ফোল্ডার দেখতে পারেন।
02:41 এরপর, CD তে ফোল্ডার তৈরী করি এবং Myk3bCD ফোল্ডার এর দিকে সরাই।
02:49 নীচের বাম প্যানেলে ডান ক্লিক করি।
02:52 বিকল্পের সূচী যা দেখায় সেখান থেকে New Folder চয়ন করুন।
02:58 আমরা একটি ডায়লগ বাক্স দেখতে পারি।
03:00 টেক্সট বাক্সে লিখুন FolderOne.
03:05 OK তে টিপুন।
03:07 নীচে প্যানেল থেকে Myk3bCD নির্বাচন করুন।
03:11 এরপর Writer1 ফাইল চয়ন করুন।
03:15 নির্বাচিত ফাইল Writer1 কে FolderOne এ টেনে এনে ড্রপ করুন।
03:21 যাচাই করুন যদি ফাইল Writer1 কপি করা হয়ে থাকে, FolderOne এ টিপুন।
03:28 এখানে আমরা ফাইল Writer1 দেখতে পারি।
03:33 এখন, নীচে প্যানেল থেকে, Burn আইকনে টিপুন।
03:39 Data Project – k3b উইন্ডো খোলে।
03:44 এরপর এই Data Project – k3b উইন্ডোর সেটিংস পরিবর্তন করি।
03:50 Writing ট্যাব নির্বাচন করুন এবং এখানে Writing Mode এ আমরা Auto নির্বাচন করব।
03:56 লক্ষ্য করুন যে Auto হল ডিফল্ট সেটিং।
04:01 এখন, Filesystem ট্যাব নির্বাচন করুন।
04:05 ডিফল্টরূপে এটি Linux/Unix+Windows এর মত সেট।
04:11 সুতরাং, এখানে কোন রকম পরিবর্তনের প্রয়োজন নেই।
04:16 এখন, Misc ট্যাবে যাই।
04:20 এবং এখানে MultisessionAuto নির্বাচন করুন।
04:24 এখন, CD তে ডেটা বার্ন করতে Burn নির্বাচন করুন।
04:30 বার্নিং প্রক্রিয়া শুরু হয়।
04:33 এখানে, আমরা উইন্ডোতে প্রোগ্রেস স্ট্যাটাস বার দেখতে পারি।
04:38 একবার বার্নিং সমাপ্ত হলে সিডি নিজেই বাইরে বেরিয়ে আসে।
04:43 ফাইল এখন CD তে কপি হয়ে গেছে।
04:47 এটি বার্নিং প্রক্রিয়ার সমাপ্তি।
04:51 এখন অডিও ফাইল অন্য CD তে বার্ন করি এবং সংরক্ষণ করি।
04:56 প্রথমে নিশ্চিত করুন যে একটি নতুন CD ঢোকানো হয়েছে এবং ড্রাইভ বন্ধ হয়েছে।
05:03 আগের মতই, New Project এ যান এবং New Audio CD Project নির্বাচন করুন।
05:09 এখানে, উপরের বাম প্যানেল থেকে Myk3bCD ফোল্ডারের জন্য ব্রাউজ করুন।
05:17 এখন, উপরের ডান প্যানেলের অডিও ফাইল Learningk3b নির্বাচন করুন।
05:25 এরপর, অডিও ফাইল নীচে ডান প্যানেলে ড্র্যাগ করুন এবং ছেড়ে দিন।
05:31 এখন যাচাই করুন যে আমরা কি সঠিক ফাইল ড্র্যাগ করে ছেড়েছি।
05:35 আপনি এখানে নীচের প্যানেলে ফাইলের বিবরণ যাচাই করতে পারেন।
05:40 এই ফাইলের জন্য, আমরা দেখতে পারি যে Artist, Title এবং File name প্রদর্শিত হয়।
05:47 এখন শিখি যে এই অডিও কিভাবে বার্ন করে।
05:52 এইজন্য মেন টুলবার থেকে Save এ টিপুন।
05:56 আমরা Save As – k3b উইন্ডো দেখতে পারি।
06:00 এখানে, টেক্সট বাক্সে আপনার প্রকল্পের জন্য নাম লিখুন।
06:05 আমি লিখব MyWork. এখন Save এ টিপুন।
06:12 এখন Burn এ টিপুন।
06:15 এটি Audio Project – k3b উইন্ডো খোলে।
06:20 এখানে, আমরা ট্যাবের ডিফল্ট সেটিংস প্রয়োগ করব।
06:24 যদিও, আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ট্যাবে পরিবর্তন করতে পারেন।
06:30 এখন, পুনরায় Burn এ টিপুন।
06:34 আমরা প্রোগ্রেস স্টেটাস উইন্ডো দেখতে পারি।
06:37 এবং বার্নিং সমাপ্ত হওয়ার পর CD বাইরে বেরিয়ে আসে।
06:43 এর মানে অডিও ফাইলের সেভিং এবং বার্নিং সমাপ্ত হয়ে গেছে।
06:49 এখানে আমরা k3b প্রয়োগ করে CD/DVD বানানো এবং বার্ন করার টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:57 এই টিউটোরিয়ালে আমরা k3b ইন্টারফেস সম্পর্কে শিখেছি।
07:02 আমরা এও শিখেছি যে ফাইল ম্যানুয়াল নির্বাচন করা।
07:07 বিভিন্ন ফরম্যাটের ফাইলের সাথে CD বার্ন করা।
07:10 প্রকল্প সংরক্ষণ করা।
07:12 এবং CD এর নাম দেওয়া।
07:15 এখানে নির্দেশিত কাজ রয়েছে।
07:17 CD তে দুটি অডিও ফাইল বার্ন করুন।
07:21 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:24 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:28 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
07:35 কর্মশালার আয়োজন করে।
07:38 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:42 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:48 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:52 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
08:00 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08:10 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta