Difference between revisions of "Inkscape/C2/Create-and-edit-shapes/Bengali"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 116: | Line 116: | ||
|- | |- | ||
| 02:22 | | 02:22 | ||
− | | এখন আয়তক্ষেত্র সরান। | + | | এখন আয়তক্ষেত্র সরান। এটি করতে আপনার আয়তক্ষেত্রের কোথাও একটি টেপা উচিত। |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 308: | Line 304: | ||
|- | |- | ||
| 06:30 | | 06:30 | ||
− | |আকৃতিতে 2 | + | |আকৃতিতে 2 টি রিসাইজ হ্যান্ডল এবং 2 টি বৃত্তাকার হ্যান্ডল লক্ষ্য করুন যাকে arc হ্যান্ডেল বলে। |
|- | |- | ||
| 06:37 | | 06:37 | ||
− | |2 | + | |2 টি রিসাইজ ব্যবহার বৃত্তের আকৃতিকে উপবৃত্তের আকৃতিতে বদলাতে করা হয়। |
|- | |- |
Latest revision as of 20:20, 24 February 2017
Time | Narration |
00:00 | Create and edit shapes এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে Inkscape এর সাথে পরিচিত হতে হবে। |
00:10 | Inkscape ইন্টারফেস সম্পর্কে এবং মৌলিক আকার কিভাবে তৈরী করে সেই সম্পর্কে শিখব। |
00:16 | হ্যান্ডল ব্যবহার করে রঙ পূরণ করা এবং আকার বদলানো শিখব। |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 12.04 OS |
00:25 | Inkscape সংস্করণ 0.48.4 |
00:29 | Dash home এ যান এবং Inkscape লিখুন। |
00:34 | আপনি লোগোতে দুইবার টিপে Inkscape খুলতে পারেন। |
00:38 | ইন্টারফেসে সবচেয়ে উপরে আপনি Menu bar এবং Tool controls bar দেখবেন। |
00:44 | এটি সবচেয়ে উপরের কোণে rulers এর পরে রয়েছে। |
00:48 | ইন্টারফেসের ডানদিকে আপনি Command bar এবং Snap controls bar দেখবেন। |
00:54 | Tool box ইন্টারফেসের বামদিকে রয়েছে। |
00:58 | কেন্দ্রে canvas রয়েছে। যেখানে আপনি আপনার গ্রাফিক্স আঁকবেন। |
01:03 | ইন্টারফেসের নীচের অংশে আমরা color palette এবং status bar দেখতে পারি। |
01:09 | এখন, Inkscape এ কিছু মৌলিক আকার তৈরী এবং সম্পাদনা করা শিখি। |
01:14 | প্রথমে আমরা Select and Transform টুল সম্পর্কে শিখব। এটিকে সাধারণত Selector টুল বলা হয়। |
01:22 | এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। আপনি এটি Tool box এর বাম দিকে পাবেন। |
01:28 | এই টুলের সাথে আপনি অবজেক্ট নির্বাচন করতে পারেন, canvas এ তা রূপান্তর এবং সরাতে পারেন। |
01:34 | নতুন Inkscape ডকুমেন্ট খুলতে File এ টিপুন এবং তারপর New নির্বাচন করুন এবং Default এ টিপুন। |
01:41 | বিদ্যমান Inkscape ডকুমেন্ট খুলতে File এ টিপুন এবং Open নির্বাচন করুন। |
01:47 | drawing_1.svg ফাইল খুলুন, যা আমরা আগে তৈরী করেছি। |
01:53 | আমি এটি Documents ফোল্ডারে সংরক্ষণ করেছি। নীচের ডানদিকের অংশে Open বোতামে টিপুন। |
02:01 | আমি পূর্বে একটি আয়তক্ষেত্র তৈরী করেছি। |
02:04 | এখন, আয়তক্ষেত্রে টিপুন। |
02:06 | ডিফল্টরূপে, আয়তক্ষেত্রের রঙ হল সবুজ। |
02:09 | রঙ লালে বদলাতে আমরা নীচে color palette ব্যবহার করব। |
02:14 | সুতরাং, আমি কার্সার নীচে নিয়ে যাবো এবং লাল রঙ এ টিপব। |
02:18 | আয়তক্ষেত্রে রঙের পরিবর্তন লক্ষ্য করুন। |
02:22 | এখন আয়তক্ষেত্র সরান। এটি করতে আপনার আয়তক্ষেত্রের কোথাও একটি টেপা উচিত। |
02:27 | মাউস বোতাম না ছেড়ে canvas এ আপনি যেখানে চান এটি ড্রেগ করুন। |
02:33 | তারপর মাউস বোতাম ছেড়ে দিন। |
02:37 | ভালো মত দেখতে জুম-ইন করুন। এটি করতে Ctrl কী টিপুন এবং মাউসের স্ক্রল বোতাম ব্যবহার করুন। |
02:46 | আয়তক্ষেত্রের আশে-পাশে অ্যারোস লক্ষ্য করুন। এগুলিকে হ্যান্ডেল্স বলে, যার ব্যবহার আমরা স্কেল এবং রোটেট করতে করব। |
02:57 | যখন কার্সার কোনো হ্যান্ডলে যায় তখন হ্যান্ডেলের রঙ পরিবর্তন হয়। |
03:02 | এটি দেখায় যে সেই হ্যান্ডেল নির্বাচিত এবং আকার পরিবর্তনের জন্য প্রস্তুত। |
03:08 | আয়তক্ষেত্র স্কেল বা মাপ পরিবর্তন করতে, যে কোনো একটি কর্নার হ্যান্ডলে টিপুন এবং ড্রেগ করুন। |
03:17 | যদি আপনি আকারের অনুপাত একই রাখতে চান তাহলে আকার বদলানোর সময় Ctrl কী টিপে থাকুন। |
03:24 | আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ পরিবর্তন করতে, আয়তক্ষেত্রের কোণে যে কোনো একটি হ্যান্ডল ব্যবহার করুন। |
03:32 | হয়তো ডান বা বামে হ্যান্ডেলে টিপুন এবং ড্রেগ করুন। |
03:39 | আয়তক্ষেত্রের প্রস্থে পরিবর্তন লক্ষ্য করুন। |
03:43 | এখন আয়তক্ষেত্রের উচ্চতা পরিবর্তন করুন। |
03:46 | সুতরাং আমরা হ্যান্ডেলের নীচে নয়তো উপরে টিপব এবং ড্রেগ করব। |
03:51 | আয়তক্ষেত্রের উচ্চতায় পরিবর্তন লক্ষ্য করুন। |
03:54 | আমরা নিজে Tool controls বারে width এবং height প্যারামিটার পরিবর্তন করে আয়তক্ষেত্রের প্রস্থ এবং উচ্চতা বদলাতে পারি। |
04:03 | আমি প্রস্থ 400 এবং উচ্চতা 200 দ্বারা পরিবর্তন করব। |
04:07 | আয়তক্ষেত্রের আকারে পরিবর্তন লক্ষ্য করুন। |
04:10 | একইভাবে, আপনি X এবং Y অক্ষের স্থান পরিবর্তন করে অবজেক্ট স্থানান্তর করতে পারেন। |
04:19 | এখন শিখি যে এর আয়তক্ষেত্র কিভাবে ঘোরে। |
04:24 | এটি করতে, আবার আয়তক্ষেত্রে টিপুন। |
04:27 | লক্ষ্য করুন যে এখন কোণার হ্যান্ডলের আকার বদলে গেছে। এটি দেখায় যে এটি ঘুর্ণনের জন্য প্রস্তুত। |
04:34 | আমি হ্যান্ডেলের উপরের ডান দিকের কোণায় টিপব এবং আয়তক্ষেত্র ঘোরাবো। |
04:44 | আপনি যে কোনো দিকের হ্যান্ডেলে টিপে এবং ড্রেগ করে আয়তক্ষেত্র টেরা করতে পারি। |
04:50 | আমি বাম মাঝের হ্যান্ডেলে টিপছি এবং আয়তক্ষেত্র টেরা করতে এটিকে উপরে বা নীচে ড্রেগ করছি। |
04:56 | আমার দ্বারা করা পরিবর্তন লক্ষ্য করুন। |
04:59 | আমরা অন্য টিউটোরিয়ালে এই হ্যান্ডলগুলি ব্যবহার করে আরো বিস্তারিতভাবে শিখব। |
05:04 | এখন এই আকৃতি অনির্বাচন করি। |
05:06 | এটি করতে ক্যানভাস এলাকায় বা ক্যানভাস সীমানার বাইরে কোথাও একটি টিপুন। |
05:11 | মাউস পুনরায় Tool box এ নিয়ে যান এবং সেই rectangle টুলে ঘোরান। |
05:17 | টুল টিপ দেখায় যে আমরা এই টুল ব্যবহার করে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র বানাতে পারি। |
05:22 | সুতরাং, প্রথমে আমরা এই টুলে টিপব। |
05:25 | একটি বর্গক্ষেত্র আঁকতে Ctrl কী ধরে থাকুন এবং canvas এ ড্র্যাগ করুন। |
05:30 | আমি এর রঙ গোলাপীতে বদলাই। |
05:32 | আপনার জন্য নির্দেশিত কাজ। |
05:34 | Tool box থেকে Create circles and ellipses নির্বাচন করুন। |
05:38 | Ctrl কী ব্যবহার করে ক্যানভাসে একটি বৃত্ত আঁকুন। |
05:42 | এটিকে নীল রঙ দিন। |
05:44 | এটি আমার বৃত্ত। |
05:46 | এখন শিখি যে এই বৃত্তে কিভাবে পরিবর্তন করব। |
05:49 | আপনি বৃত্তের আকার একটি চাপ বা একটি বৃত্তাংশ পরিবর্তন করতে Start এবং End প্যারামিটার বদলাতে পারেন। |
05:56 | এখানে Tool controls bar এ 3টি বিকল্প রয়েছে, যা আকৃতির মাঝে যেতে সাহায্য করে। |
06:03 | আমি Start প্যারামিটার 100 এবং End প্যারামিটার -50 দ্বারা বদলাই। |
06:09 | আমরা দেখতে পারি যে বৃত্তের আকৃতি এখন বৃত্তাংশের আকৃতিতে পরিবর্তিত হয়েছে। |
06:14 | এখন আমি arc আইকনে টিপব এবং আমরা আকৃতিতে পরিবর্তন দেখবো। |
06:19 | আমরা circle আইকনের টিপে, বৃত্তের আকৃতি পুনরায় বদলাতে পারি। |
06:25 | এখন আমাদের ক্যানভাসে বৃত্তের আকৃতি বিস্তারিত ভাবে দেখি। |
06:30 | আকৃতিতে 2 টি রিসাইজ হ্যান্ডল এবং 2 টি বৃত্তাকার হ্যান্ডল লক্ষ্য করুন যাকে arc হ্যান্ডেল বলে। |
06:37 | 2 টি রিসাইজ ব্যবহার বৃত্তের আকৃতিকে উপবৃত্তের আকৃতিতে বদলাতে করা হয়। |
06:44 | এই হ্যান্ডেল উপর-নীচে বা ডান-বাম দিকে ড্রেগ করুন। |
06:53 | আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
06:56 | 2 চাপ হ্যান্ডল একে অপরকে ওভারল্যাপ করে. চাপ হ্যান্ডেলে টিপুন এবং এটি anti-clockwise মুভ করুন। |
07:04 | এখন আমরা উভয় চাপ হ্যান্ডল দেখতে পারি। |
07:08 | আমরা এই চাপ হ্যান্ডল ব্যবহার করে বৃত্তের আকৃতি চাপ বা বৃতাংশের আকৃতিতে বদলাতে পারি। |
07:14 | এগুলি ঘড়ির কাঁটার দিকে বা উল্টোদিকে মুভ করুন তাছাড়া আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
07:24 | এখন, আমরা Tool box এ আয়তক্ষেত্র টুলে টিপব এবং তারপর বর্গক্ষেত্রে টিপব। |
07:30 | আকৃতির উপরের ডান কোণে 2 রিসাইজ হ্যান্ডেল এবং 2 চাপ হ্যান্ডেল দেখুন। |
07:40 | আগের মত, 2 চাপ হ্যান্ডল একে অপরের উপর ওভারল্যাপ থাকে। |
07:43 | যে কোনো একটি চাপ হ্যান্ডেলে টিপুন এবং ঘড়ির কাঁটার দিকে মুভ করুন। |
07:48 | এখন, আমরা উভয় চাপ হ্যান্ডল দেখতে পারি। |
07:51 | আমরা এই হ্যান্ডল ব্যবহার করে বর্গক্ষেত্রের প্রান্তকে গোল করতে পারি। |
07:56 | সেগুলি ঘড়ির কাঁটার দিকে বা উল্টোদিকে মুভ করুন এবং আকৃতির পরিবর্তন লক্ষ্য করুন। |
08:02 | এখন, Tool box এ Stars and polygons টুলে টিপে একটি বহুভুজ তৈরী করুন। |
08:08 | এটি circle টুলের নীচে ডান দিকে রয়েছে। এটিতে টিপুন। |
08:13 | আমরা একইভাবে একটি বহুভুজ আঁকব এবং এটিকে সবুজ রং দেবো। |
08:20 | ডিফল্টরূপে, একটি 5-পার্শ্বযুক্ত বহুভুজ অর্থাৎ পঞ্চভুজ তৈরী হয়েছে। |
08:24 | Tool controls বারে দেখুন। এখানে এটি দেখায় যে বহুভুজের প্রান্ত সংখ্যা হল 5. |
08:32 | আপনি সংখ্যা 4 করে বর্গক্ষেত্র এবং এটি 3 করে ত্রিভুজ বানাতে পারেন। |
08:39 | এটি বাড়ালে আমরা পঞ্চভুজ, ষড়ভুজ এবং ইত্যাদি করতে পারি। |
08:44 | বহুভুজে রিসাইজ হ্যান্ডেল লক্ষ্য করুন। |
08:47 | আমরা এর ব্যবহার বহুভুজের আকার পরিবর্তন বা এটি ঘোরাতে করতে পারেন। |
08:52 | Tool controls বারে, polygon আইকনের আগে star আইকনে টিপে এই স্টারের আকৃতি বদলান। |
09:00 | একটি আগা এবং এটি জোড়ে স্টারের আকৃতিতে 2 টি হ্যান্ডলগুলি দেখুন। |
09:06 | স্টারের আকৃতি বদলাতে বা রোটেট করতে আগার হ্যান্ডেলে টিপুন এবং ড্রেগ করুন। |
09:12 | আমরা অন্য হ্যান্ডেল ব্যবহার করে স্টারের আকৃতি টেরা এবং বদলাতে পারি। |
09:17 | এটিতে টিপুন এবং ঘড়ির কাঁটার দিকে বা উল্টোদিকে সরান এছাড়া আকৃতি এবং আকার লক্ষ্য করুন। |
09:25 | আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে, |
09:30 | এই টিউটোরিয়ালে আমরা Inkscape ইন্টারফেস সম্পর্কে শিখেছি। |
09:34 | আমরা মৌলিক আকৃতি যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, উপবৃত্ত, বহুভুজ এবং স্টার তৈরী করাও শিখেছি। |
09:42 | হ্যান্ডেল ব্যবহার করে আকৃতি পরিবর্তন করা এবং রঙ ভরাও শিখেছি। |
09:46 | এখানে একটি নির্দেশিত কাজ রয়েছে। |
09:49 | নীল রঙ দিয়ে একটি চতুর্ভুজের আকৃতি তৈরী করুন, |
09:52 | লাল রঙ দিয়ে একটি বৃত্তের আকৃতি তৈরী করুন, |
09:54 | সবুজ রঙে 7 প্রান্ত যুক্ত স্টার তৈরী করুন। |
09:58 | আপনার করা নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। |
10:03 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
10:09 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:13 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
10:22 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
10:28 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
10:32 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
10:38 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:47 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
10:50 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। |