Difference between revisions of "Netbeans/C2/Integrating-an-Applet-in-a-Web-Application/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 6: | Line 6: | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
− | |নমস্কার বন্ধুগণ। | + | |নমস্কার বন্ধুগণ। ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাপলেট ইন্ট্রিগেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 22: | Line 18: | ||
|- | |- | ||
| 00:21 | | 00:21 | ||
− | | IDE এর সাথে শুরু করতে Introduction to Netbeans | + | | IDE এর সাথে শুরু করতে Introduction to Netbeans |
|- | |- | ||
Line 260: | Line 256: | ||
|- | |- | ||
| 05:26 | | 05:26 | ||
− | |তাই Sample dot java applet সংশোধিত করলে | + | |তাই Sample dot java applet সংশোধিত করলে |
|- | |- | ||
Line 288: | Line 284: | ||
|- | |- | ||
| 06:05 | | 06:05 | ||
− | |এই ক্ষেত্রে এটি SampleApplet | + | |এই ক্ষেত্রে এটি SampleApplet |
|- | |- | ||
Line 304: | Line 300: | ||
|- | |- | ||
| 06:24 | | 06:24 | ||
− | |Projects উইন্ডোতে এতে ডান ক্লিক করে এবং Clean and Build বিকল্প চয়ন করে | + | |Projects উইন্ডোতে এতে ডান ক্লিক করে এবং Clean and Build বিকল্প চয়ন করে |
|- | |- |
Latest revision as of 11:57, 23 February 2017
Time | Narration |
00:01 | নমস্কার বন্ধুগণ। ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাপলেট ইন্ট্রিগেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে নির্মিত অ্যাপ্লিকেশন Netbeans IDE তে অ্যাপলেট তৈরী এবং স্থাপন করা দেখাবে। |
00:16 | Netbeans প্রথমবার ব্যবহার করে থাকলে নিম্ন টিউটোরিয়াল দেখুন। |
00:21 | IDE এর সাথে শুরু করতে Introduction to Netbeans |
00:25 | এছাড়া IDE এর সাথে সুপরিচিত হতে Netbeans IDE তে Developing Web Applications এবং |
00:32 | Designing GUIs এর টিউটোরিয়ালও দেখুন। |
00:36 | উপরোক্ত সকল টিউটোরিয়াল স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। |
00:41 | এটি প্রদর্শন করতে ব্যবহার করছি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু v11.04 এবং Netbeans IDE v7.1.1 |
00:55 | এই টিউটোরিয়ালে আমি একটি |
00:57 | অ্যাপলেট বানাবো। |
00:59 | অ্যাপলেট রান করব এবং |
01:02 | ওয়েব অ্যাপ্লিকেশনে অ্যাপলেট যোগ করব। |
01:05 | এখন নিজের প্রজেক্ট তৈরী করতে IDE আরম্ভ করব। |
01:10 | File>New Project এ যান এবং Java Class Library তৈরী করুন। |
01:17 | Next এ টিপুন। |
01:19 | আপনার প্রজেক্টের নাম দিন। |
01:21 | আমায় প্রজেক্টের নাম SampleApplet দেবো। |
01:26 | সিস্টেমে যে কোনো ডাইরেক্টরিতে স্থান সেট করুন। |
01:30 | এবং প্রজেক্ট তৈরী করতে Finish এ টিপুন। |
01:34 | এখন অ্যাপ্লেট সোর্স ফাইল বানাই। |
01:39 | SampleApplet প্রজেক্ট নোডে ডান ক্লিক করুন। |
01:42 | এবং প্রোপারটিস উইন্ডো খুলতে Properties চয়ন করুন। |
01:47 | প্রজেক্টের জন্য পছন্দসই Source এবং Binary Format চয়ন করুন। |
01:53 | এটি সুনিশ্চিত করেন নিন যে JDK এর সঠিক সংস্করণ নির্বাচিত হয়েছে। |
01:59 | উদাহরণস্বরূপ, আপনি JDK এর নতুন মডেল চয়ন করলে |
02:04 | অ্যাপলেট জাভা ব্রাউজার প্লাগইনের পুরোনো সংস্করনের মেশিনে চলতে পারে না। |
02:10 | আমি JDK এর নতুন সংস্করণ চয়ন করব কারণ ব্রাউজার জাভা ব্রাউজার প্লাগিনের নতুন সংস্করণ সমর্থন করে। |
02:19 | OK তে টিপুন। |
02:21 | SampleApplet প্রজেক্ট নোডে আবার টিপুন। |
02:25 | এবং New > Applet চয়ন করুন। |
02:29 | আপনি এই প্রাসঙ্গিক মেনুতে অ্যাপ্লেট বিকল্প খুঁজে না পেলে Other এ টিপুন। |
02:35 | Categories এর নীচে Java চয়ন করুন। |
02:38 | File Types এ একটি অ্যাপলেট তৈরী করতে Applet চয়ন করুন। |
02:43 | Class এর নাম Sample এবং Package এর নাম org.me.hello দিন। |
02:55 | Finish এ টিপুন। |
02:57 | IDE নির্দিষ্ট প্যাকেজে অ্যাপলেট সোর্স ফাইল বানায়। |
03:02 | এটি দেখতে প্রজেক্ট উইন্ডোতে Source Package নোড বিস্তৃত করতে পারেন। |
03:08 | অ্যাপ্লেট সোর্স ফাইল সোর্স এডিটরে খোলে। |
03:12 | এখন অ্যাপলেট ক্লাস সংজ্ঞায়িত করি। |
03:17 | আমার কাছে সাধারণ অ্যাপলেটের কোড রয়েছে। |
03:21 | যা ব্যাকগ্রাউন্ড কলর cyan |
03:24 | ফোরগ্রাউন্ড কলর red সেট করে। |
03:27 | এবং ম্যাসেজ প্রদর্শন করে যা শৃঙ্খলা স্পষ্ট করে যেখানে অ্যাপলেটে মেথডস রয়েছে। |
03:34 | অর্থাৎ init() মেথড start() মেথড এবং paint() মেথড কল হয় যখন অ্যাপলেট শুরু হয়। |
03:43 | আমি আমার ক্লিপবোর্ডে সম্পূর্ণ কোড কপি করব এবং IDE তে উপস্থিত কোডে পেস্ট করব। |
03:54 | প্রজেক্ট উইন্ডোতে Sample.java ফাইলে ডান ক্লিক করুন। |
04:00 | Contextual মেনু থেকে Run ফাইল চয়ন করুন। |
04:04 | অ্যাপলেট সন্নিহিত করার সাথে Sample.html লঞ্চার ফাইল, build ফোল্ডারে তৈরী হয়। |
04:13 | এটি Files উইন্ডোতে দেখতে পারেন। |
04:15 | Sample dot html file |
04:18 | অ্যাপ্লেট স্ক্রিনে ম্যাসেজ প্রদর্শনের সাথে |
04:23 | Applet viewer এও লঞ্চ হয়। |
04:27 | আমি appletviewer বন্ধ করি। |
04:29 | তারপর ওয়েব-অ্যাপ্লিকেশনে অ্যাপ্লেট চালু করি। |
04:33 | যাতে ইউসারের জন্য অ্যাপলেট উপলব্ধ করাতে পারি। |
04:37 | এটি করতে একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী করি। |
04:42 | Categories এ java web এবং Projects এ Web application চয়ন করুন। |
04:48 | Next এ টিপুন। |
04:50 | আমি প্রজেক্টকে HelloSampleApplet নাম দেবো এবং |
05:01 | Next এ টিপুন। |
05:03 | সঠিক সার্ভার নির্বাচিত থাকলে দেখুন এবং প্রজেক্ট করতে তৈরী করতে Finish এ টিপুন। |
05:12 | জাভা প্রজেক্ট SampleApplet কে ওয়েব প্রজেক্ট HelloSampleApplet এ যোগ করলে |
05:20 | অ্যাপলেট তৈরী করতে IDE সক্ষম করি যখনই এই ওয়েব অ্যাপ্লিকেশন নির্মাণ করি। |
05:26 | তাই Sample dot java applet সংশোধিত করলে |
05:34 | IDE, applet এর নতুন সংস্করণ তৈরী করে, যখন এটি তৈরী হয়ে যায়। |
05:40 | এখন প্রজেক্টস উইন্ডোতে HelloSampleApplet প্রজেক্ট নোডে ডান ক্লিক করে |
05:45 | Properties এ টিপুন। |
05:49 | আমাদের applet জাভা প্রজেক্টে রয়েছে। |
05:52 | Jar ফাইল জুড়তে উইন্ডোর বামদিকে মেনুস থেকে Packaging বিকল্প চয়ন করুন। |
05:59 | Add Project এ টিপুন এবং জাভা প্রজেক্ট চয়ন করুন, যেখানে Applet ক্লাস রয়েছে। |
06:05 | এই ক্ষেত্রে এটি SampleApplet |
06:09 | Add Project Jar Files এ টিপুন। |
06:14 | JAR ফাইল applet সোর্স ফাইলের সাথে এখন টেবিলে তালিকাভুক্ত। |
06:20 | OK তে টিপুন। |
06:24 | Projects উইন্ডোতে এতে ডান ক্লিক করে এবং Clean and Build বিকল্প চয়ন করে |
06:31 | এখন HelloSampleApplet প্রজেক্ট তৈরী করুন। |
06:36 | এই প্রজেক্ট তৈরী হলে applets, Jar ফাইল মূল SampleApplet প্রজেক্টে তৈরী হয়। |
06:45 | Files উইন্ডোতে যান, build এবং web ফোল্ডারে |
06:51 | HelloSampleApplet প্রজেক্ট নোড প্রদর্শন করুন। |
06:54 | আপনি দেখতে পারেন যে jar ফাইল জুড়ে গেছে। |
06:58 | applet কে HTML কে ফাইলে যোগ করুন। |
07:02 | Project উইন্ডোতে ফিরে যান, HelloSampleApplet প্রজেক্ট নোডে ডান ক্লিক করুন। |
07:09 | New এবং তারপর HTML ফাইল বিকল্প চয়ন করুন। |
07:13 | আপনি এই প্রাসঙ্গিক মেনুতে HTML বিকল্প না পেলে |
07:18 | Other এ টিপুন। |
07:21 | Categories এ Web চয়ন করে File Types এ HTML চয়ন করুন এবং Next এ টিপুন। |
07:29 | Html ফাইলের নাম দিন। |
07:32 | আমি ফাইলকে MyApplet নাম দেবো এবং Finish এ টিপব। |
07:40 | পরের ধাপ হল, MyApplet dot html ফাইলে বডি ট্যাগসের মাঝে applet ট্যাগ লেখা। |
07:48 | এখানে অ্যাপলেট কোড রয়েছে। |
07:51 | আমি এটি আমার ক্লিপবোর্ডে কপি করি এবং html ফাইলে বডি ট্যাগসের মাঝে পেস্ট করি। |
08:03 | পরের ধাপ হল, html ফাইল রান করা। |
08:07 | প্রজেক্ট উইন্ডোতে MyApplet dot html এ ডান ক্লিক করে Run File চয়ন করুন। |
08:14 | সার্ভার html ফাইলকে IDE ডিফল্ট ব্রাউজারে ডিপ্লয় করে। |
08:25 | এখন সার্ভার html ফাইলকে IDE ডিফল্ট ব্রাউজারে ডিপ্লয় করলে |
08:30 | আপনি স্ক্রীনে প্রদর্শিত ম্যাসেজ দেখতে পারেন। |
08:36 | এখন নির্দেশিত কাজ। |
08:38 | এখন IDE তে আরেকটি সহজ ব্যানার অ্যাপলেট তৈরী করুন। |
08:43 | যেখানে applet, applet উইন্ডোতে ম্যাসেজ স্ক্রোল করে। |
08:49 | applet ওয়েব অ্যাপ্লিকেশনে যোগ করুন। |
08:52 | ওয়েব প্রজেক্টে Jar ফাইলস যোগ করুন এবং |
08:56 | অবশেষে HTML ফাইল তৈরী করে রান করুন। |
09:00 | আমি আমার চলমান ব্যানার অ্যাপলেট তৈরী করেছি। |
09:04 | আমি প্রজেক্ট খুলি এবং রান করি। |
09:18 | আপনি দেখেন যে applet উইন্ডোতে ম্যাসেজ স্ক্রোল করার সাথে খোলে। |
09:28 | স্ক্রীনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ ভিডিও দেখুন। |
09:32 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
09:36 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
09:41 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
09:46 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
09:51 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
09:58 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
10:04 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
10:11 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
10:22 | আই আই বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
10:27 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |