Difference between revisions of "ExpEYES/C3/Characteristics-of-Sound-Waves/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 ||'''Time''' ||'''Narration''' |- |00:01 |Characteristics of Sound Waves এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।...")
 
Line 22: Line 22:
  
 
* Xmgrace প্লটস
 
* Xmgrace প্লটস
* Fourier Transforms এবং
+
* Fourier Transform এবং
 
* আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
 
* আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
  
Line 294: Line 294:
  
 
* Xmgrace প্লটস
 
* Xmgrace প্লটস
* Fourier Transforms এবং
+
* Fourier Transform এবং
 
* আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
 
* আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
  
Line 303: Line 303:
 
* একটি sound burst ক্যাপচার করুন।
 
* একটি sound burst ক্যাপচার করুন।
  
ইঙ্গিত: একটি ঘণ্টা বা হাততালি শব্দের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
+
একটি ঘণ্টা বা হাততালি শব্দের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
 
|-
 
|-
 
|10:15
 
|10:15

Revision as of 14:52, 24 August 2016

Time Narration
00:01 Characteristics of Sound Waves এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
  • একটি শব্দ তরঙ্গ কিভাবে উৎপন্ন করে।
  • একটি শব্দ উৎসের ফ্রিকোয়েন্সি রেসপন্স।
  • শব্দের বেগ কিভাবে নিরূপণ করে।
  • শব্দ তরঙ্গের Interference এবং Beats,
  • শব্দ উৎসের জোরপূর্বক দোলন। (Forced oscillations)
00:29 এবং দেখাবো:
  • Xmgrace প্লটস
  • Fourier Transform এবং
  • আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
00:38 এখানে আমি ব্যবহার করছি:
  • ExpEYES সংস্করণ 3.1.0
  • উবুন্টু লিনাক্স OS সংস্করণ 14.10.
00:49 টিউটোরিয়ালটি অনুসরণ করতে ExpEYES Junior ইন্টারফেস সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটটে যান।
01:01 প্রথমে শব্দের সংজ্ঞা দিয়ে শুরু করি। শব্দ সেই কম্পন যা চাপ এবং স্থানচ্যুতির শ্রাব্য যান্ত্রিক তরঙ্গ হিসাবে প্রসারিত হয়।
01:13 এর প্রসারিত হতে একটি মাধ্যমের প্রয়োজন। মাধ্যম বায়ু, জল বা যে কোনো ধাতু হতে পারে।
01:22 এই টিউটোরিয়ালে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য দেখাতে আমরা বিভিন্ন পরীক্ষণ করব।
01:30 এখন শব্দ তরঙ্গের কম্পাঙ্ক দেখাতে একটি পরীক্ষণ করি।
01:35 এই পরীক্ষণে গ্রাউন্ড (GND) Piezo buzzer (PIEZO) এ জোড়া হয়েছে. Piezo buzzer (PIEZO), SQR1 এ জোড়া হয়েছে।
01:44 Microphone (MIC), A1 এ জোড়া হয়েছে। এখানে Piezo buzzer(PIEZO) শব্দের উৎস। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
01:55 প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
01:59 প্লট উইন্ডোতে Setting Square waves এ কম্পাঙ্ক 3500Hz সেট করুন।
02:07 SQR1 চেক বাক্সে টিপুন. SQR1 এর কম্পাঙ্ক 3500Hz সেট করা হয়েছে। একটি ডিজিটাইজড শব্দ তরঙ্গ উৎপন্ন হয়।
02:20 তরঙ্গাকৃতি বদলাতে frequency স্লাইডার সরান।
02:27 SQ1 এ টিপে CH2 তে ড্রেগ করুন। SQ1 এর ইনপুট ডেটা CH2 তে নির্ধারিত হয়েছে। একটি বর্গাকার তরঙ্গ উৎপন্ন হয়।
02:40 compressions এবং rear-fractions শুরু করতে mSec/div স্লাইডার ড্র্যাগ করুন।
02:48 CH2 তে টিপে FIT এ ড্রেগ করুন। ডানদিকে SQ1 এর ভোল্টেজ এবং কম্পাঙ্ক দেখায়।
02:59 শব্দ তরঙ্গ সেট করতে frequency স্লাইডার সরান।
03:04 Piezo buzzer দ্বারা উৎপাদিত শব্দ তরঙ্গ কালো রঙে প্রদর্শিত।
03:10 Piezo buzzer কে MIC এর ক্রমশ কাছে এবং দূরে নিয়ে গেলে তরঙ্গের এম্প্লিটিউড পরিবর্তন হয়।
03:19 এখন Piezo buzzer এর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখবো।
03:24 প্লট উইন্ডোতে EXPERIMENTS বোতামে টিপুন। Select Experiment সূচী খোলে। সূচী থেকে Frequency Response এ টিপুন।
03:39 দুটি নতুন উইন্ডোজ Audio Frequency response Curve এবং Schematic খোলে। Schematic উইন্ডো পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখায়।
03:52 Audio Frequency response Curve উইন্ডোতে, START বোতামে টিপুন।
03:59 Piezo buzzer এর Frequency response শুরু হয়। Frequency response এর 3700Hz এ সর্বাধিক এম্প্লিটিউড থাকে।
04:11 একই উইন্ডোতে Grace বোতামে টিপুন। Grace উইন্ডো Frequency response Curve দেখিয়ে খোলে।
04:22 এখন শব্দ উৎসের বেগ পরিমাপ করব।
04:27 প্লট উইন্ডোতে, EXPERIMENTS বোতামে টিপুন। Select Experiment সূচী খোলে। সূচী থেকে Velocity of Sound তে টিপুন।
04:41 দুটি নতুন উইন্ডোজ EYES Junior: Velocity of Sound এবং Schematic খোলে। Schematic উইন্ডো পরীক্ষণের সার্কিট ডায়াগ্রাম দেখায়।
04:55 EYES Junior: Velocity of Sound উইন্ডোর Measure Phase বোতামে টিপুন।
05:02 আমরা MIC এবং Piezo buzzer এর মাঝে দূরত্ব বদলে ভিন্ন-ভিন্ন Phase ভ্যালু পেতে পারি।
05:11 ভিন্ন-ভিন্ন Phase ভ্যালু পেতে Measure Phase বোতামে টিপুন।
05:16 বিভিন্ন Phase ভ্যালু থেকে শব্দের বেগ নিরূপণ করতে আমরা 178deg এবং 106deg ব্যবহার করব।
05:28 আমরা এই ভ্যালু পেতে পারি যখন Piezo, MIC এর কাছে এবং 2cm দূরে রাখা হয়।
05:37 একেবারে সঠিক ফলাফল পেতে নিশ্চিত করুন যে MIC এবং Piezo buzzer একই অক্ষে রাখা হয়েছে।
05:45 শব্দের বেগের ভ্যালু গণনা করতে এখানে সূত্র প্রদর্শিত। পরীক্ষণ দ্বারা প্রাপ্ত শব্দের বেগ হল 350m/sec.
05:59 অনুশীলনী হিসেবে শব্দের তরঙ্গদৈর্ঘ্য ভ্যালু গণনা করুন। সূত্র: λ= v/f(Lambda = v upon f)
06:09 এখন, আমরা দেখাবো:
  • Interference
  • Beats
  • Xmgrace plot এবং
  • দুটি শব্দ উৎসের Fourier Transform
06:20 পরীক্ষণে Grace প্লট দেখতে,
06:23 নিশ্চিত করুন যে আপনি আপনার সিস্টেমে নিম্ন সংস্থাপিত করেছেন:
  • python-imaging-tk
  • grace
  • scipy এবং
  • python-pygrace
06:34 এই পরীক্ষণে আমরা শব্দের উৎস হিসেবে দুটি Piezo buzzers ব্যবহার করি।
06:41 এই পরীক্ষণে Piezo 1, SQR1 এবং গ্রাউন্ড (GND) এ জোড়া হয়েছে। Piezo 2, SQR2 এবং গ্রাউন্ড (GND) এ জোড়া হয়েছে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
06:56 প্লট উইন্ডোতে ফলাফল দেখি।
07:00 প্লট উইন্ডোতে কম্পাঙ্ক 3500Hz সেট করুন।
07:06 SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন। SQR1 এবং SQR2 এর কম্পাঙ্ক 3500Hz সেট করা হয়েছে।
07:20 একটি ডিজিটাইজড শব্দ তরঙ্গ উৎপন্ন হয়।
07:24 তরঙ্গাকৃতি পরিবর্তন করতে frequency স্লাইডার সরান।
07:29 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
07:39 উইন্ডোতে নীচে NS যা হল number of samples এর ভ্যালু বদলে 1000 করুন।
07:48 SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন। START বোতামে টিপুন। Interference প্যাটার্ন দেখায়।
08:00 এখন, Xmgrace বোতামে টিপুন। Grace প্যাটার্নের সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:08 এখন Beats প্যাটার্ন দেখাবো।
08:11 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
08:20 উইন্ডোতে নীচে স্থিত SQR1 এবং SQR2 চেক বাক্সে টিপুন।
08:28 START বোতামে টিপুন। Beats প্যাটার্ন দেখায়।
08:33 এখন Xmgrace বোতামে টিপুন। Grace প্যাটার্নের সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:42 FFT তে টিপুন। Fourier Transform এর সাথে একটি নতুন উইন্ডো খোলে।
08:49 Fourier Transform সম্পর্কে আরো জানতে এই ওয়েব পৃষ্ঠায় যান, https://en.wikipedia.org/wiki/Fourier_transform.
08:55 এখন একটি কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গ দেখাতে একটি পরীক্ষণ করি। এটি হল সার্কিট ডায়াগ্রাম।
09:03 EXPERIMENTS বোতামে টিপুন এবং Interference of Sound চয়ন করুন। EYES: Interference of Sound উইন্ডো খোলে।
09:13 উইন্ডোর নীচে SQR1 এর ভ্যালু 100 সেট করুন এবং বাক্স চেক করুন।
09:21 START বোতামে টিপুন, একটি অল্প এম্প্লিটিউড তরঙ্গ দেখায়।
09:29 Fourier Transform এর একটি Grace প্লট পেতে FFT তে টিপুন।
09:34 সংক্ষিপ্তকরণ করি।
09:36 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
  • একটি শব্দ তরঙ্গ কিভাবে উৎপন্ন করে।
  • শব্দ উৎসের ফ্রিকোয়েন্সি রেসপন্স।
  • শব্দ তরঙ্গের বেগ কিভাবে নিরূপণ করে।
  • শব্দ তরঙ্গের Interference এবং Beats,
  • শব্দ উৎসের জোরপূর্বক দোলন। (Forced oscillations)
09:56 এছাড়াও দেখিয়েছি:
  • Xmgrace প্লটস
  • Fourier Transform এবং
  • আমাদের পরীক্ষণের জন্য সার্কিট ডায়াগ্রাম।
10:04 অনুশীলনী হিসেবে
  • একটি sound burst ক্যাপচার করুন।

একটি ঘণ্টা বা হাততালি শব্দের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি হল সার্কিট ডায়াগ্রাম।

10:15 এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
10:24 আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। আমাদের সাথে যোগাযোগ করুন।
10:32 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত।
10:40 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta