Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Bengali"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
Nancyvarkey (Talk | contribs) m (Nancyvarkey moved page LaTeX/C2/Installing-MikTeX/Bengali to LaTeX-Old-Version/C2/Installing-MikTeX/Bengali without leaving a redirect) |
(No difference)
|
Latest revision as of 13:07, 4 July 2016
Time | Narration |
00:01 | নমস্কার বন্ধুগণ, উইন্ডোস্ -এ লেটেক্ ইনস্টল্ করার এই টিউটোরিয়াল এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, লেটেক্ উত্কৃষ্ট ডকুমেন্ট তৈরী করতে সাহায্য করে। |
00:12 | আপনি যদি আপনার জীবনে অনেক ডকুমেন্ট তৈরী করতে চান, তাহলে আপনার এখনি লেটেক্ ব্যবহার শুরু করা উচিত । |
00:19 | আপনি যদি ডকুমেন্ট এ অনেক গাণিতিক চিন্হের ব্যবহার করতে চান, তাহলে লেটেক্ এর কোনো বিকল্প নেই । |
00:25 | লেটেক্ ডকুমেন্ট যেটি কোনো একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোস্ এ তৈরী করা হয়েছে , সেটি অন্য কোনো অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স বা ম্যাক এও কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যেতে পারে এবং এর বিপরীতটিও প্রযোজ্য। |
00:42 | লেটেক্ সম্পূর্ণ বিনামূল্য এবং open source software। সর্বপরি লেটেক্ এ উত্কৃষ্ট user community বা ব্যবহারকারীদের সংগঠন আছে যা যেকোন প্রকারের সাহায্য করতে প্রস্তুত,উদাহরণস্বরূপ tug india। |
00:56 | এই নিম্নলিখিত টিউটোরিয়ালগুলি আপনি moudgalya.org ওয়েবসাইট-এ পাবেন । এবার নিম্নবর্ণিত সূচীটির প্রথন বিভাগের দিকে লক্ষ্য করা যাক অর্থাৎ কম্পাইলেশান কি তা জেনে নেওয়া যাক । |
01:07 | সর্বপরি ইন্টারনেট এ সন্ধান করলে আপনি এই বিষয়ে সবথেকে উত্কৃষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন । |
01:13 | লক্ষ্য করুন fossee শব্দে দুটি s এবং দুটি e এর ব্যবহার আছে । |
01:23 | fossee শব্দের সম্পূর্ণ রূপ টি হল free and open source software in science and engineering education । |
01:32 | আমি প্রথমে মিকটেক্, যা লেটেক্ এর একটি বিনামূল্য সংস্করণ, তার ইনস্টলেশান পদ্ধতি বর্ণনা করব। |
01:45 | এরপর বলব টেকনিক্ সেন্টার , যেটি মিকটেক্ এর একটি বিনামূল্য front end । আমি আপনাদের আরো জানাব কিভাবে টেকনিক্ সেন্টার ব্যবহার করে কম্পাইল্ এবং adobe রিডার ব্যবহার করে pdf ডকুমেন্ট দেখা যায়। |
01:58 | সুমাত্রা এর ব্যবহার optional অর্থাৎ ঐচ্ছিক। |
02:05 | উইন্ডোস্ এ লেটেক্ ইনস্টল্ করার জন্য মিকটেক্ খুব ই জনপ্রিয় software । এর ২.৭ সংস্করণ টি আপনি mictex dot org তে পাবেন । আসুন ওখানে যাওয়া যাক। এখানে এটি আছে । |
02:25 | আপনি এটিকে ডাউনলোড় করতে পারেন । আপনি যদি লেটেক্ এ নতুন হন, তাহলে এটি ডাউনলোড হবার পরে এটিকে সেভ্ করে নিন, যাতে আপনি এটিকে ভবিষ্যতেও ব্যবহার করতে পারেন । |
02:46 | ফাইল টির নাম এখানে দেওয়া রয়েছে । এটি একটি বড় ফাইল,প্রায় ৮৩ মেগা বাইটের । মিকটেক্ এর সম্পূর্ণ সংস্করণ টি আরো বড়,প্রায় ৯০০ মেগা বাইটের, তাই আমরা ওটি ব্যবহার করছি না । |
03:02 | যদি আপনার কম্পিউটার এ ভালো সংযোগ ব্যবস্থা না থাকে তাহলে আপনি CD ব্যবহার করুন , যা ভবিষ্যতে fossee.in থেকে পাবেন । |
03:12 | আমি ইনস্টলেশান ফাইল-টিকে downloads directory তে সেভ্ করে নিয়েছি । আমি সেটিকে এখন ওপেন করব । আমি পূর্বে ই এটিকে এখানে ডাউনলোড করে রেখেছি । |
03:28 | ওই আইকন এ ক্লিক করলে ইনস্টলেশান শুরু হয়ে যাবে । সব প্রশ্নের default উত্তর দিন অর্থাৎ কোনো উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই। |
03:38 | এটি প্রায় ২০ মিনিট সময় নেয় ইনস্টল হতে ,তাই আমি এখানে দেখাচ্ছি না । আমি আমার কমপিউটার-এ আগেই এটিকে ইনস্টল করে রেখেছি । এটি এই স্থানে ইনস্টল হয়েছে। |
03:48 | আপনার কম্পিউটার এ এটি আগে থেকে এ থাকতে পারে । |
03:59 | যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি এই slide এর বাকি অংশ নাও দেখতে পারেন । যদি এটি না থাকে, তাহলে adobe dot com এ যান এবং বিনামূল্য adobe রিডার টি ডাউনলোড করুন। |
04:13 | আমি এটিকে downloads directory তে ডাউনলোড় করে রেখেছি । এটি এখানে দেখা যাচ্ছে । আইকন-এ ডবল ক্লিক করে এই রিডার ইনস্টল করুন । কোনো প্রশ্নের উত্তর পরিবর্তনের প্রয়োজন নেই । |
04:26 | texniccenter.org -এই ওএবসাইট-এ যাওয়া যাক। |
04:36 | লক্ষ্য করুন, texniccenter বানানে দুটি c আছে । দেখা যাক আমি এখানে ওটি পাই কিনা । টেকনিক্ সেন্টার-এর ওএবসাইট-এ এখানে download directory আছে। এটি টেকনিক্ সেন্টার-এর homepage। |
05:21 | এখানে টেকনিক্ সেন্টার বিষয়ে কিছু তথ্য জানানো আছে, যেমন, এটি আপনার লেটেক দুনিয়ার কেন্দ্রবিন্দু ইত্যাদি । ডাউনলোড এ ক্লিক করা যাক । আমরা আবার পূর্বের ওয়েবপেজ ফিরে গেছি । |
05:49 | এই ওয়েবপেজ এ সর্বপ্রথম যে সংস্করণটির উল্লেখ আছে, সেটিতে ক্লিক করে ডাউনলোড় করতে হবে । যেহেতু আমি পূর্বে ই এটি ডাউনলোড করে রেখেছি, তাই আপনি এটিকে ডাউনলোডস ডাইরেকটরি- তে দেখতে পাচ্ছেন। |
06:06 | সূচীর প্রথমেই থাকে টেকনিক্ সেন্টার installer ,এটি আপনার প্রয়োজন হবে । |
06:27 | এটিকে ক্লিক করুন, ডাউনলোড করার জন্য আপনাকে mirror নির্বাচন করতে হতে পারে । ডাউনলোড় করার পর, এটিকে সেভ করে নিন যাতে ভবিষ্যতে ইনস্টল করার সময় পুনরায় এর ব্যবহার করতে পারেন । |
06:41 | আমার সিস্টেম-এ এটি downloads ফোল্ডার -এ আছে । এবার ডবল ক্লিক করে এবং তারপর কোনো উত্তর পরিবর্তন না করে এটিকে ইনস্টল্ করা যাক । তাহলে এবার downloads ফোল্ডার -এ যাওয়া যাক । |
06:53 | এবার ইনস্টলেশান শুরু করা যাক । gpl চুক্তি কে মেনে নেয়া হল । পরবর্তী পর্যায় যাওয়া যাক । এবার ইনস্টল্ করা যাক । ঠিকআছে, এটি ইনস্টল্ হচ্ছে। |
07:31 | টেকনিক্ সেন্টার ইনস্টল্ হবার পরে ডেস্কটপ এ একটা শর্টকাট তৈরী হয়ে যায় । এবার ওই আইকন-এর ওপরে ডবল ক্লিক করে টেকনিক্ সেন্টার launch করা হবে । |
07:44 | ডেস্কটপ-এ আসা যাক । ঠিকআছে , আইকন টি ডেস্কটপ-এ আছে । এবার এটিকে লন্চ(launch) করা যাক । এটিকে বন্ধ করা যাক । এরপর আমরা এটিকে configure করব । |
08:09 | এটি আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্থানে মিকটেক্ সংস্করণ টি আছে । আমি সেটা এখানে লিখছি । c colon,program files,miktex ২.৭ ,miktex,bin। |
08:36 | এর জন্য আপনি অবশ্যই ব্রাউস(browse) করে সঠিক স্থানটি খুঁজে নিতে পারেন । আবার আমি পর্রবর্তী পর্যায় চলে এসেছি । এটি হল post script viewer । আমরা এখানে সম্মতি দেব । |
08:50 | এবার আমরা browse করে adobe reader যে directory ত়ে আছে, তার স্থান খুঁজে নেব । দেখুন, এটি আছে program files -এর ভিতর adobe reader ৯.০, reader। |
09:19 | এবার এটিকে ক্লিক করা যাক । এখন এটি নির্বাচিত হয়ে গেছে , next ও তারপর finish এ ক্লিক করা হল । এভাবে টেকনিক্ সেন্টার এর configuration সম্পূর্ণ করা হল । এখন আমি এটিকে অপেক্ষাকৃত ছোট করব যাতে আপনি সম্পূর্ণটা দেখতে পান । |
09:44 | এটি এখানে এসে গেছে । তাই এটিকে সামান্য কিছুটা বড় করা হল । ঠিকআছে, এখন এটি ব্যবহার করা যেতে পারে । এবার প্রেসেন্টেশন-এ ফিরে গিয়ে প্রক্রিয়াটিতে আরেকবার চোখ বুলিয়ে নেয়া যাক । 'tip' -এর উইন্ডো-টি বন্ধ করে দেবেন । |
10:10 | আমরা আগেই এটি করছি। |
10:22 | next -এ ক্লিক করত়ে হবে । এবার যে ফোল্ডার-এ মিকটেক -এর binary ফাইল-টি আছে, তার অবস্থান নির্দেশ করতে হবে। এটিকে লিখে দেওয়া হয়েছে । |
10:29 | এবার ব্রাউস করে acrobat PDF reader খুঁজে নিতে হবে । |
10:44 | এখন আমরা টেকনিক্ সেন্টার ব্যবহার করতে পারি । আপনি যদি moudgalya dot org ওএবসাইট-এর ‘what is compilation’ নামক মৌখিক টিউটোরিয়াল-টি না দেখে থাকেন, তাহলে এখন সেটি দেখুন । |
10:56 | এই টিউটোরিয়াল-এর পরবর্তী অংশে আমি ধরে নিচ্ছি যে আপনি পূর্বে উল্লিখিত টিউটোরিয়াল-টি দেখেছেন । |
11:04 | তাহলে টেকনিক সেন্টার-এ যাওয়া যাক এবং ফাইল মেনু-ত়ে ক্লিক করা যাক । এখন যদি আমরা একটি নতুন ফাইল তৈরী করতে চাই, তাহলে new ত়ে ক্লিক করে টাইপ করতে হবে এবং তারপর সেভ করতে হবে । |
11:18 | এখানে আগে থেকে hello.tex নামে একটি ফাইল ছিল, এটিকে লোড করা যাক । এরজন্য ফাইল-এ গিয়ে , ওপেন, এটি লেটেক ফাইলস এ আছে, hello.tex । তাহলে এটি ওপেন করা যাক । |
11:47 | এখানে ফিরে আসা যাক । টেকনিক সেন্টার-এর বিষয়ে সবথেকে ভালো সহায়তা আপনি টেকনিক সেন্টার থেকেই পেতে পারেন । texnic center dot org থেকেও আপনি সহায়তা পেতে পারেন, এই ওএবসাইট-টি আমরা আগেও দেখেছি । |
12:00 | এখন help-এ যাওয়া যাক, contents-এ ক্লিক করা যাক , আপনি এখানে টেকনিক সেন্টার ও লেটেক বিষয়ে সহায়তা পেতে পারেন। এখানে আসা যাক, এখানে help, contents আছে । |
12:16 | এখানে দেখা যাচ্ছে যে দুটি বিষয়ে সাহায্য উপলব্ধ আছে - একটি টেকনিক সেন্টার-এর উপর এবং অপরটি latex help e-book । এখন যদি এখানে ক্লিক করা হয়, তাহলে আপনি বিভিন্ন প্রকারের তথ্য দেখতে পাবেন। |
12:34 | আপনি এখানে ক্লিক করতে পারেন, অনেক প্রকারের তথ্য দেখা যাচ্ছে যেমন latex maths এবং graphics সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে । maths সংক্রান্ত আপনি এখানে আরো অনেক বিষয় যেমন ভগ্নাংশ , matrices সম্পর্কে জানতে পারবেন । |
12:49 | এটিকে বন্ধ করা যাক । Advanced latex -এ , environments-এ alignments, environments, array, pictures, maths ইত্যাদি বিষয়ে তথ্য আছে । |
13:01 | এটিকেও বন্ধ করা যাক । এবার এখানে আসা যাক । help on texnic center - প্রথমটি আপনাকে টেকনিক সেন্টার-এর font, look and feel এর বিষয়ে জানতে সাহায্য করে । |
13:22 | এটি আপনাকে টেকনিক সেন্টার configure করতে সাহায্য করে । কখনো যদি এখানে .এই manual-এ প্রদর্শিত তথ্য এবং এর প্রকৃত implementation-এর মধ্যে পার্থক্য থাকে, তখন তথ্যের এর জন্য ইন্টারনেট-এ সার্চ করতে হবে । |
13:37 | প্রকৃতপক্ষে, যেকোনো ওপেন সোর্স সফটওয়ার -এর সম্পর্কে জানার জন্য এটি-ই প্রচলিত পদ্ধতি - কাউকে প্রশ্ন করার মাধ্যমে উত্তর খুঁজে নেওয়া । |
13:47 | দ্বিতীয়টি হল লেটেক সংক্রান্ত সহায়তা- যেমন কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে গণিত অন্তর্ভুক্ত করতে হবে, কিভাবে তালিকার এনভয়রনমেন্ট ব্যবহার করতে হবে ইত্যাদি। তথ্যের জন্য ইন্টারনেট-এ সার্চ অবশ্যই একটি উত্কৃষ্ট উপায়। |
13:57 | এবার এখানে ফিরে আসা যাক এবং লেখার ফন্ট সামান্য একটু বড় করা যাক । এখানে tools, options, text format-এ যাওয়া যাক। |
04:14 | এখন যদি ফন্ট সাইজ হিসাবে ১২-এর নির্বাচন করা হয়, তাহলে দেখা যাচ্ছে লেখাগুলি বড় হয়ে গেছে । তাহলে আমরা ফন্ট সাইজ বড় করেছি । এখন আপনি চাইলে এডিটর-এ লাইন-এর নম্বর-ও দেখতে পারেন । এখানে ফিরে আসা যাক । |
14:45 | এবার tools, options, editor, show line numbers -এ ক্লিক করা যাক । এখন লাইন-এর নম্বরগুলি দেখা যাচ্ছে । এবার এই ডকুমেন্ট-টিকে কম্পাইল করা যাক । latex to pdf অপশন-টিতে ক্লিক করতে হবে । |
15:10 | তাহলে এটি করা যাক । CTRL SHIFT এবং F5 key একসাথে প্রয়োগ করলে কি হবে ? ডকুমেন্ট কম্পাইল হয়ে যাবে এবং এর ফলে তৈরী হওয়া pdf ফাইল-টি দেখা যাবে। ফাইল-টিতে একটিমাত্র লাইন থাকা উচিত । |
15:41 | তাহলে এটি করা যাক - ctrl shift, f5 । আপনি দেখতে পাচ্ছেন যে এটি কম্পাইল হচ্ছে । এবং এখন pdf reader খুলে গেছে । |
15:55 | এটি এখানে সরিয়ে আনা যাক । এটিকে বড় করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লাইন আছে । আপনি এই ফাইল-টির পরিবর্তন করতে পারেন এবং কম্পাইল করে তৈরী হওয়া ফাইলটি দেখতে পারেন । |
16:11 | এখন hello dot tex এবং hello dot pdf ফাইল-দুটিকেই বন্ধ করা যাক । আমরা এটি পরেও করতে পারি।
|
16:19 | আমি এখন adobe reader -এর কিছু ত্রুটির কথা উল্লেখ করব । এরজন্য report dot tex ফাইল যেটি 'report writing' এর বিষয় মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে ,সেটিকে আবার load করা যাক । |
16:34 | এটিকে বন্ধ করা যাক এবং report dot tex ফাইলটিকে খোলা যাক । আমি এটিকে একটু সরাচ্ছি, যাতে আমি এটির আরো বেশি অংশ দেখতে পাই । |
16:55 | এবার প্রথমে crtl shft f5 key একত্রে প্রয়োগ করে বা press করে এটিকে কম্পাইল্ করা যাক । কম্পাইল্ হবার পর একটি এক পাতার রিপোর্ট তৈরী হয়েছে । এটিকে এখানে সরানো যাক । |
17:15 | এটিকেও একটু বড় করা যাক । তাহলে এটি করা হয়ে গেছে । এখন এই ডকুমেন্ট-এর ক্লাস টি রিপোর্ট-এ পরিবর্তন করা যাক । এখানে এটি আর্টিকল আছে, এটিকে ডিলিট করা যাক এবং এখানে রিপোর্ট লেখা যাক । |
17:44 | এটিকে সেভ করে ctrl shift f5 -এর প্রয়োগের দ্বারা কম্পাইল করা যাক । দেখুন, এখন দুটি পৃষ্ঠা-বিশিষ্ট রিপোর্ট দেখা যাচ্ছে । এটিকে বড় করা যাক । এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। |
18:02 | এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখছি । এখন রিপোর্ট-টি দুই পৃষ্ঠাবিশিষ্ট হয়ে গেছে এবং মনে রাখবেন যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা দেখছি । এবার এটিকে পুনরায় কম্পাইল করা যাক । |
18:26 | এখানে ফিরে আসা যাক । এটির কোনো প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করা যাক । এবার report dot pdf ফাইলটি দেখা যাক । |
18:39 | আমি এটি-ই উল্লেখ করতে চাই যে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছি । আপনারা দেখতে পাচ্ছেন - এটি দ্বিতীয় পৃষ্ঠা । এখানে ফিরে আসা যাক এবং Ctrl, shift, f5 –এর দ্বারা পুনরায় কম্পাইল করা যাক । |
18:57 | আপনি দেখতে পাচ্ছেন এটি পুনরায় খুলে গেছে কিন্তু প্রথন পৃষ্ঠটি-ই দেখা যাচ্ছে । এখানে এটি উল্লেখ করা প্রয়োজন যে pdf ফাইলটি প্রথম পৃষ্ঠা থেকেই খোলে । |
19:09 | আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠা-টি দেখছিলাম কিন্তু কম্পায়লেশন -এর পরে এটি প্রথন পৃষ্ঠা-থেকে খোলে । সমস্যা-টি হল এই যে adobe reader, কোন পৃষ্ঠা-টি পড়া হচ্ছিল, সেটি মনে রাখতে পারে না । |
19:24 | বড় ডকুমেন্ট-এর জন্য এটি সত্যই সমস্যার কারণ হতে পারে । adobe reader ব্যবহার করলে প্রত্যেকবার কম্পায়লেশন-এর পরে ডকুমেন্ট-টি প্রথম পৃষ্ঠা-থেকেই শুরু হয় । |
19:36 | pdf reader সুমাত্রা এই সমস্যার সমাধান করে । সুমাত্রা নিজে থেকেই pdf-টিকে রিফ্রেশ করে এবং এর সাথে সাথে কোন পৃষ্ঠা-টি সর্বশেষ পড়া হয়েছিল,সেটিও মনে রাখে । |
19:49 | সুমাত্রা-ও বিনামূল্য এবং ওপেন সোর্স software । এই software -টির খোঁজ করলে আপনি এই পৃষ্ঠা-টি পাবেন । আমি এখন-ই আপনাকে ওই পৃষ্ঠা-টি দেখাবো । |
20:02 | এখন এটি দেখা যাচ্ছে । এবার ডাউনলোড-এর পৃষ্ঠায় যাওয়া যাক । যে ফাইলটি আপনাকে ইনস্টল করতে হবে, এখানে সেই ফাইলটি দেখা যাচ্ছে । এটি প্রায় ১.৫ Mb সাইজের । এটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি । তাহলে এটি এখন বন্ধ করা যাক । |
20:19 | এবার এটি করা যাক । |
20:38 | এটি ইনস্টল করা যাক । ঠিকআছে, এটি হয়ে গেছে । এবার এটিকে বন্ধ করা যাক । তাহলে এখন সুমাত্রা ইনস্টল হয়ে গেছে । |
21:01 | এখন পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক । তাহলে আমার কম্পিউটার-এ এটি program files-এ ইনস্টল হয়েছে, sumatra dot pdf । |
21:09 | প্রথমে আপনাকে টেকনিক্ সেন্টার কে জানাতে হবে সুমাত্রা ব্যবহার করার কথা । তাই build এ যেতে হবে এবং আউটপুট প্রোফাইল নির্ধারিত করতে হবে । এরপর আমরা পরবর্তী কার্যগুলি করব । |
21:21 | এরপর viewer-এ যেতে হবে । ওটি এখানে আছে । তাহবে এবার এটিকে খুঁজে নেওয়া যাক । এখন আমাদের এটির প্রয়োজন নেই । তাই এটিকে বন্ধ করা যাক । |
21:34 | টেকনিক সেন্টার , এরপর build, আউটপুট প্রোফাইল নির্ধারণ করা যাক, viewer-এ যাওয়া যাক । এখন এটি Adobe-এর দিকে নির্দেশ করছে । |
21:45 | মনে করুন,আমি এটিকে পরিবর্তন করতে চাই । ব্যাক করা যাক । ব্যাক । আবার ব্যাক করা যাক । প্রোগ্রাম ফাইলস-এ আপনি সুমাত্রা দেখতে পাচ্ছেন । |
21:59 | এটি এখানে আছে আপনাকে এটিকে ব্যবহার করতে হবে । ঠিকআছে,আমাদের কার্য সম্পন্ন হয়ে গেছে । |
22:11 | এখন থেকে এটি সুমাত্রা ব্যবহার করে কম্পাইল্ করবে । এখন আমরা সুমাত্রা ব্যবহার করার উপযুক্ত। তাহলে adobe reader বন্ধ করা যাক । |
22:27 | এখন report dot tex ফাইল টিকে crtl এবং f7 key এর একত্র প্রয়োগের দ্বারা কম্পাইল্ করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এটি কম্পাইল হয়ে গেছে । |
22:44 | এরপর report dot pdf ফাইল টিকে খুঁজে নেওয়া যাক এবং সুমাত্রা এর দ্বারা সেটিকে open করা যাক। তাহলে লেটেক্ ফাইলস -এ যাওয়া যাক, report dot pdf এখানে আছে । |
22:58 | এটিকে সুমাত্রা-এর দ্বারা ওপেন করা যাক । Latex file-এ যাওয়া যাক report dot pdf। ফাইল এখানেই আছে । আমি এইবার Sumatra খুলবো। |
23:08 | এইটি কে একটু ওপরে নিয়ে যাওয়া যাক । এখন আরো কিছু বিষয় সম্পর্কে জানা যাক | এবার পরের পাতা এ যাওয়া যাক । এটি প্রথম পাতা, এরপর দ্বিতীয় পাতায় যাওয়া যাক । |
23:32 | এরপর আমরা দ্বিতীয় পাতা তে গিয়ে টেক্সট-এ ১ টি লাইন যোগ করব। আমি এখানে "Added line" -এই লাইন টি যোগ করলাম, সেভ করলাম এবং এরপর Crtl F7 করলাম । |
24:02 | প্রকৃতপক্ষে এটি আগে থেকেই সেখানে ছিল,এই বিষয়টি প্রমান করার সবথেকে সহজ উপায় হল এটিকে একটু ছোট করা ,যাতে দুটিকে ই একসাথে দেখা যায় । |
24:23 | ঠিকআছে, তাহলে এবার এটি ডিলিট করা যাক, সেভ করা যাক, control f7,এটি কম্পাইল হয়ে গেছে । এটি খোলা যাক, ওই লেখাটি এখন আর নেই । |
24:40 | এখন বরং ‘chapter- new'-এ যাওয়া যাক ।এটি বন্ধ করা যাক, সেভ করা যাক, ctrl f7 । এবার এখানে আসা যাক, লক্ষ্য করুন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে, আমরা যদিও এখন দ্বিতীয় পৃষ্ঠায় আছি কারণ আমরা আগে দ্বিতীয় পৃষ্ঠাতেই ছিলাম । |
25:03 | এবার তৃতীয় পৃষ্ঠাতে যাওয়া যাক, এবার আরেকবার কম্পাইল করা যাক । এখানে ফিরে আসা যাক । এটি একটুও পরিবর্তিত হয়নি । এটি সুমাত্রা-র সর্বপ্রধান বৈশিষ্ট্য । |
25:17 | তাহলে আমরা এগুলির সবটি-ই করেছি, এটি একবার পড়ে দেখা যাক । pdf ফাইলটি নিজে থেকেই পরিবর্তিত হয়ে যায়, আমাদের আলাদা করে কিছু করতে হয়না । |
25:22 | সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, এটি একই পৃষ্ঠা দেখায় ।একটি appendix যোগ করা যাক, ctrl f7-এর দ্বারা কম্পাইল করা যাক, এখন ডকুমেন্ট-এ এখন তিনটি পৃষ্ঠা আছে । এখন তাহলে তৃতীয় পৃষ্ঠায় যাওয়া যাক এবং পুনরায় কম্পাইল করা যাক । এখন ডকুমেন্ট-টি খুললে তৃতীয় পৃষ্টা-তেই খোলে । |
25:37 | এখন পরবর্তী আলোচনাতে আসা যাক । আমরা এখনো পর্যন্ত মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করেছি এবং এর দ্বারা লেটেক্ এর ও একটি প্রাথমিক সংস্করণ-ই ব্যবহার করা যেতে পারে । |
25:46 | এটির দ্বারাও আপনি অনেক কার্য-ই করতে পারবেন । কিন্তু, কিছু প্যাকেজ্ এখানে উপস্থিত নেই । যার মধ্যে অবশ্যই একটি হল বিমার । |
25:54 | পরবর্তী স্লাইড-এ এই অনুপস্থিত প্যাকেজ্ গুলিকে ইনস্টল্ করার পদ্ধতি বর্ণনা করা হয়েছে । মিকটেক্ এর প্রাথমিক সংস্করণ ইনস্টল্ করার পরই সেটিকে আপডেট্ করুন । |
26:04 | Windows এর স্ক্রীন এর নিচে থাকা taskbar এর একেবারে বামদিকে উপস্হিত start button টি তে ক্লিক করুন । program e যান, miktex ২.৭ এ যান । আপডেট্ এ ক্লিক করুন, mirror,proxy -এর নির্বাচন করুন । |
26:18 | এভাবে মিকটেক্ আপডেট্ হয়ে যাবে । এরপর টিউটোরিয়াল এ যেভাবে ব্যাক্ষা করা আছে সেই অনুযায় টেকনিক্ সেন্টার এর ব্যবহার করুন । |
26:26 | যদি কোনো প্যাকেজ্ অনুপস্হিত থাকে , তাহলে মিকটেক্ ইনস্টলেশান -ই আপনাকে সেটি ইনস্টল্ করার জন্য prompt করবে বা জিঞ্জাসা করবে । |
26:33 | আপনি এটি ইন্টারনেট থেকেও ইনস্টল্ করতে পারেন । এর জন্য CD -এরও ব্যবহার করতে পারেন । প্রথমে hard ডিস্ক-এ CD -এর সম্পূর্ণ তথ্যটি copy হয়ে যায় । CD থেকে ইনস্টলেশান-এর কিছু অসুবিধা আছে । এর জন্য hard disc-এ প্রায় ১ GB জায়গার প্রয়োজন হয়। |
26:52 | যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে user community তে অবশ্যই যোগাযোগ করতে পারেন । উদাহরণস্বরূপ,আপনি Tug india তে য়য়ায়োগ করতে পারেন । |
26:58 | আমরা fossee dot in এর মাধমে ও সাহায্য করার আশা রাখি । আমরা লেটেক্ এর বিষয় ভবিষ্যতে আরো মৌখিক টিউটোরিয়াল প্রস্তুত করার ও আশা রাখি । এই বিষয় আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে বাধিত হব। |
26:11 | এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । CDEEP IIT বম্বে এর পক্ষ থেকে আমি অন্তরা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি । এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। |