Difference between revisions of "Netbeans/C2/Introduction-to-Netbeans/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | নমস্কার বন্ধুগণ। |- | 00:02 | Netbeans IDE এর পরিচিতির টিউট...") |
|||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
|00:13 | |00:13 | ||
− | |Netbeans হল www.netbeans.org তে উপলব্ধ ফ্রি এবং ওপেন সোর্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট | + | |Netbeans হল www.netbeans.org তে উপলব্ধ ফ্রি এবং ওপেন সোর্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সফটওয়্যার। |
|- | |- | ||
Line 65: | Line 65: | ||
|- | |- | ||
|01:19 | |01:19 | ||
− | | | + | | এখন IDE এর সংস্থাপন দেখি। |
|- | |- | ||
Line 309: | Line 309: | ||
|- | |- | ||
| 07:19 | | 07:19 | ||
− | |অন্য | + | |অন্য প্রজেক্ট পরিবর্তন করুন অর্থাৎ একটি টেম্পারেচর কনভার্টার অ্যাপ্লিকেশন যা একটি ইনপুট টেম্পারেচর নেয়। |
|- | |- |
Revision as of 21:04, 3 February 2016
Time | Narration |
00:01 | নমস্কার বন্ধুগণ। |
00:02 | Netbeans IDE এর পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমি Netbeans এর সাথে শুরু করার সম্পর্কে মৌলিক পরিচয় করাব। |
00:13 | Netbeans হল www.netbeans.org তে উপলব্ধ ফ্রি এবং ওপেন সোর্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সফটওয়্যার। |
00:23 | এটি বিভিন্ন এলিমেন্টের ইন্টিগ্রেশনের অনুমতি দেয়। |
00:27 | বিভিন্ন স্ক্রিপ্টিং ভাষা এবং উন্নত টেক্সট এডিটরের সমর্থন করে। |
00:31 | এটি প্রজেক্ট তৈরী এবং ডিসাইন তৈরী করতে GUI ও প্রদান করে তাছাড়া ডেটাবেস কেও সমর্থন করে। |
00:39 | এই টিউটোরিয়ালটি বুঝতে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন। |
00:47 | এই টিউটোরিয়ালে স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে। |
00:52 | Netbeans এর সাথে শুরু করতে, |
00:55 | আমি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 11.04 এবং |
01:00 | Netbeans IDE সংস্করণ 7.1.1 ব্যবহার করছি। |
01:05 | এই টিউটোরিয়ালে আমরা Netbeans এর সংস্থাপন দেখব। |
01:11 | Netbeans ইন্টারফেসের সাথে ভালোমত পরিচিত হবো এবং |
01:16 | একটি স্যাম্পল জাভা প্রকল্প তৈরী করব। |
01:19 | এখন IDE এর সংস্থাপন দেখি। |
01:22 | Netbeans কে netbeans.org থেকে ডাউনলোড করা যেতে পারে। |
01:27 | এটি অফিসিয়াল মেন সাইট। |
01:31 | সাইটের মেন পৃষ্ঠায় Download link এ টিপুন। |
01:36 | পরবর্তী পৃষ্ঠায় যা লোড হয়, |
01:39 | অন্তিম কলামে download link এ টিপুন, যেখানে সকল সমর্থিত টার্মিনোলজির ডাউনলোড সম্মিলিত রয়েছে যা Glassfish Server এর সাথে IDE দ্বারা আবশ্যক। |
01:53 | Netbeans এর সংস্থাপনের জাভা ডেভেলপমেন্ট কিট অর্থাৎ JDK সংস্থাপনের ও প্রয়োজন। যা java.sun.com থেকে ডাউনলোড করা যেতে পারে। |
02:05 | এখানে Get Java লিঙ্কে টিপুন তাছাড়া Netbeans এবং JDK Bundle উভয়কে ডাউনলোড করতে লিঙ্ক চয়ন করুন। |
02:15 | পরবর্তী পৃষ্ঠা যা লোড হয়, |
02;19 | সেখান থেকে setup ফাইল চয়ন করুন যা আপনার অপারেটিং সিস্টেমের অনুকুল হয়। |
02:24 | উবুন্টুতে setup ফাইল .sh (dot sh) ফাইল হিসাবে ডাউনলোড হয়। |
02:29 | অর্থাৎ shell স্ক্রিপ্ট ফাইল হিসাবে। |
02:33 | 'টার্মিনালে গিয়ে এই ফাইল রান করুন। |
02:38 | উইন্ডো বা ডাইরেক্টরিতে যান, যেখানে ডাউনলোড করা সেটআপ ফাইল রয়েছে এবং প্রম্পটে |
02:46 | ডাউনলোড ফাইলের নামের পর sh লিখুন এবং এন্টার টিপুন। |
02:54 | এটি ইনস্টলার শুরু করবে, যা কিছু সময় নেবে। |
03:04 | ইনস্টলার পর্দায় দেখা দেয়। |
03:06 | আপনার সিস্টেমে IDE সংস্থাপিত করতে আপনার পর্দায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করতে পারেন। |
03:13 | আমি এখন ইনস্টলার থেকে প্রস্থান করব। |
03:17 | এখন Netbeans উইন্ডোতে দেখুন। |
03:21 | আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমে Netbeans আরম্ভ করতে |
03:25 | মেনু আইটেমস applications, Programmings এ যান এবং Netbeans IDE আইকনে টিপুন। |
03:34 | আপনি প্রথমে IDE আরম্ভ করলে এটি Netbeans স্টার্ট পৃষ্ঠা খোলে। |
03:41 | IDE উইন্ডোতে রয়েছে: |
03:43 | মেনু বারে Menus |
03:46 | Toolbarএবং |
03:48 | Workspace যেমন ফাইল সিস্টেম উইন্ডো। |
03:52 | রানটাইম উইন্ডো এবং |
03:53 | আউটপুট উইন্ডো। |
03:57 | main মেনু আপনাকে প্রজেক্ট তৈরী করতে, সম্পাদন করতে, কম্পাইল করতে, রান করতে এবং ডি বাগ করার সাথে |
04:03 | Netbeans ব্যবহার করতে আবশ্যক কমান্ড ও প্রদান করে। |
04:10 | মেনু বারের নীচে থাকা টুলবার মেনুবারে উপযোগিত অনেক ঘন ঘন কমান্ডের জন্য বোতাম প্রদান করে। |
04:18 | Workspace , উইন্ডোসের একটি সংকলন যার ব্যবহার কিছু ধরনের অপারেশন করতে করা হয়। |
04:23 | যেমন ওয়ার্কস্পেস উইন্ডোতে এডিটিং, নিষ্পাদন, আউটপুট বা ডিবাগিং, যা ওয়ার্কস্পেসের নীচে উপস্থিত। |
04:35 | তারপর একটি স্যাম্পল জাভা প্রজেক্ট তৈরী করি। |
04:40 | জাভা প্রজেক্ট তৈরী করতে File মেনুতে যান. New Project এ টিপুন। |
04:47 | Categories এর নীচে New Project উইজার্ড বাক্সে |
04:51 | Projects এ java চয়ন করুন, Java Applications চয়ন করুন এবং Next এ টিপুন। |
04:58 | উইজার্ডের name এবং location পৃষ্ঠায় |
05:02 | KeyboardReader হিসাবে আপনার প্রকল্পের নাম দিন। |
05:08 | চয়নিত Set as Main Project চেকবাক্স সেট করুন এবং |
05:12 | Finish এ টিপুন। |
05:15 | প্রজেক্ট তৈরী হয়ে গেছে এবং IDE তে খোলা রয়েছে। |
05:20 | একবার প্রজেক্ট তৈরী হয়ে গেলে আপনি প্রকল্প উইন্ডোকে IDE উইন্ডোসের বামদিকে দেখতে সক্ষম হবেন। |
05:27 | যাতে আপনার কোডের উপর নির্ভরিত সোর্স ফাইল, লাইব্রেরির সাথে প্রজেক্টের উপাদানের ট্রি ভিউ রয়েছে। |
05:36 | KeyboardReader.java নামক ফাইলের সাথে ডানদিকে সোর্স এডিটর খোলা রয়েছে। |
05:43 | এখন main ক্লাসে, একটি স্যাম্পল জাভা কোড লিখুন। |
05:49 | ইনপুট পূর্ণ সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা হলে এই কোড কীবোর্ড থেকে ইনপুট পড়ে এবং একটি আউটপুট দেখায়। |
05:58 | আমি এখন এই কোড আমার ক্লিপবোর্ডে কপি করছি এবং IDE ওয়ার্কস্পেসে উপস্থিত কোডে পেস্ট করছি। |
06:11 | পরবর্তী ধাপ হল, আমাদের প্রজেক্ট রান করা। |
06:14 | Netbeans IDE তে যেকোনো প্রজেক্ট রান করতে এখানে 3 টি পদ্ধতি রয়েছে। |
06:20 | প্রথম পদ্ধতি হল, আপনি প্রজেক্ট উইন্ডোতে প্রজেক্ট নোডে টিপতে পারেন এবং contextual মেনু থেকে Run চয়ন করতে পারেন। |
06:29 | বা আপনি টুলবারে যেতে পারেন এবং Run Project বোতামে টিপতে পারেন। |
06:34 | বা আপনি আপনার কীবোর্ডে প্রজেক্ট রান করতে F6 কীস ও টিপতে পারেন। |
06:40 | আমি প্রজেক্ট নোডে ডান ক্লিক করি এবং Run বিকল্প চয়ন করি। |
06:45 | আপনি জাভা অ্যাপ্লিকেশন রান করলে IDE অ্যাপ্লিকেশন কোড তৈরী করে এবং কম্পাইল করে এবং প্রোগ্রাম আউটপুট উইন্ডোতে রান করে যা ওয়ার্কস্পেসের নীচে দেখায়। |
06:57 | IDE এখন আমাকে যে কোনো সংখ্যা লেখার জন্য বলে। |
07:01 | আমি একটি রান্ডম সংখ্যা লিখি এবং এন্টার টিপি। |
07:06 | এটি বলে যে, ইনপুট একটি পূর্ণ সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট সংখ্যা। |
07:11 | এখন নির্দেশিত কাজ, |
07:15 | KeyboardInputReader প্রজেক্টের জন্য এক্সটেনশন হিসাবে, |
07:19 | অন্য প্রজেক্ট পরিবর্তন করুন অর্থাৎ একটি টেম্পারেচর কনভার্টার অ্যাপ্লিকেশন যা একটি ইনপুট টেম্পারেচর নেয়। |
07:27 | সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা এবং বিপরীতে। |
07:31 | আউটপুট উইন্ডোতে পরিবর্তিত তাপমাত্রা প্রদর্শন করুন। |
07:36 | আমি আগেই নির্দেশিত কাজ করে ফেলেছি। |
07:40 | নির্দেশিত কাজ রান করুন। |
07:47 | প্রোগ্রাম আউটপুট উইন্ডোতে আমাকে ইনপুট তাপমাত্রা লিখতে বলে। |
07:52 | আমি Fahrenheit এ স্যাম্পল তাপমাত্রা -40 লিখি এবং এটি আমাকে সেলসিয়াসে রূপান্তরিত তাপমাত্রা দেখায়। |
08:07 | স্ক্রীনে প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ এই ভিডিওটি দেখুন। |
08:10 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
08:14 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
08:20 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
08:27 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
08:31 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
08:38 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
08:43 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
08:49 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
09:00 | আই আই বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
09:05 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |