Difference between revisions of "GIMP/C2/Triptychs-In-A-New-Way/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:23 |Meet The GIMP এ আপনাদের স্বাগত। |- | 00:25 | এই টিউটোরিয়াল...")
 
 
Line 373: Line 373:
 
|-
 
|-
 
| 15:08
 
| 15:08
|এই ফাইলের জন্য, শো নোটসে meetthegimp@org তে একটি লিঙ্ক পাবেন এবং আপনি কোনো মন্তব্য করতে চাইলে এমনি করুন।
+
| শো নোটসে meetthegimp@org তে একটি লিঙ্ক পাবেন এবং আপনি কোনো মন্তব্য করতে চাইলে এমনি করুন।
 
   
 
   
 
|-
 
|-
 
| 15:18
 
| 15:18
| আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
+
| আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Latest revision as of 15:23, 15 December 2015

Time Narration
00:23 Meet The GIMP এ আপনাদের স্বাগত।
00:25 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:30 আমি নিউইয়র্কে জেসন থেকে একটি ইমেল পেয়েছি এবং সে এইমাত্র আমার দ্বারা triptychs শুরু করার পূর্বে এটি করার বিভিন্ন উপায় খুঁজতে Triptychs সম্পর্কে দেখানো বন্ধ করে দিয়েছে।
00:45 সে লেয়ার মাস্ক ব্যবহার করে একটি ভিন্ন উপায় সম্পর্কে খুঁজে পেয়েছে।
00:50 আমার মনে হয় যে আমাকে এই টিউটোরিয়ালে তা দেখানো উচিত।
00:57 আমি সেই ইমেজ দেখাতে পারি না যা জেসন Triptychs করার জন্য প্রয়োগ করেছিল, কারণ সে ঐ ইমেজ ব্যবহার করেছিল, যা সহজলভ্য নয়, তাই আমি তার প্রয়োগ করতে পারি না।
01:10 Triptychs করতে লেয়ার মাস্ক ব্যবহার করে খুব সহজ এবং আমি লেয়ার মাস্ক ব্যবহার সম্পর্কে তার পদ্ধতি একটু সংশোধিত করেছি।
01:21 আমি আশ্চর্য যে আমার এই ধারণা কেনো আসেনি।
01:25 আমি এখানে এই তিনটি শটের সাথে একটি triptych করতে চাই।
01:31 আমি এই ইমেজ বামদিকে রাখতে চাই, এই দ্বিতীয় ইমেজ মাঝে এবং এটিকে ডানদিকে রাখতে চাই।
01:42 আমি এই বর্গাকার ফর্মকে কিছু এইভাবে বদলাতে চাই যা এই ইমেজের অনুকুল।
01:49 আমি দেখব যে এটি কিভাবে কাজ করে।
01:53 এখন এখানে এই ইমেজের সাথে Triptychs বানানো শুরু করতে পারি এবং টুলবাক্স উইন্ডোকে ফোরগ্রাউন্ডে আনার জন্য ট্যাব টিপি।
02:05 File এ টিপে নতুন ইমেজ তৈরী করতে New নির্বাচন করুন এবং প্রস্থের জন্য 3400 এবং উচ্চতার জন্য 1200 এর ডিফল্ট ভ্যালু পেয়েছি।
02:19 আমার কাছে 1000 by 1000 এর তিনটি ইমেজ রয়েছে এবং তার মাঝে 100 পিক্সেলের বর্ডার রয়েছে।
02:31 দেখি যে এটি কিভাবে কাজ করে।
02:36 এই ইমেজ নতুন ইমেজে অন্তর্ভুক্ত করতে টুলবাক্স থেকে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড লেয়ারকে এখানে নতুন ইমেজে ড্রেগ করি এবং আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কপি পাবেন।
02:54 এখানে আমার একেবারে বামদিকের ইমেজ রয়েছে তাই এর নাম বদলে লেফ্ট করে টাইপিং এর পর রিটার্ন/এন্টার বোতামে টিপি।
03:04 তাই এই ইমেজ বামদিকে হওয়া উচিত।
03:08 পরের ইমেজ ডানদিকে হওয়া উচিত তাই আমি একইভাবে নিজের ইমেজ টেনে সেইভাবে এটিকে রাইট নাম দেই।
03:32 এটি তৃতীয় ইমেজ এবং এটি আমার সেন্টার উইন্ডো তাই এই ইমেজ নতুন ইমেজে টেনে সেই লেয়ারের নাম বদলে সেন্টার (Center) দেই।
03:49 আমি রাইট এবং সেন্টার উইন্ডো অদৃশ্য করে দিয়েছি এবং আমি এখন left লেয়ার একটু নীচে স্কেল করতে চাই এবং যখন আমি এটি একটু নীচে ধরুন 10% নীচে জুম করি আপনি এই লেয়ারের বর্ডার দেখতে পারেন এবং এখন ইমেজের সম্পূর্ণ ফর্ম দেখা যেতে পারে।
04:16 এখন আমি মুভ টুল চয়ন করি যাতে আমি এই ইমেজ সরাতে এবং একটু সমাযোজিত করতে পারি।
04:26 এই ইমেজ সরছে না কারণ আমি সেন্টার লেয়ার চয়ন করেছি।
04:33 তাই আমি এখন লেফট লেয়ার চয়ন করি এবং এটিকে ঐ বোতলের স্থিতি অনুযায়ী সরাই।
04:39 আমি এই লেয়ার একটু ছোট করতে চাই এবং এইজন্য আমি টুলবাক্স থেকে টুল চয়ন করে টুল ইনফোতে যাই এবং আসপেক্ট রেসিও তে টিপি এবং প্রিভিউতে আমি ইমেজ বিকল্প চয়ন করি।
04:59 আমি এখন লেয়ারে টিপি এবং ইনফো উইন্ডোকে একদিকে সরাই এবং এটিকে একদিক থেকে হ্রাস করি।
05:09 আমার মনে হয় অধিক বা একটু কম।
05:15 আমি এই ইমেজ ধরতে পারি এবং এটি ওখানে রাখতে পারি যেখানে এটি রাখতে চাই এবং আমার মনে হয় যে এখানে কিছু নির্দেশাবলী রাখা উচিত।
05:30 তাই আমি এই ইমেজ 100% জুম করি এবং উপরের বাম কোণে যাই।
05:38 আমি এখানে নির্দেশিকার জন্য রুলার্স নীচে টানতে পারি।
05:43 আমি আশ্চর্য যে আমি কেনো রুলার্স সরাতে পারিনি এবং এখানে একটি বিকল্প move the active layer রয়েছে, এটি চয়ন করে অ্যাকটিভ লেয়ার সরাতে পারি।
06:01 লেয়ার সুরক্ষিত করা একটি ভালো বিকল্প এবং ডানদিকে ফ্রেমের আকার রূপে 100 চয়ন করি করে নীচে যাই এবং এটি 1100 সেট করি এবং ডানদিকে এটি 1100 সেট করি।
06:31 এটি ইমেজের জন্য ফ্রেম।
06:34 Shift + Ctrl + E সম্পূর্ণ ইমেজ প্রদান করে এবং এখন আমি active layer বিকল্প চয়ন করি।
06:43 জুম রেসিও তে আমি 10% চয়ন করি।
06:48 আমার মনে হয় আমার 13% চয়ন করা উচিত এবং এটি যথেষ্ঠ।
06:59 আমি স্কেল টুলে টিপি এবং আসপেক্ট রেসিও বানিয়ে রাখি এবং এই স্কেল উইন্ডো ফ্রেমের বাইরে টানুন।
07:10 এখন আমি এই ইমেজ স্কেল করি।
07:14 এখন আমার কাছে এটি দেখতে ফ্রেম রয়েছে যে আমি এই ইমেজ কোথায় লাগাতে চাই।
07:21 আমার মনে হয় যে আমাকে এটি একটু ছোট বানানো উচিত কারণ এই ইমেজে এখানে কাঁচের শেড রাখতে চাই।
07:40 এখন আমি স্কেলে টিপি এবং আমি আমার স্কেল করা ইমেজ পেয়ে গেছি।
07:49 এই ইমেজের চারপাশে ফ্রেম প্রাপ্ত করতে আমি শুধু একটি লেয়ার মাস্ক লাগিয়েছি।
08:01 আমি লেয়ার মাস্ক ব্লেক করেছি যা সম্পূর্ণ ট্রান্সপেরেন্ট।
08:07 শুধু add এ টিপুন।
08:13 এখন আমি এখানে বর্ডারের ভিতরে একটি আয়তক্ষেত্র চয়ন করি এবং তা সাদা রঙ দ্বারা ভরি।
08:23 আমি সেখানে সাদা রঙ ভরি এবং আপনি দেখেন যে বোতল দেখা দেয় এবং এখানে ফ্রেম পুরো করতে আমি শুধু এতে জুম করি।
08:36 আমি লেয়ার মাস্কে অনিয়মিত স্ট্রোকের সাথে সাদা রঙ দ্বারা পেন্ট করব।
08:44 এটি করতে ব্রাশ টুল চয়ন করি, এখানে ডায়ালগ বাক্সে যান এবং আমি এখানে পেন্টিং এর জন্য একটি সফ্ট ব্রাশ চয়ন করি।
09:01 পেন্টিং এর আগে Shift + Ctrl + A টিপে আমার সিলেকসন ডীসিলেক্ট করতে হবে এবং এখন সাদা রঙ দ্বারা পেন্ট করা শুরু করতে পারি।
09:13 white color চয়ন করেছি।
09:16 এখন আমি এখানে চারিদিকে white color দ্বারা পেন্ট করি এবং আপনি দেখেন যে লেয়ার মাস্কে white color দ্বারা পেন্ট করার সময়ও নীচে ইমেজকে পেন্ট করছি।
09:28 পেন্টিং অনিয়মিত কিন্তু এটি সঠিক।
09:40 এখন একটি আলাদা ব্রাশ নির্বাচন করছি এবং আমার মনে হয় এটি বেশ ভালো।
09:49 আমি একটি অস্পষ্ট কোণা পাই।
09:52 আমাকে ইমেজ 100% জুম করতে হবে, যার দ্বারা আপনি এটি দেখতে পারেন।
10:04 আমি এখানে এক ধরনের অস্পষ্ট বর্ডার পেয়েছি এবং এর উপর দুইবার পেন্টিং করে এক মুহুর্তে এটি আরো একটু অস্পষ্ট করব।
10:16 এখন আপনি দেখতে পারেন যে বর্ডার আরেকটু অনিয়মিত হয়ে যায়।
10:22 হয়তো এখানে এটি সঠিক টুল নয় কিন্তু আপনি বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন এবং এখন আমি ইমেজ অধিক শার্প করতে চাই।
10:35 আপনি দেখেন যে আমি এখনো লেয়ার মাস্কের উপর কাজ করছি।
10:41 আপনি এখানে এটি যাচাই করতে পারেন।
10:43 এখানে লেয়ার মাস্ক সাদা রঙ দ্বারা বাছা হয়েছে।
10:47 তাই Filters, Blur, Gaussian blur এ টিপে এখানে high (হাই) blur count নির্বাচন করি এবং আমার মনে হয় যে এটি সঠিক।
11:03 এখন এখানে এর চারপাশে একটি বাস্তবিক অস্পষ্ট বর্ডার রয়েছে।
11:10 সম্পূর্ণ ইমেজ দেখি। Shift + Ctrl + E টিপুন।
11:17 আমার কাছে triptychs এর প্রথম ভাগ রয়েছে এবং সেইভাবে অন্যগুলি করি।
11:26 আমি অন্য ইমেজের সাথে কাজ সম্পূর্ণ করেছি এবং আপনি দেখেন যে আমি rulers এর উপর অধিক পেন্ট করেছি এবং এখানেও এমনি করতে পারি।
11:39 এখন rulers সরাতে চাই এবং এটি করতে নতুন উপায়, image, Image Guides এ যেতে হবে এবং এখানে সকল guides সরাতে পারি।
11:54 আমি জেনেছি যে এখানে একটি নতুন guide বানিয়ে অঙ্কীয়ভাবে স্থিতি নির্বাচন করতে পারি।
12:03 এর বিষয়ের উপস্থিতি বিস্ময়কর।
12:08 GIMP এ এত বিকল্প রয়েছে যে আপনি সব মনে রাখতে পারবেন না।
12:14 View তে যান এবং Layer Boundary ডী-সিলেক্ট করুন।
12:18 আমি এই বোতল কোণা থেকে আরেকটু উপরে রাখতে চাই।
12:23 আমার মনে হয় এখানে একটু অধিক এবং এখানে একটু কম জায়গা রয়েছে।
12:30 আমার মনে হয় যে ডান এবং মাঝের ইমেজ এখানে ডান কোণে রয়েছে।
12:36 কিন্তু আমার মনে হয় এই বোতল ওখানে উপরে যাওয়া উচিত।
12:41 তাই আমি ফুল স্ক্রীন মোডের বাইরে যাবো।
12:45 আমি মাঝের এবং ডানের লেয়ার ডী-সিলেক্ট করি এবং বাম লেয়ারে কেন্দ্ররত থাকি।
12:54 এখন আমার নির্দেশের জন্য রুলার্সের প্রয়োজন।
12:58 তাই Image, Guides, New guide এ টিপুন এবং horizontal position এ 100 লিখুন।
13:10 তাই Image, Guides, New guide এ যান এবং vertical position এ 100 নির্বাচন করুন।
13:20 এখন Move টুল নির্বাচন করে Options এ গিয়ে move the active layer এর বিকল্প নির্বাচন করুন এবং আমি এখানে এটিকে শুধু উপরে নিয়ে যাই।
13:37 আমার মনে হয় আমি একটি ভুল করেছি, তাই Ctrl + z টিপে এই ধাপ আনডু করি। এখানে আপনি দেখেন যে মাস্ক নির্বাচিত হয়ে যায়।
13:49 আমি লেয়ার সরাতে চাই।
13:51 তাই এখন আমি ইমেজ নির্বাচন করি এবং আমি শুধু এটি উপরে নিয়ে গেলেই মাস্ক এর সাথে সরে যায়।
13:58 আমি মাস্ক লক করার কোনো উপায় পাইনি কিন্তু আমি এতে সংশোধন করতে পারি।
14:04 আমি লেয়ার মাস্ক নির্বাচন করি এবং লেয়ার মাস্ক আবার এখানে কোণায় সরিয়ে নিয়ে যাই।
14:13 আমার মনে হয় এটি এখন ভালো দেখাচ্ছে।
14:19 এখন এই ইমেজ নিউইয়র্কে জেসনের সাহায্যে সম্পন্ন করেছি।
14:28 না এই ইমেজ সম্পূর্ণ হয়নি।
14:32 আমি সেই জিনিস সাধারণত ভুলি না কিন্তু আমি সর্বদা ভুলি যখন রেকর্ড করি কারণ আমাকে শুধু ইমেজ তৈরী ছাড়া অনেক অন্য জিনিস সম্পর্কেও ভাবতে হয়।
14:47 আমি আবার এটি সংরক্ষণ করতে ভুলে গেছি।
14:56 এটি jaegermeister.xcf নাম দ্বারা সংরক্ষণ করুন, xcf এ সম্পূর্ণ লেয়ার তথ্য রয়েছে এবং আমি ওয়েবের জন্য রী-স্কেলিং করায় সম্বন্ধিত সম্পূর্ণ তথ্য আলাদা করব।
15:08 শো নোটসে meetthegimp@org তে একটি লিঙ্ক পাবেন এবং আপনি কোনো মন্তব্য করতে চাইলে এমনি করুন।
15:18 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta