Difference between revisions of "Inkscape/C2/Create-and-Format-Text/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border =1 |'''Time''' |'''Narration''' |- |00:01 | Inkscape ব্যবহার করে Create and format text এর টিউটোরিয়ালে আপন...") |
|||
Line 148: | Line 148: | ||
| 03:33 | | 03:33 | ||
| এখানে চার ধরনের স্টাইল বিকল্প রয়েছে- Normal, Italic, Bold এবং Bold Italic. আপনার প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্বাচন করুন। আমি Bold চয়ন করব। | | এখানে চার ধরনের স্টাইল বিকল্প রয়েছে- Normal, Italic, Bold এবং Bold Italic. আপনার প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্বাচন করুন। আমি Bold চয়ন করব। | ||
− | |||
|- | |- |
Revision as of 10:47, 20 November 2015
Time | Narration |
00:01 | Inkscape ব্যবহার করে Create and format text এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব:
টেক্সট সন্নিবেশ করা, টেক্সট ফরম্যাটিং এবং বিন্যস্ত করা, স্পেসিং এবং বুলেট। |
00:15 | এছাড়াও আমরা শেষে একটি সহজ ফ্লাইয়ার তৈরী করা শিখব। |
00:19 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি,
উবুন্টু লিনাক্স 12.04 OS Inkscape সংস্করণ 0.48.4 |
00:29 | আমি এই টিউটোরিয়াল সর্বোচ্চ রেজল্যুশন মোডে রেকর্ড করব। এটি সকল টুল অন্তর্ভুক্ত করার জন্য যা ব্যাখ্যা করা হবে। |
00:38 | Inkscape খুলুন। |
00:40 | টুল বাক্স থেকে টেক্সট টুল ব্যবহার করে টেক্সট সন্নিবেশ করা যেতে পারে। |
00:45 | আমরা দুইভাবে টেক্সট যোগ করতে পারি-
Regular Text Flowed Text |
00:50 | প্রথমে আমরা Regular টেক্সট সম্পর্কে শিখব। টেক্সট টুল এবং তারপর ক্যানভাসে টিপুন। |
00:57 | এখন লিখুন Spoken. লক্ষ্য করুন যে টেক্সট বাক্স টেক্সট অন্তর্ভুক্ত করতে বড় হচ্ছে। |
01:03 | লাইন ব্রেকার নিজে নিজে যুক্ত হবে. তাই, পরের লাইনে যেতে Enter টিপুন এবং লিখুন Tutorial. |
01:11 | আগের লাইনে শব্দ নিয়ে যেতে বর্ণমালা T এর আগে কার্সার রাখুন। এখন ব্যাকস্পেস টিপুন এবং 2 টি শব্দের মাঝে একটি স্পেস যোগ করুন। |
01:22 | একইভাবে, Spoken Tutorial এর নীচে নতুন লাইনে http://spoken-tutorial.org লিখুন। |
01:33 | এরপর আমরা Flowed টেক্সটের মাধ্যমে টেক্সট সন্নিবেশ করা শিখব। |
01:38 | এইবার আমি আগে সংরক্ষণ করা LibreOffice Writer ফাইল থেকে টেক্সট কপি করব। |
01:45 | সম্পূর্ণ টেক্সট নির্বাচন করতে Ctrl + A টিপুন এবং কপি করতে Ctrl + C টিপুন। |
01:52 | এখন Inkscape এ ফিরে আসি. নিশ্চিত করুন যে টেক্সট টুলটি নির্বাচিত। |
01:58 | ক্যানভাসে টিপুন এবং আয়তক্ষেত্রাকার বা বর্গাকার টেক্সট এরিয়া গঠন করতে ড্রেগ করুন। |
02:03 | লক্ষ্য করুন যে মাউস বোতাম ছাড়লে ক্যানভাসে একটি নীল আয়তকার বাক্স গঠিত হয়েছে। |
02:10 | এখন টেক্সট বাক্সের ভিতরে, একবারে উপরের বাম কোনায় জ্বলজ্বলে টেক্সট প্রম্পট লক্ষ্য করুন। |
02:17 | কপি করা টেক্সট পেস্ট করতে Ctrl + V টিপুন। |
02:22 | লালে বদলে যাওয়া টেক্সট বাক্সের রঙ লক্ষ্য করুন। |
02:25 | এর কারণ হল সন্নিবেশ করা টেক্সট টেক্সট বাক্সের সীমানা অতিক্রম করে। |
02:31 | আমরা টেক্সট বাক্সের ডান দিকের কোণায় অবস্থিত ছোট ডায়মন্ড হ্যান্ডেল ব্যবহার করে এটি সংশোধন করতে পারি। |
02:38 | টেক্সট বাক্স নীল রঙে বদলে না যাওয়া এটি টিপে রেখে ড্রেগ করুন। |
02:44 | টেক্সটের অন্তিম বাক্য পূর্ববর্তী বাক্যের সাথে জুড়ে যায়। |
02:48 | এটি আলাদা করতে শেষ বাক্যের শুরুতে দুইবার এন্টার টিপুন। |
02:53 | এখন টেক্সটের জন্য উপলব্ধ বিভিন্ন ফর্ম্যাটিং বিকল্প শিখি। Spoken Tutorial শব্দে টিপুন। |
03:01 | Main মেনুতে যান। Text এ টিপুন এবং তারপর Text and Font বিকল্পে। |
03:09 | Font এবং Text বিকল্প সহ একটি ডায়লগ বাক্স দেখায়। Font ট্যাবের নীচে বিভিন্ন বিকল্প রয়েছে। |
03:17 | Font family তালিকা হল সকল উপলব্ধ ফন্ট। আপনি পছন্দের যে কোনো উপলব্ধ ফন্ট নির্বাচন করতে পারেন। |
03:25 | আমরা এখানে প্রিভিউ বাক্সে নির্বাচিত ফন্ট প্রিভিউ করতে পারি। আমার পছন্দিত ফন্ট হল Bitstream Charter. |
03:33 | এখানে চার ধরনের স্টাইল বিকল্প রয়েছে- Normal, Italic, Bold এবং Bold Italic. আপনার প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্বাচন করুন। আমি Bold চয়ন করব। |
03:46 | ফন্টের আকার বদলাতে ড্রপ ডাউন অ্যারোতে টিপুন এবং আকার নির্বাচন করুন। যেহেতু এটি শিরোনাম আমি বড় ফন্ট নির্বাচন করব, ধরুন 64. |
03:57 | এরপর হল Layout. |
03:59 | এই বিকল্পের জন্য প্রিভিউ দৃশ্যমান না হওয়ায় আমরা এটি কিছুক্ষণ পরে শিখব। |
04:04 | এখন Font ট্যাবের পরবর্তী Text ট্যাবে টিপুন। এখানে একটি প্রিভিউ উইন্ডো তার ভিতরে টেক্সট সহ দৃশ্যমান। |
04:12 | এখানে টেক্সটের যে কোনো পরিবর্তন করা সম্ভব। |
04:16 | Apply তে টিপুন এবং ডায়ালগ বাক্স বন্ধ করুন। লক্ষ্য করুন যে টেক্সট ফরম্যাট হয়ে গেছে। |
04:23 | আমরা নীচের কলার প্যালেট ব্যবহার করে টেক্সটের রঙ বদলাতে পারি। এখন মেরুন রঙে টিপি। |
04:30 | এরপর http://spoken-tutorial.org, URL এর জন্য টেক্সট নির্বাচন করুন। |
04:40 | টেক্সট ফর্ম্যাটিং বিকল্প টুল কন্ট্রোলস বারেও উপলব্ধ। |
04:44 | আমি ফন্ট Bitstream charter এ, ফন্টের আকার 28 এ এবং রঙ Blue তে বদলাবো। |
04:57 | এরপর প্যারাগ্রাফ টেক্সট চয়ন করি। |
04:56 | টেক্সট টুল ইতিমধ্যে নির্বাচিত থাকলে আপনি টেক্সট বাক্সের ভিতরে যেতে কেবল টেক্সটে টিপতে পারেন। |
05:04 | আমি টেক্সটের ফন্টের আকার 25 এ বদলাবো। |
05:08 | টেক্সট ক্যানভাসের ভিতরে সরাতে ডায়মন্ড হ্যান্ডেলে টিপুন এবং ড্রেগ করুন। |
05:15 | এরপর টেক্সট সারিবদ্ধ করি। |
05:19 | টুল কন্ট্রোল বারে Italic আইকনের পাশে থাকা চারটি আইকন টেক্সট সারিবদ্ধ করতে সাহায্য করে
বামে কেন্দ্রে বা টেক্সট বাক্সের ডানদিকে। |
05:30 | চতুর্থ বিকল্প টেক্সট বাক্সের সীমানার মধ্যে টেক্সট সমর্থন করে. আমি এগোনোর পূর্বে বাম এলাইনে টিপব। |
05:39 | আমরা Align and distribute বিকল্প ব্যবহার করেও টেক্সট এলাইন করতে পারি। |
05:43 | Main মেনুতে যান এবং তারপর তারপর Object মেনুতে টিপুন। তারপর Align and Distribute বিকল্পে টিপুন। |
05:51 | এখন আমরা Spoken Tutorial শব্দটি কেন্দ্রে সরাবো। তাই এটিতে টিপুন। |
05:57 | প্রথমে যাচাই করুন Relative to প্যারামিটার Page এ সেট রয়েছে কিনা। |
06:01 | তাই, Centre on vertical axis এ টিপুন। লক্ষ্য করুন যে টেক্সট কেন্দ্রে সারিবদ্ধ রয়েছে। |
06:10 | এখন নীচে খালি এলাকায় আরো কিছু টেক্সট যোগ করা দেখি। |
06:13 | লিখুন FOSS Categories. এখন Centre on vertical axis এ টিপে এটি পৃষ্ঠার কেন্দ্রে সারিবদ্ধ করুন। |
06:25 | ক্যানভাসে আলাদালাদাভাবে এবং এলোমেলোভাবে কিছু FOSS এর নাম লিখুন যেমন Linux, LaTeX, Scilab, Python |
06:39 | এখন ইকুয়াল স্পেস সহ একক রো তে এই সকল টেক্সট সারিবদ্ধ করুন। |
06:44 | Shift কী ব্যবহার করে 4 টি টেক্সট নির্বাচন করুন। এগুলিতে টিপুন।
Align baseline of text এবং Distribute baseline of text horizontally. |
06:58 | লক্ষ্য করুন যে শব্দের মাঝের স্থান সমান নয়। |
07:02 | প্রথম শব্দের প্রথম অক্ষর এবং দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরের মাঝে সমান ব্যবধান রয়েছে। কিন্তু শব্দরা নিজে সমান ব্যবধান যুক্ত নয়। |
07:10 | এটি উল্লম্ব টেক্সটের জন্যও ঠিক একই ভাবে কাজ করে। |
07:15 | এই বিকল্প নির্দিষ্ট পরিস্থিতিতে সহায়ক হতে পারে। |
07:20 | আমরা শব্দের মাঝে ব্যবধান একই রাখবো। |
07:23 | এটি করতে Distribute এর নীচে প্রথম রো এর চতুর্থ আইকনে টিপুন। এখন শব্দের মাঝের ব্যবধান সমান। |
07:32 | এরপর আমরা প্যারাগ্রাফ টেক্সটের লাইনের মাঝের ব্যবধান সমন্বয় করা শিখব। |
07:38 | টেক্সট বাক্সের ভিতরে যেতে প্যারাগ্রাফ টেক্সটে দুইবার টিপুন। |
07:44 | টেক্সট কন্ট্রোল বারে লাইন আইকনের মাঝের ব্যবধান লাইনের ব্যবধান কমাতে বা বাড়াতে সাহায্য করে। |
07:50 | লক্ষ্য করুন আমি ব্যবধান বাড়ালে কি হয়। |
07:55 | আমি লাইন স্পেসিং 1.50 রাখি। |
07:59 | পরবর্তী আইকন অক্ষরের মাঝে ব্যবধান সমন্বয় করতে সাহায্য করে। আবার, আপ এবং ডাউন অ্যারোতে টিপুন এবং পরিবর্তন লক্ষ্য করুন। |
08:07 | আমি স্পেস প্যারামিটার 0 হিসাবে রাখি। |
08:12 | লক্ষ্য করুন ক্যানভাসের উভয় উল্লম্ব কোণে ব্যবধান রয়েছে। আমরা এটি কিছু টেক্সট দিয়ে পূরণ করতে পারি। |
08:19 | ক্যানভাসের বাইরে কোথাও একটি Learn Open Source Software for free বাক্যটি লিখুন। |
08:24 | Font কে এখন Ubuntu তে বদলান। Font size কে 22 তে এবং এটি Bold করুন। |
08:34 | এখন টুল কন্ট্রোল বারে অন্তিম আইকনে টিপুন অর্থাৎ Vertical text. |
08:39 | লক্ষ্য করুন যে এখন টেক্সট উল্লম্ব দিকে সারিবদ্ধ রয়েছে। |
08:43 | Selector টুল ব্যবহার করে টেক্সটে টিপুন এবং এটি ক্যানভাসের বাম দিকে সরান। |
08:49 | এটি ডুপ্লিকেট করতে Ctrl + D টিপুন এবং এই কপি Ctrl কী ব্যবহার করে পৃষ্ঠার অপর প্রান্তে সরান। |
08:59 | এখন আমরা প্যারাগ্রাফে টেক্সটের মধ্যে বুলেট পয়েন্ট যোগ করব। |
09:03 | Inkscape টেক্সটের জন্য বুলেট বা সংখ্যার তালিকা প্রদান করে না। তাই নিজেকে বুলেট পয়েন্ট তৈরী করতে হবে। |
09:11 | ellipse টুলে টিপুন। লাল রঙের একটি ছোট বৃত্ত আঁকুন। |
09:17 | এখন এই বুলেট প্যারাগ্রাফের প্রথম লাইনে নিয়ে যান। ডুপ্লিকেট করুন এবং এর কপি পরের বাক্যে সরান। |
09:27 | সকল বাক্যের জন্য এটি পুনরাবৃত্তি করুন। |
09:32 | এখন আমাদের প্রয়োজন অনুযায়ী সকল টেক্সট রয়েছে। |
09:36 | অবশেষে, এটি ফ্লায়ারের মত দেখাতে কিছু বিউটিফিকেশন করি। |
09:41 | এখানে এটি একটি সম্পন্ন ফ্লায়ার। |
09:45 | আমি উপরে এবং নীচে সীমানা যোগ করেছি এবং এটি একটি বৃত্তাকার আয়তক্ষেত্র এবং উপবৃত্তের আকার দ্বারা আচ্ছাদিত করেছি। |
09:51 | আপনি আপনার ফ্লায়ারের জন্য বিভিন্ন বিন্যাস এবং ডিজাইন তৈরী করতে আপনার সৃজনশীলতা ব্যবহার করতে পারেন। |
09:57 | সংক্ষেপে, |
09:59 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
টেক্সট সন্নিবেশ করা, টেক্সট ফরম্যাট এবং বিন্যস্ত করা, স্পেসিং এবং বুলেট তালিকা। |
10:06 | এছাড়াও একটি সহজ ফ্লায়ার তৈরী করা শিখেছি। |
10:09 | আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে। |
10:11 | এরকম একটি ফ্লায়ার তৈরী করুন।
টেক্সট লিখতে টেক্সট টুল ব্যবহার করুন। Rectangle টুল ব্যবহার করে bullets এবং boxes তৈরী করুন। |
10:19 | 10 কোণ সহ স্টার টুল ব্যবহার করে স্টার তৈরী করুন।
রঙ বদলাতে কলর প্যালেট এবং Fill and stroke ব্যবহার করুন। Align and distribute ব্যবহার করে টেক্সট সারিবদ্ধ করুন। |
10:31 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:39 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
10:47 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
10:57 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
11:01 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
11:03 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। যোগাযোগের জন্য ধন্যবাদ। |