Difference between revisions of "Inkscape/C2/Layers-and-Boolean-operations/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| Border =1 | Time | Narration |- | 00:00 | Inkscape ব্যবহার করে "Layers and boolean operations" এর টিউটোরিয়ালে আপন...") |
|||
Line 130: | Line 130: | ||
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
− | | | + | |এই আকার আমাদের তৈরী করা দুটি ভিন্ন লেয়ারে সরাই। |
− | এই আকার আমাদের তৈরী করা দুটি ভিন্ন লেয়ারে সরাই। | + | |
|- | |- |
Revision as of 10:24, 20 November 2015
Time | Narration |
00:00 | Inkscape ব্যবহার করে "Layers and boolean operations" এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা Layers সম্পর্কে শিখব। |
00:11 | ফিল্টারস। |
00:12 | বুলিয়ান অপারেশনস। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি: |
00:18 | উবুন্টু লিনাক্স 12.04 OS, |
00:21 | Inkscape সংস্করণ 0.48.4. |
00:25 | Inkscape খুলুন। Dash home এ যান এবং লিখুন Inkscape. |
00:30 | Inkscape লোগোতে টিপুন। |
00:32 | আমাদের পূর্বে তৈরী করা Assgnment_2.svg ফাইল খুলুন। |
00:38 | আমি এটি documents ফোল্ডারে সংরক্ষণ করেছি। |
00:41 | প্রথমে, আমরা Inkscape এ Layers সম্পর্কে শিখব। |
00:45 | Layer মেনুতে যান এবং Layers বিকল্পে টিপুন। |
00:50 | এখন Layer palette ইন্টারফেসের ডান পাশে খুলেছে। |
00:55 | ডিফল্টরূপে সেখানে একটি লেয়ার রয়েছে। আপনি দেখতে পারেন যে এর নাম Layer 1. |
01:01 | একটি নতুন লেয়ার যোগ বা তৈরী করতে লেয়ার প্যালেটে plus আইকনে টিপুন। |
01:07 | একটি ডায়লগ বাক্স Add layer খোলে। |
01:10 | Layer name টেক্সট বাক্সে আমরা লেয়ারে একটি নাম লিখতে পারি। |
01:15 | আমি এই লেয়ারের নাম eye দেবো। |
01:18 | এখন, Position ড্রপ ডাউন তালিকায় টিপে আমরা লেয়ারের স্থান নির্ধারিত করতে পারি। |
01:25 | এখানে 3 টি বিকল্প রয়েছে। |
01:27 | Above current এই লেয়ার বর্তমান লেয়ারের উপরে রাখে। |
01:32 | Below current এই লেয়ার বর্তমান লেয়ারের নীচে রাখে। |
01:36 | As sublayer of current ইঙ্গিত দেয় যে এটি বর্তমান লেয়ারের অংশ হবে। |
01:41 | আমি এর স্থান Above current এ রাখব এবং Add বোতামে টিপব। |
01:47 | এখন লেয়ার প্যালেটে eye নামে একটি নতুন লেয়ার দৃশ্যমান। |
01:52 | একইভাবে, bow নামে আরেকটি লেয়ার তৈরী করুন। |
02:00 | এখন লেয়ার প্যালেটে 3 টি লেয়ার রয়েছে। |
02:04 | এরপর লেয়ারের নামান্তর করা শিখি। |
02:08 | প্রথমে Layer 1 এ দুইবার টিপুন এবং circle হিসাবে এর নামান্তর করুন এবং এন্টার টিপুন। |
02:16 | এরপর ক্যানভাসে ফিরে আসি। সেখানে 2 টি eye এবং একটি bow রয়েছে। |
02:20 | এই আকার আমাদের তৈরী করা দুটি ভিন্ন লেয়ারে সরাই। |
02:25 | মাউস টেনে এনে উভয় eye নির্বাচন করুন। |
02:28 | এখন আপনার কীবোর্ডে Ctrl + X টিপুন। এখন eyes উধাও হয়ে গেছে। |
02:34 | এখন লেয়ার প্যালেটের eye লেয়ারে টিপুন। |
02:38 | ক্যানভাস ফিরে আসি এবং Ctrl + Alt + V টিপুন। |
02:44 | bow আকারের জন্য একই কাজ পুনরাবৃত্তি করুন। |
02:52 | সকল অবজেক্ট অনির্বাচিত করতে ক্যানভাসে যে কোনো একটি ফাঁকা স্থানে টিপুন। |
03:00 | eye এবং lock আইকন লেয়ার লুকাতে এবং লক করতে সাহায্য করে। |
03:04 | যখন আপনি লেয়ার লুকান, আপনি পরিষ্কারভাবে পরবর্তী নিম্ন লেয়ারে অবজেক্ট দেখতে পারবেন। |
03:11 | লেয়ার লক করলে আপনি নির্দিষ্ট লেয়ারে দুর্ঘটনাজনিত সম্পাদনাগুলি প্রতিরোধ করতে পারবেন। |
03:18 | এটি বিশেষ উপযোগী যখন আমাদের বড় এবং জটিল গ্রাফিক এসাইনমেন্টের উপর কাজ করতে হয়। |
03:25 | এখন 2 টি আইকন eye এবং lock একে অপরের বামদিকে রয়েছে। |
03:32 | আমরা এখন এগুলি ব্যবহার করা শিখব। |
03:35 | লেয়ার লক বা আনলক করতে, lock আইকনে টিপুন। আমি এখন bow লেয়ার লোক করেছি। |
03:42 | দ্রষ্টব্য যে একটি লেয়ার লক থাকলে আমরা সেই লেয়ারে কোনো পরিবর্তন করতে পারি না। |
03:47 | এরপর ক্যানভাসে bow নির্বাচন করার চেষ্টা করি। আপনি লক্ষ্য করবেন কে এটি করা সম্ভব নয়। |
03:58 | এখন, আমি bow লেয়ার আনলক করব। |
04:01 | আমি bow অবজেক্ট নির্বাচন করতে পারবো এবং তার বৈশিষ্টও পরিবর্তন করতে পারবো। |
04:07 | এখন ক্যানভাসে একটি লেয়ার দৃশ্যমান বা অদৃশ্য করতে লেয়ারের বামদিকে eye আইকনে টিপুন। |
04:15 | আমি bow লেয়ারের জন্য eye আইকনে টিপছি। |
04:18 | ক্যানভাসে কি হচ্ছে তা দেখুন। |
04:23 | এখন, bow লেয়ার ডুপ্লিকেট করি। |
04:26 | Layer মেনুতে যান এবং Duplicate Current Layer বিকল্পে টিপুন। |
04:32 | লক্ষ্য করুন যে bow copy নামে একটি লেয়ার Layer Palette উইন্ডোতে তৈরী হয়েছে। |
04:41 | কিন্তু আমরা ক্যানভাসে নতুন bow দেখতে পারি না। এর কারণ হল bow অবজেক্ট পূর্ববর্তী লেয়ারে ওভারল্যাপ হয়েছে। |
04:50 | উপরের লেয়ারে bow নির্বাচন করুন এবং উভয় bows দেখতে এটি একদিকে সরিয়ে আনুন। |
04:56 | circle লেয়ার নির্বাচন করুন। |
04:58 | eyes এবং bows কে ঘিরে একটি উপবৃত্ত আঁকুন। এটি কমলা রঙে বদলান। |
05:05 | উপবৃত্তের উপর অন্যান্য অবজেক্ট সহ ব্যাকগ্রাউন্ডে এটি দৃশ্যমান। |
05:10 | লেয়ার প্যালেটে প্লাস আইকনের পাশে চারটি আইকন নির্বাচিত লেয়ার স্থিত করতে সাহায্য করে। |
05:17 | প্রথম আইকন নির্বাচিত লেয়ার উপরস্থ লেয়েরে রাখে। |
05:23 | বর্তমানে circle লেয়ার নির্বাচিত। |
05:25 | লক্ষ্য করুন যে টিপলে circle লেয়ার উপরস্থ লেয়েরে বদলে যায়। |
05:33 | অন্তিম আইকন নির্বাচিত লেয়ার সবচেয়ে নীচের লেয়েরে রাখে। |
05:38 | এই আইকনে টিপুন। লক্ষ্য করুন যে circle লেয়ার এখন সবচেয়ে নীচের লেয়ার। |
05:44 | দ্বিতীয় লেয়ার নির্বাচিত লেয়ার এক লেয়ার উপরে রাখে। |
05:48 | এই আইকনে টিপুন। circle লেয়ার eye লেয়ারের উপরে সরে গেছে। তাই eye দৃশ্যমান নয়। |
05:57 | তৃতীয় আইকন নির্বাচিত লেয়ার এক লেয়ার নীচে রাখে। |
06:01 | এই আইকনে টিপুন। এখন circle লেয়ার eye লেয়ারের নীচে সরে গেছে। |
06:07 | সুতরাং এইভাবে এই চারটি আইকন ব্যবহার করা যেতে পারে। |
06:13 | শেষে মাইনাস আইকন নির্বাচিত লেয়ার মুছে ফেলবে। bow copy লেয়ার নির্বাচন করুন এবং এটিতে টিপুন। |
06:21 | লক্ষ্য করুন যে bow copy লেয়ার আর দৃশ্যমান নয়। |
06:27 | Blend mode ব্লেন্ড ফিল্টার একটি সম্পূর্ণ লেয়ার প্রয়োগ করার শর্টকাট। |
06:31 | এর মানে হল অবজেক্ট নির্বাচিত লেযারে ওভারল্যাপ হলে Inkscape দুটি অবজেক্টের পিক্সেল বাই পিক্সেল ব্লেন্ড করবে। |
06:41 | তাই, ফিল্টার দৃশ্যমান করতে circle লেয়ার উপরে রাখুন। |
06:46 | Blend mode এর ড্রপ ডাউন তালিকায় টিপুন। সেখানে 5টি বিকল্প রয়েছে। |
06:52 | প্রথম বিকল্প যা হল Normal লেয়ারে কোনো ফিল্টার যোগ করে না। |
06:57 | এখন এটিতে টিপি। লক্ষ্য করুন যে লেয়ারে কোনো লেয়ার যুক্ত হয়নি। |
07:03 | এরপর Multiply তে টিপুন। |
07:06 | লক্ষ্য করুন যে সবচেয়ে উপরের লেয়ার, লাইট ফিল্টার করে যাতে নীচের লেয়ারের অবজেক্ট দৃশ্যমান হয়। |
07:14 | একই সময়ে, এটি ওভারল্যাপ অঞ্চলে গাঢ় রঙ গঠন করতে ব্লেন্ড বা মিক্স ও করে। |
07:21 | পরবর্তী বিকল্প হল Screen. |
07:25 | উপরের অবজেক্ট লক্ষ্য করুন; তারা নীচের অবজেক্টে লঘিমা যোগ করে। |
07:30 | সুতরাং, এটি ওভারল্যাপ অঞ্চলে হালকা বা লাইটার রঙ গঠন করতে ব্লেন্ড বা মিক্স ও করে। |
07:36 | Darken নির্বাচন করুন। উপরের লেয়ারের অবজেক্ট নীচের লেয়ারের অবজেক্ট গাঢ় করে। |
07:44 | এখন, অন্তিম বিকল্পটি নির্বাচন করি। এখানে উপরের অবজেক্ট নীচের অবজেক্ট হালকা বা লাইটার করে। |
07:53 | আপনি কখনো Blend mode কে Normal এ নিয়ে গেলে এতক্ষণ প্রয়োগ করা ব্লেন্ড ফিল্টার অদৃশ্য হবে। |
08:00 | আমরা Filters মেনুতে আরো অনেক ফিল্টার দেখতে পারি। |
08:04 | একটি নির্দিষ্ট ফিল্টার প্রয়োগ করতে প্রথমে অবজেক্ট নির্বাচন করুন এবং তারপর পছন্দসই ফিল্টারে টিপুন। |
08:12 | circle লেয়ারকে আবার নীচের লেয়ারে নিয়ে যান। |
08:16 | একটি eye নির্বাচন করি। Filters মেনুতে যান। Blur এবং Fancy blur নির্বাচন করুন। |
08:26 | eye তে পরিবর্তন লক্ষ্য করুন। |
08:29 | অপর eye নির্বাচন করি। Filters মেনুতে যান। Bevel এবং Smart jelly নির্বাচন করুন। |
08:39 | আবার eye তে প্রয়োগ করা পরিবর্তন লক্ষ্য করুন। |
08:44 | এখন bow নির্বাচন করুন। Filters মেনুতে যান। Scatter এবং Air spray নির্বাচন করুন। |
08:51 | এয়ার-স্প্রেড হওয়ায় bow এখন দৃশ্যমান। |
08:55 | blend mode এর নীচে থাকা Opacity বিকল্প নির্বাচিত লেয়ারের অস্বচ্ছতা কমাতে সাহায্য করে। |
09:01 | circle লেয়ার নির্বাচন করুন। |
09:03 | Opacity লেভেল বিন্যস্ত করুন এবং উপবৃত্তে পরিবর্তন লক্ষ্য করুন। |
09:10 | এরপর আমরা বুলিয়ান অপারেশন সম্পর্কে শিখব। |
09:13 | Path মেনুতে যান। এগুলি হল উপলব্ধ বুলিয়ান অপারেশন। |
09:21 | পাশে উপলব্ধ আকারগুলি রাখুন। |
09:26 | সবুজ রঙের বর্গক্ষেত্র এবং লাল রঙের একটি বৃত্ত আঁকুন। বর্গক্ষেত্রের উপরে বৃত্ত পাশ দিয়ে রাখুন। |
09:36 | উভয় নির্বাচন করুন। Path মেনুতে যান এবং Union এ টিপুন। লক্ষ্য করুন যে উভয় আকার এখন একত্রিত হয়েছে। |
09:46 | এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে আপনার কীবোর্ডে Ctrl + Z টিপুন। |
09:51 | আবার উভয় নির্বাচন করুন। Path মেনুতে যান। |
09:55 | Difference এ টিপুন এবং কি হয় তা দেখুন। |
09:59 | এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে Ctrl + Z টিপুন। |
10:03 | আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। Path মেনুতে যান এবং Intersection এ টিপুন এবং আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
10:11 | এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে Ctrl + Z টিপুন। |
10:16 | আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। Path মেনুতে যান এবং Exclusion এ টিপুন। |
10:22 | আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
10:24 | আবার Ctrl + Z টিপুন। |
10:27 | আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। Path মেনুতে যান এবং Division এ টিপুন। |
10:34 | বিভক্ত বৃত্তে টিপুন এবং ফলাফল দেখতে এই অংশ পাশে সরান। |
10:39 | এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে Ctrl + Z টিপুন। |
10:44 | আবার উভয় অবজেক্ট নির্বাচন করুন। Path মেনুতে যান এবং Cut path এ টিপুন। |
10:50 | আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
10:53 | অবজেক্টে স্ট্রোক থাকলেই Cut path বিকল্প কাজ করে। প্রথমে আকার অনির্বাচন করুন। |
10:59 | এখন যে কোনো একটি স্ট্রোক নির্বাচন করুন এবং cut path দৃশ্যমান করতে এটি পাশে সরান। |
11:05 | সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
11:09 | লেয়ারস। |
11:10 | ফিল্টার এবং বুলিয়ান অপারেশন। |
11:14 | আপনার জন্য একটি নির্দেশিত কাজ রয়েছে। |
11:16 | গোলাপী রঙের একটি আয়তক্ষেত্র এবং সবুজ রঙের একটি ত্রিভুজ তৈরী করুন। |
11:21 | ত্রিভুজ আয়তক্ষেত্রের উপরে রাখুন। |
11:24 | উভয় নির্বাচন করুন। Union ব্যবহার করুন। এটি একটি হোম আইকনের মত হওয়া উচিত। |
11:30 | লেয়ারের নাম home দিন। |
11:32 | 2 টি বৃত্ত আঁকুন। |
11:34 | একটি অপরের উপরে রাখুন। |
11:36 | উভয় নির্বাচন করুন এবং Difference ব্যবহার করুন। |
11:39 | এটি একটি ক্রিসেন্টের মত হওয়া উচিত। |
11:42 | একটি উপবৃত্ত আঁকুন। |
11:44 | 10 টি কোণ সহ একটি স্টার আঁকুন। |
11:46 | এটি উপবৃত্তের কেন্দ্রে রাখুন। |
11:49 | উভয় নির্বাচন করুন এবং Exclusion প্রয়োগ করুন। |
11:52 | 2 টি লেয়ার যথাক্রমে crescent এবং star তৈরী করুন। |
11:57 | অর্ধচন্দ্রাকার আকৃতি বাদ দিয়ে ক্রিসেন্ট লেয়েরে পেস্ট করুন। |
12:00 | একইভাবে স্টার আকৃতির জন্য করুন। |
12:03 | আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। |
12:07 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
12:16 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
12:23 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। |
12:27 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
12:34 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
12:39 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
12:42 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। যোগাযোগের জন্য ধন্যবাদ। |