Difference between revisions of "Inkscape/C2/Text-Manipulation/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with " {| Border = 1 | <center>Time</center> | <center>Narration</center> |- |00:01 | '''Inkscape''' ব্যবহার করে '''Text Manipulation''' এর টিউট...") |
|||
Line 6: | Line 6: | ||
|- | |- | ||
|00:01 | |00:01 | ||
− | | | + | | '''Text Manipulation''' এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
|- | |- |
Revision as of 12:21, 6 October 2015
|
|
00:01 | Text Manipulation এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:09 | পাথে টেক্সট তৈরী করা। |
00:11 | নির্দিষ্ট আকারে টেক্সট তৈরী করা। |
00:13 | টেক্সটের ভিতরে ইমেজ। |
00:15 | পার্সপেক্টিভে শিরোনাম। |
00:17 | cut-out টেক্সট। |
00:19 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি- |
00:22 | উবুন্টু লিনাক্স 12.04 OS |
00:25 | Inkscape সংস্করণ 0.48.4 |
00:28 | Inkscape খুলুন। |
00:31 | প্রথমে আমরা পাথে টেক্সট তৈরী করা শিখব। Text টুলে টিপুন। |
00:36 | ক্যানভাসে এই বাক্যটি লিখুন Spoken Tutorial is an Audio-Video tutorial. |
00:43 | ফন্টের আকার 20 তে হ্রাস করুন। |
00:46 | আমরা আগের টিউটোরিয়াল Bezier টুল ব্যবহার করে পাথ তৈরী করা শিখেছি। |
00:51 | সুতরাং, এটিতে টিপুন। |
00:53 | ক্যানভাসে টিপুন এবং টেক্সটের নীচে পাথ এর মত একটি টিল্ড আকার তৈরী করুন। |
00:59 | উভয় টেক্সট এবং পাথ নির্বাচন করুন। |
01:03 | Text মেনুতে যান এবং Put on Path বিকল্পে টিপুন। |
01:08 | লক্ষ্য করুন যে পাথ আমাদের টেক্সটে গঠিত হয়েছে। |
01:12 | এগুলি অনির্বাচিত করতে ক্যানভাসের কোথাও একটি টিপুন। |
01:16 | Text টুল নির্বাচন করুন এবং টেক্সটের শুরুর পয়েন্টে টিপুন। |
01:21 | পাথে টেক্সট বিন্যস্ত করতে স্পেস বার টিপে কিছু স্পেস দিন। |
01:28 | এখন পাথ নির্বাচন করুন এবং Node টুলে টিপুন। |
01:35 | হ্যান্ডলগুলি ব্যবহার করে পাথের আকার বদলান। |
01:39 | লক্ষ্য করুন যে টেক্সট পাথের আকার বদলানোর উপর নির্ভর করে বদলায়। |
01:45 | পাথ থেকে টেক্সট মুছে ফেলতে টেক্সট নির্বাচন করুন। |
01:49 | Text মেনুতে যান। |
01:51 | Remove from Path এ টিপুন। |
01:54 | দেখুন যে এখন পাথ মুছে ফেলা হয়েছে। |
01:57 | এই ক্রিয়া পূর্বাবস্থায় আনতে Ctrl + Z টিপুন। |
02:01 | এরপর আমরা একটি আকারে টেক্সট সন্নিবেশ করা শিখব। |
02:05 | Polygon টুল ব্যবহার করে, একটি ষড়ভুজ আঁকুন। |
02:09 | এখন আমরা ষড়ভুজে কিছু টেক্সট সন্নিবেশ করব। |
02:14 | আমি আগে সংরক্ষণ করা LibreOffice Writer ফাইল থেকে কিছু টেক্সট কপি করব। |
02:19 | টেক্সট নির্বাচন করতে Ctrl + A এবং তাদের কপি করতে Ctrl + C টিপুন। |
02:25 | এখন Inkscape এ ফিরে আসি। |
02:27 | Text টুলে টিপুন। |
02:30 | টেক্সট পেস্ট করতে ষড়ভূজের নীচে Ctrl + V টিপুন। |
02:35 | উভয় টেক্সট এবং ষড়ভুজ নির্বাচন করুন। |
02:39 | এখন Text মেনুতে যান। |
02:41 | Flow into Frame এ টিপুন। |
02:45 | এখন আমাদের টেক্সট ষড়ভুজের ভিতরে সন্নিবেশ করেছে। |
02:49 | সকল টেক্সট দৃশ্যমান করতে ফন্টের আকার 10 এ হ্রাস করুন। |
02:54 | ফ্লো সরাতে Text মেনুতে যান এবং Unflow তে টিপুন। |
03:00 | লক্ষ্য করুন যে টেক্সট অদৃশ্য হয়েছে। এই ক্রিয়া পূর্বাবস্থায় আনতে Ctrl + Z টিপুন। |
03:07 | এখন আমরা একটি ইমেজে টেক্সট তৈরী করা। |
03:11 | প্রথমে একটি ইমেজ ইম্পোর্ট করি। File এ যান। Import এ টিপুন। |
03:19 | আমি Pictures ফোল্ডারে একটি ইমেজ সংরক্ষণ করেছি। |
03:25 | এখন আমাদের ক্যানভাসে ইমেজ রয়েছে। |
03:29 | এটি নির্বাচন করুন এবং Object মেনুতে যান। |
03:33 | Pattern এবং Object to Pattern এ টিপুন। |
03:38 | Text টুল ব্যবহার করে ইমেজের নীচে SPOKEN TUTORIAL লিখুন। |
03:44 | এই টেক্সট বোল্ড করুন। |
03:47 | Object মেনুতে যান। Fill and Stroke বিকল্পে টিপুন। |
03:52 | Fill ট্যাবের নীচে Pattern এ টিপুন। এখন ইমেজ টেক্সটে তৈরী হয়েছে। |
04:01 | ইমেজ বিন্যস্ত করতে Node টুলে টিপুন। |
04:04 | আমরা ইমেজে একটি বর্গাকার এবং বৃত্তাকার হ্যান্ডেল দেখতে পারি। |
04:08 | টেক্সটে ইমেজ ঘোরাতে বৃত্তাকার হ্যান্ডেলে টিপুন। |
04:13 | এটির মাপ পরিবর্তন করতে বর্গাকার হ্যান্ডেলে টিপুন। |
04:17 | এরপর আমরা পার্সপেক্টিভে টেক্সট তৈরী করা শিখব। |
04:21 | ক্যানভাসে SPOKEN লিখুন। |
04:24 | Path মেনুতে যান এবং Object to Path এ টিপুন। |
04:30 | এরপর Bezier কার্ভ নির্বাচন করে পাথ আঁকি। |
04:34 | নীচে বাম দিক থেকে পাথের অঙ্কন শুরু করুন। |
04:38 | বামদিকে এবং ডানে ছোট এলাকায় বৃহত্তর আকার সহ পার্সপেক্টিভে একটি আয়তক্ষেত্র আঁকুন। |
04:46 | প্রথমে টেক্সট নির্বাচন করুন এবং তারপর আয়তক্ষেত্রাকার পাথ। |
04:50 | Extensions এ যান। Modify Path এ টিপুন এবং তারপর Perspective এ। |
04:57 | এখন, আমরা দেখব যে টেক্সট পার্সপেক্টিভে দৃশ্যমান। |
05:01 | উল্লেখ্য যে টেক্সট শুরুর পয়েন্ট এবং পাথের দিক নেয়। |
05:07 | এরপর আরেকটি পার্সপেক্টিভে টেক্সট তৈরী করি। |
05:11 | ক্যানভাসে TUTORIAL লিখুন। |
05:15 | Path মেনুতে যান এবং Object to Path এ টিপুন। |
05:19 | Bezier টুল ব্যবহার করে একটি অনুরূপ পার্সপেক্টিভে আয়তক্ষেত্রাকার পাথ আঁকুন। |
05:24 | এবার উপরের বাম কোণা থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে এগিয়ে যান। |
05:30 | প্রথম টেক্সট নির্বাচন করুন এবং তারপর পাথ। |
05:34 | Extensions এ যান, Modify Path এবং তারপর Perspective এ। |
05:42 | এখন আমরা উপর থেকে নীচ পর্যন্ত প্রদর্শিত টেক্সট দেখি। |
05:46 | এর কারণ হল টেক্সট পাথের শুরুর পয়েন্টের উপর নির্ভর করে সারিবদ্ধ রয়েছে। |
05:51 | অবশেষে, আমরা cut-out টেক্সট সম্পর্কে শিখব। |
05:55 | একটি আয়তক্ষেত্র তৈরী করুন এবং আয়তক্ষেত্রের উপরে INKSCAPE লিখুন। |
06:01 | উভয় নির্বাচন করুন। Path মেনুতে যান। Difference বিকল্প নির্বাচন করুন। |
06:08 | ক্যানভাসে কি হয় লক্ষ্য করুন। |
06:11 | আমরা cut-out টেক্সট তৈরী করার আরেকটি পদ্ধতি শিখব। |
06:15 | আবার, INKSCAPE লিখুন। |
06:17 | Object মেনুতে যান এবং Fill and Stroke এ টিপুন। |
06:21 | Stroke paint ট্যাবে যান, Flat color এ টিপুন। |
06:25 | Stroke style ট্যাবে যান এবং প্রস্থ 2 এ বদলান। |
06:30 | Fill ট্যাবে যান এবং এবং No paint এ টিপুন। |
06:35 | লক্ষ্য করুন যে একটি কাট আউট আকার টেক্সটে গঠিত হয়েছে। |
06:38 | সংক্ষিপ্তকরণ করি। |
06:40 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
06:42 | পাথে টেক্সট তৈরী করা। |
06:44 | নির্দিষ্ট আকারে টেক্সট তৈরী করা। |
06:46 | টেক্সটের ভিতরে ইমেজ। |
06:48 | পার্সপেক্টিভে শিরোনাম এবং |
06:49 | কাট-আউট টেক্সট। |
06:51 | এখানে আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে। |
06:54 | একটি তরঙ্গায়িত পাথে Learn FOSS using Spoken Tutorial টেক্সট তৈরী করুন। |
06:59 | Bezier টুল ব্যবহার করে একটি অসমকোণী চতুর্ভুজ আঁকুন। |
07:02 | কোড ফাইল থেকে টেক্সট কপি করুন এবং অসমকোণী চতুর্ভুজে পেস্ট করুন। |
07:07 | একটি রঙিন ইমেজ Inkscape টেক্সট সন্নিবেশ করুন। |
07:10 | পরিপ্রেক্ষিতে Inkscape টেক্সট তৈরী করুন। |
07:13 | SPOKEN TUTORIAL এর জন্য cut-out টেক্সট তৈরী করুন। |
07:17 | আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত। |
07:21 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
07:27 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
07:34 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
07:36 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
07:42 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:47 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |