Difference between revisions of "Inkscape/C2/Basics-of-Bezier-Tool/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| Border = 1 | Time | Narration |- | 00:00 | '''Inkscape''' ব্যবহার করে '''Basics of Bezier tool''' এর টিউটোরিয়ালে আপ...") |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
| 00:00 | | 00:00 | ||
− | | | + | | '''Basics of Bezier tool''' এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
|- | |- | ||
Line 117: | Line 117: | ||
|- | |- | ||
| 01:55 | | 01:55 | ||
− | |1. এই পদক্ষেপ মনে রাখবেন -টিপুন এবং সরল রেখা আঁকুন। | + | |'''1.''' এই পদক্ষেপ মনে রাখবেন -টিপুন এবং সরল রেখা আঁকুন। |
|- | |- | ||
| 01:59 | | 01:59 | ||
− | |2. আবার টিপুন। কার্ভ তৈরী করতে ধরে রেখে ড্রেগ করুন। | + | |'''2.''' আবার টিপুন। কার্ভ তৈরী করতে ধরে রেখে ড্রেগ করুন। |
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | |3. কার্ভ সম্পূর্ণ করতে ডান ক্লিক করুন। | + | |'''3.''' কার্ভ সম্পূর্ণ করতে ডান ক্লিক করুন। |
|- | |- |
Revision as of 12:36, 5 October 2015
Time | Narration |
00:00 | Basics of Bezier tool এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:08 | সরল রেখা এবং ক্লোস্ড সেপ আঁকা। |
00:11 | বাঁকা লাইন আঁকা। |
0013 | নোড যুক্ত,এডিট এবং মুছে ফেলা। |
00:15 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি: |
00:18 | উবুন্টু লিনাক্স 12.04 OS |
00:21 | ইনকস্কেইপ সংস্করণ 0.48. |
00:24 | আমি এই টিউটোরিয়াল সর্বোচ্চ রেজল্যুশন মোডে রেকর্ড করব। |
00:28 | এটি সকল টুল অন্তর্ভুক্ত করার জন্য যা ব্যাখ্যা করা হবে। |
00:32 | Inkscape খুলুন। |
00:35 | প্রথমে Bezier tool ব্যবহার করে একটি সরল রেখা আঁকি। |
00:39 | Bezier টুল Pencil টুলের একেবারে নীচে রয়েছে। |
00:42 | এটিতে টিপুন। |
00:44 | উপরে বামদিকে Tool controls bar এর 4 টি বিকল্প লক্ষ্য করুন। |
00:48 | এখানে bezier curve আঁকার 4 টি মোড রয়েছে। |
00:51 | ডিফল্টরূপে, Create regular bezier path বিকল্পটি নির্বাচিত। |
00:57 | একবার ক্যানভাসে টিপুন এবং কার্সার অপর প্রান্তে নিয়ে যান। |
01:01 | আবার টিপুন। লক্ষ্য করুন যে আঁকা লাইন সবুজ রঙ দ্বারা লক্ষনীয় হয়েছে। |
01:07 | এখন লাইন সম্পূর্ণ করতে ডান ক্লিক করুন। |
01:11 | লাইনের দুটি অন্তিম পয়েন্টকে nodes বলে। আমরা একটু পরে এদের সম্পর্কে আরও শিখব। |
00:17 | এরপর একটি ত্রিভুজ আঁকি। |
01:21 | প্রথমে একটি তির্যক রেখা আঁকি। একবার টিপুন এবং একটি কোণে অপর লাইন আঁকুন। |
01:27 | এখন একটি তৃতীয় রেখা আঁকতে আবার টিপুন এবং ত্রিভুজটি সম্পূর্ণ করতে এটি শুরুর নোডের সাথে যুক্ত করুন। |
01:34 | এরপর আমরা bezier টুল ব্যবহার করে একটি বাঁকা রেখা আঁকব। |
01:38 | একটি সরল রেখা আঁকতে ক্যানভাসে টিপুন। আবার টিপুন, কার্ভ তৈরী করতে ধরে রেখে ড্রেগ করুন। |
01:46 | কার্ভ সম্পূর্ণ করতে ডান ক্লিক করুন। |
01:48 | একইভাবে, ক্যানভাসে আরো কিছু কার্ভের আকার আঁকুন। |
01:55 | 1. এই পদক্ষেপ মনে রাখবেন -টিপুন এবং সরল রেখা আঁকুন। |
01:59 | 2. আবার টিপুন। কার্ভ তৈরী করতে ধরে রেখে ড্রেগ করুন। |
02:03 | 3. কার্ভ সম্পূর্ণ করতে ডান ক্লিক করুন। |
02:06 | Ctrl + A টিপুন এবং এগোনোর আগে ক্যানভাস মুছে ফেলুন। |
02:11 | এরপর একটি ক্লোস্ড কার্ভড পাথ আঁকা শিখি। |
02:15 | প্রথমে ক্যানভাসে একটি কার্ভড রেখা আঁকি। |
02:18 | তারপর আমরা মাউস ছেড়ে দেই এবং কার্ভড লাইনের অন্তিম নোড থেকে কার্সার দূরে সরাই। |
02:23 | আমরা লাল রঙের একটি কার্ভড পাথ দেখি। |
02:27 | আপনি আর একবার টিপে এবং কার্সার সরালে আমরা লাল রঙে একটি সরল পাথ দেখতে পারি। এটি কার্ভের মত করতে টিপুন এবং ড্রেগ করুন। |
02:36 | আবার অন্তিম নোডে আমরা সরলে লাইন কার্ভ হয়ে যায়। |
02:41 | আবার টিপলে আমরা লাল রঙের একটি সরল পাথ দেখতে পারি। সরল রেখা কার্ভে বদলাতে ক্লিক করুন এবং ড্রেগ করুন। |
02:50 | আবার অন্তিম নোডে আমরা সরলে লাইন কার্ভ হয়ে যায়। কার্সার সরান এবং শুরুর নোডে ফিরে যান এবং পাথ বন্ধ করুন। |
02:59 | Tool controls বারে যান। মোডের দ্বিতীয় আইকনে টিপুন। এটি স্পাইরাল পাথ এবং অনিয়মিত আকার তৈরী করতে সাহায্য করে। |
03:08 | কিছু অনিয়মিত কার্ভ আঁকুন এবং পাথ বন্ধ করুন। |
03:15 | লক্ষ্য করুন যে এটি নিকটস্থ স্পাইরাল সেপে রূপান্তরিত হয়। এখন ক্যানভাস মুছে ফেলি। |
03:22 | তৃতীয় আইকন শুধুমাত্র সরল রেখা তৈরী করে। এটিতে টিপুন এবং ক্যানভাসে রেখা আঁকুন। |
03:29 | দ্রষ্টব্য যে আমরা এই মোডে কার্ভড লাইন আঁকতে পারি না। |
03:32 | আমরা ত্রিভুজ বা বহুভুজ আঁকতে পারি পারি যা সরল প্রান্ত রয়েছে। |
03:40 | অন্তিম আইকনে টিপুন এবং ক্যানভাসে আঁকুন। |
03:44 | এই মোডে, আমরা শুধুমাত্র সমান্তরাল এবং ঋজু লাইন আঁকতে পারি অর্থাৎ উল্লম্ব বা অনুভূমিক লাইন। |
03:52 | সুতরাং, আমরা এই মোডে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র আঁকতে পারি। |
03:58 | এখন আমাদের আঁকা সকল সেপ মুছে ফেলি। |
04:02 | Shape বিকল্প একটি নির্দিষ্ট সেপে লাইন বা কার্ভ আঁকতে সাহায্য করে। |
04:07 | ড্রপ ডাউন বোতামে টিপুন। |
04:09 | এখানে পাঁচটি বিকল্প রয়েছে- None, Triangle in, Triangle out, Ellipse, From clipboard. |
04:18 | প্রথম বিকল্প যা হল None কোনো ইফেক্ট দেবে না। তাই আমরা Triangle in বিকল্পে যাবো। |
04:25 | এটিতে টিপুন এবং ক্যানভাসে একটি রেখা আঁকুন। |
04:28 | এই লাইন একটি ত্রিভুজীয় আকারে রুপান্তরিত হয়। |
04:34 | এরপর Triangle out এ টিপুন এবং ক্যানভাসে একটি রেখা আঁকুন। |
04:39 | এখন একটি ত্রিভুজীয় আকার বাইরে নির্মিত হয়েছে। |
04:43 | Ellipse এ টিপুন এবং একটি রেখা আঁকুন। |
04:47 | লক্ষ্য করুন যে লাইন উপবৃত্তের আকারে রয়েছে। |
04:50 | এরপর আমরা পরবর্তী টিউটোরিয়ালে অন্তিম বিকল্প সম্পর্কে শিখব যা হল From clipboard. |
04:56 | এরপর নোড যোগ, এডিট এবং মুছে ফেলা শিখি। |
05:00 | এটি Node টুল ব্যবহার করে করা যেতে পারে। |
05:03 | ক্যানভাসে এই লাইন মুছে ফেলুন। |
05:06 | Tool controls বারে যান. Mode কে regular path এবং Shape কে None এ বদলান। |
05:13 | ক্যানভাসে ফিরে আসুন এবং একটি মোটামুটি মানুষের করতল আঁকুন। |
05:23 | এখন Node টুলে টিপুন। |
05:26 | লক্ষ্য করুন যে এই চিত্রে সকল নোড দৃশ্যমান। |
05:30 | এরপর Tools Controls বারে ধ্যান দিন। |
05:33 | এখানে প্রথম 6 টি আইকন নোড এবং পাথ যোগ করতে এবং মুছতে সাহায্য করে। |
05:38 | আরো ভালো বুঝতে টুল টিপ পড়ুন। |
05:41 | যে কোনো সেগমেন্টে টিপুন। লক্ষ্য করুন যে উভয় নোড নীলে বদলে গেছে। |
05:48 | তারপর Add node বিকল্পে টিপুন। |
05:52 | লক্ষ্য করুন যে একটি নতুন নোড নির্বাচিত সেগমেন্টের নোডের ঠিক মাঝে যোগ করা হয়েছে। |
05:58 | এখন একটি ছোট সেগমেন্ট নির্বাচন করুন এবং উপরোক্ত ধাপগুলি পুনরাবৃত্তি করুন। |
06:04 | আপনি দেখবেন যে একটি নতুন নোড ছোট সেগমেন্টের মাঝে যুক্ত হয়েছে। |
06:10 | এখন, নতুন যোগ করা নোড নির্বাচন করুন। |
06:13 | Delete node বিকল্পে টিপুন। এখন এই নোড মুছে ফেলা হয়েছে। |
06:18 | এখন করতলের যে কোনো একটি নোডে টিপুন। |
06:21 | bezier হ্যান্ডেল দৃশ্যমান করতে Tool controls বারের শেষের আগের আইকনে টিপুন। |
06:27 | এখন নির্বাচিত সেগমেন্টের জন্য bezier হ্যান্ডেল দৃশ্যমান। |
06:32 | না হলে শুধুমাত্র সেগমেন্টে টিপুন এবং মাউস না ছেড়ে এটিকে একটু সরান। |
06:37 | সেগমেন্ট কার্ভ হবে এবং bezier হ্যান্ডলগুলি এখন দৃশ্যমান হবে। |
06:41 | মাপ পরিবর্তন করতে হ্যান্ডলে টিপুন এবং নির্বাচিত নোড ঘোরান। |
06:45 | একইভাবে, অন্যান্য নোড ও পরিবর্তন করুন। |
07:04 | পরবর্তী আইকন নোড যোগ করতে সাহায্য করে। |
07:07 | লক্ষ্য করুন যে তর্জনীর উপর একটি অতিরিক্ত নোড রয়েছে। |
07:11 | Shift কী ব্যবহার করে একটি অতিরিক্ত মধ্যম নোড এবং শীর্ষের নোড নির্বাচন করুন। |
07:18 | এখন join node আইকনে টিপুন। লক্ষ্য করুন যে এখন নোডগুলি একসাথে যুক্ত। |
07:25 | পরবর্তী আইকন নির্বাচন নোডে পাথ ব্রেক করতে সাহায্য করে। |
07:29 | এখন বুড়ো আঙ্গুল এবং তর্জনীর মাঝের সংযোগ ব্রেক করুন। |
07:33 | সুতরাং তাদের মাঝের সংযোগকারী নোড নির্বাচন করুন এবং break path আইকনে টিপুন। |
07:40 | নোড অনির্বাচন করুন। তারপর এটি আবার নির্বাচন করুন এবং এটি সামান্য সরান। |
07:46 | আপনি লক্ষ্য করবেন যে পাথ ভেঙ্গে গেছে এবং নোড 2 টি স্বতন্ত্র নোডে বিভক্ত হয়ে গেছে। |
07:53 | তাদের জুড়তে, সেই একই 2 টি নোড নির্বাচন করুন এবং Tool controls বারে join selected end-nodes আইকনে টিপুন। |
08:03 | এই 2 টি নোডের মাঝে একটি নতুন পাথ নির্মিত হয়েছে। |
08:08 | পরবর্তী আইকনে টিপুন অর্থাৎ পাথ বা সেগমেন্ট মুছে ফেলতে Delete segment আইকনে টিপুন। এখন পাথ মুছে গেছে। |
08:17 | এই ক্রিয়া পূর্বাবস্থায় আনতে Ctrl + Z টিপুন। |
08:20 | এখন এই হাত পাশে সরিয়ে নিয়ে যাই। আবার Node টুলে টিপুন। |
08:26 | এখন Tool controls বারে পরের 4 টি আইকনের ব্যবহার দেখি। |
08:30 | এই আইকন নির্বাচিত নোড এডিট করতে সাহায্য করে। |
08:34 | Bezier টুল ব্যবহার করে একটি উল্টানো U এর আকার তৈরী করুন। Node টুলে টিপুন। এখানে 3 টি নোড রয়েছে। |
08:49 | উপরের নোড নির্বাচন করুন এবং Tool controls বারে Make selected nodes corner আইকনে টিপুন। |
08:55 | এটি corner নোড হিসেবে তৈরী করা হয়। |
08:58 | bezier হ্যান্ডলগুলিতে টিপুন এবং পরিবর্তন দেখতে তাদের উপরে এবং নীচে নিয়ে যান। |
09:03 | নোড মসৃণ করতে পরবর্তী আইকনে টিপুন। আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
09:11 | পরবর্তী আইকনে টিপুন যা নোড সিমেট্রিক করে। |
09:16 | পরবর্তী আইকনে টিপুন যা নোড অটো মসৃণ করে। |
09:20 | পরবর্তী 2 টি আইকন শুধুমাত্র সেগমেন্টে কাজ করে. তাই U আকৃতির বাম সেগমেন্ট নির্বাচন করুন এবং প্রথম আইকনে টিপুন। |
09:30 | যেমনকি টুল টিপ বলছে, সেগমেন্ট এখন সরল রেখার মধ্যে তৈরী করা হয়। |
09:35 | bezier হ্যান্ডেলে টিপুন এবং সরানোর চেষ্টা করুন। আমরা দেখবেন যে আমরা এটি কার্ভ করতে পারি না। |
09:44 | আবার এটি কার্ভ লাইনে বদলাতে পরবর্তী আইকনে টিপুন। |
09:49 | এখন bezier হ্যান্ডলগুলি সরান এবং আমরা এটি কার্ভ আকৃতিতে তৈরী করতে পারি। |
09:54 | নির্বাচিত অবজেক্ট path এ বদলাতে পরবর্তী আইকনে টিপুন। |
09:58 | stroke কে path এ বদলাতে পরবর্তী আইকনে টিপুন। |
10:02 | strokes দৃশ্যমান করতে nodes এ টিপুন এবং ড্রেগ করুন। |
10:08 | পরবর্তী 2 টি আইকন নির্বাচিত নোড যথাক্রমে X এবং Y এর দিকে সরাতে সাহায্য করে। |
10:15 | উপরের এবং নীচের অ্যারোতে টিপুন এবং পরিবর্তন লক্ষম করুন। |
10:24 | পাথে ক্লিপিং এবং মাস্কিং ইফেক্ট থাকলেই পরবর্তী 2 টি আইকন কাজ করে। |
10:29 | আপনি নিজে এই বিকল্প অন্বেষণ করতে পারেন। |
10:33 | সংক্ষিপ্তকরণ করি। |
10:34 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
10:37 | সরল রেখা এবং ক্লোস্ড সেপ আঁকা। |
10:39 | বাঁকা লাইন আঁকা। |
10:41 | নোড যুক্ত, এডিট এবং মুছে ফেলা। |
10:43 | আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে। |
10:46 | bezier টুল ব্যবহার করে 5 টি পাপড়ি, 1 টি কান্ড এবং 2 টি পাতা সহ একটি ফুল আঁকুন। |
10:52 | পাপড়ির রঙ গোলাপীতে বদলান। |
10:54 | কান্ড এবং পাতার রঙ সবুজে বদলান। |
10:57 | আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। |
11:00 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
11:05 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
11:12 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
11:14 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
11:20 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
11:24 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
11:26 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |