Difference between revisions of "Inkscape/C3/Create-a-3-fold-brochure/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | Time | Narration |- | 00:01 | Inkscape ব্যবহার করে Create a 3-fold brochure এর টিউটোরিয়ালে আপনাদে...")
 
Line 6: Line 6:
 
|-
 
|-
 
| 00:01
 
| 00:01
| Inkscape ব্যবহার করে Create a 3-fold brochure এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
+
| Create a 3-fold brochure এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
  
 
|-
 
|-
Line 351: Line 351:
 
|-
 
|-
 
| 06.05
 
| 06.05
| আমাদের SVG ফাইল সংরক্ষণ করতে CTRL + S টিপুন।
+
| এখন ব্রোসারের ভিতরের ভাগ প্রস্তুত।
  
 
|-
 
|-
 
| 06.08
 
| 06.08
| Let's press '''CTRL + S''' to save our '''SVG''' file.
+
| আমাদের SVG ফাইল সংরক্ষণ করতে '''CTRL + S''' টিপুন।
  
 
|-
 
|-

Revision as of 17:59, 30 September 2015

Time Narration
00:01 Create a 3-fold brochure এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:05 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00.08 নির্দেশিকা ব্যবহার করে তাদের সেট করা।
00:10 3-fold ব্রোসরের জন্য সেটিং করা।
00:12 3-fold ব্রোসর ডিজাইন করা।
00:15 আমরা এও শিখব লেয়ার ব্যবহার করার উপযোগিতা।
00:18 টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি:
00:21 উবুন্টু লিনাক্স 12.04 OS
00:24 Inkscape সংস্করণ 0.48.4
00:28 এটি 3 fold ব্রোসারের একটি নমুনা। আমরা যেই এটি খুলি আমরা 3 টি ভাঁজ দেখতে পারি।
00:34 সুতরাং এখানে মোট 6 টি ভাগ রয়েছে।
00:37 বাইরের ভাগে রয়েছে 1, 5 এবং 6.
00:42 ব্রোসারের ভিতরের ভাগে রয়েছে 2, 3 এবং 4.
00:46 এখন এই রকম একটি ব্রোসার তৈরী করা শিখি।
00:51 Inkscape খুলুন।
00:53 File এ টিপুন এবং Document Properties এ যান।
00:56 প্রথমে কিছু মৌলিক সেটিং করুন।
00:59 এগুলি পরিবর্তন করুন:
01.00 ডিফল্ট ইউনিটকে mm এ।
01.03 পৃষ্ঠার আকার A4 এ।
01.05 বিন্যাসকে Landscape এ।
01.07 কাস্টম সাইজ ইউনিটকে mm এ।
01.11 আমাদের ক্যানভাস 3 টি ফোল্ডে ভাগ করতে হবে।
01.14 এরজন্য, লক্ষ্য করুন যে ক্যানভাসের প্রস্থ হল 297.
01.18 তাই আমাদের 297 কে তিনটি ভাগে ভাগ করতে হবে যা তিনটি বিভাগের প্রতিটির জন্য 99.
01.27 Document Properties ডায়ালগ বাক্স বন্ধ করুন।
01.30 ক্যানভাসে বাম দিকে থেকে একটি গাইডলাইনে টিপুন এবং ড্রেগ করুন।
01.35 গাইডলাইনে দুইবার টিপুন।
01.37 একটি ডায়লগ বাক্স খোলে।
01.41 X এর মান 99 এ করে OK তে টিপুন।
01.45 ক্যানভাসে বাম দিকে থেকে আরেকটি গাইডলাইনে টিপুন এবং ড্রেগ করুন।
01.50 ডায়লগ বাক্স খুলতে এটিতে দুইবার টিপুন।
01.53 এখানে X এর মান 198 এ বদলান।
01.56 এখন আমাদের ক্যানভাস 3 টি সমান বিভাগে বিভক্ত হয়েছে।
02.01 এই নির্দেশিকা আমাদের বলে যে কোথায় প্রতিটি ফোল্ড শুরু এবং শেষ হয়।
02.06 এই ফাইল দুইবার সংরক্ষণ করি:
02.08 একটি ব্রোসারের ভিতরের দিকে জন্য
02.11 এবং অপরটি বাইরের দিকের জন্য।
02.13 File এ যান এবং Save as এ টিপুন।
02.16 আমি Brochure-OUT.svg নামে আমাদের ডেস্কটপে ফাইলটি সংরক্ষণ করব।
02.22 আবার File এ যান এবং Save as এ টিপুন।
02.26 এইবার আমি নাম Brochure-IN.svg দেবো এবং Save এ টিপব।
02.33 সুতরাং এখন 2 টি ফাইল রয়েছে, একটি ভিতরের ভাগের জন্য এক এবং অপরটি বাইরের ভাগের জন্য।
02.39 Brochure-IN.svg দিয়ে শুরু করি।
02.43 আমাদের এই ব্রোসার তৈরী করার সময় বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন স্তর ব্যবহার করা বাঞ্ছনীয়।
02.50 এই টিউটোরিয়ালের শেষের দিকে, আমরা এটি করার সুবিধা দেখব।
02.54 প্রথমে ব্রোসারের ভিতরের ভাগ ডিসাইন করি অর্থাৎ বিভাগ 2, 3 এবং 4.
03.00 Bezier টুলটি ব্যবহার করে ক্যানভাসের মাঝে একটি গ্রাফিক চিত্রণ আঁকুন। এটির রঙ নীল করুন।
03.09 স্ট্রোক সরান।
03.14 একটি নতুন লেয়ার বানিয়ে আপনার পছন্দমত এর নাম দিন।
03.19 150x150 পিক্সেলের একটি বৃত্ত আঁকুন।
03.26 এর রঙ সবুজ করুন।
03.28 বৃত্তের নকল তৈরী করুন এবং এখানে প্রদর্শিত বিভিন্ন আকারের 5 টি বৃত্ত আঁকুন।
03.36 বর্ণন হিসাবে এটি গ্রাফিক চিত্রণের কাছাকাছি রাখুন।
03.40 এই বৃত্তের ভিতরে, আমরা কিছু চিত্র রাখব।
03.44 আমি ইতিমধ্যে বৃত্তাকার আকারে ইমেজ এডিট করে my Documents ফোল্ডারে সংরক্ষণ করছি।
03.50 আপনার সুবিধার জন্য, এই ইমেজ কোড ফাইল লিঙ্কে আপনাকে দেওয়া হয়েছে।
03.56 টিউটোরিয়াল থামান, লিঙ্কে টিপুন এবং পছন্দের স্থানে এই ইমেজ সংরক্ষণ করুন।
04.02 এরপর টিউটোরিয়াল পুনরায় শুরু করুন।
04.04 File এ যান, Import এ টিপুন এবং তারপর Image1 এ।
04.09 এটি প্রথম বৃত্তের উপরে রাখুন।
04.12 একইভাবে, অন্যান্য 5 টি ইমেজ জন্য এটি পুনরাবৃত্তি করুন।
04.17 Align and Distribute বিকল্প ব্যবহার করে এটি সারিবদ্ধ করুন।
04.20 এখন, আপনার ক্যানভাস এই রকম হওয়া উচিত।
04.25 এরপর একটি নতুন লেয়ার তৈরী করুন।
04.28 Bezier টুল নির্বাচন করুন এবং একটি অ্যারো আঁকুন।
04.34 এর রঙ ধূসর করুন।
04.38 স্ট্রোক সরান।
04.41 Filters মেনুতে যান। Shadows and Glows নির্বাচন করুন এবং তারপর Drop Shadow তে টিপুন।
04.47 প্রভাব দেখতে Preview বাক্স নির্বাচন করুন।
04.50 এখন Apply তে টিপুন। ডায়ালগ বাক্স বন্ধ করুন।
04.55 প্রদর্শিত একটি ওভারল্যাপিং পদ্ধতিতে এটি প্রথম বৃত্তের উপরে রাখুন।
05.01 আরো 2 টি অ্যারো আঁকতে এই অ্যারো দুইবার নকল করুন।
05.05 প্রদর্শন হিসাবে এটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃত্তে রাখুন।
05.10 এখন সকল গ্রাফিক এলিমেন্ট হয়ে গেছে।
05.13 আমরা এখন প্রাসঙ্গিক টেক্সট সন্নিবেশ করব।
05.15 নতুন লেয়ারে, প্রথম রো তে Introduction লিখুন।
05.20 দ্বিতীয় রোতে Features লিখুন।
05.24 তৃতীয় রো তে Usage লিখুন।
05.28 এখন আমাদের সকল বিভাগে এই টেক্সট সন্নিবেশ করতে হবে।
05.33 আমাদের ইতিমধ্যে সংরক্ষণ করা LibreOffice Writer ফাইল থেকে টেক্সট কপি এবং পেস্ট করব।
05.40 এই ফাইলটি আপনার সংরক্ষিত ফোল্ডারে উপলব্ধ।
05.43 এটি সনাক্ত করুন এবং এটি থেকে টেক্সট কপি করুন।
05.47 এবং তাদের এখানে দেখানো একটি নতুন লেয়ারে পেস্ট করুন।
05.50 ফন্টের আকার15 এ হ্রাস করুন এবং Text and Font বিকল্প ব্যবহার করে তাদের সারিবদ্ধ করুন।
05.55 ellipse টুল ব্যবহার করে হালকা সবুজ রঙের একটি বুলেট তৈরী করুন।
05.59 এটি প্রথম বাক্যের ডান দিকে রাখুন।
06.02 সকল ব্যাক্যের জন্য একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন।
06.05 এখন ব্রোসারের ভিতরের ভাগ প্রস্তুত।
06.08 আমাদের SVG ফাইল সংরক্ষণ করতে CTRL + S টিপুন।
06.12 আপনি অন্তিম ব্রোসারে যে লেয়ার চান আপনি তা লুকোতে বা প্রদর্শন করতে পারেন।
06.18 এখন PDF এ একই ফাইলটি সংরক্ষণ করি।
06.21 File এ যান ফাইল এবং Save As এ টিপুন।
06.24 ফাইল এক্সটেনশন PDF এ বদলান।
06.29 Save এ টিপুন।
06.31 একটি নতুন ডায়লগ বাক্স খোলে।
06.34 প্রিন্টিং এর জন্য, রেজল্যুশন 300 হতে হবে।
06.37 ওয়েবের জন্য, এটি 72 হতে পারে।
06.40 এটি 300 হিসাবে রাখি।
06.42 এখন OK তে টিপুন।
06.44 এখন অ্যারোর অস্বচ্ছতা পরিবর্তন করি।
06.47 অ্যারো লেয়ারে যান এবং লেয়ারের অস্বচ্ছতা 70 তে বদলান।
06.52 আমি ইঙ্ক-ব্লটের সাথে একটি নতুন লেয়ার যোগ করেছি।
06.58 SVG এবং PDF ফরম্যাটে ফাইল সংরক্ষণ করুন।
07.04 পার্থক্য বুঝতে 2 টি PDF ফাইল তুলনা করুন।
07.08 এখন ব্রোসারের বাইরের অংশ তৈরী করি।
07.12 File এ যান, Open এ টিপুন।
07.14 Brochure-OUT.svg নির্বাচন করুন।
07.18 এখন আমাদের প্রথম, চতুর্থ ও পঞ্চম বিভাগ ডিসাইন করতে হবে।
07.22 আবার, বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন লেয়ার ব্যবহার করতে ভুলবেন না।
07.28 প্রদর্শিত Bezier টুল ব্যবহার করে বাম দিকে উপরে একটি গ্রাফিক চিত্রণ আঁকুন।
07.33 এটি নীল রঙে বদলান. স্ট্রোক সরান।
07.36 আপনার সংরক্ষিত ফোল্ডারে থাকা Spoken Tutorial লোগো ইম্পোর্ট করুন।
07.40 আকার হ্রাস করুন এবং এটি প্রথম অধ্যায়ের উপরের বাঁদিকের অংশে রাখুন।
07.46 লিখুন Spoken Tutorial এবং এটি লোগোর ডানদিকে সারিবদ্ধ করুন।
07.51 ফন্টের আকার 25 এ বদলান।
07.54 টেক্সটের নীচে একটি বৃত্ত আঁকুন এবং এর রঙ হলুদ করুন।
07.58 Inkscape লোগো ইম্পোর্ট করুন।
08.00 এটি হলুদ বৃত্তের উপরে পেস্ট করুন।
08.03 লোগো নীচে Inkscape লিখুন। ফন্টের আকার 45 এ বদলান।
08.09 আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাসঙ্গিক লোগো এখানে যুক্ত করেছি।
08.15 এটি এইভাবেই করুন।
08.17 আমি সকল এলিমেন্ট এইভাবে সারিবদ্ধ করেছি:
08.19 Text and font
08.21 এবং Align and Distribute বিকল্প।
08.24 এখন ব্রোসারের বাইরের দিক প্রস্তুত।
08.28 File এ যান।
08.29 Save As এ টিপুন।
08.31 এর ফরম্যাট SVG তে বদলান এবং Save এ টিপুন।
08.37 একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন।
08.39 এক্সটেনশন PDF এ বদলান।
08.41 Save এ টিপুন।
08.43 এটি আমাদের প্রস্তুত ব্রোসার।
08.46 আপনি বিভিন্ন এলিমেন্টের জন্য লেয়ার ব্যবহার করে থাকলে আপনি সুবিধামত রঙ এবং অস্বচ্ছতা বদলাতে পারেন।
08.54 এখানে আরো 2 টি কলর স্কিম রয়েছে যা আমি একটি ব্রোসারে তৈরী করেছি।
09.00 সংক্ষিপ্তকরণ করি।
09.02 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
09.04 নির্দেশিকা ব্যবহার করে তাদের সেট করা।
09.07 3-fold ব্রোসরের জন্য সেটিং করা।
09.09 3-fold ব্রোসর ডিজাইন করা।
09.11 আমরা এও শিখেছি:
09.12 লেয়ার ব্যবহার করার উপযোগিতা।
09.14 এবং বিভিন্ন কলর স্কিমে একই ব্রোসার পাওয়া।
09.18 আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে।
09.20 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের জন্য একটি 3-fold ব্রোসর তৈরী করুন।
09.24 আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত।
09.29 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
09.35 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
09.42 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
09.45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
09.50 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
09.54 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
09.57 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta