Difference between revisions of "Inkscape/C3/Create-patterns-in-Inkscape/Bengali"
From Script | Spoken-Tutorial
Line 23: | Line 23: | ||
'''Inkscape''' সংস্করণ '''0.48.4''' | '''Inkscape''' সংস্করণ '''0.48.4''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
|00:27 | |00:27 |
Latest revision as of 12:57, 20 August 2015
Time | Narration |
00:01 | Inkscape এ Create patterns এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা প্যাটার্ন তৈরী করতে
ক্লোনিং , পাথের সাথে প্যাটার্ন, স্প্রে টুল এবং পাথ এফেক্ট এডিটরের ব্যবহার শিখব। |
00:17 | টিউটোরিয়ালটি রেকর্ড আমি ব্যবহার করছি,
উবুন্টু লিনাক্স 12.04 OS Inkscape সংস্করণ 0.48.4 |
00:27 | Inkscape খুলুন। |
00:29 | Star টুলে টিপুন এবং ক্যানভাসে একটি স্টার আঁকুন। |
00:33 | এখন Selector টুলে টিপুন। |
00:36 | Tools controls বারে width এবং height প্যারামিটার 40 তে বদলান। |
00:42 | এতে জুম ইন করে একবার স্টারে টিপুন। |
00:46 | লক্ষ্য করুন যে এখন পিভট পয়েন্ট দৃশ্যমান। স্টার অবজেক্টের কেন্দ্রে প্লাস আকৃতি রয়েছে। |
00:53 | এখানে প্রদর্শিত পিভট পয়েন্টে টিপে এটি স্টার থেকে দুরে সরিয়ে নিয়ে যান। |
00:59 | এখন, Edit মেনুতে যান, Clone এ টিপুন এবং তারপর Create Tiled clones এ। |
01:06 | একটি নতুন ডায়লগ বাক্স খোলে। আপনি প্রতিটি ট্যাবের নীচে অনেক ট্যাব এবং বিকল্প পেতে পারেন। |
01:15 | Symmetry ট্যাবের নীচে আমরা বিভিন্ন মেথডের সাথে একটি ড্রপ ডাউন মেনু দেখতে পারি। এই ডেমোর জন্য, আমরা simple translation বিকল্প রাখবো। |
01:25 | রো এবং কলাম প্যারামিটার যথাক্রমে 1 এবং 40 তে বদলান। |
01:32 | এরপর Shift ট্যাবে যান। এখানে দেখানো Per column এর নীচের Shift X প্যারামিটারের শতাংশ -100 এ বদলান। |
01:41 | এরপর Rotation ট্যাবে যান। Per column এর নীচের Angle কে 10 এ বদলান। |
01:48 | এখন Create বোতামে টিপুন। দেখুন যে স্টারের সাথে একটি বৃত্তের প্যাটার্ন তৈরী হয়েছে। |
01:55 | একইভাবে, সুন্দর প্যাটার্ন বানাতে Create Tiled clones এর অন্যান্য বিকল্প ব্যবহার করতে পারেন। |
02:01 | এই স্টার বৃত্ত সরিয়ে আনি। |
02:04 | এরপর আমরা একটি পাথ বরাবর প্যাটার্ন তৈরী করা শিখব। |
02:09 | Rectangle টুল নির্বাচন করুন এবং একটি বৃত্তাকার আয়তক্ষেত্র আঁকুন। এটির রঙ সবুজ করে Selector টুলে টিপুন। |
02:20 | Tool controls বারে, Width কে 540 তে এবং Height কে 250 তে বদলান। |
02:28 | এরপর Star টুল ব্যবহার করে একটি স্টার প্যাটার্ন আঁকুন। |
02:32 | Selector টুলে টিপুন। Tool controls বারে Width এবং Height কে 50 তে বদলান। |
02:40 | এটি আয়তক্ষেত্রের উপরের বাঁদিকের প্রান্তে রাখুন। |
02:45 | উভয় আকার নির্বাচন করুন। Extensions মেনুতে যান। |
02:48 | Generate from path এ টিপুন এবং তারপর Pattern along Path. |
02:55 | Copies of the patterns বিকল্প Repeated এ এবং Deformation type বিকল্প Ribbon এ বদলান। |
03:03 | Apply বোতামে এবং Close বোতামে টিপুন। দেখুন যে একটি সুন্দর প্যাটার্ন আয়তক্ষেত্রের সীমানার কাছাকাছি গঠিত হয়েছে। |
03:11 | Path effects ব্যবহার করে অন্য আরেকটি প্যাটার্ন তৈরী করি। |
03:16 | Bezier টুল নির্বাচন করুন একটি তরঙ্গায়িত পাথ আঁকুন। |
03:20 | Path মেনুতে যান। Path Effects Editor এ টিপুন। একটি ডায়লগ বাক্স খোলে। |
03:27 | Apply new effect ড্রপ ডাউন মেনুতে টিপুন। লক্ষ্য করুন যে এখানে বিভিন্ন এফেক্ট তালিকাভুক্ত রয়েছে। |
03:33 | Gears নির্বাচন করি এবং তারপর Add এ টিপুন। আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন। |
03:41 | এরপর Sketch নির্বাচন করুন এবং Add বোতামে টিপুন। এফেক্ট লক্ষ্য করুন। |
03:48 | Path Effect Editor এ আপনি বর্তমান এফেক্ট সম্পর্কিত বিভিন্ন প্যারামিটার পেতে পারেন। |
03:54 | এদের মধ্যে একটি বদলাই। ধরুন, Strokes. এটিকে 10 এ বদলান এবং Enter টিপুন। অবজেক্টে পরিবর্তন লক্ষ্য করুন। |
04:03 | এখন Path Effect Editor ডায়ালগ বাক্স বন্ধ করুন। |
04:08 | সকল আকৃতি নির্বাচন করুন এবং এটি একদিকে সরিয়ে আনুন। |
04:12 | এরপর Spray টুল ব্যবহার করে একটি গাছের প্যাটার্ন তৈরী করা শিখব। |
04:18 | Bezier টুল নির্বাচন করুন। এখানে প্রদর্শিত একটি গাছের কান্ড এঁকে এর রঙ বাদামি করুন। এখন একটি গাছের পাতা এঁকে এর রঙ সবুজ করুন। |
04:38 | Spray টুল নির্বাচন করুন এবং পাতার আকারে টিপুন। |
04:43 | এখন মাউস না ছেড়ে গাছ আঁকতে এটি কান্ডের কাছাকাছি ড্রেগ করুন। |
04:51 | একটি বৃক্ষের আকার গঠিত হয়েছে। |
04:55 | এখন এই পর্যন্তই। সংক্ষিপ্তকরণ করি। |
04:58 | এই টিউটোরিয়ালে আমরা প্যাটার্ন তৈরী করতে
ক্লোনিং, পাথ বরাবর প্যাটার্ন, স্প্রে টুল এবং পাথ এফেক্ট এডিটরের ব্যবহার দেখেছি। |
05:08 | নির্দেশিত কাজ হিসাবে একটি বৃত্তাকার এবং রঙিন প্যাটার্ন আঁকুন। |
05:12 | আপনার সম্পন্ন কাজ এই রকম হওয়া উচিত। |
05:16 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
05:23 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
05:32 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
05:41 |
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |