Difference between revisions of "LaTeX-Old-Version/C2/MikTeX-Updates/Bengali"
From Script | Spoken-Tutorial
(Created page with 'নমস্কার বন্ধুগণ , মিকটেক্ এর আপডেট্ অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্হি…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
− | নমস্কার বন্ধুগণ , মিকটেক্ এর আপডেট্ অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্হিত প্যাকেজ্ গুলিকে অন্তর্ভুক্ত করার টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি | মিকটেক্ হল লেটেক্ এর একটি বিনামূল্য বিতরণ | + | {| border = 1 |
+ | | Time | ||
+ | | Narration | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:01 | ||
+ | | নমস্কার বন্ধুগণ , মিকটেক্ এর আপডেট্ অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্হিত প্যাকেজ্ গুলিকে অন্তর্ভুক্ত করার টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:12 | ||
+ | | মিকটেক্ হল লেটেক্ এর একটি বিনামূল্য বিতরণ । এখানে ডেস্কটপ্-এর উপরে আপনি টেকনিক্ সেন্টার-এর আইকন দেখতে পাচ্ছেন । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:20 | ||
+ | |যদি আপনি টেকনিক্ সেন্টার ইনস্টল্ করার প্রক্রিয়া না জানেন, তাহলে উইন্ডোস্- এ লেটেক্ ইনস্টল্ করা এবং রান করা বিষয়ক টিউটোরিয়াল্-টির সাহায্য নিতে পারেন । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:30 | ||
+ | |এখনো পর্যন্ত আমি যত মৌখিক টিউটোরিয়াল্ তৈরী করেছি, সেগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এবং কম্পিউটার-এ টিউটোরিয়াল্-টি রেকর্ড করার জন্য সমান সময় লেগেছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:42 | ||
+ | | কিন্তু বর্তমানে আমি যে টিউটোরিয়াল্ টি প্রস্তুত করতে চলেছি, তার কার্যপ্রণালী তে ইন্টারনেট্ এর সাথে সংযোগস্থাপন-এর প্রয়োজন আছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:50 | ||
+ | |যদি সংযোগব্যবস্থার ব্যান্ডউইড্থ কম থাকে, তাহলে প্রয়োজনীয় প্যাকেজ্গুলি ডাউনলোড্ -করতে অনেক সময় লাগতে পারে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |00:57 | ||
+ | |সেক্ষেত্রে আমি প্রয়োজন অনুযাই রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব । আপনি এখানে যে ফাইল্-টিকে দেখতে পাচ্ছেন সেটিতে বিমার্ ক্লাস ব্যবহার করা হয়েছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |01:10 | ||
+ | |যদি আপনি বিমার্ সম্পর্কে না জানেন, তাহলে আপনি বিমার্ সংক্রান্ত মৌখিক টিউটোরিয়াল্-টির সাহায্য নিতে পারেন । | ||
+ | |||
+ | |- | ||
+ | |01:17 | ||
+ | |এখন control এবং f7 key একসাথে প্রেস্ করে ফাইল-টিকে কম্পাইল্ করা যাক। কিন্তু মিকটেক্ অভিযোগ জানাচ্ছে যে বিমার্ অনুপস্হিত | আমি এখনই এই সমস্যা সমাধানের উপায় নির্দেশ করব । | ||
+ | |||
+ | |- | ||
+ | |01:31 | ||
+ | |প্রথমতঃ , মিকটেক্ আপডেট্ বা আধুনিকীকরণ করতে হবে । এটি দুটি পদ্ধতিতে করা যেতে পারে । স্টার্ট- এ ক্লিক্ করে প্রোগ্রামস্ এ যান | মিকটেক্ আপডেটের দুটি পদ্ধতি আছে। | ||
+ | |||
+ | |- | ||
+ | |01:51 | ||
+ | | সরাসরি এটিকে আপডেট্ করা এবং ব্রাউস্ প্যাকেজ্ । আপডেট্-এ গিয়ে রিমোট বা দূরবর্তী প্যাকেজ্ রেপোসিটোরি সিলেক্ট করা যাক । আমি সাধারণতঃ ইন্রিয়া ব্যবহার করে থাকি । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:12 | ||
+ | |প্রকৃতপক্ষে আমি আগেরবার এটি -ই ব্যবহার করেছিলাম, তাই এখন এটি অপশন হিসাবে দেখা যাচ্ছে । প্রথমবার-এ কিন্তু এই দুটি অপশন-ই দেখা যাবে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:21 | ||
+ | |প্রথমটি হল নিকটতম প্যাকেজ্ রেপোসিটোরি -টি সিলেক্ট বা নির্বাচন করা এবং অপরটির হল রিমোট বা দূরবর্তী রেপোসিটোরি -এর নির্বাচন করা । তৃতীয় অপশনটিকে নির্বাচন করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:31 | ||
+ | | এটিকে চেষ্টা করার পূর্বে আমাদের কানেকশন্ সেটিংস্ অর্থাৎ ইন্টারনেট্-এর সাথে সংযোগব্যবস্থা সঠিক করতে হবে | তাহলে কানেকশন্ সেটিংস্-এ যাওয়া যাক। এখানে প্রক্সি সার্ভার ব্যবহার করা হচ্ছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:42 | ||
+ | | এগুলি হল প্রক্সি-এর আড্রেস এবং পোর্ট | প্রক্সি-ত়ে অথেনটিকেশন্ বা পরিচয়ের প্রমাণীকরণ-এর প্রয়োজন হয় ।তাহলে এটিতে ক্লিক্ করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:48 | ||
+ | |এখন যদি এটি নির্বাচন করা হয় , তাহলে এটি নাম এবং পাসওয়ার্ড দিতে বলবে । তাহলে এই তথ্য এন্টার্ করা বা দেওয়া যাক । ok ত়ে ক্লিক করা যাক । এখানে আমি আমার পছন্দমত যেকোনো একটি নির্বাচন করতে পারি । | ||
+ | |||
+ | |- | ||
+ | |03:17 | ||
+ | |এটি আগে থেকে-ই সিলেক্ট করা আছে । তাহলে এটি নির্বাচন করা যাক । এখন আপডেট্ প্রক্রিয়াটির জন্য সময় লাগবে , কারণ এখন প্যাকেজ্ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড্ হবে । এইজন্য আমি এখন রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব । প্রায় পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে যে নতুন কিছু আপডেট্ করার মত নতুন কিছু নেই কারণ আমি একটু আগেই আপডেট্ করেছি । | ||
+ | |||
+ | |- | ||
+ | |03:30 | ||
+ | |নাহলে এটি সম্ভাব্য প্যাকেজ্ এর একটি তালিকা দিত এবং জানাত সিলেক্ট করা প্যাকেজ্-গুলির আপডেট্-এর প্রয়োজন আছে । যখন আমি এটি প্রথমবার আপডেট্ করেছিলাম ,তখন আমি দেখেছিলাম যে সব প্যাকেজ্-ই তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং সেগুলিকে সিলেক্ট করা আছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | | 04:06 | ||
+ | | সেইক্ষেত্রে সম্পূর্ণটিকেই আপডেট্ করা যেতে পারে । আপনাকে প্রত্যেক দিন এই আপডেট্ করতে হবে না , মাঝে মাঝে আপডেট্ করলেই যথেষ্ট ।ঠিকআছে, তাহলে ব্যাক বাটন্-এর দুইবার ব্যবহারের মাধ্যমে আগের স্থানে ফিরে যাওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |04:26 | ||
+ | |আপনি CD/DVD এর মিকটেক্ বিতরণ অথবা কোনো স্থানীয় প্যাকেজ্ repository বা ভান্ডার ব্যবহার করেও মিকটেক্ আপডেট্ করতে পারেন । আমি এখন এটি ক্যানসেল্ করছি । | ||
− | আমরা এখনো বিমার্ অন্তর্ভুক্ত করার প্রণালী আলোচনা করিনি | আপডেট্ বা আধুনিকীকরণের মাধ্যমে কম্পিউটার-এ শুধুমাত্র মিকটেক্-এর আধুনিকতম সংস্করণটি সংস্থাপন করা হয়েছে | আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এটি করার দুটি পদ্ধতি আছে | + | |- |
+ | |04:41 | ||
+ | |আমরা এখনো বিমার্ অন্তর্ভুক্ত করার প্রণালী আলোচনা করিনি | আপডেট্ বা আধুনিকীকরণের মাধ্যমে কম্পিউটার-এ শুধুমাত্র মিকটেক্-এর আধুনিকতম সংস্করণটি সংস্থাপন করা হয়েছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |04:53 | ||
+ | |আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এটি করার দুটি পদ্ধতি আছে । আমি এখন দ্বিতীয় প্রণালী টির বিবরণ দিচ্ছি । প্রোগ্রামস্ এ গিয়ে , মিকটেক্ এ গিয়ে , ব্রাউস্ প্যাকেজ্-এ যাওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |05:03 | ||
+ | |এটি লোড্ হতে অর্থাৎ প্যাকেজগুলির তালিকা প্রস্তুত হতে সামান্য কিছু সময় নেয়, হয়ত বা কয়েক সেকেন্ড । এটি আপনাকে সম্ভাব্য সব প্যাকেজ্ এর নাম এবং সেগুলির প্যাকেজ্ হিসাবে ঘোষিত হবার দিনের একটি সম্পূর্ণ তালিকা দিয়ে দেবে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |05:24 | ||
+ | |এই কলাম্ অর্থাৎ শ্রেণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি নির্দেশ করে কোনো প্যাকেজ্ আপনার কম্পিউটার এ উপস্থিত আছে কিনা । তাহলে নীচে যাওয়া যাক এবং দেখা যাক বিমার্ উপস্থিত আছে কিনা । | ||
+ | |||
+ | |- | ||
+ | |05:37 | ||
+ | | দেখুন, এখানে বিমার্ এর উল্লেখ আছে , কিন্তু তার পার্শ্ববর্তী স্থানটি ফাঁকা, অর্থাৎ এতে বিমার্ কম্পিউটার -এ উপস্থিত নেই । পরবর্তী পর্যায় যাবার আগে , প্রথমে 'task' ও তারপর 'update wizard' এ যাওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |05:56 | ||
+ | |আমরা এখন কিছুক্ষণ আগে দেখা একটি পেজ্ এর হুবহু অনুরূপ অপরএকটি পেজ্ দেখতে পাচ্ছি । আপনি আগেরমত-ই একইভাবে কানেকশন্ সেট বা সংযোগ ব্যবস্থা স্থাপন করতে পারেন । | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:05 | ||
+ | |প্রয়োজনীয় প্যাকেজ্-টি নির্বাচন করার আগে লক্ষ্য রাখবেন , যাতে কানেকশন্,প্রক্সি - সবকিছু যেন সঠিক থাকে । যেহেতু আমরা এখন আপডেট্ করছি না, তাই আমরা এখন এই প্রণালী অনুসরণ করব না । | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:16 | ||
+ | |কখনো এরকম হতে পারে যে আপনি যে রিমোট ওএবসাইট এর সংযোগ স্থাপন করতে চাইছেন, সেটি সম্পূর্ণ কার্যক্ষম নেই । | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:24 | ||
+ | |সেক্ষেত্রে যতক্ষণ না আপনি প্রয়জনোপযোগী সংযোগ ব্যবস্থা পাচ্ছেন, ততক্ষণ আপনাকে বিভিন্ন ওএবসাইট-এর এর সাথে সংযোগ করার চেষ্টা করতে হবে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:34 | ||
+ | |একবার সঠিকভাবে সংযোগ স্থাপন হয়ে যাবার পর , আপনি সেটিকেই বারবার ব্যবহার করতে পারেন।এখন এটিকে ক্যানসেল করা যাক এবং বিমার সিলেক্ট করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:46 | ||
+ | | যে মুহুর্তে আমি এটি নির্বাচন করলাম, তখনি এটি সক্রিয় হয়ে উঠলো | এখন যদি আমি ইনস্টল্ করতে চাই , তাহলে এটি আমাকে এই তথ্য জানাবে যে বর্তমান ইনস্টলেশান-টি আপডেট্ করা হবে এবং একটি প্যাকেজ্ ইনস্টল্ করা হবে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |07:01 | ||
+ | |আসুন এটি করা যাক । এটি জানাচ্ছে যে প্রক্সি অথেনটিকেশন্ প্রয়োজন | এটিকে বন্ধ করা যাক । আমার মনে হচ্ছে এটি এখন রিফ্রেশ্ হচ্ছে ,এতে সামান্য কিছু সময় লাগতে পারে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |07:18 | ||
+ | | এক্ষেত্রে আমাদের এই রেপোসিটোরি তে গিয়ে প্যাকেজ্ রেপোসিটোরি পরিবর্তন করতে হবে ।এখন পুনরায় কনেকসান সেট করতে হবে । ঠিকআছে, এখানে নাম এবং পাসওয়ার্ড দেওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |07:52 | ||
+ | |এখানে 'ইন্রিয়া' আগে থেকে-ই নির্বাচিত ছিল । আমরা এখন এটিকেই ব্যবহার করব । কিছু মিনিট পরে আমি এই error মেসেজ্ পাওয়া গেল যে কিছু প্যাকেজ্ আপডেট্ করা যাবে না । | ||
+ | |||
+ | |- | ||
+ | |08:10 | ||
+ | |এতে কোনো অসুবিধা নেই. চেষ্টা করে দেখা যাক কোনভাবে বিমার্ ইনস্টল্ করা যায় কিনা । বিমার্-এ গিয়ে সেটিকে সিলেক্ট করা যাক ।সিলেক্ট করা হল । | ||
+ | |||
+ | |- | ||
+ | |08:27 | ||
+ | | ঠিকআছে, এটি ইনস্টল্ হতে শুরু হয়েছে। বিমার্ ডাউনলোড হতে কিছু সময় লেগেছে । তাহলে এটিকে বন্ধ করা যাক । এখন এই পেজেতে আপডেট্ হচ্ছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |08:53 | ||
+ | | এটিকে আপডেট্ হতে দেওয়া যাক, এই সময় বরং এই উইন্ডোত়ে এসে control f7 এর দ্বারা এটিকে কম্পাইল্ করার চেষ্টা করা যাক | আগের উইন্ডোত়ে ফিরে আসা যাক । এটিকে ক্যানসেল করা হল । | ||
+ | |||
+ | |- | ||
+ | |09:19 | ||
+ | | সতরাং বর্তমান কমপাইলেশান-এর ফলে এটি তৈরী হয়েছে । সমগ্র প্রক্রিয়াটিকে পুনরায় দেখে নেওয়া যাক । এটিকে বন্ধ করা যাক এবং control f7 দ্বারা কম্পাইল করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |09:37 | ||
+ | |এখন এটি অভিযোগ জানাচ্ছে অন্য কিছু অনুপস্থিত | পূর্বের বিমার্ অনুপস্থিত থাকার সমস্যা এখন সমাধান হয়ে গেছে । স্ক্রল্ ডাউন্ করে নীচে যাওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |09:58 | ||
+ | | এখানে দেখা যাচ্ছে বিমার্ ৫ ই নভেম্বর তারিখে ইনস্টল্ হয়ে গেছে । এবার আমরা বর্তমান সমস্যার দিকে নজর রাখব । প্রকৃতপক্ষে এটি সরাসরি ইনস্টল্ করার অপশন দিচ্ছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |10:16 | ||
+ | |এটি করার দুটি পদ্ধতি আছে । একটি হল এখানেই এইভাবে ইনস্টল্ করা এবং অপরটি হল ব্রাউস প্যাকেজ-এর মাধ্যমে । এইভাবে চেষ্টা করে দেখা যাক কি হয় । | ||
+ | |||
+ | |- | ||
+ | |10:27 | ||
+ | |এটি এখানে নাম এবং পাসওয়ার্ড দিতে বলছে । দেওয়া যাক । আগের পদ্ধতির মত এইবারে কিন্তু কপি হবার প্রক্রিয়াটি উইন্ডোত়ে দেখা যাবে না , এখন সম্পূর্ণ প্রক্রিয়া টি ব্যাকগ্রাউন্ড-এ বা নজরের আড়ালে হবে । সুতরাং,কিছু সময়ের জন্য অপেক্ষা করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |10:49 | ||
+ | |ঠিকআছে , এখন এটি ডাউনলোড্ হয়ে গেছে , কিন্তু দেখা যাচ্ছে যে xcolor.sty অনুপস্হিত । | ||
+ | |||
+ | |- | ||
+ | |10:56 | ||
+ | | এটিকে ইনস্টল্ করা যাক । এটি এখন বাকগ্রাউন্ড-এ ইনস্টল্ হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে translator অনুপস্থিত । তাহলে এটিকেও ইনস্টল্ করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |11:12 | ||
+ | |কিছু মিনিট পরেও নতুন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না । তাহলে এখানে যাওয়া যাক এবং বর্তমান পরিস্থতির দিকে নজর রাখা যাক । এখানে reset করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |11:23 | ||
+ | |এখন পরীক্ষা করে দেখা যাক যে এতক্ষণ আমরা যেসব প্যাকেজ্ ইনস্টল্ অর্থাৎ সংস্থাপন করার চেষ্টা করেছি , তার সবগুলি ইনস্টল্ হয়েছে কিনা ।আপনি দেখতে পাচ্ছেন যে বিমার্ ইতিপূর্বে-ই ইনস্টল্ করা হয়ে গেছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |11:36 | ||
+ | |এখন আমাদের অন্যগুলি অর্থাৎ pgfcode , xcolor এবং translator-এর বিষয় পরীক্ষা করে দেখতে হবে । আপনি দেখতে পাচ্ছেন pgf আজ-ই ইনস্টল্ করা হয়েছে , এরপর দেখুন translator টি ও এখানে আছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |02:19 | ||
+ | | এখন বাকি রইল xcolor , আসুন, এর বিষয়-এও পরীক্ষা করে নেওয়া যাক । দেখুন, এটিও ইনস্টল্ হয়ে গেছে ।তাহলে মনে হচ্ছে প্রয়োজনীয় সব প্যাকেজ্-ই ইনস্টল্ করা হয়ে গেছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |12:32 | ||
+ | |চলুন, এবার এটিকে control f7 এর দ্বারা কম্পাইল্ করা যাক । ঠিকআছে , এটি সফলভাবে কম্পাইল্ হয়ে গেছে । এখন আমরা এটিকে বন্ধ করে দেব ।আমাদের এখন আর এটির প্রয়োজন নেই। | ||
+ | |||
+ | |- | ||
+ | |12:49 | ||
+ | |আমাদের এখন আর এটির প্রয়োজন নেই যে ফাইলটি আমি তৈরী করেছি ,আমি এবার সেটি ওপেন করব অর্থাৎ খুলব ।এটিও একটি লেটেক্ ফাইল , যার নাম MikTex update dot tex ।সুতরাং আমি MikTex update dot pdf ফাইলটিকে দেখব । | ||
+ | |||
+ | |- | ||
+ | |13:09 | ||
+ | | আমি এই ফাইল-টি কে-ই খুঁজছিলাম । এটি সুমাত্রা-এর দ্বারা খোলা যাক | ঠিক আছে , এটি হয়ে গেছে । এটিকে আকারে সামান্য একটু ছোট করা যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |13:33 | ||
+ | |এটিকে এখানে নিয়ে যাওয়া যাক । এটিকে বড় করলে কি হয় তা লক্ষ্য করুন । এটিকে বন্ধ করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এখানে তারিখ হিসাবে ৪ ঐ নভেম্বর দেখাচ্ছে । | ||
+ | |||
+ | |- | ||
+ | |13:51 | ||
+ | |আমি গতকাল ও এটি করার প্রচেষ্টা করছিলাম কিন্তু তখন সফল হইনি । তাই আমি এখন এটিকে পরিবর্তন করে ৫ তারিখ করব এবং এটিকে সেভ্ করব । | ||
+ | |||
+ | |- | ||
+ | |14:06 | ||
+ | |এবং control f7 -এর দ্বারা কম্পাইল করা যাক ।লক্ষ্য করুন , ফাইল টি পরিবর্তিত হয়ে গেছে । এবার ফাইলটির নীচে যাওয়া যাক । | ||
+ | |||
+ | |- | ||
+ | |14:17 | ||
+ | |এখন আমরা টিউটোরিয়াল্ এর ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে এসেছি । এই টিউটোরিয়াল্ প্রস্তুত করার অর্থ ITC এর National Mission on Education এর মাধ্যমে এসেছে । এই প্রকল্পের ওএবসাইট্ হল sakshat.ac.in । | ||
+ | |||
+ | |- | ||
+ | |14:31 | ||
+ | |এই টিউটোরিয়াল্ সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত kannan@iitb.ac.in এ জানালে বাধিত হব । ভবিষ্যতে আমরা spoken-tutorial.org এর মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করার আশা রাখি । | ||
+ | |||
+ | |- | ||
+ | |14:44 | ||
+ | |পরিশেষে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে , প্রথমবার সম্পূর্ণ আপডেট্ করার জন্য অনেক সময় লাগলেও , পৃথকভাবে প্রত্যেক প্যাকেজ্ এর জন্য খুব বেশী সময় লাগে না, হয়ত কয়েক মিনিট সময় লাগে, কিন্তু প্রথমবার আপডেট্ করতে অনেক সময় লাগতে পারে| | ||
− | + | |- | |
+ | |15:00 | ||
+ | |উদাহরণস্বরূপ, আমি এখানে মিকটেক্ ২.৭ ব্যবহার করছি, এটির আপডেট্ করতে কুড়ি মিনিট , কিংবা আধ ঘন্টা সময়ও লাগতে পারে । | ||
+ | |- | ||
+ | |15:10 | ||
+ | | সুতরাং, আপনি প্রথমে মিকটেক্-এর কোন সংস্করণ ব্যবহার করছেন , তার উপর আপডেট্-এর সময় নির্ভর করবে , প্রথমবার আপনি কিছু সমস্যারও সন্মুখীন হতে পারেন । | ||
− | + | |- | |
+ | |15:19 | ||
+ | |পরবর্তীকালে যদি আপনার ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভালো থাকে , তাহলে পৃথক ভাবে প্যাকেজ্গুলির জন্য অধিক সময় লাগে না। এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল । শুভবিদায়। |
Revision as of 12:51, 3 March 2015
Time | Narration |
00:01 | নমস্কার বন্ধুগণ , মিকটেক্ এর আপডেট্ অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্হিত প্যাকেজ্ গুলিকে অন্তর্ভুক্ত করার টিউটোরিয়াল্ এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি । |
00:12 | মিকটেক্ হল লেটেক্ এর একটি বিনামূল্য বিতরণ । এখানে ডেস্কটপ্-এর উপরে আপনি টেকনিক্ সেন্টার-এর আইকন দেখতে পাচ্ছেন । |
00:20 | যদি আপনি টেকনিক্ সেন্টার ইনস্টল্ করার প্রক্রিয়া না জানেন, তাহলে উইন্ডোস্- এ লেটেক্ ইনস্টল্ করা এবং রান করা বিষয়ক টিউটোরিয়াল্-টির সাহায্য নিতে পারেন । |
00:30 | এখনো পর্যন্ত আমি যত মৌখিক টিউটোরিয়াল্ তৈরী করেছি, সেগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এবং কম্পিউটার-এ টিউটোরিয়াল্-টি রেকর্ড করার জন্য সমান সময় লেগেছে । |
00:42 | কিন্তু বর্তমানে আমি যে টিউটোরিয়াল্ টি প্রস্তুত করতে চলেছি, তার কার্যপ্রণালী তে ইন্টারনেট্ এর সাথে সংযোগস্থাপন-এর প্রয়োজন আছে । |
00:50 | যদি সংযোগব্যবস্থার ব্যান্ডউইড্থ কম থাকে, তাহলে প্রয়োজনীয় প্যাকেজ্গুলি ডাউনলোড্ -করতে অনেক সময় লাগতে পারে । |
00:57 | সেক্ষেত্রে আমি প্রয়োজন অনুযাই রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব । আপনি এখানে যে ফাইল্-টিকে দেখতে পাচ্ছেন সেটিতে বিমার্ ক্লাস ব্যবহার করা হয়েছে । |
01:10 | যদি আপনি বিমার্ সম্পর্কে না জানেন, তাহলে আপনি বিমার্ সংক্রান্ত মৌখিক টিউটোরিয়াল্-টির সাহায্য নিতে পারেন । |
01:17 | আমি এখনই এই সমস্যা সমাধানের উপায় নির্দেশ করব । |
01:31 | মিকটেক্ আপডেটের দুটি পদ্ধতি আছে। |
01:51 | সরাসরি এটিকে আপডেট্ করা এবং ব্রাউস্ প্যাকেজ্ । আপডেট্-এ গিয়ে রিমোট বা দূরবর্তী প্যাকেজ্ রেপোসিটোরি সিলেক্ট করা যাক । আমি সাধারণতঃ ইন্রিয়া ব্যবহার করে থাকি । |
02:12 | প্রকৃতপক্ষে আমি আগেরবার এটি -ই ব্যবহার করেছিলাম, তাই এখন এটি অপশন হিসাবে দেখা যাচ্ছে । প্রথমবার-এ কিন্তু এই দুটি অপশন-ই দেখা যাবে । |
02:21 | প্রথমটি হল নিকটতম প্যাকেজ্ রেপোসিটোরি -টি সিলেক্ট বা নির্বাচন করা এবং অপরটির হল রিমোট বা দূরবর্তী রেপোসিটোরি -এর নির্বাচন করা । তৃতীয় অপশনটিকে নির্বাচন করা যাক । |
02:31 | তাহলে কানেকশন্ সেটিংস্-এ যাওয়া যাক। এখানে প্রক্সি সার্ভার ব্যবহার করা হচ্ছে । |
02:42 | প্রক্সি-ত়ে অথেনটিকেশন্ বা পরিচয়ের প্রমাণীকরণ-এর প্রয়োজন হয় ।তাহলে এটিতে ক্লিক্ করা যাক । |
02:48 | এখন যদি এটি নির্বাচন করা হয় , তাহলে এটি নাম এবং পাসওয়ার্ড দিতে বলবে । তাহলে এই তথ্য এন্টার্ করা বা দেওয়া যাক । ok ত়ে ক্লিক করা যাক । এখানে আমি আমার পছন্দমত যেকোনো একটি নির্বাচন করতে পারি । |
03:17 | এটি আগে থেকে-ই সিলেক্ট করা আছে । তাহলে এটি নির্বাচন করা যাক । এখন আপডেট্ প্রক্রিয়াটির জন্য সময় লাগবে , কারণ এখন প্যাকেজ্ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড্ হবে । এইজন্য আমি এখন রেকর্ডিং সাময়িক ভাবে বন্ধ রাখব । প্রায় পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে যে নতুন কিছু আপডেট্ করার মত নতুন কিছু নেই কারণ আমি একটু আগেই আপডেট্ করেছি । |
03:30 | নাহলে এটি সম্ভাব্য প্যাকেজ্ এর একটি তালিকা দিত এবং জানাত সিলেক্ট করা প্যাকেজ্-গুলির আপডেট্-এর প্রয়োজন আছে । যখন আমি এটি প্রথমবার আপডেট্ করেছিলাম ,তখন আমি দেখেছিলাম যে সব প্যাকেজ্-ই তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং সেগুলিকে সিলেক্ট করা আছে । |
04:06 | সেইক্ষেত্রে সম্পূর্ণটিকেই আপডেট্ করা যেতে পারে । আপনাকে প্রত্যেক দিন এই আপডেট্ করতে হবে না , মাঝে মাঝে আপডেট্ করলেই যথেষ্ট ।ঠিকআছে, তাহলে ব্যাক বাটন্-এর দুইবার ব্যবহারের মাধ্যমে আগের স্থানে ফিরে যাওয়া যাক । |
04:26 | আপনি CD/DVD এর মিকটেক্ বিতরণ অথবা কোনো স্থানীয় প্যাকেজ্ repository বা ভান্ডার ব্যবহার করেও মিকটেক্ আপডেট্ করতে পারেন । আমি এখন এটি ক্যানসেল্ করছি । |
04:41 | আপডেট্ বা আধুনিকীকরণের মাধ্যমে কম্পিউটার-এ শুধুমাত্র মিকটেক্-এর আধুনিকতম সংস্করণটি সংস্থাপন করা হয়েছে । |
04:53 | আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এটি করার দুটি পদ্ধতি আছে । আমি এখন দ্বিতীয় প্রণালী টির বিবরণ দিচ্ছি । প্রোগ্রামস্ এ গিয়ে , মিকটেক্ এ গিয়ে , ব্রাউস্ প্যাকেজ্-এ যাওয়া যাক । |
05:03 | এটি লোড্ হতে অর্থাৎ প্যাকেজগুলির তালিকা প্রস্তুত হতে সামান্য কিছু সময় নেয়, হয়ত বা কয়েক সেকেন্ড । এটি আপনাকে সম্ভাব্য সব প্যাকেজ্ এর নাম এবং সেগুলির প্যাকেজ্ হিসাবে ঘোষিত হবার দিনের একটি সম্পূর্ণ তালিকা দিয়ে দেবে । |
05:24 | এই কলাম্ অর্থাৎ শ্রেণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি নির্দেশ করে কোনো প্যাকেজ্ আপনার কম্পিউটার এ উপস্থিত আছে কিনা । তাহলে নীচে যাওয়া যাক এবং দেখা যাক বিমার্ উপস্থিত আছে কিনা । |
05:37 | দেখুন, এখানে বিমার্ এর উল্লেখ আছে , কিন্তু তার পার্শ্ববর্তী স্থানটি ফাঁকা, অর্থাৎ এতে বিমার্ কম্পিউটার -এ উপস্থিত নেই । পরবর্তী পর্যায় যাবার আগে , প্রথমে 'task' ও তারপর 'update wizard' এ যাওয়া যাক । |
05:56 | আমরা এখন কিছুক্ষণ আগে দেখা একটি পেজ্ এর হুবহু অনুরূপ অপরএকটি পেজ্ দেখতে পাচ্ছি । আপনি আগেরমত-ই একইভাবে কানেকশন্ সেট বা সংযোগ ব্যবস্থা স্থাপন করতে পারেন । |
06:05 | প্রয়োজনীয় প্যাকেজ্-টি নির্বাচন করার আগে লক্ষ্য রাখবেন , যাতে কানেকশন্,প্রক্সি - সবকিছু যেন সঠিক থাকে । যেহেতু আমরা এখন আপডেট্ করছি না, তাই আমরা এখন এই প্রণালী অনুসরণ করব না । |
06:16 | কখনো এরকম হতে পারে যে আপনি যে রিমোট ওএবসাইট এর সংযোগ স্থাপন করতে চাইছেন, সেটি সম্পূর্ণ কার্যক্ষম নেই । |
06:24 | সেক্ষেত্রে যতক্ষণ না আপনি প্রয়জনোপযোগী সংযোগ ব্যবস্থা পাচ্ছেন, ততক্ষণ আপনাকে বিভিন্ন ওএবসাইট-এর এর সাথে সংযোগ করার চেষ্টা করতে হবে । |
06:34 | একবার সঠিকভাবে সংযোগ স্থাপন হয়ে যাবার পর , আপনি সেটিকেই বারবার ব্যবহার করতে পারেন।এখন এটিকে ক্যানসেল করা যাক এবং বিমার সিলেক্ট করা যাক । |
06:46 | এখন যদি আমি ইনস্টল্ করতে চাই , তাহলে এটি আমাকে এই তথ্য জানাবে যে বর্তমান ইনস্টলেশান-টি আপডেট্ করা হবে এবং একটি প্যাকেজ্ ইনস্টল্ করা হবে । |
07:01 | এটিকে বন্ধ করা যাক । আমার মনে হচ্ছে এটি এখন রিফ্রেশ্ হচ্ছে ,এতে সামান্য কিছু সময় লাগতে পারে । |
07:18 | এক্ষেত্রে আমাদের এই রেপোসিটোরি তে গিয়ে প্যাকেজ্ রেপোসিটোরি পরিবর্তন করতে হবে ।এখন পুনরায় কনেকসান সেট করতে হবে । ঠিকআছে, এখানে নাম এবং পাসওয়ার্ড দেওয়া যাক । |
07:52 | এখানে 'ইন্রিয়া' আগে থেকে-ই নির্বাচিত ছিল । আমরা এখন এটিকেই ব্যবহার করব । কিছু মিনিট পরে আমি এই error মেসেজ্ পাওয়া গেল যে কিছু প্যাকেজ্ আপডেট্ করা যাবে না । |
08:10 | এতে কোনো অসুবিধা নেই. চেষ্টা করে দেখা যাক কোনভাবে বিমার্ ইনস্টল্ করা যায় কিনা । বিমার্-এ গিয়ে সেটিকে সিলেক্ট করা যাক ।সিলেক্ট করা হল । |
08:27 | ঠিকআছে, এটি ইনস্টল্ হতে শুরু হয়েছে। বিমার্ ডাউনলোড হতে কিছু সময় লেগেছে । তাহলে এটিকে বন্ধ করা যাক । এখন এই পেজেতে আপডেট্ হচ্ছে । |
08:53 | আগের উইন্ডোত়ে ফিরে আসা যাক । এটিকে ক্যানসেল করা হল । |
09:19 | সতরাং বর্তমান কমপাইলেশান-এর ফলে এটি তৈরী হয়েছে । সমগ্র প্রক্রিয়াটিকে পুনরায় দেখে নেওয়া যাক । এটিকে বন্ধ করা যাক এবং control f7 দ্বারা কম্পাইল করা যাক । |
09:37 | পূর্বের বিমার্ অনুপস্থিত থাকার সমস্যা এখন সমাধান হয়ে গেছে । স্ক্রল্ ডাউন্ করে নীচে যাওয়া যাক । |
09:58 | এখানে দেখা যাচ্ছে বিমার্ ৫ ই নভেম্বর তারিখে ইনস্টল্ হয়ে গেছে । এবার আমরা বর্তমান সমস্যার দিকে নজর রাখব । প্রকৃতপক্ষে এটি সরাসরি ইনস্টল্ করার অপশন দিচ্ছে । |
10:16 | এটি করার দুটি পদ্ধতি আছে । একটি হল এখানেই এইভাবে ইনস্টল্ করা এবং অপরটি হল ব্রাউস প্যাকেজ-এর মাধ্যমে । এইভাবে চেষ্টা করে দেখা যাক কি হয় । |
10:27 | এটি এখানে নাম এবং পাসওয়ার্ড দিতে বলছে । দেওয়া যাক । আগের পদ্ধতির মত এইবারে কিন্তু কপি হবার প্রক্রিয়াটি উইন্ডোত়ে দেখা যাবে না , এখন সম্পূর্ণ প্রক্রিয়া টি ব্যাকগ্রাউন্ড-এ বা নজরের আড়ালে হবে । সুতরাং,কিছু সময়ের জন্য অপেক্ষা করা যাক । |
10:49 | ঠিকআছে , এখন এটি ডাউনলোড্ হয়ে গেছে , কিন্তু দেখা যাচ্ছে যে xcolor.sty অনুপস্হিত । |
10:56 | এটিকে ইনস্টল্ করা যাক । এটি এখন বাকগ্রাউন্ড-এ ইনস্টল্ হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে translator অনুপস্থিত । তাহলে এটিকেও ইনস্টল্ করা যাক । |
11:12 | কিছু মিনিট পরেও নতুন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না । তাহলে এখানে যাওয়া যাক এবং বর্তমান পরিস্থতির দিকে নজর রাখা যাক । এখানে reset করা যাক । |
11:23 | এখন পরীক্ষা করে দেখা যাক যে এতক্ষণ আমরা যেসব প্যাকেজ্ ইনস্টল্ অর্থাৎ সংস্থাপন করার চেষ্টা করেছি , তার সবগুলি ইনস্টল্ হয়েছে কিনা ।আপনি দেখতে পাচ্ছেন যে বিমার্ ইতিপূর্বে-ই ইনস্টল্ করা হয়ে গেছে । |
11:36 | এখন আমাদের অন্যগুলি অর্থাৎ pgfcode , xcolor এবং translator-এর বিষয় পরীক্ষা করে দেখতে হবে । আপনি দেখতে পাচ্ছেন pgf আজ-ই ইনস্টল্ করা হয়েছে , এরপর দেখুন translator টি ও এখানে আছে । |
02:19 | এখন বাকি রইল xcolor , আসুন, এর বিষয়-এও পরীক্ষা করে নেওয়া যাক । দেখুন, এটিও ইনস্টল্ হয়ে গেছে ।তাহলে মনে হচ্ছে প্রয়োজনীয় সব প্যাকেজ্-ই ইনস্টল্ করা হয়ে গেছে । |
12:32 | চলুন, এবার এটিকে control f7 এর দ্বারা কম্পাইল্ করা যাক । ঠিকআছে , এটি সফলভাবে কম্পাইল্ হয়ে গেছে । এখন আমরা এটিকে বন্ধ করে দেব ।আমাদের এখন আর এটির প্রয়োজন নেই। |
12:49 | আমাদের এখন আর এটির প্রয়োজন নেই যে ফাইলটি আমি তৈরী করেছি ,আমি এবার সেটি ওপেন করব অর্থাৎ খুলব ।এটিও একটি লেটেক্ ফাইল , যার নাম MikTex update dot tex ।সুতরাং আমি MikTex update dot pdf ফাইলটিকে দেখব । |
13:09 | ঠিক আছে , এটি হয়ে গেছে । এটিকে আকারে সামান্য একটু ছোট করা যাক । |
13:33 | এটিকে এখানে নিয়ে যাওয়া যাক । এটিকে বড় করলে কি হয় তা লক্ষ্য করুন । এটিকে বন্ধ করা যাক । আপনি দেখতে পাচ্ছেন এখানে তারিখ হিসাবে ৪ ঐ নভেম্বর দেখাচ্ছে । |
13:51 | আমি গতকাল ও এটি করার প্রচেষ্টা করছিলাম কিন্তু তখন সফল হইনি । তাই আমি এখন এটিকে পরিবর্তন করে ৫ তারিখ করব এবং এটিকে সেভ্ করব । |
14:06 | এবং control f7 -এর দ্বারা কম্পাইল করা যাক ।লক্ষ্য করুন , ফাইল টি পরিবর্তিত হয়ে গেছে । এবার ফাইলটির নীচে যাওয়া যাক । |
14:17 | এখন আমরা টিউটোরিয়াল্ এর ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে এসেছি । এই টিউটোরিয়াল্ প্রস্তুত করার অর্থ ITC এর National Mission on Education এর মাধ্যমে এসেছে । এই প্রকল্পের ওএবসাইট্ হল sakshat.ac.in । |
14:31 | এই টিউটোরিয়াল্ সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত kannan@iitb.ac.in এ জানালে বাধিত হব । ভবিষ্যতে আমরা spoken-tutorial.org এর মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করার আশা রাখি । |
14:44 | |
15:00 | উদাহরণস্বরূপ, আমি এখানে মিকটেক্ ২.৭ ব্যবহার করছি, এটির আপডেট্ করতে কুড়ি মিনিট , কিংবা আধ ঘন্টা সময়ও লাগতে পারে । |
15:10 | সুতরাং, আপনি প্রথমে মিকটেক্-এর কোন সংস্করণ ব্যবহার করছেন , তার উপর আপডেট্-এর সময় নির্ভর করবে , প্রথমবার আপনি কিছু সমস্যারও সন্মুখীন হতে পারেন । |
15:19 | পরবর্তীকালে যদি আপনার ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভালো থাকে , তাহলে পৃথক ভাবে প্যাকেজ্গুলির জন্য অধিক সময় লাগে না। এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল । শুভবিদায়। |