STEMI-2017/C2/Introduction-to-Kallows-Device/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search


Time
NARRATION
00:01 Kallows STEMI কিটের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব -

ECG leads, B.P cuff এবং SpO2 স্থিত করা, একটি ECG নেওয়া এবং, রক্তচাপ এবং SpO2 পরীক্ষা করা।

00:22 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার Kallow’s STEMI কিটের প্রয়োজন।
00:28 STEMI কিটে থাকে -

একটি মেটাল কেসে অ্যান্ড্রয়েড ট্যাব, Mobmon ডিভাইস 12.0, Bluetooth B.P মনিটর।

00:39 ECG ইলেকট্রোড

SPO2 প্রোব, Wi-Fi প্রিন্টার, পাওয়ার স্ট্রিপ।

00:48 এটি হল Mobmon যন্ত্র।
00:52 এটির বামদিকে চার্জিং পোর্ট সহ একটি পাওয়ার বোতাম রয়েছে।
00:58 এবং পেছনের দিকে SpO2 এবং ECG পোর্ট।
01:03 এই তারের মাথা Mobmon যন্ত্রে ECG পোর্টে ঢোকানো হয়েছে।
01:10 সংযোগের পর, উভয় দিকে প্রদত্ত স্ক্রু দিয়ে সংযোগ সুরক্ষিত করুন।
01:17 এরপর, আমরা SpO2 প্রোব সম্পর্কে শিখব।
01:21 এই প্রোব নিম্নলিখিত অংশ দিয়ে গঠিত

Oximetry প্রোব / ক্যাবল, Sensor

01:29 এখন দেখি যে SpO2 প্রোব কিভাবে স্থিত করে।
01:34 oximetry প্রোব / ক্যাবলকে Mobmon যন্ত্রে SpO2 কানেক্টরের সাথে সংযোগ করুন।
01:41 এটি যুক্ত থাকলে এটি এইরকম দেখায়।
01:45 রোগীর আঙুল যেমন চিত্রে দেখানো হয়েছে সেন্সরের একেবারে শেষ পর্যন্ত ঢোকানো আবশ্যক।
01:54 একটি সেন্সর সাইট চয়ন করার সময় অগ্রাধিকার দেওয়া উচিত -

একটি আর্টিরিয়্যাল মূত্রনিষ্কাশনযন্ত্র,Blood Pressure cuff, বা ইন্ট্রাভাসক্যুলার ইনফিউশন লাইন

02:09 Oximetry প্রোব সংযোগের আদর্শ সাইট হল -

বয়স্ক বা পেডিয়াট্রিকসের জন্য: আঙ্গুল, পায়ের আঙ্গুল এবং পাতা বা কানের লতি।

02:23 বাচ্চাদের জন্য: পা বা হাতের তালু এবং বুড়ো আঙ্গুল বা অঙ্গুষ্ঠ।
02:31 নোট করুন: পুনরায় ব্যবহারযোগ্য সেন্সর সর্বোচ্চ 4 ঘন্টা সময়ের জন্য একই সাইটে ব্যবহার করা যেতে পারে। নিশ্চিত করুন সাইট নিয়মিতভাবে পরীক্ষা করে ত্বকের সততা নিশ্চিত করুন।
02:47 ভেজা বা ক্ষতিগ্রস্ত সেন্সর ব্যবহার করবেন না. তারা ইলেক্ট্রো সার্জারি বা অন্যান্য ইলেকট্রিকাল যন্ত্র ব্যবহারের সময় জ্বলন সৃষ্টি করতে পারে।
03:00 টিস্যুর ক্ষতি / জ্বলন SpO2 সেন্সরের ভুল এপ্লিকেশন বা ব্যবহার দ্বারা হতে পারে।
03:08 সেন্সর ব্যবহার, সংযোগ, বিচ্ছিন্ন বা স্টোরিংয়ের সময় অকারণে অধিক শক্তি ব্যবহার করবেন না।
03:20 সেন্সর খুব টাইট হলে নাড়ি সংকেতের হ্রাস ঘটতে পারে অথবা আলোর উত্স থেকে অত্যধিক উজ্জ্বলআলো হলে যেমন সার্জিকাল লাইট, বিলিরুবিন লাইট বা সূর্যের আলো।
03:37 এরপর, Blood Pressure cuff স্থিত করা দেখি।
03:42 cuff কানেক্টর Bluetooth যন্ত্রের NIBP কানেক্টরের সাথে সংযোগ করুন।
03:49 রোগীর অঙ্গ পরিমাপ করে cuff এর সঠিক আকার চয়ন করুন। একটি সাধারণ নিয়ম হিসাবে, cuff এর প্রস্থ রোগীর কনুই এবং কাঁধের মধ্যবর্তী দূরত্বের প্রায় দুই তৃতীয়াংশ বিস্তির্ণ হওয়া উচিত।
04:04 NIBP cuff মোড়ান, বিশেষ করে রোগীর বাম হাতে (brachial ধমনীর উপর) যেমনকি দেখানো হয়েছে।


04:14 NIBP cuff শক্তভাবে সঠিক পরিচালনার জন্য রোগীর হাতে জড়িয়ে থাকা আবশ্যক।


04:21 Bluetooth BP Monitor সক্রিয় করতে Start বোতামে টিপুন।
04:26 লক্ষ্য করুন: বেঠিক পরিমাপ ভুল এপ্লিকেশন বা নিম্ন দ্বারা হতে পারে -

রোগীর উপর cuff খুব ঢিলেঢালাভাবে স্থাপন দ্বারা, ভুল cuff এর আকার ব্যবহার করলে

cuff হৃদয়ের একই সমতায় না রাখলে, ছিদ্রযুক্ত cuff বা টিউব, রোগী অত্যধিক নড়াচড়া করলে।

04:52 SpO2 সেন্সর এবং B.P cuff রোগীর একই অঙ্গে সংযোগ করবেন না।

এটি উপদ্রব এলার্ম এড়াতে করা হয়।

05:03 নিশ্চিত করুন NIBP পরিমাপের সময় cuff এর টিউব ব্লক করা বা গুটিয়ে না থাকে।
05:12 অবশেষে, ECG leads কিভাবে স্থিত করা দেখি।
05:18 গুণমান ECG রিদম ভালো স্কিন প্রস্তুতি এবং সঠিক ইলেক্ট্রোড স্থাপন করে প্রাপ্ত করা যেতে পারে।
05:27 রোগীর ভালো প্রস্তুতির জন্য নিম্ন সম্পন্ন করা আবশ্যক -
  1. electrode সাইট পরিষ্কার করা এবং বুক থেকে চুল চেঁচে ফেলা।
05:37 স্পিরিট দিয়ে চামড়া নম্রভাবে ঘষে বাইরের এপিডার্মাল স্তর মোছা এবং ত্বক অল্প লাল হয়ে যায়।

electrode সাইট শুকোতে দেওয়া।

05:50 electrode পৃষ্ঠে কোনো শুষ্ক জেল থাকলে তা মুছে দেওয়া।

electrodes গুলি ফ্ল্যাট অপেশীবহুল এবং অলোমশ ক্ষেত্রগুলিতে লাগান।

06:01 ভাল মানের (অর্থাৎ অত্যন্ত পরিবাহী) বিশুদ্ধ জেল ব্যবহার করা. ভালো যোগাযোগ স্থাপনের জন্য electrode পৃষ্ঠে যথেষ্ট পরিমাণের জেল প্রয়োগ করা।
06:15 নোট: নিশ্চিত করুন নিম্নের পরিবাহী অংশ যেমন

electrodes, leads এবং cables অন্য কোন পরিবাহী অংশের সংস্পর্শে না আসে।

06:27 ক্ষতিগ্রস্ত electrode leads ব্যবহার করবেন না।
06:31 নিশ্চিত করুন electrodes ঢিলেঢালাভাবে প্রয়োগ করা হয় না. এটি আর্টিফ্যাক্টস এবং হৃদয় রিদম এলার্ম বাজাবে যা অবিরাম অসুবিধা ঘটায়।
06:43 এভাবেই electrodes স্থাপন করা উচিত।

RA: Right intraclavicular এরিয়া

LA : Left intraclavicular এরিয়া

06:56 V1: বক্ষাস্থির ডান প্রান্তের চতুর্থ পাঁজরের মধ্যবর্তী স্থান

V2: বক্ষাস্থির বাম প্রান্তের চতুর্থ পাঁজরের মধ্যবর্তী স্থান

07:10 V3: V2 এবং V4 এর মাঝের পঞ্চম পাঁজর

V4: বাম midclavicular লাইনের পঞ্চম পাঁজরের মধ্যবর্তী স্থান

07:22 V5: পঞ্চম পাঁজরের মধ্যবর্তী বামপ্রান্তের অগ্রিম বগলের লাইন

V6: পঞ্চম পাঁজরের মধ্যবর্তী বামপ্রান্তের midaxillary লাইন

07:36 RL: কুঁচকির লিগামেন্টের ঠিক উপরে ডান তলপেটের অংশ

LL: কুঁচকির লিগামেন্টের ঠিক উপরে বাম তলপেটের অংশ

07:53 নিশ্চিত করুন পাওয়ার কর্ড এবং রোগীর ক্যাবলএকে অপরের উপর নিয়ে না যায়।
07:59 Mobmon যন্ত্র চালু করতে পাশে পাওয়ার on/ off বোতাম চয়ন করুন।
08:05 ECG লাইভ স্ট্রিম পৃষ্ঠায় ECG দেখতে STEMI যন্ত্রে ECG ট্যাব চয়ন করুন।
08:15 সংক্ষিপ্তকরণ করি।
08:16 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি -

ECG leads, B.P cuff এবং SpO2 স্থিত করা, একটি ECG নেওয়া এবং, রক্তচাপ এবং SpO2 পরীক্ষা করা।

08:31 STEMI INDIA - একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে

প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে, এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

08:45 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

09:00 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে:

STEMI INDIA, এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।

এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya