QGIS/C4/Create-Contour-Lines/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:03, 4 February 2022 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Create Contour Lines in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখব,
00:11 Clipper টুল ব্যবহার করে DEM এ এলাকা ক্লিপ করা।
00:16 DEM এর জন্য contour লাইন দেখানো।
00:20 এবং contour মানচিত্রে সর্বোচ্চ উঁচু এলাকা চিহ্নিত করা।
00:26 এখানে আমি ব্যবহার করছি

Ubuntu Linux OS সংস্করণ 16.04

00:32 QGIS সংস্করণ 2.18
00:36 এবং কার্যকর ইন্টারনেট সংযোগ।
00:40 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:46 এই শৃঙ্খলার পূর্বশর্ত টিউটোরিয়ালের জন্য এই ওয়েবসাইটে যান।
00:53 টিউটোরিয়ালটি অনুশীলন করার প্রয়োজনীয় DEM ডেটা Code files লিঙ্কে উপলব্ধ।
01:00 ফোল্ডারের বিষয়বস্তু ডাউনলোড করুন এবং এক্সট্রাক্ট করুন।
01:05 আমি এই ফোল্ডারটি Desktop এ সংরক্ষণ করেছি।
01:09 ফোল্ডার খুলতে ডবল ক্লিক করুন।
01:13 srtm.tif ফাইলে ডান ক্লিক করুন এবং Open with QGIS Desktop চয়ন করুন।
01:22 স্ক্রীনে মানচিত্র খোলে।
01:25 আপনি Layer মেনুতে Add Raster Layer বিকল্প ব্যবহার করেও tif ফাইল খুলতে পারেন।
01:33 আপনি ক্যানভাসে ভূখণ্ডের DEM দেখবেন।
01:38 Raster menu তে Contour tool ব্যবহার করে এই DEM এর জন্য Contour lines বানানো যেতে পারে।
01:46 Contour lines সম্পর্কে,
01:49 এটি মানচিত্রে একটি লাইন যা সমুদ্রপৃষ্ঠের উপরে বা নীচে সমান উচ্চতার লাইনগুলিকে যোগ করে।
01:57 Contour লাইন মানচিত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উঁচু এলাকা নির্ধারণ করতে সাহায্য করে।
02:04 আমরা এই মানচিত্রে চয়নিত এলাকার জন্য Contour লাইন আঁকতে পারি।
02:10 আমরা এলাকাটি ক্লিপ করতে Raster মেনুতে Clipper টুল ব্যবহার করব।
02:16 Raster মেনুতে ক্লিক করুন। ড্রপ ডাউন থেকে Extraction এ ক্লিক করুন।
02:23 Clipper এ ক্লিক করুন।
02:26 Clipper ডায়ালগ বাক্স খোলে।
02:29 Input file হিসাবে DEM লেয়ার চয়ন করুন।
02:33 এখানে, ডিফল্টরূপে এই লেয়ারটি ইতিমধ্যেই চয়নিত।
02:38 Output file এর জন্য Select বোতামে ক্লিক করুন।
02:42 Select the raster file to save the results to ডায়ালগ বাক্স খোলে।
02:48 ডায়ালগ বাক্সে, ফাইলের নাম Clip-DEM.tif দিন।
02:56 নীচে ডানদিকের কোণায় Save বোতামে ক্লিক করুন।
03:01 Clipper ডায়ালগ বাক্সে, No data value চেক বাক্সে চেক করুন। মান শূন্য করুন।
03:10 Clipping mode শিরোনামে, Extent রেডিও বোতামে ক্লিক করুন।
03:16 QGIS উইন্ডোতে যান।
03:19 কার্সার এখন প্লাস (+) চিহ্ন হিসাবে দেখায়।
03:23 আপনার বাম মাউস বোতামটি ধরে রাখুন এবং পছন্দের এলাকা আচ্ছাদন করতে আয়তক্ষেত্র আঁকুন।
03:30 এই প্রদর্শনের জন্য আমি মুম্বাই এলাকা চয়ন করব।
03:35 Clipper ডায়ালগ বাক্সে, Load into canvas when finished এর পাশের চেক বাক্স চেক করুন।
03:42 অন্যান্য ডিফল্ট সেটিংস একই রাখুন।
03:46 নীচে ডানদিকে কোণায় OK বোতামে ক্লিক করুন।
03:51 প্রক্রিয়া সম্পূর্ণ হলে, OK বোতামে ক্লিক করে পপ আপ উইন্ডো বন্ধ করুন।
03:58 Clipper ডায়ালগ বাক্সে নীচে ডানদিকের কোণায় Close বোতামে ক্লিক করুন।
04:05 ক্যানভাসে আপনি একটি নতুন লেয়ার লোড হতে দেখবেন।
04:10 Clip-DEM লেয়ার বাদে Layers Panel এ সকল লেয়ার নিষ্ক্রিয় করুন।
04:16 এখন আমরা Contour টুল দ্বারা এই মানচিত্রের জন্য contour লাইন বানাতে প্রস্তুত।
04:23 Raster মেনুতে ক্লিক করুন।
04:26 Extraction এ নীচে স্ক্রোল করুন।
04:29 সাব-মেনু থেকে, Contour এ ক্লিক করুন।
04:34 Contour ডায়ালগ বাক্স খোলে। Input file ড্রপ ডাউন থেকে, Clip-DEM লেয়ার চয়ন করুন।
04:43 Output file এর জন্য Select বোতামে ক্লিক করুন। ডায়ালগ বাক্স খোলে।
04:51 ডায়ালগ বাক্সে, ফাইলের নাম Contour.shp দিন। Save বোতামে ক্লিক করুন।
05:00 Contour ডায়ালগ বাক্সে, Interval between contour lines এ 50 চয়ন করুন।
05:07 এটি 50 মিটার ব্যবধানের জন্য contour লাইন বানাবে।
05:12 Attribute name এর পাশের চেক বাক্সে ক্লিক করুন।
05:17 প্রতিটি contour লাইনের জন্য এলিভেশনের ভ্যালু E L E V এট্রিবিউট হিসাবে রেকর্ড হবে।
05:24 Load into canvas when finished এর পাশের বাক্স চেক করুন।
05:29 Contour ডায়ালগ বাক্সের নীচে ডানদিকে কোণায় OK বোতামে ক্লিক করুন।
05:36 প্রক্রিয়া শেষ হলে, OK বোতামে ক্লিক করে পপ আপ উইন্ডো বন্ধ করুন।
05:43 Contour ডায়ালগ বাক্স বন্ধ করতে Close বোতামে ক্লিক করুন।
05:48 Layers panel এ একটি নতুন লেয়ার Contour জুড়ে গেছে।
05:53 contour লাইনের রঙ বদলান।
05:57 Contour লেয়ারে ডান ক্লিক করুন। Styles চয়ন করুন।
06:03 রঙ বদলাতে ত্রিভুজটি ঘোরান।
06:07 আপনার পছন্দের রঙ চয়ন করুন।
06:11 Layers panel এ চেক বাক্সগুলি আনচেক করে অন্যান্য লেয়ার লুকান।
06:17 Contour লেয়ারের জন্য Attribute table খুলুন।
06:21 অ্যাট্রিবিউট টেবিলে, প্রতিটি লাইন ফীচারে E L E V নামে একটি অ্যাট্রিবিউট থাকে।
06:28 এই কলামে প্রদত্ত মান সেই contour লাইনের জন্য মিটারে উচ্চতা।
06:35 অবরোহী ক্রমে ভ্যালু শর্ট করতে কয়েকবার কলাম হেডারে ক্লিক করুন।
06:42 প্রথম সারিটি আমাদের ডেটাতে সর্বোচ্চ উচ্চতা দেখায়।
06:47 টেবিলের নীচে স্ক্রোল করুন, অন্তিম সারিটি সর্বনিম্ন উচ্চতা দেখায়।
06:54 উপরে স্ক্রোল করুন এবং এটি চয়ন করতে প্রথম সারিতে ক্লিক করুন।
06:59 টুল বারে Zoom map to the selected rows বোতামে ক্লিক করুন।
07:06 QGIS উইন্ডোতে যান।
07:09 আপনি চয়নিত contour লাইন হলুদ রঙে লক্ষণীয় দেখবেন।
07:14 এটি এই data-set এ সর্বোচ্চ উচ্চতার এলাকা।
07:20 প্রজেক্টটি সংরক্ষণ করুন।
07:23 টুল বারে Save As টুলে ক্লিক করুন।
07:27 একটি উপযুক্ত নাম দিন।
07:30 একটি সুবিধাজনক স্থানে সংরক্ষণ করুন। Save বোতামে ক্লিক করুন।
07:37 সংক্ষেপে,
07:39 এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখেছি
07:42 Clipper টুল ব্যবহার করে DEM এ এলাকা ক্লিপ করা।
07:47 DEM এর জন্য contour লাইন দেখানো।
07:51 contour মানচিত্রে সর্বোচ্চ উঁচু এলাকা চিহ্নিত করা।
07:56 এখানে অনুশীলনী রয়েছে।
07:59 DEM এ আপনার পছন্দের এলাকার জন্য contour লাইন বানান। এলাকার সর্বোচ্চ উচ্চতা খুঁজুন।
08:09 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
08:16 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
08:26 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
08:30 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
08:38 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta