QGIS/C2/Vector-Data-Styling/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Vector Data Styling in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:

QGIS এ ভেক্টর ডেটা লোড করা,

00:14 Single symbol স্টাইলিং, Categorized স্টাইলিং, Graduated স্টাইলিং এবং
00:25 Labeling বৈশিষ্ট্য ব্যবহার করে ভেক্টর ডেটা স্টাইল করা।
00:28 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি,

Ubuntu Linux OS সংস্করণ 16.04.

QGIS সংস্করণ 2.18.

00:39 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:46 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইট দেখুন।
00:51 এই টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে প্লেয়ারের নীচে স্থিত Code files লিঙ্কে দেওয়া ফোল্ডারটি ডাউনলোড করতে হবে।
01:01 ডাউনলোড করা zip ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করুন।
01:05 এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে world.shp ফাইলে যান।
01:11 আমি ইতিমধ্যেই কোড ফাইলটি ডাউনলোড, এক্সট্র্যাক্ট করেছি এবং Desktop এ ফোল্ডারে সংরক্ষণ করেছি।
01:19 code-file ফোল্ডারটি খুলতে এতে ডাবল ক্লিক করুন।
01:24 world.shp ফাইলে ডান ক্লিক করুন।
01:29 কনটেক্সট মেনু থেকে, Open with QGIS Desktop বিকল্প চয়ন করুন।
01:36 QGIS ইন্টারফেস খোলে।
01:39 QGIS Tips ডায়ালগ বাক্স খোলে।
01:43 ডায়ালগ বাক্স বন্ধ করতে OK বোতামে ক্লিক করুন।
01:49 বিশ্ব মানচিত্র ডিফল্ট স্টাইলে ক্যানভাসে লোড হয়।
01:54 আপনি Layers Panel এ world লেয়ার দেখতে পারেন।
01:58 world লেয়ারে ডান ক্লিক করুন।
02:01 কনটেক্সট মেনু থেকে, Open Attribute Table চয়ন করুন।
02:06 এই লেয়ারের জন্য Attribute টেবিল খোলে।
02:10 এখানে আমরা রো এবং কলাম ফরম্যাটে এমবেড করা বিভিন্ন বৈশিষ্ট্যের সকল ডেটা দেখতে পারি।
02:18 দেশের নাম ADMIN কলামে দেওয়া আছে।
02:22 স্লাইডার টেবিলের নীচে টেনে আনুন এবং POP_EST কলামে যান।
02:30 এই কলামে বিভিন্ন দেশের জনসংখ্যা তালিকাভুক্ত রয়েছে।
02:35 এরপর, আমরা এখানে দেখানো জনসংখ্যার তথ্য বিশ্বের মানচিত্রে বিভিন্ন শৈলীতে চিত্রিত করব।
02:43 attribute টেবিল বন্ধ করুন।
02:46 world লেয়ারে ডান ক্লিক করুন।
02:49 কনটেক্সট মেনু থেকে, Properties বিকল্প চয়ন করুন।
02:53 Layer Properties ডায়ালগ বাক্স খোলে।
02:57 বাম প্যানেল থেকে Style ট্যাবে ক্লিক করুন।
03:01 Style ট্যাবে বিভিন্ন স্টাইলিং বিকল্প উপলব্ধ।
03:05 ডায়ালগ বাক্সের উপরের বাম কোণে স্থিত ড্রপ ডাউন বোতামে ক্লিক করুন।
03:11 আপনি এখানে বিভিন্ন স্টাইলিং বিকল্প দেখবেন।
03:15 আমরা এই টিউটোরিয়ালে প্রথম তিনটি বুঝবো।
03:19 Single Symbol বিকল্প চয়ন করুন।
03:22 এই বিকল্পটি আপনাকে একক শৈলী চয়ন করতে দেয়।
03:27 নির্বাচিত স্টাইল লেয়ারের সকল ফীচারে প্রয়োগ হয়ে যাবে।
03:32 Fill প্যানেলের নীচে উপলব্ধ add Symbol layer বোতামে ক্লিক করুন।
03:38 Symbol layer type এর নীচে বিভিন্ন স্টাইল বিকল্প প্রদর্শিত হয়।
03:43 যেহেতু এটি একটি পলিগন ডেটাসেট, আমাদের কাছে দুটি মৌলিক পছন্দ রয়েছে।
03:48 আপনি পলিগনকে আপনার পছন্দের রঙ এবং স্টাইল দ্বারা পূরণ করতে পারেন।
03:55 Outline এর রঙ, স্টাইল এবং প্রস্থও পরিবর্তন করা যেতে পারে।
04:02 Fill ড্রপ ডাউনের পাশের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন।
04:06 রঙের ত্রিভুজ খোলে।
04:09 প্রয়োজনীয় রঙ চয়ন করতে রঙের ত্রিভুজটি ঘোরান। আমি নীল রঙ চয়ন করব।
04:17 একইভাবে, Outline এর রঙ চয়ন করুন।
04:21 আমি হলুদ চয়ন করব।
04:25 Fill style এ Dense1
04:29 Outline style, solid line.
04:33 Outline width, 0.46 millimeters.
04:38 বোঝার জন্য বিভিন্ন স্টাইল বিকল্প উপলব্ধ।
04:43 স্টাইলিং সম্পন্ন করার পর, Layers Properties ডায়ালগ বাক্সের নীচে বাম কোণে OK বোতামে ক্লিক করুন।
04:52 ক্যানভাসে আপনি দেখবেন যে আপনার দ্বারা চয়নিত স্টাইল, প্যাটার্ন সহ নতুন স্টাইল লেয়ারে লাগু হয়ে গেছে।
04:59 এখন আমরা দেখব যে জনসংখ্যার ডেটা কিভাবে ম্যাপ করে।
05:03 জনসংখ্যার ডেটা ম্যাপ করতে Single Symbol স্টাইল খুব কার্যকর নয়।
05:09 আরেকটি স্টাইলিং বিকল্প বুঝি।
05:13 আবার world লেয়ারে ডান ক্লিক করুন এবং Properties বিকল্প চয়ন করুন।
05:19 Layers Properties ডায়ালগ বাক্সে, এবার আমরা Style ট্যাব থেকে Categorized চয়ন করব।
05:26 Categorized অর্থাৎ, লেয়ারের বৈশিষ্ট্য রঙের বিভিন্ন শেডে দেখাবে।
05:33 এই রঙের শেডগুলি attribute fields এ অনন্য মান ভিত্তিক।
05:39 যেহেতু আমরা জনসংখ্যার ডেটা ম্যাপ করার চেষ্টা করছি, Column ড্রপ ডাউনে আমরা POP_EST চয়ন করব।
05:48 ড্রপ-ডাউন থেকে আপনার পছন্দিত রঙের ramp বেছে নিন। আমি Blues চয়ন করব।
05:55 মধ্যম প্যানেলের নীচে Classify বোতামে ক্লিক করুন।
06:00 মাঝখানের প্যানেলটি সংশ্লিষ্ট মান সহ বিভিন্ন ক্লাস দেখায়।
06:07 নীচে ডানদিকে কোণায় OK বোতামে ক্লিক করুন।
06:11 বিশ্বের মানচিত্রে, আপনি নীল ছায়ায় বিভিন্ন দেশ দেখতে পাবেন।
06:17 মানচিত্র জুম-ইন এবং জুম-আউট করতে মাঝের মাউস বোতামটি নীচে স্ক্রোল করুন।
06:22 হালকা রঙের শেড কম জনসংখ্যা প্রতিনিধিত্ব করে।
06:26 গাঢ় রঙের শেড অধিক জনসংখ্যা প্রতিনিধিত্ব করে।
06:31 আবার Layers Properties ডায়ালগ বাক্স খুলুন।
06:37 Style ট্যাবে, ড্রপ ডাউন বোতামে ক্লিক করুন।
06:41 Graduated symbology সম্পর্কে বুঝি। Graduated বিকল্প চয়ন করুন।
06:48 Graduated সিম্বলজি টাইপ আপনাকে অনন্য ক্লাসে কলামে ডেটা বিভাজনের অনুমতি দেয়।
06:55 আমরা প্রতিটি ক্লাসের জন্য আলাদা স্টাইল চয়ন করতে পারি।
07:00 Column ড্রপ-ডাউন থেকে, POP_EST চয়ন করুন।
07:06 আমরা আমাদের জনসংখ্যার ডেটা 3টি শ্রেণী নিম্ন, মাঝারি এবং উচ্চতে শ্রেণীবদ্ধ করার কথা ভাবতে পারি।
07:13 তাই, Classes ড্রপ-ডাউনে থেকে 3 চয়ন করুন।
07:18 আপনি দেখবেন যে 3টি ক্লাস সংশ্লিষ্ট মান সহ প্যানেলে দেখা যাচ্ছে।
07:25 Classify বোতামে ক্লিক করুন।
07:28 Mode ড্রপ-ডাউনে ক্লিক করুন।
07:31 এখানে অনেকগুলি Mode বিকল্প রয়েছে।
07:35 জিনিসগুলি সহজ রাখতে, Quantile মোড ব্যবহার করুন।
07:40 এই মোডগুলি ডেটাকে আলাদা ক্লাসে বিভক্ত করতে বিভিন্ন পরিসংখ্যানগত অ্যালগরিদম ব্যবহার করে।
07:47 এছাড়াও লক্ষ্য করুন যে Graduated স্টাইলে ব্যবহার করা অ্যাট্রিবিউটের জন্য, এটি সংখ্যাসূচক ফীল্ড হতে হবে।
07:55 সংখ্যাসূচক মান পূর্ণসংখ্যা বা বাস্তব মান হতে পারে।
08:00 String type সহ Attribute ফীল্ড এই স্টাইলিং বিকল্পের সাথে ব্যবহার করা যাবে না।
08:06 OK বোতামে ক্লিক করুন।
08:10 এখন মানচিত্রে আপনি দেশকে নীল রঙের ৩টি ভিন্ন শেডে দেখবেন।
08:16 এই রঙের শেডগুলি দেশের জনসংখ্যার তথ্য উপস্থাপন করে।
08:22 লেয়ার প্যানেলে আপনি এই লেয়ারের জন্য 3টি ক্লাস দেখতে পাবেন।
08:27 এখানে আরো কিছু স্টাইলিং বিকল্প রয়েছে।
08:31 আমরা এই প্রতিটি ক্লাসের জন্য আলাদা স্টাইল এবং রঙ চয়ন করতে পারি।
08:37 আবার Layer Properties ডায়ালগ বাক্স খুলুন।
08:42 Classes ট্যাবে, Symbol কলামের নীচে রঙিন বাক্সে ডাবল ক্লিক করুন।
08:49 Symbol Selector ডায়ালগ বাক্স খোলে।
08:53 Color ড্রপ-ডাউন বিকল্পে, ড্রপ-ডাউন অ্যারোতে ক্লিক করুন। রঙের ত্রিভুজ খোলে।
09:01 প্রয়োজনীয় রঙ চয়ন করতে রঙের ত্রিভুজটি ঘোরান।
09:05 কম জনসংখ্যা দেখাতে আমি লাল রঙ বেছে নেব।
09:10 Symbol selector ডায়ালগ বাক্সে OK বোতামে ক্লিক করুন।
09:15 একইভাবে অন্য দুটি ক্লাসের রঙ বদলান।
09:19 আমি মাঝারির জন্য হলুদ এবং উচ্চের জন্য সবুজ চয়ন করব।
09:35 Legend কলামের প্রথম সারিতে ডাবল ক্লিক করুন। প্রথম সারিতে low লিখুন।
09:42 দ্বিতীয় সারিতে Medium লিখুন। এবং তৃতীয় সারিতে High লিখুন।
09:48 নির্বাচিত রেঞ্জ এডিট করতে Values কলামের প্রথম সারিতে ডাবল-ক্লিক করুন।
09:54 Enter class bounds টেক্সট বাক্স খোলে। আপনি চাইলে আপনি নিম্ন মান এবং উচ্চ মান এডিট করতে পারেন।
10:04 আপাতত আমরা মানগুলি অপরিবর্তিত রাখব। OK বোতামে ক্লিক করুন।
10:10 Layer Properties ডায়ালগ বাক্সে OK বোতামে ক্লিক করুন।
10:15 বিশ্বের মানচিত্র দেখুন।
10:17 এখন নিম্ন, মাঝারি, উচ্চ জনসংখ্যার দেখাতে আমাদের কাছে 3টি ভিন্ন রঙ রয়েছে।
10:24 Layers Panel দেখুন।
10:27 এখানে আমাদের জনসংখ্যার মান ব্যাখ্যা করতে স্পষ্টভাবে চিহ্নিত শ্রেণির নাম এবং রঙ রয়েছে।
10:36 এই স্টাইলটি আগের দুটি প্রচেষ্টার তুলনায় অনেক অধিক উপযোগী মানচিত্র বানায়।
10:42 এখন ভেক্টর ফাইলে বিভিন্ন বৈশিষ্ট্যে লেবেল করা দেখি।
10:47 প্রদর্শনের জন্য দেশগুলোর নাম লেবেল করি।
10:52 আবার Layer Properties ডায়ালগ বাক্স খুলুন।
10:57 বাম প্যানেল থেকে, Labels ট্যাব চয়ন করুন।
11:01 প্রথম টেক্সট বাক্স ড্রপ-ডাউনে, Show labels for this layer চয়ন করুন।
11:08 অ্যাট্রিবিউট টেবিলের ADMIN কলামে দেশের নামের তালিকা রয়েছে।
11:14 তাই Label with ড্রপ ডাউনে, ADMIN চয়ন করুন।
11:20 স্টাইল মেনুতে, Buffer চয়ন করুন।
11:23 Draw text buffer চেক বাক্স চেক করুন।
11:27 টেক্সটের আকার প্রয়োজন অনুযায়ী বদলানো যেতে পারে।
11:32 কালার ড্রপ-ডাউন থেকে রঙ চয়ন করুন।
11:38 OK বোতামে ক্লিক করুন।
11:40 বিশ্বের মানচিত্রে আমরা প্রদর্শিত দেশের নাম দেখতে পারি।
11:46 সংক্ষেপে,
11:48 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:

QGIS এ ভেক্টর ডেটা লোড করা।

11:55 Single symbol স্টাইলিং, Categorized স্টাইলিং, Graduated স্টাইলিং এবং
12:07 Labeling বৈশিষ্ট্য ব্যবহার করে ভেক্টর ডেটা স্টাইল করা।
12:10 অনুশীলনী হিসাবে,
12:12 POP_EST ডেটা সেটকে 5টি ক্লাসে শ্রেণীবদ্ধ করুন।
12:19 Graduated স্টাইলিং মেথড, Equal Interval মোড ব্যবহার করুন।
12:24 আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত।
12:29 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত জানতে আমাদের লিখুন।
12:48 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
12:53 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ।
13:05 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta