QGIS/C2/Plugins/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:26, 24 January 2022 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Plugins in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব,

Core Plugins সক্রিয় করা।

00:13 External Plugin সংস্থাপিত করা।
00:16 QGIS ইন্টারফেসে একটি Plugin এ যাওয়া।
00:20 QuickMapServices Plugin সংস্থাপিত করা।
00:23 OpenStreetMap data ডাউনলোড করা।
00:26 OSM data কে shapefile এ বদলাতে QuickOSM Plugin ব্যবহার করা।
00:32 Qgis2threejs Plugin ব্যবহার করে ম্যাপ লেয়ারের 3D ভিজ্যুয়ালাইজেশন দেখা।
00:39 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

Ubuntu Linux OS সংস্করণ 16.04

00:47 QGIS সংস্করণ 2.18
00:51 Mozilla Firefox ব্রাউজার 54.0 এবং
00:55 একটি কার্যকর ইন্টারনেট সংযোগ।
00:58 টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
01:06 পূর্বশর্ত QGIS টিউটোরিয়ালের জন্য, এই ওয়েবসাইটে যান, https://spoken-tutorial.org/
01:12 plugins সম্পর্কে,
01:14 QGIS Plugins, সফ্টওয়্যারে দরকারী বৈশিষ্ট্য যোগ করে।
01:19 এগুলি ডেভেলপার এবং অন্যান্য স্বাধীন ইউসারের দ্বারা লেখা।
01:24 QGIS ইন্টারফেসের মেনু বারে Plugins বিকল্প উপলব্ধ।
01:30 Plugins এ, ইন্টারফেসের বিভিন্ন স্থানে মেনু আইটেম সন্নিবেশ করা এবং নতুন প্যানেল এবং টুলবার বানানোর ক্ষমতা রয়েছে।
01:42 এখানে আমি QGIS ইন্টারফেস খুলেছি।
01:46 মেনু বারে Plugins এ ক্লিক করুন।
01:50 ড্রপ-ডাউন থেকে, Manage and Install plugins চয়ন করুন৷
01:55 Plugins ডায়ালগ বাক্স খোলে।
01:58 এখানে আপনি এমন ইউসার পাবেন যা ইউসারকে plugins সক্ষম/অক্ষম, সংস্থাপিত/সংস্থাপিত বন্ধ করা এবং আপগ্রেডের অনুমতি দেয়।
02:08 আপনি একটি নির্দিষ্ট plugin খুঁজতে বাম প্যানেলে ফিল্টার ব্যবহার করতে পারেন।
02:14 ডিফল্টরূপে সকল মেনু চয়নিত।
02:18 অনুগ্রহ করে ডান প্যানেলে দেওয়া তথ্য পড়ুন।
02:22 এখানে সকল উপলব্ধ প্লাগইন তালিকাভুক্ত।
02:25 এতে Core plugins এবং external plugins রয়েছে।
02:30 বাম প্যানেলে Installed মেনুতে ক্লিক করুন।
02:34 ডান প্যানেলে দেওয়া নির্দেশাবলী পড়ুন।
02:38 plugin সক্রিয় বা নিষ্ক্রিয় করতে চেক বাক্সে ক্লিক করুন বা নামের উপর ডাবল ক্লিক করুন।
02:45 আপনার QGIS এ সংস্থাপিত করা Plugins গুলি এখানে তালিকাভুক্ত।
02:50 QGIS সংস্থাপনের সময় সংস্থাপিত এগুলি কয়েকটি plugins Core plugins.
02:57 Core plugin ব্যবহার করতে, আমাদের plugin সক্রিয় করতে হবে।
03:03 Processing plugin এ যান।
03:06 search bar এ Processing লিখুন।
03:10 নামটি search bar এর নীচে প্রদর্শিত হবে।
03:13 plugin নামের উপর ক্লিক করুন।
03:16 আপনি এর বিবরণ ডান প্যানেলে দেখবেন।
03:20 Processing plugin হল একটি Core plugin.
03:23 plugin সক্রিয় করতে plugin নামের পাশের চেক বাক্সে ক্লিক করুন।
03:30 Plugins ডায়ালগ বাক্স বন্ধ করুন।
03:33 Processing plugin এখন মেনু বারে সক্রিয়।
03:37 আবার Plugins ডায়ালগ বাক্স খুলুন।
03:41 search bar সাফ করুন এবং লিখুন Spatial Query.
03:46 সার্চ বারের নীচে plugin এর নাম দেখা যাচ্ছে।
03:50 এই plugin ইতিমধ্যেই সক্রিয়।
03:54 plugin এর নামের উপর ক্লিক করুন।
03:57 এটি হল Core plugin যা QGIS সংস্থাপনের দরুন সংস্থাপিত হয়েছে।
04:03 Core plugins শুধুমাত্র সক্রিয় বা নিষ্ক্রিয় করা যেতে পারে।
04:08 এগুলির QGIS থেকে সংস্থাপন বন্ধ করা যাবে না।
04:12 তাই এখানে বোতাম লক্ষণীয় করা হয়নি।
04:16 plugin বর্ণনায়, Category হল Vector.
04:20 এর মানে একবার সক্রিয় হলে আমরা এই plugin কে Vector এ খুঁজে পেতে পারি। ডায়ালগ বাক্স বন্ধ করুন।
04:29 Spatial Query টুল Vector মেনু এবং টুল বারেও টুল হিসাবে উপলব্ধ।
04:37 এখন একটি external plugin সংস্থাপিত করে।
04:40 আবার Plugins ডায়ালগ বাক্স খুলুন। search bar সাফ করুন।
04:46 বাম প্যানেল থেকে Not installed মেনুতে ক্লিক করুন।
04:50 সকল উপলব্ধ plugins এর সূচী, যা সংস্থাপিত করা নেই এখানে দেখানো হয়েছে।
04:56 এখন QuickMapServices plugin সংস্থাপিত করি।
05:00 Plugins ডায়ালগ বাক্সের শীর্ষে search বাক্সে, QuickMapServices লিখুন।
05:07 সার্চ পরিণামের নীচে QuickMapServices plugin এ ক্লিক করুন।
05:13 QuickMapServices plugin এ basemaps যোগ করা সহজ।
05:19 নীচে ডানদিকে কোণায় Install plugin বোতামে ক্লিক করুন।
05:24 সংস্থাপন পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। Plugins ডায়ালগ বাক্স বন্ধ করুন।
05:30 মেনু বারে Web মেনুতে ক্লিক করুন।
05:34 আপনি নতুন সংস্থাপিত QuickMapServices plugin কে ড্রপ-ডাউনে দেখবেন।
05:40 QuickMapServices এ ক্লিক করুন।
05:43 Landsat, NASA, OSM, ইত্যাদি বিকল্পগুলির সাথে একটি সাব মেনু খোলে।
05:51 OSM হল Open Street Map এর সংক্ষিপ্ত রূপ।
05:55 সাব মেনু থেকে, OSM Standard এ ক্লিক করুন।
05:59 বিশ্বের Open Street Map ক্যানভাসে লোড হবে।
06:05 এটি মাটিতে ভৌত বৈশিষ্ট্য উপস্থাপন করে যেমন রাস্তা, ভবন ইত্যাদি।
06:13 Mumbai area জুম ইন করতে মাউসের মাঝের বোতাম স্ক্রোল করুন।
06:19 আবার Thane region এ জুম করুন।
06:23 status bar এ Current CRS বোতামে ক্লিক করুন।
06:28 CRS সিলেক্টরে, Enable On-The-Fly CRS transformation বিকল্পের জন্য চেক বাক্স চেক করুন।
06:36 Coordinate Reference system থেকে WGS 84 EPSG 4326 চয়ন করুন।
06:45 বাক্স বন্ধ করতে OK বোতামে ক্লিক করুন।
06:49 মানচিত্র ডাউনলোড করতে, Vector মেনুতে ক্লিক করুন।
06:53 ড্রপ-ডাউন থেকে OpenStreetMap বিকল্পে ক্লিক করুন। সাব মেনু থেকে Download Data চয়ন করুন।
07:03 Download OpenStreetMap data ডায়ালগ বাক্স খোলে।
07:08 Extent from map canvas ডিফল্টরূপে চয়নিত। এটি এভাবে রেখে দিন।
07:15 Output file ফীল্ডের পাশে 3টি ডট সহ বোতামে ক্লিক করুন।
07:20 একটি ডায়ালগ বাক্স খোলে, ফাইলের নাম Thane.osm লিখুন।
07:28 একটি উপযুক্ত স্থান চয়ন করুন।
07:31 আমি Desktop চয়ন করব। Save বোতামে ক্লিক করুন।
07:36 Download OpenStreetMap data ডায়ালগ বাক্সে, OK বোতামে ক্লিক করুন।
07:42 স্ট্যাটাস বারে আপনি ডাউনলোডের অগ্রগতি এবং ফাইলের আকার দেখতে পারেন।
07:49 ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর, সফল ডাউনলোড বার্তা দেখবে। OK বোতামে ক্লিক করুন।
07:58 Download OpenStreet Map ডায়ালগ বাক্স বন্ধ করুন।
08:02 OSM ফাইল যা আপনি ডাউনলোড করেছেন শুধুমাত্র একটি ডেটা ফাইল।
08:07 এই ডেটাটি shapefile এ বদলাতে, আপনার QuickOSM নামক একটি plugin প্রয়োজন।
08:14 এই প্লাগইন OSM ডেটাকে QGIS এ ইম্পোর্ট করতে সাহায্য করবে।
08:20 QGIS ইন্টারফেসে ফিরে আসি।
08:23 plugins মেনুতে ক্লিক করুন।
08:26 Manage and Install Plugins চয়ন করুন। Plugins উইন্ডো খোলে।
08:33 Not installed মেনুতে search বাক্সে QuickOSM লিখুন।
08:39 সার্চ পরিণামের নীচে, QuickOSM এ ক্লিক করুন।
08:44 এটি সংস্থাপিত করতে নীচের ডান কোণায় Install plugin বোতামে ক্লিক করুন।
08:50 সংস্থাপন পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। Close বোতামে ক্লিক করুন।
08:57 মেনু বারে Vector মেনুতে ক্লিক করুন।
09:01 QuickOSM এ ক্লিক করুন। সাব মেনু থেকে, QuickOSM এ ক্লিক করুন।
09:09 QuickOSM ডায়ালগ বাক্স খোলে।
09:13 বাম প্যানেল থেকে OSM ফাইল বিকল্পে ক্লিক করুন।
09:17 OSM ফাইলে, ব্রাউজে ক্লিক করুন এবং Thane.osm ফাইলে যান। Open বোতামে ক্লিক করুন।
09:27 Points, Lines, Multilinestrings, Multipolygons এর জন্য চেক বাক্সে ক্লিক করুন যদি এখন চেক নেই।
09:37 QuickOSM ডায়ালগ বাক্সে, Open বোতামে ক্লিক করুন।
09:42 প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে।
09:45 প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ট্যাটাস বার 100 শতাংশ দেখায়।
09:50 QuickOSM ডায়ালগ বাক্স বন্ধ করুন।
09:54 OSM ডেটা ক্যানভাসে লোড হয়।
09:58 লক্ষ্য করুন যে Layers, Layers Panel এ জুড়ে যায়।
10:03 এখন আমরা vector layers এর জন্য ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশন বানাবো।
10:09 মেনু আইটেম Plugins এ ক্লিক করুন।
10:12 Manage and Install Plugins চয়ন করুন। Plugins উইন্ডো খোলে।
10:19 Plugins ডায়ালগ বাক্সের উপরের search বাক্সে, Qgis2threejs লিখুন।
10:26 Qgis2threejs এ ক্লিক করুন।
10:30 ডান প্যানেলে, Qgis2threejs এর বর্ণনা দেওয়া হয়েছে।
10:36 এটি সংস্থাপিত করতে নীচের ডান কোণায় Install plugin বোতামে ক্লিক করুন।
10:42 সংস্থাপন পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন। Close বোতামে ক্লিক করুন।
10:48 Qgis2threejs Plugin টুল, টুলবারে দেখা যায়।
10:54 plugin ও মেনু বারে Web মেনুতে পাওয়া যাবে।
10:59 Layers Panel এ, Point, Lines এবং Multistrings layers লুকান।
11:06 Lines, Points, Multilinestrings layers এর পাশের চেক বাক্সগুলি আনচেক করুন।
11:14 ক্যানভাসে শুধুমাত্র Multipolygons layer দৃশ্যমান।
11:19 টুলবার এ Qgis2threejs এ ক্লিক করুন।
11:24 Qgis2threejs ডায়ালগ বাক্স খোলে।
11:29 ডায়ালগ বাক্সে, Polygon বিভাগে OSMFile এর পাশের চেক বাক্সে ক্লিক করুন।
11:36 Output HTML file path টেক্সট বাক্সের পাশে Browse বোতামে ক্লিক করুন।
11:42 Output filename ডায়ালগ বাক্স খোলে। ফাইলটির নাম Buildings দিন।
11:50 ফাইল সংরক্ষণ করতে একটি উপযুক্ত স্থান চয়ন করুন।
11:54 আমি Desktop চয়ন করব।
11:57 ডায়ালগ বাক্সের নীচে ডান কোণে Save বোতামে ক্লিক করুন।
12:03 Qgis2threejs ডায়ালগ বাক্সে, টেক্সট বাক্সে ফাইলের পাথ দেখায়। Run বোতামে ক্লিক করুন।
12:13 নীচের অংশে স্ট্যাটাস বাড়ে দেখানো অনুযায়ী প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
12:19 নতুন ব্রাউজার উইন্ডোতে Buildings html ফাইল খোলে।
12:24 ত্রিমাত্রিক ভবন দেখতে জুম ইন করুন।
12:29 QGIS ক্যানভাসে ফিরে আসি।
12:33 আবার Plugins ডায়ালগ বাক্স খুলুন।
12:36 বাম প্যানেল থেকে Settings মেনুতে ক্লিক করুন।
12:40 এই মেনুতে আপনি নিম্ন বিকল্প ব্যবহার করতে পারেন।

1. Check for updates, 2. Show also experimental plugins, 3. Show also deprecated plugins.

12:52 এখানে আমাদের কাছে বাইরের অথর repositories যোগ করার বোতাম আছে।
12:58 আসন্ন টিউটোরিয়ালে একটি নতুন প্লাগইন বানানোর উপায় দেখানো হবে। ডায়ালগ বাক্স বন্ধ করুন।
13:08 সংক্ষেপে,
13:10 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,

Core Plugins সক্রিয় করা, External Plugin সংস্থাপিত করা, QGIS ইন্টারফেসে একটি Plugin এ যাওয়া, QuickMapServices Plugin সংস্থাপিত করা।

13:27 OpenStreetMap data ডাউনলোড করা।
13:30 OSM ডেটাকে shapefile এ বদলাতে QuickOSM Plugin ব্যবহার করা।
13:35 Qgis2threejs Plugin ব্যবহার করে map layer এর 3D ভিজ্যুয়ালাইজেশন দেখা।
13:41 অনুশীলনী হিসাবে, ব্যাঙ্গালোর এলাকার জন্য ত্রিমাত্রিক ভবন মানচিত্র বানান।
13:47 ব্যাঙ্গালোর এলাকায় OpenStreetMap data জুম ইন ব্যবহার করুন।
13:53 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
14:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
14:13 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
14:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশনে সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ।
14:31 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta