QGIS/C2/Installation-of-QGIS/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
TIme Narration
00:01 QGIS সংস্থাপনের স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা QGIS কে,

Ubuntu Linux

00:15 Windows এবং Mac অপারেটিং সিস্টেমে সংস্থাপিত করা শিখব।
00:20 সংস্থাপনের জন্য, আমি ব্যবহার করছি,

উবুন্টু লিনাক্স সংস্করণ 16.04

00:28 Windows 10
00:30 Mac OS X 10.10 এবং
00:33 কার্যকর ইন্টারনেট সংযোগ।
00:36 Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
00:43 প্রম্পটে লিখুন sudo space su এবং এন্টার টিপুন।
00:52 একটি বার্তা প্রদর্শিত হয় যে কোন প্রম্পটে আপনাকে system password লিখতে হবে।
00:58 লিখুন password এবং এন্টার টিপুন।
01:02 এখন সংস্থাপনের জন্য আমাদের কিছু কমান্ড নিষ্পাদিত করতে হবে।
01:08 এখানে আমার কাছে প্রয়োজনীয় কমান্ডের তালিকা রয়েছে।
01:13 এই ফাইলটি QGIS Installation Repositories নাম সহ Code files লিঙ্কে উপলব্ধ।
01:21 এখন QGIS repositories কে sources.list ফাইলে যোগ করুন।
01:28 নিম্ন কমান্ডটি কপি করুন। কপি করতে Ctrl C ব্যবহার করুন।
01:34 terminal prompt এ ডান ক্লিক করুন এবং paste চয়ন করে এন্টার টিপুন।
01:43 sources.list ফাইল সহ Gedit editor খুলবে।
01:48 QGIS Installation Repositories ফাইলে ফিরে যান।
01:53 এখন sources.list ফাইলের শেষে এখানে দুটি চিহ্নঙ্কিত লাইন যোগ করুন।
02:00 এখানে দেখানো দুটি লাইন কপি করুন।
02:04 sources.list ফাইলের শেষে পেস্ট করুন।
02:09 ফাইল সংরক্ষণ করতে Ctrl S টিপুন।
02:13 এখন আপনার উইন্ডোর উপরের বাম কোণে ক্রসে ক্লিক করে ফাইলটি বন্ধ করুন।
02:20 terminal prompt এ লিখুন, sudo space apt-get space update এবং এন্টার টিপুন।
02:32 এই প্রক্রিয়ায় কিছু সময় লাগতে পারে। আপডেট এখন সম্পূর্ণ হয়েছে।
02:39 এখানে আমাদের আরো কয়েকটি কমান্ড কার্যকর করতে হবে।
02:44 QGIS Installation Repositories ফাইলে যান।
02:49 নিম্ন তিনটি কমান্ড এখানে দেখানো হয়েছে।
02:53 আমাদের এটি একে একে কার্যকর করতে হবে।
02:57 এক সময়ে একটি কমান্ড কপি করুন এবং টার্মিনালে পেস্ট করুন।
03:03 প্রম্পটে প্রতিটি কমান্ড পেস্ট করার পর এন্টার টিপুন।
03:27 তৃতীয় কমান্ড কার্যকর করার পর, আপনি একটি OK বার্তা দেখবেন।
03:32 এখন QGIS Installation Repositories ফাইল থেকে অন্তিম কমান্ড নিষ্পাদিত করুন। নিম্ন কমান্ডটি কপি করুন।
03:41 এটি terminal prompt এ পেস্ট করুন এবং এন্টার টিপুন।
03:47 চালিয়ে যেতে Y টিপুন এবং এন্টার টিপুন।
03:53 এই প্রক্রিয়ায় কিছু সময় লাগবে।
03:57 সংস্থাপন এখন সম্পূর্ণ হয়েছে।
04:01 আপনার কীবোর্ডে Windows কী টিপুন এবং Search bar এ QGIS লিখুন।
04:09 আপনি QGIS Desktop Application দেখতে সক্ষম হবেন। QGIS খুলতে এতে ক্লিক করুন।
04:18 এটি হল QGIS ইন্টারফেস।
04:22 এখন Windows এ QGIS সংস্থাপন দেখি।
04:27 QGIS Installation Repositories ফাইলে ফিরে যান। নিম্ন লিঙ্কটি কপি করুন।
04:35 আপনার সিস্টেমে যে কোনো ওয়েব ব্রাউজার খুলুন। আমি Chrome খুলছি।
04:42 কপি করা লিঙ্ক ওয়েব ব্রাউজারে পেস্ট করুন এবং এন্টার টিপুন।
04:49 এই এরর ম্যাসেজ উপেক্ষা করুন এবং OK তে ক্লিক করুন।
04:55 Long term release repository most stable বিভাগে নীচে স্ক্রোল করুন।
05:01 আপনার সিস্টেম অনুযায়ী 64 বিট বা 32 বিটের মাঝের উপযুক্ত সেটআপ বেছে নিন।
05:09 সংশ্লিষ্ট setup ফাইলের বাম দিকে দেওয়া Download আইকনে ক্লিক করুন।
05:16 আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে installer ফাইল ডাউনলোড হতে কিছু সময় লাগবে।
05:23 আমি ইতিমধ্যেই এই সেটআপ ফাইল ডাউনলোড করেছি এবং Downloads folder এ সংরক্ষণ করেছি।
05:30 এখন Downloads folder এ যাই।
05:34 task bar এ উপলব্ধ search বাক্সে, downloads লিখুন।
05:40 Downloads বিকল্পে ক্লিক করুন।
05:43 Downloads ফোল্ডার খোলে।
05:46 QGIS installer ফাইল খুঁজুন।
05:50 সংস্থাপন প্রক্রিয়া শুরু করতে এতে ডাবল ক্লিক করুন।
05:55 আপনার সিস্টেমে একটি ডায়ালগ বাক্স খুলবে। শুরু করতে Yes এ ক্লিক করুন।
06:02 Installation Wizard খোলে।
06:05 নির্দেশাবলী পড়ুন এবং Next বোতামে ক্লিক করুন।
06:10 software license agreement পৃষ্ঠায়, I Agree বোতামে ক্লিক করুন।
06:16 সেই স্থান চয়ন করুন যেখানে সফ্টওয়্যার সংস্থাপিত করতে হবে, নিশ্চিত না হলে ডিফল্ট স্থান রেখে দিন।
06:24 সংস্থাপনের জন্য আপনাকে কোনো অতিরিক্ত উপাদান নির্বাচন করতে হবে না, QGIS শুরু করুন।
06:32 Install বোতামে ক্লিক করুন।
06:35 সংস্থাপনে কিছু সময় লাগবে।
06:40 সংস্থাপন সম্পূর্ণ করতে Finish বোতামে ক্লিক করুন। QGIS এখন আপনার সিস্টেমে সংস্থাপিত হয়েছে।
06:51 taskbar এ উপলব্ধ search বাক্সে, QGIS লিখুন।
06:57 তালিকায়, আপনি QGIS Desktop Application দেখতে সক্ষম হবেন।
07:04 QGIS খুলতে এতে ক্লিক করুন।
07:09 এটি হল QGIS ইন্টারফেস।
07:13 এখন Mac OS এ QGIS সংস্থাপন দেখি।
07:19 QGIS ডাউনলোড ওয়েব পেজে ফিরে যান যা আমরা আগে খুলেছিলাম।
07:25 Mac OS X ট্যাবের জন্য Download খুলুন।
07:29 Long term release most stable বিভাগে নীচে স্ক্রোল করুন।
07:34 সংশ্লিষ্ট setup ফাইলের বাম দিকে প্রদত্ত download icon এ ক্লিক করুন।
07:40 একটি ডায়ালগ বাক্স খোলে।
07:43 ডিফল্ট ফাইলের নাম বদলাবেন না।
07:47 ফাইলটি সংরক্ষণ করতে স্থান হিসাবে Downloads ফোল্ডার চয়ন করুন।
07:52 Save বোতামে ক্লিক করুন।
07:55 আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে ইনস্টলার ফাইল ডাউনলোড হতে কিছু সময় লাগবে।
08:02 আমি ইতিমধ্যেই এই সেটআপ ফাইলটি ডাউনলোড করেছি এবং Downloads ফোল্ডারে সংরক্ষণ করেছি।
08:08 এখন Downloads ফোল্ডারে যান।
08:12 স্ক্রিনের উপরে ডানদিকে কোণায় search আইকনে ক্লিক করুন।
08:18 Downloads লিখুন, Downloads ফোল্ডার বিকল্পে ডাবল ক্লিক করুন।
08:25 QGIS Installer ফাইল খুঁজুন, সংস্থাপন প্রক্রিয়া শুরু করতে এতে ক্লিক করুন।
08:33 সেটআপ ফোল্ডার অনেকগুলি ফাইলের সাথে খোলে।
08:37 এখানে চারটি প্যাকেজ রয়েছে, প্রতিটি একটি সংখ্যা দিয়ে শুরু হয়।
08:42 এটি আপনাকে প্যাকেজ সংস্থাপন করার ক্রম বোঝায়।
08:46 নন-অ্যাপল ডেভেলপার স্বীকৃত সফ্টওয়্যার সংস্থাপন করার অনুমতি দিতে, প্রথমে আপনার Mac Security Preferences কে Allow apps downloaded from: Anywhere এ বদলান৷
08:58 স্ক্রিনের উপরের ডানদিকে কোণায় search আইকনে ক্লিক করুন। System Preferences লিখুন এবং এন্টার টিপুন।
09:09 system preferences সহ একটি উইন্ডো খুলবে।
09:13 Security & Privacy তে ক্লিক করুন।
09:17 Security & Privacy উইন্ডো থেকে, General ট্যাবে, পরিবর্তনের অনুমতি দিতে নীচে বাম কোণে লক আইকনে ক্লিক করুন।
09:28 ডায়ালগ বাক্সে আপনার system password লিখুন।
09:32 তারপর Unlock বোতামে ক্লিক করুন।
09:35 Allow apps downloaded from বিভাগে, Anywhere রেডিও বোতামে ক্লিক করুন।
09:42 একটি ডায়ালগ বাক্স খোলে, Allow from anywhere বোতামে ক্লিক করুন।
09:49 সেটিংস লক করতে নীচে বাম কোণায় খোলা লক আইকনে ক্লিক করুন।
09:55 উইন্ডো বন্ধ করুন।
09:57 এখন সেটআপ ফোল্ডারে যান এবং প্যাকেজ নম্বর 1 এ ডবল ক্লিক করুন।
10:03 এই Installation wizard এ নির্দেশাবলী অনুসরণ করুন এবং package সংস্থাপিত করুন।
10:09 Continue তে ক্লিক করুন।
10:12 প্রদত্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ুন এবং Continue তে ক্লিক করুন।
10:17 license agreement পড়ুন এবং Continue তে ক্লিক করুন।
10:22 খোলা ডায়ালগ বাক্সে Agree বোতামে ক্লিক করে software license agreement এ সম্মত হন।
10:30 install এ ক্লিক করুন।
10:33 খোলা ডায়ালগ বাক্সে system password লিখুন।
10:38 এবং Install Software বোতামে ক্লিক করুন।
10:45 সংস্থাপন শেষ হলে, Close বোতামে ক্লিক করুন।
10:50 প্যাকেজ নম্বর 2,3 এবং 4-এর জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন।
11:19 সকল চারটি প্যাকেজের সংস্থাপন সম্পূর্ণ হলে, QGIS আপনার সিস্টেমে সংস্থাপিত হবে।
11:27 Search আইকনে ক্লিক করুন। QGIS লিখুন।
11:33 QGIS চালু করতে QGIS অ্যাপ্লিকেশনে ডাবল ক্লিক করুন।
11:39 এখানে QGIS ইন্টারফেস রয়েছে।
11:43 ইন্টারফেস এবং বৈশিষ্ট্য সম্পর্কে আরো তথ্য আসন্ন টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হবে।
11:51 সংক্ষেপে, এখানে আমরা শিখেছি:
11:57 Ubuntu Linux সংস্করণ 16.04, Windows 10 এবং Mac OS X 10.10 তে QGIS সংস্করণ 2.18 এর সংস্থাপন।
12:11 অনুশীলনী হিসাবে, আপনার মেশিনে QGIS সংস্থাপন করুন।
12:17 QGIS ইন্টারফেস খুলুন এবং অন্বেষণ করুন।
12:21 মেনু এবং টুলবারে যান।
12:25 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত জানতে আমাদের লিখুন।
12:48 এই স্পোকেন টিউটোরিয়ালে আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? থাকলে এই ওয়েবসাইটে যান।
12:55 সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে আপনার প্রশ্ন রয়েছে। আপনার প্রশ্নটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। আমাদের দলের কেউ তাদের উত্তর দেবে।
13:07 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য।
13:13 এখানে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। এটি বিশৃঙ্খলা কমাতে সাহায্য করবে।
13:21 কম বিশৃঙ্খলা সহ, আমরা এই আলোচনাগুলি নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
13:27 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ।
13:40 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta