Difference between revisions of "Python-3.4.3/C2/Saving-plots/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 | '''Time''' | '''Narration''' |- |00:01 | নমস্কার। Saving Plots এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগ...")
 
(No difference)

Latest revision as of 17:00, 25 March 2020

Time Narration
00:01 নমস্কার। Saving Plots এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালের শেষে, আপনি সক্ষম হবেন -

savefig() ফাংশন দ্বারা প্লট সংরক্ষণ এবং

বিভিন্ন ফরম্যাটে প্লট সংরক্ষণ করতে।

00:15 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স 14.04 অপারেটিং সিস্টেম

Python 3.4.3

IPython 5.1.0

00:28 টিউটোরিয়ালটি অনুশীলন করতে ইন্টারেক্টিভরূপে Plot Command ব্যবহার করতে জানতে হবে।

না হলে এই ওয়েবসাইটে পূর্বনির্ধারিত Python টিউটোরিয়াল দেখুন।

00:40 প্রথমে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।

এখন, ipython3 লিখুন এবং এন্টার টিপুন।

00:54 pylab প্যাকেজ ইনিসিয়েলাইজ করি।

লিখুন percentage pylab এবং এন্টার টিপুন।

01:05 মাইনাস 3 pi থেকে 3 pi পর্যন্ত একটি sine curve প্লট করি।
01:10 প্রথমে, আমরা প্লটের জন্য প্রয়োজনীয় জিনিস গণনা করব।
01:14 এটি করতে কনসোলে লিখুন,

x equals to linspace(minus 3 star pi comma 3 star pi comma 100)

01:28 x ভ্যারিয়েবলে সঞ্চিত পয়েন্টের জন্য sine curve প্লট করি।
01:33 কনসোলে লিখুন plot(x comma sin(x)) এবং Enter টিপুন।

টিউটোরিয়ালের বাকির জন্য প্লট উইন্ডো বন্ধ করবেন না।

01:47 এখানে আপনি একটি খুব মৌলিক sine প্লট বানিয়েছি। এখন প্লট সংরক্ষণ করা দেখি।
01:54 প্লট সংরক্ষণের জন্য, আমরা savefig () ফাংশন ব্যবহার করব।

সিনট্যাক্স: savefig(fname)

savefig ফাংশন একটি আর্গুমেন্ট নেয় যা হল ফাইলের নাম।

02:05 savefig('sine.png') লিখুন এবং এন্টার টিপুন।
02:12 এটি বর্তমান কার্যকর ডিরেক্টরীতে ফাইল সংরক্ষণ করে।
02:16 ফাইলের নামের ডট এর পর অক্ষর হল extension. আপনি যে ফরম্যাটে ফাইলটি সংরক্ষণ করতে চান তা নির্ণয় করুন।
02:27 বর্তমান কার্যকর ডিরেক্টরী যাচাই করতে, কনসোলে pwd লিখুন এবং এন্টার টিপুন।
02:34 অন্য ডিরেক্টরীতে ফাইলটি সংরক্ষণ করতে, ফাইলের নামের আগে ডিরেক্টরীর পুরো পাথ লিখুন।

লিখুন savefig('slash home slash fossee slash sine.png')

02:53 উল্লেখ্য যে উপরের ফাইল পাথ Linux ভিত্তিক ফাইল সিস্টেমের জন্য।
02:59 উইন্ডোজের জন্য, এখানে দেখানো সম্পূর্ণ ফাইল পাথ দিন। উইন্ডোজের জন্য ইউসারনেম হল fossee এবং sine.png ফাইলটি Desktop এ সংরক্ষিত হবে।
03:15 এখানে আমরা dot png এক্সটেনশন ব্যবহার করেছি। এটি PNG ফাইল হিসাবে ইমেজ সংরক্ষিত হয়েছে তা নিশ্চিত করবে।
03:24 এখন আগে সংরক্ষণ করা sine.png ফাইল সন্ধান করি।
03:30 আমরা ফাইল (slash)home(slash)fossee তে সংরক্ষণ করেছি।
03:35 ফাইল ব্রাউজার ব্যবহার করে (slash)home(slash)fossee তে যাই।
03:40 sine curve প্লট দেখতে sine.png ফাইলটি খুলুন।
03:46 savefig অনেক ফরম্যাটে প্লট সংরক্ষণ করতে পারে, যেমন

pdf - portable document format,

ps - post script,

03:57 eps - encapsulated post script, LaTeX ডকুমেন্টের সাথে ব্যবহার করা।

svg - scalable vector graphics,

png - portable network graphics

04:10 এখানে ভিডিওটি থামান, নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং ভিডিওটি পুনরায় শুরু করুন।
04:16 eps ফরম্যাটে sine plot সংরক্ষণ করুন। এই অনুশীলনীর জন্য আউটপুট দেখি।
04:23 savefig('slash home slash fossee slash sine.eps') লিখুন এবং এন্টার টিপুন।
04:35 এখন slash home slash fossee তে যান এবং নতুন নির্মিত ফাইল দেখুন। আমরা এখানে sine.eps ফাইল দেখি।
04:48 এখানে ভিডিওটি থামান, নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং ভিডিওটি পুনরায় শুরু করুন।

Sine প্লট PDF, PS এবং SVG ফরম্যাটে সংরক্ষণ করুন।

05:00 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। এখানে আমরা শিখেছি,

1. savefig() ফাংশন ব্যবহার করে প্লট সংরক্ষণ করা।

2. বিভিন্ন ফরম্যাটে প্লট সংরক্ষণ করা যেমন pdf - ps - png - svg - eps

05:17 এখানে আপনার সমাধানের জন্য কিছু অনুশীলনী রয়েছে।

1. প্লট সংরক্ষণ করতে কোন কমান্ড ব্যবহার করা হয়?

saveplot ()

savefig()

savefigure()

saveplt()

2. savefig('sine.png') প্লট সংরক্ষণ করে

GNU/Linux, Unix based systems এ The root directory 'slash', windows এ 'C:'

05:40 পূর্ণ পাথ সরবরাহ না করায় এরর দেখাবে।

বর্তমান কার্যকর ডিরেক্টরী।

পূর্বনির্ধারিত ডিরেক্টরী যেমন “slash documents.”

05:50 এবং উত্তর,

1. একটি প্লট সংরক্ষণ করতে, আমরা savefig () ফাংশন ব্যবহার করি।

2. সম্পূর্ণ পাথ ছাড়া কোনো ফাইল সংরক্ষণ করতে এটি বর্তমান কার্যকর ডিরেক্টরীতে সংরক্ষিত হয়।

06:02 সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
06:07 এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন।
06:12 FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে।
06:16 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জনাতে এই লিঙ্কে যান।
06:25 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta