PHP-and-MySQL/C2/Variables-in-PHP/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:36, 13 February 2013 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 পীএচপী (PHP) ভ্যারিয়েবল্স-এর প্রাথমিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
0:04 প্রথমে আমি কিছু জিনিস দ্রুত বলতে যাচ্ছি।
0:07 পীএচপী (PHP) ভ্যারিয়েবল্স ব্যবহার করা খুবই সহজ; আমি নিশ্চিত যে আপনি তাদের শীঘ্রই বুঝে যাবেন।
0:14 আপনার তাদের বর্ণন করার প্রয়োজন হবে না, তারা লিখতে খুবই সহজ।
0:18 আপনি স্ক্রিপ্টের মাধ্যমে মাঝ পথে ভ্যারিয়েবল্স-এ মান যুক্ত করতে পারেন।
0:23 এছাড়া, তারা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রয়োজন মত তথ্যতে পরিবর্তিত হয়।
0:28 তাই প্রত্যেকবার তাদের বিভিন্ন উপায়ে বর্ণন করার বা প্রত্যেকবার তাদের জন্যে মান তৈরী করার দরকার নেই।
0:36 উদাহরণস্বরূপ, এখানে পীএচপী (PHP) ট্যাগ্স তৈরী করি এবং আমাদের বিষয়বস্তু মাঝে চলে যায়।
0:41 এখন আমরা ডলার চিহ্ন দিয়ে শুরু করি এবং তারপর আমাদের কাছে ভ্যারিয়েবল নাম হবে।
0:48 লক্ষ্য করুন আপনি একটি সংখ্যা দিয়ে শুরু করতে পারেন না। তাই '1' দিয়ে শুরু করতে পারব না।
0:53 যা দিয়ে আমি শুরু করতে পারি তা হল একটি "আন্ডারস্কোর" বা একটি অক্ষর।
0:57 আন্ডারস্কোর, অক্ষর এবং সংখ্যা ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর অনুমোদিত নয়, যতক্ষণ পর্যন্ত না এটি সংখ্যা দিয়ে শুরু হয়।
1:06 তাই এটি এখানে পুরোপুরি গ্রহণযোগ্য হবে।
1:09 তাই আমি 'নেম' নামক ভ্যারিয়েবল তৈরী করবো এবং যা ডাবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে নিহিত স্ট্রিং মানের সমান হবে।
1:21 'আমার নাম এলেক্স'।
1:23 পরের লাইনে, আমরা ডলার চিহ্ন ব্যবহার করে 'এজ ' নামক আরেকটি ভ্যারিয়েবল বানাতে যাচ্ছি যা ডাবল উদ্ধৃতি চিহ্ন ছাড়া '১৯' -এর সমান হতে যাচ্ছে।
1:33 এখন এটির কারণ হল যে এটি একটি পূর্ণসংখ্যা।
1:36 আপনি এটির ব্যবহার দশমিক মানের জন্যও করতে পারেন। তাই এটি '১৯.৫' বা উনিশ এবং এক অর্ধ হতে পারে।
1:43 ওটি স্বয়ংক্রিয়ভাবে একে দশমিকে রুপান্তরিত করবে।
1:48 তবুও এই মুহুর্তে এটি শুধু একটি পূর্ণসংখ্যা। যেমন আমি এটিকে চাই - ভ্যারিয়েবল 'নাম' একটি স্ট্রিং এবং ভ্যারিয়েবল 'এজ' একটি পূর্ণসংখ্যা।
1:57 তাই এদের অনুনাদীর চেষ্টা করি।
2.00 আমাদের যা প্রয়োজন তা হল "ইকো" এবং ভ্যারিয়েবল নাম, আপনার রেখা বিভাজক ভুলবেন না।
2:06 এখন "ভ্যারিয়েবল্স" নামক আমাদের ফাইল খুজি।
2:11 "এলেক্স" ইকো হয়েছে, যেভাবে আমি এখানে "ইকো নেম" বলেছি।
2:16 এখন আমার বয়স প্রকাশিত করার চেষ্টা করি।
2:19 এটি শুধু একটি পুর্ণসংখা ভ্যারিয়েবল যা এখানে ইকো হয়েছে।
2:24 তাই ভ্যারিয়েবল্স-এর সাথে জিনিসটি স্ট্রিং-এর মধ্যে কন্কাটেনেশন বা শ্রেণীবদ্ধ করা খুব সহজ হয়।
2:30 আসলে, কন্কাটেনেশন ভুল শব্দ- এটি আপনার স্ট্রিং-এর মধ্যে অন্তর্ভুক্ত করা খুব সহজ।
2:37 যদি আপনি না জানেন কন্কাটেনেশন কি, এর অর্থ দুটো জিনিসকে একসাথে যোগ করা বা দুটি পংক্তি একটি রেখায় যুক্ত করা।
2:46 সুতরাং, কন্কাটেনেশন-এর উদাহরণ হবে, চলুন দেখি, 'কনক্যাট' এবং তারপর আমি বলতে পারি, '.' এবং তারপর 'ইনেশন'(ination).
2:56 এখন এই 'কন্কাটেনেশন' ইকো করবে।
2:59 এটি চেষ্টা করি। ঠিক আছে?
3.03 কিন্তু তার উপর সম্পূর্ণ ভিন্ন টিউটোরিয়াল আছে। সুতরাং এখনকার জন্য আমি কি বলবো, যখন আপনি একে ইকো করছেন, আপনাকে একে আপনার একটি ভ্যারিয়েবল রূপে অন্তর্ভুক্ত করার দরকার ।
3:14 যদি আপনি এর অনুসরণ না করতে পারেন, চিন্তা করবেন না। এটি অত্যন্ত সহজ।
3:18 আমি বলবো আমার নাম "নাম "এবং আমার বয়স" ("My name is" name "and my age is") এবং নীচে আমার বয়স লিখব।
3:24 এখন এগুলি সব এক স্ট্রিং-এ , সব এক ইকোর মধ্যে, এবং আমরা শুধু 'My name is' প্লেন টেক্সট পাই।
3:32 ভ্যারিয়েবল বলা হয়।এটি এখানে রাখা হয়। এবং যখন এজ বলা হয়, তখন বয়সের মান এখানে রাখা হয়।
3:40 সুতরাং আমরা ওটি রিফ্রেশ করতে পারি এবং আপনি দেখতে পারেন যে "My name is Alex".ওটা আমাদের ভ্যারিয়েবল তাছাড়া "my age is 19" এবং ওটা আমাদের ভ্যারিয়েবল।
3:48 তাদের স্ট্রিং-এর মধ্যে রাখা সত্যিই সহজ।
3:52 ভ্যারিয়েবল্স সম্পর্কে এতটা সত্যিই জানা দরকার।
3:56 ভ্যারিয়েবল অন্যান্য ধরনের আছে, যেমন বুলিয়ন(Boolean), দশমিক - যা আমি আপনাকে দেখালাম, উদাহরণস্বরূপ যেমন '১৯.৫'।
4.06 আপনাকে ডলার চিহ্নের সাথে একইভাবে তাদের বর্ণনা করতে হবে।
4.10 তাই এটি অভ্যাস করুন এবং আপনি ফিরে আসতে পারেন তাছাড়া যখন আমি অন্য কোনো প্রকল্প করব আপনি আরো কিছু উন্নত কার্যকারিতা শিখতে পারেন।
4:19 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta