PHP-and-MySQL/C2/Comparison-Operators/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:55, 12 December 2012 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 এই পিএইচপি টিউটোরিয়ালে আমরা কম্পেরিজন (তুলনামূলক) অপারেটরস সম্পর্কে শিখবো।
0:05 কম্পেরিজন অপারেটরস দুটি মান, দুটি স্ট্রিং বা দুটি ভ্যারিয়েবল যা এদের মধ্যে কাউকে সম্মিলিত করে তার তুলনা করতে পারে এবং তার উপর কাজ করবে।
0:15 এই জন্য আমি IF স্টেটমেন্ট ব্যবহার করতে যাচ্ছি।
0:19 চলুন IF স্টেটমেন্ট কাঠামো তৈরি করে শুরু করা যাক।
0:25 আমার শর্ত হল যদি 1==1.
0:30 ইকো (echo).
0:33 True.
0:37 এবং তারপর else.
0:42 echo.
0:44 false, মনে রাখবেন আমার এই বন্ধনীর প্রয়োজন নেই তাই আমি তাদের সরাতে যাচ্ছি।
0:51 চলুন এটি সংভৃত করি।
0:56 সংভৃত করতে কিছু সংকোচ করবেন না।
0:59 এটি প্রথম কম্পেরিজন অপারেটর।
1:02 2 = to মানে কম্পেরিজন অপারেটর। আমরা আগে এটি IF স্টেটমেন্টে দেখেছি।
1:08 1 equal to 1, তাই এটি True echo করবে। এটি চেষ্টা করি।
1:13 আমরা True পেয়েছি।
1:15 আমি এটি পরিবর্তন করি। if 1 > 1 তাহলে দেখি আমরা কি ফলাফল পাই।
1:27 False, কারণ 1, 1 এর সমান এবং 1-এর চেয়ে বড় নয়।
1:33 এখন এটি পরিবর্তন করি 1 >= 1.
1:37 যদি 1 >= 1, echo True অন্যথায় echo False.
1:45 এখানে আমাদের True পাওয়া উচিত।
1:48 এছাড়া আপনি less than (ছোট) বা equal to (সমান) এর সাথেও করতে পারেন। উদাহরণস্বরূপ less than.
1:55 False হবে, less than (ছোট) বা equal to (সমান) True হবে।
2:01 আমরা not equal to (অসমান) ও বলতে পারি। তাই if 1 is not equal to 1 echo True.
2:11 রিফ্রেশ করি। আমরা এখানে False পাবো কারণ 1, 1 এর সমান। এখন বলি if 1 is not equal to 2.
2:20 আমরা True পাই কারণ 1, 2 এর সমান নয়।
2:25 এগুলি হল মৌলিক কম্পেরিজন অপারেটরস যা আপনি আমাদের টিউটোরিয়ালের জন্য ব্যবহার করবেন।
2:33 এটি বিস্তৃত করুন - সেগুলি অভ্যাস করুন - এবং আপনি সেগুলি ভাল বুঝতে পারবেন।
2:40 আপনি এই অপারেটরস ব্যবহার করে ভেরিয়েবলগুলি তুলনাও করতে পারেন। তাই যেমন num1 = 1.
2:48 num2 = 2. এখন আমরা এই মানগুলি প্রতিস্থাপন করবো এবং আমরা এটি করি।
3:01 এটি ঠিক একই ফলাফল প্রদর্শন করবে যা আমরা আগে পেয়েছিলাম - যা হল true. এখন আমাদের এই মানগুলি পরিবর্তন করা উচিত।
3:11 লক্ষ্য করুন এটি এখন এইভাবে পড়া হবে num1 = 1 num2 = 1. তাই যদি num1, 1 এর সমান না হয় তাহলে এটি False কারণ 1, 1 এর সমান সুতরাং আমরা False পাই।
3:24 এটি সরল কম্পেরিজন অপারেটর। এগুলি অভ্যাস করুন।
3:33 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta