PHP-and-MySQL/C2/Arrays/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:48, 20 December 2012 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
0:00 নমস্কার, অ্যারেসের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
0:03 অ্যারেস ব্যবহারকারীকে তথ্যের একাধিক টুকরোকে ভ্যারিয়েবলের মধ্যে রাখার অনুমতি দেয়।
0:08 উদাহরণস্বরূপ ভ্যারিয়েবল days কে অ্যারে বলতে পারেন।
0:12 একজোড়া বন্ধনীর ভিতরে আমরা একের অধিক মান রাখতে যাচ্ছি।
0:17 তাই, আমি এরজন্য 5 মান বাছাই করবো এবং সপ্তাহের প্রত্যেক দিন প্রত্যেকের ভিতরে হবে।
0:23 আমার কাছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার - শুধু সপ্তাহের 5 দিন হবে, যা আমাদের সংরক্ষণ করে।
0:39 উদাহরণস্বরূপ ধরুন যে প্রথম দিন সোমবার, দ্বিতীয় দিন মঙ্গলবার এবং এইভাবে।
0:49 আশা করি আপনি বুঝেছেন।
0:50 একাধিক তথ্য সহ একটি ভ্যারিয়েবলের প্রয়োগের জন্য এটি খুব সহজ এবং অধিক দক্ষ উপায়।
00:59 লক্ষ্য করুন এটি সংখ্যাও হতে পারে বা যে কোনো তথ্য যা আপনি এর মধ্যে রাখা আবশ্যক বুঝেছেন।
1:07 এখন অ্যারেকে সামনে আনার জন্য, আমি বলতে যাচ্ছি echo days.
1:12 আপনি জানতে পারেন যে এটি কাজ করছে না।
1:16 এটি হয় যখন আমরা আমাদের পৃষ্ঠা খুলি।
1:20 আমরা 'Array' ইকো হওয়া পেয়েছি।
1:22 এখন, 'Array' এখানে ভিতরে কোথাও নেই।
1:24 তাই, পীএচপী কি করেছে আমাদের সামনে তথ্য এনেছে যে আমাদের কাছে অ্যারে আছে।
1:32 এখন, অ্যারের ভিতরে একটি নির্দিষ্ট উপাদান আনার জন্য, আপনি চাইলে একে উপাদান বলতে পারেন, কিছু স্থানে ওরা একে id tags বা অ্যারের উপাদান বলে।
1:41 আমরা বর্গাকার বন্ধনী ব্যবহার করতে যাচ্ছি এবং অ্যারের ভিতরে উপাদানের স্থান বলবো।
1:45 আপনি একে এক, দুই, তিন, চার, পাঁচ ভাবতে পারেন।
1:50 যদিও সংখ্যায়ন প্রণালীর দরুন, মানক সংখ্যায়ন প্রণালীর শুরু আমরা শূন্য, এক, দুই, তিন, চার দিয়ে করছি।
1:58 তাই উদাহরণস্বরূপ আমি যদি সোমবার সামনে আনতে চাই যা শূন্য হবে, তাই এখানে আপনি শূন্য রাখুন এবং আপনার সামনে সোমবার চলে এসেছে।
2:09 একইভাবে একটি মঙ্গলবার হবে এবং চার, যা অ্যারের শেষ উপাদান, শুক্রবার হবে।
2:18 এখন আমরা এগোতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি যে কিভাবে বিভিন্নভাবে অ্যারের মধ্যে মান নির্ধারিত করে।
2:26 এখন আমি যা বলতে চাই তা প্রারম্ভ থেকে শুরু করতে দিন।
2:32 আমি একটি অ্যারে বানাতে যাচ্ছি, কিন্তু আমি এটি বিশেষভাবে বানাতে যাচ্ছি।
2:39 তাই, days zero equals monday(শূন্য দিন সোমবারের সমান), days one equals tuesday(এক দিন মঙ্গলবারের সমান).
2:53 এখন আপনি ভাবতে পারেন, এর মহত্ব কি? মানে, আমি বাস্তবে এখানে কি করছি যে আমি আগে যা বলেছি তা বানাতে একটু অসুবিধা হবে।
3:04 মানে আমি বলতে পারি day 1 equals, আপনি জানেন এবং day 2 equals, এবং আপনি একে এইভাবে করতে পারেন।
3:15 তবুও, আমরা এখনও যা করছি ওকে অ্যারের মধ্যে রাখছি।
3:19 হতে পারে যে এর কাছে এখনও ঐ কাঠামো আছে কিন্তু আমরা একে অন্যভাবে নির্ধারিত করছি।
3:25 তাই, আপনি এটি এইভাবে করতে পারেন। আমি সর্বদা এটি এইভাবে করা পছন্দ করি।
3:33 আমার এটি অনেক পরিষ্কার ও সহজ লাগছে এবং শুধু বলতে চাই যে আপনি একে এইভাবে নীচে আনতে পারেন।
3:45 তবুও আপনি যদি এটি দেখা পছন্দ করেন, মানে যদি এখন এটি সেভ করি, রিফ্রেশ করুন, কিছুই পরিবর্তন হয়নি।
3:54 এখানে কোনো ত্রুটি নেই, এখনও একই কাঠামো পেয়েছি, আমরা একে শুধু নীচে রেখার উপর নামিয়ে দিয়েছি।
4:01 ওখানে ফাংশনের শেষে রেখা সমাপক আছে, প্রতিটি রেখার শেষে নয়, সুতরাং, এতে বিভ্রান্ত হবেন না।
4:11 তাই, চলুন এখন এতে ফেরত যাই।
4:15 এটি মৌলিক অ্যারে এবং দুটি ভিন্ন উপায়ে কিভাবে এরজন্য মান বানাবেন এবং কিভাবে মান বলবেন।
4:23 তাই উদাহরণস্বরূপ, যদি আমি বলে থাকি echo Today is days এবং তারপর আমি বলতে পারি শূন্য।
4:34 ইতিমধ্যে আপনি দেখতে পারেন যে আমি একে প্রেক্ষাপটে চিন্হাঙ্কিত করেছি - সবুজ রং দিয়ে চিন্হাঙ্কিত করেছি।
4:41 যদি এটি রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে এটি সোমবার।
4:44 বিভ্রান্ত হবেন না, আমি আপনাকে বিষয় ব্যবহারের পরামর্শ দেই।
4:48 তবুও, এটি আদর্শ উপায় নয় যে কোন্টক্ট কোডকে চিনুক।
4:53 যা একে দেখতে ভালো বানাবে - ওটি দেখবেন যখন একে নীচে লিখব, আমরা বলতে পারি echo 'days' এবং zero, আপনি দেখতে পারেন যে কিভাবে একটি পূর্ণসংখ্যা, একটি সংখ্যাকে দেখানোর জন্য লাল রঙে আছে।
5:09 যেভাবে এটি আপনি লিখতে চান, ওটি ঐভাবে আছে এবং আমরা দেখতে পারি যে এটি সঠিক।
5:16 কিন্তু একে সামনে আনার জন্য স্ট্রিং এ একটি অ্যারে একত্রীভূত করতে পারেন।
5:23 আমি associative অ্যারেসে যাচ্ছি যেখানে আমরা একভাবে id tags নিযুক্ত করতে যাচ্ছি যেখানে আমরা প্রত্যেকের জন্য একটি মান রাখতে পারি।
5:36 যদি আপনি এর পালন না করেন তাহলে এই উপায়, আমি এটি বানাতে যাচ্ছি।
5:46 আমি বলতে যাচ্ছি ages equals array, এখন ভিতরে, আমি বলতে যাচ্ছি 'Alex'.
6:03 এখন, আগে এগোনোর বদলে বলছি Billy এবং তারপর Kyle যে তিনটে নাম আমি ব্যবহার করতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি উনিশ, চোদ্দ এবং আঠেরো।
6:20 মূলত equals এবং greater than চিহ্ন ব্যবহার করছি।
6:24 এখন, এটি কি করেছে যে অ্যারে উপাদানের পরিবর্তে - যেমন এটি শূন্য দ্বারা ডাকা হচ্ছে, এটি এক দ্বারা ডাকা হচ্ছে, এটি দুই দ্বারা ডাকা হচ্ছে।
6:34 এটিকে এখন 'Alex' বলা হয়, এটিকে 'Billy' বলা হয় এবং এটিকে 'Kyle' বলা হয় কিন্তু তাদের মান চোদ্দ, উনিশ এবং আঠেরো।
6:45 তাই বাস্তবে এটি ঐভাবে লেখারই সমান হবে। এটিকে সরাই এবং একে শূন্য, এক এবং দুই বলি।
6:55 এটিকে একটু অধিক উপযোগী এবং মনে রাখা ও বলার জন্য একটু সহজ করার জন্য, এখন আমরা বলতে পারি, echo out 'ages', 'Alex', এইভাবে।
7:09 তাই, এটি আমাদের উনিশ দেবে, যেই রিফ্রেশ করি এবং সেখানে দেখুন - উনিশ। একই হবে যদি আপনি এটি 'Billy' এবং 'Kyle' এর সাথে করেন।
7:24 যখন আপনি প্রোগ্রামের অর্ধপথে আছেন এবং aah বলার বদলে আমাকে আবার উপরে যেতে হবে এবং প্রতিটি সারি বরাবর গণনা করে বলতে হবে "এটা কি শূন্য, এক, দুই বা তিন, আমি মনে করতে পারি না?"
7:38 এটি করা খুব সহজ। এটি করার দ্বিতীয় উপযোগী উপায় হল, যদি আমাকে বলতে হত যে array one is equal to 'Alex' এবং two is equal to 'Billy'.
7:50 আমরা শূন্য এবং এক থেকে শুরু করছি না, এক এবং দুই থেকে শুরু করছি, যাতে এটি মনে রাখতে সহজ হয়।
8:00 এখন আমরা বলতে পারি echo, 'ages' one যা 'Alex' রূপে সামনে আসে।
8:08 আমরা এরজন্য শূন্য ব্যবহার করছি না, এটি প্রোগ্রাম করার জন্য অনেক বেশি উপযোগী নাকি শূন্য, এক, দুই বলার জন্য।
8:17 এটি চেষ্টা করুন - এটি নিয়ে কাজ করুন - দেখুন আপনার জন্যে কি সহজ।
8:21 কিন্তু আমার কাছে এটি অর্থহীন কারণ আমি শূন্য, এক, দুই ব্যবহার করতে চাইছি।
8:28 আপনি যদি এটি ব্যবহার করতে চান যেমন আগে করেছি বা এইভাবে বা যেকোনো ধরনের তথ্যে স্ট্রিং মান নির্ধারিত করে, এই হল এটি করার উপায়।
8:37 এই হল বুনিয়াদি অ্যারেস, আমার কাছে বহুমাত্রিক অ্যারেসের আরেকটি টিউটোরিয়াল আছে।
8:44 এটি একটি পৃথক টিউটোরিয়াল। সেটি দেখুন।
8:47 এই টিউটোরিয়ালে এতটাই। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta