Difference between revisions of "PERL/C3/Downloading-CPAN-module/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border =1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 | Downloading CPAN modules এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |-...")
 
 
Line 9: Line 9:
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
|এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখব:
+
|এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখব
  
* উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম এবং
+
উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম এবং
* উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
+
 
 +
উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
 
|-
 
|-
 
| 00:17
 
| 00:17
| টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
+
| টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি
 +
 
 +
উবুন্টু লিনাক্স 12.04 অপারেটিং সিস্টেম
 +
 
 +
উইন্ডোজ 7
 +
 
 +
পার্ল 5.14.2 এবং
  
* উবুন্টু লিনাক্স 12.04 অপারেটিং সিস্টেম,
+
Gedit টেক্সট এডিটর।
* উইন্ডোজ 7,
+
* পার্ল 5.14.2 এবং
+
* Gedit টেক্সট এডিটর।
+
 
|-
 
|-
 
| 00:32
 
| 00:32
Line 199: Line 203:
 
|-
 
|-
 
| 04:53
 
| 04:53
| এই ইউটিলিটির ব্যবহার:
+
| এই ইউটিলিটির ব্যবহার
  
* মডিউল খোঁজা,
+
মডিউল খোঁজা
* সংস্থাপন,
+
 
* মুছে ফেলা এবং
+
সংস্থাপন
* আপগ্রেড করতে করা হয়।
+
 
 +
মুছে ফেলা এবং
 +
 
 +
আপগ্রেড করতে করা হয়।
  
 
এটি হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য।
 
এটি হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য।
Line 266: Line 273:
 
|-
 
|-
 
| 06:26
 
| 06:26
|এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখেছি:
+
|এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখেছি
  
* লিনাক্স এবং
+
লিনাক্স এবং
* উইন্ডোজ।
+
 
 +
উইন্ডোজ।
  
 
|-
 
|-
Line 275: Line 283:
 
| এখানে একটি অনুশীলনী রয়েছে।
 
| এখানে একটি অনুশীলনী রয়েছে।
  
* Date colon colon Calc মডিউল সংস্থাপনের চেষ্টা করুন।
+
Date colon colon Calc মডিউল সংস্থাপনের চেষ্টা করুন।
* মডিউল সার্চের জন্য প্রদত্ত ওয়েবসাইট ব্যবহার করুন।
+
 
 +
মডিউল সার্চের জন্য প্রদত্ত ওয়েবসাইট ব্যবহার করুন।
 
|-
 
|-
 
| 06:47
 
| 06:47

Latest revision as of 10:44, 27 February 2017

Time Narration
00:01 Downloading CPAN modules এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখব

উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম এবং

উইন্ডোজ অপারেটিং সিস্টেম।

00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স 12.04 অপারেটিং সিস্টেম

উইন্ডোজ 7

পার্ল 5.14.2 এবং

Gedit টেক্সট এডিটর।

00:32 আপনি পছন্দের যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন।
00:36 টিউটোরিয়ালটি অনুসরণ করতে Perl প্রোগ্রামিং এর কার্যকর জ্ঞান থাকা উচিত।
00:41 না হলে প্রাসঙ্গিক Perl টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান।
00:48 প্রথমে উবুন্টু লিনাক্স OS এ CPAN মডিউল ডাউনলোড করা শিখব।
00:55 টার্মিনালে যান।
00:57 লিখুন sudo স্পেস cpan এবং এন্টার টিপুন। প্রয়োজনে পাসওয়ার্ড লিখুন।
01:06 cpan আপনার সিস্টেমে সংস্থাপিত না থাকলে সংস্থাপনের সময় এটি প্রম্পট করবে।
01:13 ধাপগুলি অনুসরণ করুন। আপনার কম্পিউটার সংস্থাপনের সময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকা আবশ্যক।
01:21 আমরা প্রম্পট cpan এ পরিবর্তন হতে দেখেন।
01:26 উদাহরণস্বরূপ, আমি CSV ফাইল থেকে কিছু ডেটা এক্সট্র্যাক্ট করে পার্ল প্রোগ্রামে ব্যবহার করতে চাই।
01:35 এইজন্য Text colon colon CSV মডিউল ব্যবহার করব।
01:40 ব্যবহারের পূর্বে Text colon colon CSV মডিউল সংস্থাপিত করতে হবে।
01:46 টার্মিনালে যান।
01:48 লিখুন: install Text colon colon CSV এবং এন্টার টিপুন।
01:55 আমরা এই মডিউলের সংশ্লিষ্ট প্যাকেজের সংস্থাপন দেখতে পারি।
02:00 আপনার ইন্টারনেট গতি উপর নির্ভর করে সংস্থাপন সমাপ্ত হতে কিছু সময় নেবে।
02:06 এখন মডিউল সফলভাবে সংস্থাপিত হয়েছে কিনা তা দেখি।
02:12 cpan থেকে প্রস্থান করতে q কী টিপুন।
02:16 লিখুন: instmodsh এবং এন্টার টিপুন।
02:23 সকল সংস্থাপিত মডিউলের সূচী বানাতে l লিখুন।
02:28 এখানে Text colon colon CSV দেখি যা দেখায় যে মডিউল সিস্টেমে সংস্থাপিত হয়েছে।
02:38 প্রস্থান করতে q লিখুন।
02:41 এখন candidates.csv খুলবো যা ইতিমধ্যে সংরক্ষণ করেছি।
02:47 লিখুন: gedit candidates.csv এবং এন্টার টিপুন।
02:53 এখানে কমা বিভাজক সহ প্রার্থীর নাম, বয়স, লিঙ্গ এবং ইমেলের বর্ণন দেখতে পারি।
03:02 এখন csvtest.pl ফাইল খুলবো যাতে একটি পার্ল প্রোগ্রাম লিখেছি যা এই মডিউল ব্যবহার করে।
03:11 এই প্রোগ্রামটি name field এর ভ্যালু এক্সটার্ক্ট করবে যা csv ফাইলে সংরক্ষণ করেছি।
03:18 use স্টেটমেন্ট Text colon colon CSV মডিউল লোড করে।
03:23 আমি dollar file লোকাল ভ্যারিয়েবলে candidates.csv ফাইল ঘোষিত করেছি।
03:29 পরবর্তী স্টেটমেন্ট READ মোডে ফাইল খুলবে।
03:34 Text colon colon CSV হল ক্লাস এবং new এর সাথে কন্সট্রাকটার দ্বারা একটি ইনস্ট্যান্স বানাতে পারি।
03:42 এই লাইন বিভাজক অক্ষর কমা (,) সেট করে অবজেক্ট বানায়।
03:48 এখানে while লুপ getline() মেথড দ্বারা প্রতিটি লাইনের ডেটা ফেচ করে।
03:54 getline মেথড একটি অ্যারেতে রেফারেন্স ফেরৎ দেয়।
03:58 ভ্যালু ফেচ করতে এটি ডিরেফারেন্স করতে হবে।
04:02 ইনডেক্স শূন্য csv ফাইলে name field বোঝায়।
04:07 প্রিন্ট স্টেটমেন্ট csv ফাইল থেকে নাম প্রিন্ট করে।
04:11 ফাইল সংরক্ষণ করতে Ctrl+S টিপুন।
04:15 প্রোগ্রাম এক্সিকিউট করি।
04:18 টার্মিনাল ফিরে যান এবং লিখুন: perl csvtest.pl এবং এন্টার টিপুন।
04:27 এখানে আউটপুট হিসাবে names field দেখতে পারি।
04:32 এরপর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা দেখি।
04:39 পার্ল সংস্থাপিত হলে একটি ইউটিলিটি PPM অর্থাৎ Perl Package Module স্বয়ংক্রিয়ভাবে সংস্থাপিত হয়।
04:48 PPM ব্যবহার করতে কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত করা আবশ্যক।
04:53 এই ইউটিলিটির ব্যবহার

মডিউল খোঁজা

সংস্থাপন

মুছে ফেলা এবং

আপগ্রেড করতে করা হয়।

এটি হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য।

05:04 এখন Windows OS এ কমান্ড উইন্ডো খুলি।
05:09 কমান্ড উইন্ডো খুলতে Start এ টিপুন এবং লিখুন cmd এবং এন্টার টিপুন।
05:17 লিখুন: perl হাইফেন v, যাচাই করতে যে পার্ল Windows OS মেশিনে সংস্থাপিত হয়েছে কিনা।
05:25 আপনি মেশিনে সংস্থাপিত পার্লের সংস্করণ সংখ্যা দেখবেন।
05:30 পার্ল সংস্থাপিত না হলে এই ওয়েবসাইটে পার্ল ইনস্টলেশন টিউটোরিয়াল দেখুন।
05:36 এটি Windows OS এ পার্ল সংস্থাপনের নির্দেশ দেবে।
05:41 DOS প্রম্পটে লিখুন: ppm install Text colon colon CSV এবং এন্টার টিপুন।
05:49 মনে রাখবেন, মডিউলের নাম হল কেস সেন্সিটিভ।
05:53 আমরা দেখি যে সংস্থাপন শুরু হয়েছে। সংস্থাপন সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
06:00 আমি বর্তমানে ওয়ার্কিং ডিরেক্টরিতে candidates.csv এবং csvtest.pl ফাইল কপি করেছি।
06:08 পার্ল প্রোগ্রাম এক্সিকিউট করি।
06:11 কমান্ড উইন্ডোতে লিখুন: perl csvtest.pl এবং এন্টার টিপুন।
06:18 এটি হল আউটপুট।
06:21 এটি টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি।
06:26 এই টিউটোরিয়ালে আমরা নিম্নে প্রয়োজনীয় CPAN মডিউল ডাউনলোড করা শিখেছি

লিনাক্স এবং

উইন্ডোজ।

06:34 এখানে একটি অনুশীলনী রয়েছে।

Date colon colon Calc মডিউল সংস্থাপনের চেষ্টা করুন।

মডিউল সার্চের জন্য প্রদত্ত ওয়েবসাইট ব্যবহার করুন।

06:47 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
06:54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07:03 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
07:06 স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্ট ভারত সরকারের MHRD এর NMEICT দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07:18 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta