OpenFOAM/C3/Creating-and-meshing-a-curved-pipe-geometry-in-Salome-for-OpenFOAM/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 23:17, 5 October 2017 by Satarupadutta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Creating and meshing a Curved-Pipe Geometry in Salome for OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:10 এখানে আমরা শিখব Salome তে curved pipe geometry বানানো, Salome তে geometry কে mesh করা, submesh দ্বারা mesh সংশোধিত করা।
00:23 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 12.10 এবং Salome সংস্করণ 6.6.0.
00:35 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, কম্পিউটারে Salome সংস্থাপিত থাকা উচিত। না হলে Downloading and Installing Salome এর টিউটোরিয়ালটি দেখতে পারেন।
00:51 ডেস্কটপে Salome আইকনে ক্লিক করে Salome সফটওয়্যারটি খুলুন।
00:57 Modules বারে Geometry module এ ক্লিক করুন
01:00 এবং New তে ক্লিক করুন।
01:03 উপরের মেনু বারে New Entity তে ক্লিক করুন।
01:06 ড্রপ ডাউন বিকল্পতে, Basic এ এবং তারপর 2d sketch এ যান।
01:12 ডিফল্টরূপে প্রথম পয়েন্ট হল জিরো জিরো। Apply টিপুন। Y এর সামনে 30 লিখুন
01:22 এবং Apply তে ক্লিক করুন। এখন, দ্বিতীয় Element এ যান এবং Arcs লিখুন।
01:26 Type কে Direction এবং Direction কে Tangent চয়ন করুন।
01:32 Radius এ -10 এবং Angle এ 90 লিখুন। Apply টিপুন। এখন Element Type কে Lines চয়ন করুন।
01:43 Type কে Direction এবং Direction কে Tangent চয়ন করুন।
01:47 Length এ 30 লিখুন। Apply and Close টিপুন।
01:54 কাছে থেকে দেখতে আমি এটি জুম ইন করি।
01:58 Object Browser এ Geometry tree খুলুন। আমরা sketch_1 দেখি।
02:04 স্কেচ লুকোতে check off এবং দেখাতে check on করতে পারেন।
02:09 এখন, New Entity >> Blocks >> Divided Disk এ যান।
02:16 orientation হিসাবে OZX চয়ন করুন এবং Radius এ 1 লিখুন।
02:21 Apply and Close এ ক্লিক করুন। এখন New Entity >> Generation >> Extrusion Along Path এ যান।
02:31 Geometry tree থেকে Base Object এ Divided Disk_1 এবং Path Object এ Sketch_1 চয়ন করুন।
02:38 Apply and Close এ ক্লিক করুন। আমরা দেখি যে Pipe_1 তৈরী হয়েছে।
02:45 এখন, New Entity >> Explode এ যান। Main Object এ Pipe_1 চয়ন করুন। Sub-shapes Type ড্রপ ডাউন মেনুতে, Face চয়ন করুন। Select sub-shapes এ চেক করুন।
03:03 আমি এই উইন্ডোটি সরাই। স্ক্রোল করে আমি এটি জুম করি। আমি Rotation মেনুতে ক্লিক করে অবজেক্টটি ঘোরাতে পারি।
03:16 অবজেক্ট ঘোরাতে মাউসের বামদিকের বোতামটি টিপে থেকে মাউস উপরের দিকে সরান। স্ক্রীনে দেখানো স্থানে মাউস পয়েন্টার নিয়ে যান।
03:28 মাউসের বাম বোতামটি টিপে থাকুন।
03:30 মাউসটি ড্রেগ করুন যাতে সকল inlet faces আয়তকার ক্ষেত্রে চলে আসে।
03:37 মাউস বোতামটি ছেড়ে দিন।
03:41 এখন, নিশ্চিত করতে যে সকল inlet faces চয়নিত, Show only selected এ ক্লিক করুন।
03:49 Apply and Close এ ক্লিক করুন। আমরা দেখি যে পাঁচটি faces, geometry tree তে উন্মোচিত হয়েছে।
03:58 এখন, New Entity >> Group >> Create এ ক্লিক করুন।
04:05 geometry tree থেকে Main shape হিসাবে Pipe_1 চয়ন করুন।
04:11 Shape Type হিসাবে Face চয়ন করুন।
04:16 এখন, geometry tree থেকে পাঁচটি faces চয়ন করুন। এই Add বোতামে ক্লিক করে তাদের জুড়ুন। গ্রূপের নাম inlet দিন।
04:30 Apply and close এ ক্লিক করুন। আমরা দেখি যে inlet গ্রুপ তৈরী হয়েছে।
04:38 pipe এর অন্য প্রান্তে একই প্রক্রিয়া অনুসরণ করুন এবং সেই faces কে outlet হিসাবে গ্রুপ করুন।
04:45 আমি outlet face গ্রুপ বানিয়েছি। এখন, অবজেক্ট mesh করতে, Modules ড্রপ ডাউন মেনুতে যান, Mesh চয়ন করুন।
04:57 এখন উপরের মেনু বারে, Mesh >> Create Mesh এ ক্লিক করুন।
05:04 Geometry tree থেকে Geometry হিসাবে Pipe_1 চয়ন করুন।
05:09 Assign a set of hypotheses বোতামে ক্লিক করুন। 3D: Automatic Hexahedralization এ ক্লিক করুন।
05:20 Number of Segments এ 12 লিখুন।
05:23 OK তে ক্লিক করুন। Apply and Close এ ক্লিক করুন। আমরা Mesh_1 কে Geometry tree তে দেখি।
05:32 এতে ডান ক্লিক করুন। Compute এ ক্লিক করুন। উইন্ডো বন্ধ করুন।
05:40 আমরা দেখি যে mesh তৈরী হয়েছে।
05:43 আমি জুম ইন করি।
05:45 আমি এই panning বিকল্প দ্বারা অবজেক্ট সরাতে পারি।
05:51 এখন, আমরা ফ্লো এর দিকের mesh শোধিত করব।
05:56 এটি করতে, Modules ড্রপ ডাউন মেনু থেকে geometry module এ ফিরে যান।
06:03 এখন, panning এবং rotation বিকল্প দ্বারা যথাযথ দৃশ্য পেতে হবে। আমি এটি জুম আউট করি।
06:15 New Entity >> Explode এ যান।
06:20 Main Object হিসাবে Pipe_1 চয়ন করুন।
06:24 Sub-shapes Type এ, Edge চয়ন করুন।
06:29 Select sub-shapes চেক করুন।
06:34 আমি উইন্ডোটি কোণায় নিয়ে যাই।
06:37 এখন, স্ক্রীনে দেখানোর মত মাউস পয়েন্টার নিন। মাউসের বাম বোতামটি টিপে থাকুন।
06:43 মাউসটি ড্রেগ করুন যাতে সকল outlet face edges উইন্ডোর ভিতরে আসে।
06:50 মাউসের বাম বোতামটি ছেড়ে দিন। চয়নিত edges সাদা রঙে দেখায়।
06:57 Hide selected এ ক্লিক করুন। একইভাবে, এখানে 3 এবং face edges রয়েছে যা এক এক করে চয়ন এবং লুকোতে হবে।
07:14 এরপর, আপনি edges কে শুধুমাত্র ফ্লো এর দিকে দেখবেন। এটি জুম আউট করি. অবজেক্টটি সরান।
07:25 একই পদ্ধতি দ্বারা এই সকল edges চয়ন করুন এবং Apply and Close এ ক্লিক করুন।
07:33 geometry tree তে, outlet এর নীচে, আমরা দেখি যে 24 edges উন্মোচিত হয়েছে।
07:40 এই edges গ্রুপ করতে, New Entity >> Group >>Create এ যান।
07:46 Shape Type হিসাবে Edge চয়ন করুন।
07:50 geometry tree থেকে Main Shape হিসাবে Pipe_1 চয়ন করুন।
07:56 এখন, এই সকল edges চয়ন করুন এবং এই edges জুড়তে Add বোতামে ক্লিক করুন।
08:04 গ্রুপকে flow edges নাম দিন। Apply and close এ ক্লিক করুন।
08:11 আমরা দেখি যে flowedges গ্রুপ তৈরী হয়েছে।
08:17 এখন modules ড্রপ ডাউন বিকল্প থেকে Mesh মডিউলে যান।
08:22 Mesh_1 এ ডান ক্লিক করুন এবং Create Sub-mesh এ ক্লিক করুন।
08:28 Geometry হিসাবে flowedges চয়ন করুন।
08:33 Algorithm হিসাবে wire discretization চয়ন করুন।
08:37 এখন, যথাযথ Hypothesis চয়ন করতে, ড্রপ-ডাউন মেনুর ডানদিকে প্রথম বোতামে ক্লিক করুন।
08:47 Nb. Segments এ ক্লিক করুন।
08:50 Number of segments এ 30 লিখুন।
08:54 Ok তে ক্লিক করুন। Apply and Close এ ক্লিক করুন।
09:00 এখন, Mesh_1 এ ক্লিক করুন। Compute এ ক্লিক করুন। Refined mesh তৈরী হয়েছে। উইন্ডো বন্ধ করুন।
09:12 আমরা দেখি যে mesh ফ্লো এর দিকে refined হয়েছে।
09:18 কাজটি সংরক্ষণ করতে, File >> Save As এ যান। ফাইলের নাম Curved-geometry দিন।
09:28 আমি এই কাজটি ডেস্কটপে সংরক্ষণ করছি। Save করে Salome মিনিমাইজ করুন।
09:37 আমরা দেখি যে ফাইলটি Curved-geometry.hdf হিসাবে সংরক্ষিত হয়েছে।
09:43 এখানে আমরা শিখেছি:

Salome তে curved pipe geometry বানানো, Salome তে geometry কে mesh করা, submesh দ্বারা mesh সংশোধিত করা।

09:55 অনুশীলনী হিসাবে, বাইরের ব্যাসের তুলনায় 6 ইউনিট ছোট আন্তরিক ব্যাসের পাইপ বানান। বেন্টের কোণ বদলান।
10:06 ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ:

http: //spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial. এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।

10:18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।

অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।'

10:35 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:57 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta