Ngspice/C2/DC-Sweep-Analysis/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:24, 27 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 NgspiceDC sweep analysis এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:09 DC sweep analysis এবং Nested DC sweep analysis সঞ্চালন করা।
00:14 এই টিউটোরিয়ালের জন্য ইলেকট্রনিক সার্কিটের মৌলিক জ্ঞান পূর্বে আবশ্যক।
00:19 এছাড়াও উবুন্টু লিনাক্স এবং শেল কমান্ডের মৌলিক জ্ঞান প্রয়োজন।
00:25 সংস্থাপিত ngspice সংস্করণ 23 এর সাথে ব্যবহৃত উবুন্টু 12.04 হল অপারেটিং সিস্টেম।
00:33 আমরা দেখানো সার্কিটের উদাহরণ ব্যবহার করব।
00:36 সার্কিটে তিনটি বিশিষ্ট নোড রয়েছে 1, 2 এবং 3.
00:40 এছাড়াও, একটি চতুর্থ নোড reference বা datum node হিসেবে নোড 0 হিসেবে চিন্হিত হওয়া আবশ্যক।
00:47 এটি যে কোনো সার্কিটের জন্য বাধ্যতামূলক।
00:51 টেক্সট এডিটরে, পূর্বে প্রদর্শিত সার্কিট ডায়াগ্রামের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ngspice নেটলিস্ট ফাইল example.cir খুলুন।
01:00 আমি ইতিমধ্যে gedit টেক্সট এডিটরে এই ফাইল খুলেছি।
01:04 দ্রষ্টব্য যে নেটলিস্ট ফাইল .cir এক্সটেনশন হিসাবে সংরক্ষিত।
01:10 আমরা সকল উপাদান যেমন ভোল্টেজ সোর্স, রোধক এবং তাদের একসাথে জুড়িত নোড সম্পর্কে তথ্য দেখতে পারি।
01:18 নেটলিস্ট ফাইলে অন্তর্ভুক্ত dc কমান্ড dc sweep analysis সঞ্চালন করতে ব্যবহৃত হয়।
01:25 সাধারণ ভাবে ব্যবহৃত dc কমান্ড এখানে প্রদর্শিত হয়েছে,
01:29 ডট DC SRCNAM VSTART VSTOP VINCR
01:35 যেখানে,
01:37 SRCNAM হল স্বতন্ত্র ভোল্টেজ এবং কারেন্ট সৌর্সের নাম।
01:42 VSTART, VSTOP এবং VINCR হল সৌর্সের জন্য যথাক্রমে শুরুর, অন্তিম এবং বৃদ্ধির মান।
01:51 যেমনকি আপনি দেখতে পারেন আমরা ভোল্টেজ সোর্সকে একক মান 24 ভোল্টের জন্য 1 পদক্ষেপ বৃদ্ধি করে স্বীপ করছি।
02:02 এখন আমরা এই সার্কিট সিমুলেট করি এবং বিভিন্ন নোডে ভোল্টেজের মান নিরুপন করি।
02:08 এখন টার্মিনালের মাধ্যমে ngspice খুলি।
02:11 একসাথে Ctrl, Alt, T টিপুন।
02:14 এটি টার্মিনাল উইন্ডো খুলবে।
02:18 এখন আমি সেই ফোল্ডারে যাই যেখানে নেটলিস্ট ফাইল, example.cir সংরক্ষণ করা হয়েছে।
02:23 আমি এটি নিম্নরূপে করি:
02:26 cd downloads ফোল্ডারের সাথে পাথ এবং এন্টার টিপুন।
02:33 এখন ngspice ফাইল সিমুলেট করি।
02:36 এখন দেখি যে এটি কিভাবে করা যেতে পারে।
02:39 টার্মিনালে লিখুন Ngspice স্পেস example.cir এবং এন্টার টিপুন।
02:51 ভোল্টেজ v1 এর মান 24 ভোল্ট।
02:56 ভোল্টেজ v2 এর মান 9,746 ভোল্ট।
03:01 এখন অন্যান্য নোডের ভোল্টেজ ও প্রদর্শিত হয়।
03:05 এরপর আমরা দেখব যে nested dc sweep analysis কিভাবে করে।
03:10 এইজন্য সাধারণভাবে ফর্ম এইভাবে দেখানো হয়।
03:14 ডট DC SRCNAM VSTART VSTOP VINCR SRC2 START2 STOP2 INCR2
03:24 যেখানে,
03:26 SRCNAM প্রাথমিক স্বীপ ভ্যারিয়েবল এবং SRC2 হল সেকেন্ডারী স্বীপ ভ্যারিয়েবল।
03:33 সেকেন্ডারী স্বীপ ভ্যারিয়েবল বাইরের লুপ তৈরী করে।
03:36 অর্থাৎ সেকেন্ডারী স্বীপ ভ্যারিয়েবলের প্রত্যেক বৃদ্ধির জন্য প্রথমে স্বীপ ভ্যারিয়েবল বৃদ্ধির মান তার সমগ্র অনুক্রমের মাধ্যমে করা হয়।
03:45 এই উদাহরণ সার্কিট যা আমরা সিমুলেট করব থেকে আরো স্পষ্ট হবে।
03:50 আমরা কমন বেস কনফিগারেশনে বাইপোলার জাংশন ট্রানজিস্টার ভিত্তিক সার্কিট ব্যবহার করব।
03:56 প্রাথমিক স্বীপ ভ্যারিয়েবল হল ভোল্টেজ Vin যা এমিটার এবং বেস টার্মিনালের মাঝে যুক্ত।
04:03 সেকেন্ডারী স্বীপ ভ্যারিয়েবল লোড রোধক Rload হবে।
04:08 আমরা লোড রোধকের বিভিন্ন মানের জন্য আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজ প্লট করব।
04:14 আউটপুট ভোল্টেজ হল Rload এ ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ হল Vin.
04:21 কমন বেস ট্রানজিস্টার সার্কিট সম্বন্ধিত netlist হল নিম্নলিখিত।
04:26 NPN হল সার্কিটে ট্রানজিস্টার mod1 এর জন্য ব্যবহৃত ডিফল্ট মডেল।
04:33 যেমনকি আপনি দেখতে পারেন Vin, 0.02 ভোল্ট ধাপ বৃদ্ধির সাথে 0.2 ভোল্ট থেকে 2 ভোল্ট পর্যন্ত যায়।
04:45 Rload, 2kiloohms ধাপ বৃদ্ধির সাথে 5kiloohms থেকে 10 kiloohms পর্যন্ত যায়।
04:53 Rload এর বিভিন্ন মানের জন্য Vin 0.2 থেকে 2 এর মাঝে সম্পূর্ণ অনুক্রমের জন্য স্বীপ হয়।
04:59 প্রতিটি ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজ গ্রাফ প্লট করা হয়।
05:05 Plot v of 3,4 নোড 3 এবং 4 এর মাঝের ভোল্টেজ ড্রপ প্লট করে, যা হল Rload এর ভোল্টেজ।
05:15 এখন আমরা এই সার্কিট সিমুলেট করব এবং ফলাফল দেখব।
05:19 টার্মিনালে লিখুন source স্পেস example nested.cir এবং এন্টার টিপুন।
05:35 এই সিমুলেশন রান করবে।
05:37 সোর্স কমান্ড ngspice সিমুলেট এনভাইরোনমেন্ট থেকে নেটলিস্ট সিমুলেট করতে ব্যবহৃত হয়।
05:44 যেমনকি আপনি দেখতে পারেন লোড রোধকের বিভিন্ন মানের জন্য আউটপুট ভোল্টেজ বনাম ইনপুট ভোল্টেজের গ্রাফ প্লট করা হয়েছে।
05:52 ngspice সিমুলেটর থেকে প্রস্থান করতে লিখুন quit এবং এন্টার টিপুন।
05:59 আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
06:02 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,
06:04 সঞ্চালন করতে প্রদত্ত সার্কিটের জন্য DC sweep analysis
06:08 প্রদত্ত সার্কিটের জন্য Nested DC sweep analysis
06:12 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
06:14 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
06:18 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
06:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল
06:24 কর্মশালার আয়োজন করে।
06:27 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
06:31 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
06:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
06:41 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
06:47 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
06:51 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
06:58 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
06:59 আশা করি টিউটোরিয়ালটি লাভদায়ক হয়েছে।
07:02 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta