Difference between revisions of "Moodle-Learning-Management-System/C2/Uploading-and-editing-resources-in-Moodle/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 361: Line 361:
 
|-  
 
|-  
 
| 09:24
 
| 09:24
| আপনি এই টিউটোরিয়ালের Code files Book-IteratingEvolutesAndInvolutes.odt এর বিষয়বস্তু পাবো।
+
| আমি এই টিউটোরিয়ালের Code files লিঙ্কে Book-IteratingEvolutesAndInvolutes.odt এর বিষয়বস্তু পাবো।
  
 
|-  
 
|-  

Latest revision as of 12:13, 24 April 2019

Time Narration
00:01 Moodle এ Uploading and Editing Resources এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা শিখব:

Moodle এ URL রিসোর্স, resource বুক করা এবং resources সম্পাদনা করা।

00:19 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহৃত হয়েছে: উবুন্টু লিনাক্স OS 16.04
00:25 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP
00:33 Moodle 3.3 এবং Firefox web browser

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:43 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:51 এই টিউটোরিয়ালটি অনুমান করে যে আপনার সাইট প্রশাসক Moodle ওয়েবসাইট সেট করেছে।

এবং আপনাকে শিক্ষক হিসাবে নিবন্ধিত করেছে।

01:01 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের Moodle এ শিক্ষকের লগইন থাকা উচিত।

প্রশাসক দ্বারা অন্তত একটি কোর্স তাদের নির্ধারিত হওয়া।

01:11 তাদের নিজস্ব কোর্সের জন্য কিছু কোর্স ম্যাটেরিয়াল আপলোড করা হয়েছে।
01:16 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:22 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনাকে আপনার কোর্সে শিক্ষার্থীকে জুড়তে হবে।
01:28 শিক্ষার্থী কিভাবে জোড়ে তা জানতে, Users in Moodle টিউটোরিয়াল দেখুন।
01:35 আমি ইতিমধ্যে আমার কোর্সে একজন শিক্ষার্থী Priya Sinha জুড়েছি।
01:41 ব্রাউজারে যান এবং শিক্ষক হিসাবে আপনার Moodle সাইটে লগইন করুন।
01:48 বাম ন্যাভিগেশন মেনুতে Calculus কোর্সে ক্লিক করুন।
01:53 আমরা আগে শৃঙ্খলায় page resources এবং folder resources যোগ করেছি।
02:00 এখন আমরা কিছু অতিরিক্ত কোর্স ম্যাটেরিয়াল জুড়ব।

উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন এবং Turn Editing On এ ক্লিক করুন।

02:11 Basic Calculus section এর নীচে ডানদিকে Add an activity or resource লিঙ্কে ক্লিক করুন।
02:19 রিসোর্সের তালিকা সহ একটি পপ-আপ খোলে।

এটিকে activity chooser বলে।

02:26 নীচে স্ক্রোল করুন এবং তালিকা থেকে URL চয়ন করুন।

রিসোর্স সম্পর্কিত বিস্তারিত বিবরণ ডানদিকে দেখায়।

02:37 URL resource সহ, কেউ অনলাইন রিসোর্সে লিঙ্ক জুড়তে পারে।
02:43 এটি documents, online videos, wiki pages, open educational resources ইত্যাদি হতে পারে।
02:52 activity chooser এর নীচে Add বোতামে ক্লিক করুন।
02:57 Name ফীল্ডে, আমি Evolutes of basic curves লিখব।
03:03 তারপর External URL টেক্সট বাক্সে, এখানে উল্লিখিত URL লিখুন।
03:10 Description টেক্সট ফীল্ড একটি ঐচ্ছিক ফীল্ড।

আমি এখানে দেখানো টেক্সট লিখব।

03:17 টেক্সট এরিয়ার নীচে Display description on course page চেকবাক্সে ক্লিক করুন।
03:24 এখন বিভাগটি প্রসারিত করতে Appearance এ ক্লিক করুন।
03:29 এখানে Display বিকল্প ভিডিওটি কেমন দেখাবে তা নির্ধারণ করে।
03:35 ড্রপডাউনে 4 টি বিকল্প রয়েছে।

browser settings এবং screen resolution এর উপর ভিত্তি করে Automatic বিকল্প শ্রেষ্ঠ বিকল্প চয়ন করে।

03:45 Embed, course এর ভিতরে ভিডিও খোলে।

Open একই উইন্ডোতে ইউসারকে URL এ পুনঃনির্দেশিত করে।

03:55 In pop-up একটি নতুন পপ-আপ উইন্ডোতে ভিডিওটি খোলে।
04:00 আপনি In pop-up চয়ন করলে, Pop-up width এবং Pop-up height বিকল্প সক্রিয় হয়।

আপনি পছন্দ অনুযায়ী ভ্যালু বদলাতে পারেন।

04:12 আমি Display বিকল্প হিসেবে Embed চয়ন করব।
04:17 Activity completion section এ স্ক্রোল করুন এবং এটি প্রসারিত করতে এতে ক্লিক করুন।
04:24 এই বিভাগ শিক্ষককে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে সে ক্রিয়াকলাপ সম্পন্ন ট্র্যাক করতে চায় কিনা।
04:32 Completion tracking এ 3 টি বিকল্প রয়েছে।

রিসোর্সের উপর নির্ভর করে, আপনি ট্র্যাকিং প্রক্রিয়া স্থির করতে পারেন।

04:41 এখানে তৃতীয় বিকল্প চয়ন করি এবং Student must view this activity to complete it চেকবাক্সে ক্লিক করি।
04:51 নীচে স্ক্রোল করি এবং নীচে Save and return to course বোতামে ক্লিক করি।
04:58 activity name এর পাশে থাকা চেকমার্ক, কার্যকলাপ সম্পন্ন হলে ইঙ্গিত করে।
05:05 এখন একটি book resource বানাই। নাম অনুযায়ী এতে একাধিক পৃষ্ঠা, অধ্যায় এবং উপঅধ্যায় থাকবে।
05:16 এতে মাল্টিমিডিয়া কন্টেন্টও থাকতে পারে।
05:20 এখন ব্রাউজার উইন্ডোতে ফিরে যান।
05:23 Basic Calculus section এর নীচে ডানদিকে Add an activity or resource লিঙ্কে ক্লিক করুন।
05:30 নীচে স্ক্রোল করুন এবং Resources এর তালিকা থেকে Book চয়ন করুন।
05:34 activity chooser এর নীচে Add বোতামে ক্লিক করুন।
05:39 Name ফীল্ডে, Iterating evolutes and involutes লিখুন।
05:45 এখানে বর্ণিত বর্ণন লিখুন।
05:48 বিভাগটি প্রসারিত করতে Appearance এ ক্লিক করুন।
05:51 প্রথম বিকল্প হল Chapter formatting.

এটি অধ্যায় এবং উপঅধ্যায় কিভাবে দেখে তা নির্ণয় করে।

05:59 এই বিকল্প স্ব-ব্যাখ্যামূলক। বর্ণন পড়তে আপনি ড্রপডাউন এর আগে Help আইকনে ক্লিক করতে পারেন।
06:08 আমি এটি Numbers রাখবো।
06:11 পরবর্তী বিকল্প হল Style of navigation. পূর্ববর্তী এবং পরবর্তী লিঙ্ক কিভাবে দেখায় এটি তা নির্ণয় করে।
06:19 TOC হল Table of Contents.
06:23 আমরা Images চয়ন করলে পূর্ববর্তী এবং পরবর্তী অ্যারো হিসাবে দেখাবে।
06:29 Text নেভিগেশনের পূর্ববর্তী এবং পরবর্তী অধ্যায় দেখাবে।
06:34 আমাদের প্রতিটি অধ্যায় নেভিগেশনে কাস্টম শিরোনাম দেওয়ারও বিকল্প রয়েছে।
06:40 এটি তারপর টেক্সট হিসাবে অধ্যায়ের নাম ওভাররাইড করবে।
06:45 আমি Style of navigation হিসাবে Text চয়ন করব।
06:49 এরপর, এটি প্রসারিত করতে Restrict Access বিভাগে ক্লিক করুন।

এই রিসোর্সে কাদের অ্যাক্সেস রয়েছে এটি তা নির্ণয় করতে সাহায্য করে।

06:59 ডিফল্টরূপে, কোনো সীমাবদ্ধতা নেই। এর মানে এই কোর্সে নথিভুক্ত যে কেউ এই বই দেখতে সক্ষম হবে।
07:08 Add restriction বোতামে ক্লিক করুন।
07:12 এখানে কিছু বিকল্প রয়েছে। আপনি প্রতিটির বর্ণন পড়ে কোন restriction চয়ন করতে হবে তা নির্ণয় করতে পারেন।
07:21 আমরা পূর্বে নির্মিত URL রিসোর্সের জন্য Activity completion শর্ত দেবো।
07:27 একজন শিক্ষার্থী বইটি সম্পূর্ণ হিসাবে চিহ্নিত করা পর্যন্ত এই বইতে এক্সেস সীমিত করি।
07:33 Activity completion এ ক্লিক করুন। restriction এর জন্য চয়নিত বিকল্পের উপর নির্ভর করে, এখানে ফীল্ড ভিন্ন হতে হবে।
07:42 Activity completion ড্রপডাউনে Evolutes of basic curve চয়ন করুন।

তারপর শর্ত হিসাবে Must be marked complete চয়ন করুন।

07:54 নীচে স্ক্রোল করুন এবং পৃষ্ঠার নীচে Save and display বোতামে ক্লিক করুন।
08:00 আমরা এখন এই বইতে অধ্যায় এবং উপঅধ্যায় জুড়তে পারি।
08:05 Chapter title হিসাবে Introduction লিখুন।
08:09 Content হিসাবে Introduction to evolutes and involutes লিখুন।

কোনো বক্তৃতা নোট থাকলে তা আপনি কপি এবং পেস্ট করতে পারেন।

08:19 পৃষ্ঠার নীচে Save changes বোতামে ক্লিক করুন।
08:24 এখন আপনি এই অধ্যায় পৃষ্ঠার মাঝখানে দেখতে পারেন।

ডান দিকে একটি table of contents রয়েছে।

08:32 Exit Book লিঙ্কে ক্লিক করলে আমরা Calculus course ফিরে আসবো।
08:38 লক্ষ্য করুন, Introduction অধ্যায়ের নীচে, Table of Contents ব্লকের ডানদিকে 4 টি আইকন রয়েছে।
08:46 Edit, Delete, Hide এবং Add new chapter.
08:55 এখন একটি উপঅধ্যায় যোগ করি। Add new chapter নির্দেশ করা plus icon এ ক্লিক করুন।

উপঅধ্যায় অধ্যায়ের মত তৈরী হয়।

09:07 এগুলি উপঅধ্যায় তা ইঙ্গিত করার একটি অতিরিক্ত চেকবাক্স রয়েছে।

এই চেকবাক্সে ক্লিক করুন।

09:15 Chapter title হিসাবে Classical evolutes and involutes লিখুন।

এখানে দেখানো কনটেন্ট কপি এবং পেস্ট করুন।

09:24 আমি এই টিউটোরিয়ালের Code files লিঙ্কে Book-IteratingEvolutesAndInvolutes.odt এর বিষয়বস্তু পাবো।
09:31 পৃষ্ঠার নীচে Save changes বোতামে ক্লিক করুন।
09:37 এখন আপনি উপঅধ্যায় দেখতে পারেন। এছাড়াও পূর্ববর্তী অধ্যায়ের জন্য ন্যাভিগেশন লক্ষ্য করুন।
09:44 লক্ষ্য করুন ডানদিকে আইকনের পাশে একটি অতিরিক্ত আইকন রয়েছে।
09:49 আপ এবং ডাউন অ্যারো অধ্যায় পুনঃক্রম করতে রয়েছে।
09:54 এখন দেখি যে এই উপঅধ্যায় উপরে সরালে কি ঘটে।

Up অ্যারোতে ক্লিক করুন।

10:01 লক্ষ্য করুন Introduction এখন উপঅধ্যায়ের বদলে দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে।
10:08 এটিকে আবার প্রথম অধ্যায়ে নিয়ে যান।
10:11 কিভাবে আমরা আবার Classical evolutes and involutes কে উপঅধ্যায় বানাতে পারি?

এটি সম্পাদনা করতে শিরোনামের নীচে গিয়ার আইকনে ক্লিক করুন।

10:21 এখন এটি উপঅধ্যায় বানাতে Subchapter চেকবাক্সে ক্লিক করুন।
10:26 নীচে স্ক্রোল করুন এবং Save changes বোতামে ক্লিক করুন।
10:30 আবার Calculus কোর্সে ফিরে আসি।
10:34 এখন Basic Calculus বিষয়ের জন্য নিম্ন রিসোর্স রয়েছে।
10:40 আমরা সেগুলি টেনে এনে এই রিসোর্স পুনঃক্রম করতে পারি।
10:45 আমি Evolutes of Basic curves URL রিসোর্সকে বাকি দুটির উপরে নিয়ে যাই।
10:52 প্রতিটি রিসোর্সের ডানদিকে Edit লিঙ্ক রয়েছে। এতে ক্লিক করুন।
10:58 রিসোর্স edit, hide, duplicate এবং delete করার সেটিংস রয়েছে।

এটি স্ব-ব্যাখ্যামূলক।

11:09 আরো 2 টি বিকল্প রয়েছে: Move right এবং Assign roles.
11:14 Move right এ ক্লিক করুন।

এটি রিসোর্সে একটি সামান্য খাঁজ দেবে।

11:21 এটি রিসোর্সের দৃশ্যমান প্রতিনিধিত্বের জন্য সহায়ক যা অন্য রিসোর্সের অংশ।
11:28 রিসোর্সকে তার আসল স্থানে ফিরিয়ে আনতে Move left এ ক্লিক করব।
11:34 এখন আমরা Moodle এ লগ আউট করতে পারি।
11:38 এখন Priya Sinha শিক্ষাথী হিসাবে লগইন করি।
11:41 Priya Sinha পৃষ্ঠাটি এইভাবে দেখবে।
11:46 লক্ষ্য করুন completion বাক্স প্রথমবার টিক করা হয় না।
11:51 এই resource সম্পূর্ণ চিহ্নিত করতে এই URL টি দেখতে হবে।
11:56 URL resource সম্পূর্ণ চিহ্নিত না হওয়া পর্যন্ত book resource ক্লিকযোগ্য হয় না।
12:02 Evolutes of basic curves resource এ ক্লিক করি।
12:07 এখন breadcrumb এ Calculus লিঙ্কে ক্লিক করুন।

resource এখন সম্পূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং বই শিক্ষার্থীর কাছে উপলব্ধ।

12:17 এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

12:23 এখানে আমরা Moodle এ URL রিসোর্স, Book resource এবং resources সম্পাদনা করা শিখেছি।
12:34 এখানে একটি অনুশীলনী রয়েছে।

আমরা আগে নির্মিত বইতে আরো অধ্যায় এবং উপঅধ্যায় যোগ করুন।

12:42 নির্দেশ হিসাবে তাদের পুনর্গঠন করুন।

বর্ণনের জন্য এই টিউটোরিয়ালের অনুশীলনী লিঙ্ক দেখুন।

12:50 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

12:59 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
13:09 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
13:14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
13:26 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।

আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta