Difference between revisions of "Moodle-Learning-Management-System/C2/Installing-Moodle-on-Local-Server/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''''Time''''' |'''''Narration''''' |- |00:01 | Local Server এ Moodle সংস্থাপন করার টিউটোরিয়ালে আপনা...")
 
 
Line 93: Line 93:
 
| এখন Moodle ডাউনলোড করা শুরু করি।
 
| এখন Moodle ডাউনলোড করা শুরু করি।
  
Moodle এর অফিসিয়াল ওয়েবসাইটে যান যা হল moodle.org.
+
অফিসিয়াল ওয়েবসাইটে যান যা হল moodle.org.
  
 
|-  
 
|-  

Latest revision as of 01:05, 9 March 2019

Time Narration
00:01 Local Server এ Moodle সংস্থাপন করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা Moodle ডাউনলোড এবং সংস্থাপন করা শিখব।
00:15 Moodle সংস্থাপন করতে, আপনার সিস্টেমে থাকতে হবে:

Apache 2.x (বা উচ্চতর সংস্করণ)

00:23 MariaDB 5.5.30 (বা যে কোনো উচ্চতর সংস্করণ) এবং PHP 5.4.4 + (বা যে

কোনো উচ্চ সংস্করণ)

00:36 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করবো:

উবুন্টু লিনাক্স OS 16.04

00:44 XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP
00:53 Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
00:59 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
01:03 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
01:11 শুরু করার আগে আপনার ইন্টারনেট সংযোগের উপস্থিতি নিশ্চিত করুন।
01:16 এছাড়াও এই শৃঙ্খলার পূর্ববর্তী টিউটোরিয়াল দেখুন।

এবং পূর্বশর্ত পূরণ করা নিশ্চিত করুন এবং ডেটাবেস সঠিকভাবে সেটআপ করুন।

01:27 আমাদের XAMPP চলমান থাকতে হবে এবং moodle-st ইউসারনেম সহ ডেটাবেস সেট হওয়া উচিত।
01:37 প্রথমে, ওয়েব ব্রাউজারে যান এবং XAMPP চালু করুন।
01:42 অ্যাড্রেস বারে, লিখুন http colon double slash 127 dot 0 dot 0 dot 1 এবং এন্টার টিপুন।
01:56 মেনুতে পর্দার উপরের ডানদিকে, PHPinfo তে ক্লিক করুন।
02:02 এখন Ctrl + F কী টিপুন এবং DOCUMENT underscore ROOT সন্ধান করুন।
02:10 এটি Apache Environment টেবিলে পাওয়া যাবে।
02:14 DOCUMENT underscore ROOT এর ভ্যালু হবে slash opt slash lampp slash htdocs বা slash var slash www.
02:30 মেশিনে, এটি হল slash opt slash lampp slash htdocs.
02:37 এই পাথটি নোট করুন। আমরা এখানে Moodle সংস্থাপন করতে যাচ্ছি।
02:43 এখন Moodle ডাউনলোড করা শুরু করি।

অফিসিয়াল ওয়েবসাইটে যান যা হল moodle.org.

02:53 উপরের মেনুতে Downloads লিঙ্কে ক্লিক করুন।

এবং তারপর সর্বশেষ রিলিজ বোতাম Moodle 3.3+ এ ক্লিক করুন।

03:04 এই টিউটোরিয়ালটি রেকর্ডের সময়, সর্বশেষ স্থিতিশীল হল Moodle সংস্করণ 3.3।

আপনি চেষ্টা করার সময় এটি ভিন্ন হতে পারে।

03:15 Download জিপ বোতামে ক্লিক করুন। এটি মেশিনে Moodle ডাউনলোড শুরু করবে।
03:22 আমি ইতিমধ্যে ফাইলটি ডাউনলোড করেছি এবং এটি আমার Downloads ফোল্ডারে রয়েছে।

তাই এই ধাপটি এড়িয়ে যাবো।

03:30 Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
03:36 টার্মিনালে, আমি ডাইরেক্টরীকে Downloads এ বদলাবো।
03:40 এটি করতে, কমান্ড লিখুন: cd space Downloads এবং এন্টার টিপুন।
03:48 আপনি সিস্টেমে যেখানে Moodle ডাউনলোড করেছেন তার পাথ লিখতে হবে।
03:53 আপনি সেই ডাইরেক্টরীতে থাকলে, ls লিখুন এবং সেখানে ফাইলের তালিকার জন্য এন্টার টিপুন।
04:01 এখানে এটি Moodle ইনস্টলেশন ফাইল। এটির নাম হল moodle hyphen latest hyphen 33 dot zip.
04:11 আপনি ডাউনলোডের সময় এটির অন্য নাম দিলে আপনার ফোল্ডারে ফাইলটি সন্ধান করুন।
04:19 এরপর, Moodle ফোল্ডারে এই জিপ ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করতে হবে।
04:26 কমান্ড প্রম্পটে লিখুন: sudo space unzip space moodle hyphen latest hyphen 33 dot zip space hyphen d space slash opt slash lampp slash htdocs slash, এখন এন্টার টিপুন।
04:51 Ctrl + L টিপে টার্মিনাল মুছে ফেলি।
04:56 এখন লিখুন cd space slash opt slash lampp slash htdocs এবং এন্টার টিপুন।
05:06 এই ডাইরেক্টরীতে ফাইল তালিকাভুক্ত করতে, ls লিখুন এবং এন্টার টিপুন।
05:12 আপনি দেখেন যে moodle নামে একটি নতুন ফোল্ডার তৈরী হয়েছে।
05:18 moodle ফোল্ডারের মালিক এবং গ্রুপ সদস্যদের পড়া, লেখা এবং এক্সিকিউট করার অনুমতি দিন।
05:27 তাই লিখুন - sudo space chmod space 777 space moodle slash এবং এন্টার টিপুন।
05:39 প্রম্পট হলে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিন এবং এন্টার টিপুন।
05:45 এখন ব্রাউজারে যান এবং লিখুন - http colon double slash 127.0.0.1 slash moodle বা http colon double slash localhost slash moodle
06:06 আমি এখানে আমার localhost IP লিখেছি।
06:10 এই IP টি মেশিনের IP হতে হবে যাতে moodle সংস্থাপিত হয়েছে।

মনে রাখবেন যে moodle সেই ফোল্ডার যা আমরা আগে এক্সটার্ক্ট করেছি।

06:23 Enter টিপুন এবং আপনি Moodle ইনস্টলেশন পৃষ্ঠা দেখেন।
06:29 ডিফল্টরূপে, আমরা ধাপ সংখ্যা একে রয়েছি অর্থাৎ Configuration. নোট: Moodle একাধিক ভাষায় সংস্থাপন করা যাবে।
06:40 কিন্তু আমরা নিজেদের শুধুমাত্র English এ সীমাবদ্ধ করব।

তাই এখানে English চয়ন করুন। ভাষা ড্রপডাউনের নীচের Next বোতামে ক্লিক করুন।

06:52 এরপর হল Paths পৃষ্ঠা।

এখানে ওয়েব এড্রেস , moodle ডাইরেক্টরী এবং ডেটা ডাইরেক্টরী সংজ্ঞায়িত করা হয়।

07:02 ওয়েব অ্যাড্রেস হল Moodle একবার সংস্থাপিত হলে অ্যাক্সেস করার URL.
07:08 এটি একই URL যা আমরা উপরে লিখেছি, যা এখানে দেখানো হয়েছে:
07:14 Moodle ডাইরেক্টরী হল এমন ফোল্ডার যেখানে সকল Moodle কোড উপলব্ধ।
07:20 এখানে লক্ষ্য করুন - উভয় Web address এবং Moodle directory অ-সম্পাদনাযোগ্য ফীল্ড।

এটি আমাদের দ্বারা পরিবর্তন করা যাবে না।

07:31 এরপর হল Data directory.

এটি এমন ফোল্ডার যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা সকল ফাইল সামগ্রী সংরক্ষণ করা হবে।

07:42 এই ফোল্ডারের পড়ার এবং লেখার অনুমতি থাকতে হবে যাতে ফাইলটি এখানে সংরক্ষণ করা যায়।
07:50 যদিও এটি নিরাপত্তার কারণে ওয়েবে সরাসরি অ্যাক্সেসযোগ্য নয়।
07:57 তাই এটি ইনস্টলেশন ফোল্ডারের বাইরে রাখতে হবে।
08:03 lampp ফোল্ডারে থাকা moodledata হল ডিফল্ট ডেটা ডাইরেক্টরী যা ইনস্টলার বানানোর চেষ্টা করে।
08:11 এখানে একটি ফোল্ডার বানানোর অনুমতি নেই।

তাই এই ফোল্ডারটি ম্যানুয়ালি বানাতে হবে এবং প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।

08:23 টার্মিনাল উইন্ডোতে যান।

প্রম্পটে লিখুন sudo space mkdir space slash opt slash lampp slash moodledata এবং এন্টার টিপুন।

08:41 এখন লিখুন sudo space chmod space 777 space slash opt slash lampp slash moodledata এবং এন্টার টিপুন।
08:57 এখন ব্রাউজারে ফিরে যান এবং Next বোতামে ক্লিক করুন।
09:02 এরপর database configuration পৃষ্ঠা আসে।

ড্রপডাউন থেকে MariaDB চয়ন করুন এবং Next বোতামে ক্লিক করুন।

09:13 Database Host Name হিসাবে localhost লিখুন।
09:18 এখন আমাদের ডেটাবেসের নাম, ইউসারনাম এবং পাসওয়ার্ড লিখতে হবে।

এটি আমরা আগে phpMyAdmin এ বানিয়েছি।

09:30 আমি ডেটাবেসের নাম হিসাবে moodle-st লিখব।
09:36 ডেটাবেস ইউসারনেম হিসাবে moodle-st.
09:41 এবং ডেটাবেস পাসওয়ার্ড হিসাবে moodle-st.
09:46 Table Prefix এবং অন্যান্য ফীল্ড যেমন আছে তেমন রাখুন এবং Next এ ক্লিক করুন।
09:54 আমরা terms and conditions পৃষ্ঠা দেখি।
09:59 এটি সেই ধাপ যেখানে লাইসেন্স এগ্রিমেন্ট পড়তে হবে এবং একই সাথে একমত হতে হবে।

টেক্সট পড়ুন এবং তারপর Continue তে ক্লিক করুন।

10:10 আমরা এরপর Server Checks পৃষ্ঠা দেখতে পারেন।

ম্যাসেজ দেখতে নীচে স্ক্রোল করুন Your server environment meets all minimum requirements.

10:23 আপনি এখানে অন্যান্য এরর দেখতে পারেন:

সমাধানের জন্য এই টিউটোরিয়ালের Additional reading material লিঙ্ক দেখুন।

10:33 Continue তে ক্লিক করুন।
10:36 এই ধাপটি আপনার ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নিতে পারে।

আপনি পৃষ্ঠা রিফ্রেশ করলে Site is being upgraded, please retry later এরর ম্যাসেজ পেতে পারেন।

10:50 এই ক্ষেত্রে, কিছুক্ষণ পরে রিফ্রেশ করুন।
10:54 সংস্থাপনের জন্য একটি সফল বার্তা পেলে Continue তে ক্লিক করুন।
11:00 পরের পৃষ্ঠা administrator configuration এর জন্য।
11:05 Moodle Administrative পৃষ্ঠার জন্য ইউসারনেম লিখুন। আমি ইউসারনেম হিসাবে admin লিখব।
11:15 এখন Moodle Administrator এর জন্য পাসওয়ার্ড লিখুন।

এখানে দেখানো পাসওয়ার্ডের এই নিয়ম অনুসরণ করতে হবে।

11:26 পাসওয়ার্ড লিখতে, Click to enter text লিঙ্কে ক্লিক করুন।
11:32 আমি অ্যাডমিন পাসওয়ার্ড হিসাবে Spokentutorial1@ লিখব। পাসওয়ার্ড প্রকাশ করতে Unmask আইকনে ক্লিক করুন।
11:43 ভবিষ্যতে ব্যবহারের জন্য নির্মিত ইউসারনেম এবং পাসওয়ার্ড নোট করুন।
11:49 Email address একটি বাধ্যতামূলক ফীল্ড।

আমি এখানে priyankaspokentutorial@gmail.com লিখব।

11:59 Select a country ড্রপডাউনে, India চয়ন করুন।

টাইমজোন হিসাবে Asia/Kolkata চয়ন করুন।

12:08 আমরা বাকি ফীল্ড তাদের ডিফল্ট ভ্যালু সহ ছেড়ে দেবো।
12:13 নীচে স্ক্রোল করুন এবং Update Profile বোতামে ক্লিক করুন।
12:18 মনে রাখবেন যে Moodle একটি রিসোর্স কনস্যুমিং সফ্টওয়্যার।

প্রতিটি ধাপ সম্পূর্ণ হতে কিছু সময় লাগতে পারে।

12:27 পরের পৃষ্ঠাটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পৃষ্ঠাটি বন্ধ বা রিফ্রেশ করবেন না।
12:34 পরবর্তী স্ক্রীন হল Front page settings.

এটি সেই পৃষ্ঠা যা লোকেরা আমাদের Moodle সাইটে এলে দেখতে পাবে।

12:45 Full Site Name হিসাবে Digital India LMS লিখুন।
12:50 Short name for site হিসাবে আবার Digital India LMS লিখুন।

এটি তা যা ন্যাভিগেশন বারে Moodle সাইটের নাম হিসাবে দৃশ্যমান হবে।

13:03 এখনকার জন্য Front Page Summary খালি রাখুন। টাইমজোন হিসাবে Asia/Kolkata চয়ন করুন।
13:11 পরবর্তী ড্রপডাউন হল Self Registration.

Self Registration সক্রিয় থাকলে, নতুন ইউসার নিজেই তাদের রেজিস্টার করতে পারে।

13:23 ড্রপডাউন থেকে Disable চয়ন করুন। এরপর হল টেক্সট বাক্স no-reply address.
13:31 এই ফীল্ডের ডিফল্ট ভ্যালু হল noreply@localhost.

যেহেতু এটি একটি বৈধ ইমেল আইডি নয়, এটি noreply@localhost.com এ বদলান।

13:46 এই ইমেইল আইডি From address হিসাবে দেখাবে, যখন Moodle এর দেখানোর জন্য কোনো ইমেল আইডি নেই।
13:55 উদাহরণস্বরূপ, আমি আমার ঠিকানা ব্যক্তিগত নির্দিষ্ট করলে আমাকে পাঠানো সকল মেল এই email ID তে থাকবে।

শেষে, Save Changes বোতামে ক্লিক করুন।

14:10 এখন আমরা Moodle ব্যবহার করতে প্রস্তুত। আপনি এখানে নতুন সাইটের সম্মুখ পৃষ্ঠা দেখতে পারেন।
14:17 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
14:23 এখানে আমরা শিখেছি: moodle.org থেকে Moodle ডাউনলোড করা এবং লোকাল সার্ভারে Moodle সংস্থাপিত করা।
14:33 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
14:41 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
14:51 আপনার টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? http://forums.spoken-tutorial.org তে যান।
15:00 যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
05:10 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য।
15:15 তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
15:21 এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে। কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
15:31 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।

15:45

এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta