Moodle-Learning-Management-System/C2/Course-Administration-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Course Administration এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা Moodle এ Course Administration সম্পর্কে শিখব।

কোর্সে ক্রিয়াকলাপ এবং রিসোর্স।

00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার হয়েছে: উবুন্টু লিনাক্স OS 16.04
00:24 XAMPP 5.6.30 এর মাধ্যমে Apache, MariaDB এবং PHP.
00:33 Moodle 3.3 এবং Firefox web browser.
00:40 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।

00:52 টিউটোরিয়ালটি অনুমান করে যে আপনার সাইট প্রশাসক Moodle ওয়েবসাইট সেট করেছে এবং আপনাকে teacher হিসাবে নিবন্ধিত করেছে।
01:03 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের Moodle এ teacher login থাকা উচিত।
01:09 অন্তত প্রশাসক দ্বারা তাদের একটি কোর্স নির্ধারিত করা।

তাদের নিজস্ব কোর্সের জন্য কিছু কোর্স ম্যাটেরিয়াল আপলোড করা।

01:19 না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।
01:26 ব্রাউজারে যান এবং আপনার Moodle সাইটটি খুলুন।
01:31 আপনার শিক্ষকের ইউসারনেম এবং পাসওয়ার্ড বর্ণন দিয়ে লগইন করুন।

আমি ইতিমধ্যে শিক্ষকা Rebecca Raymond হিসাবে লগ ইন করছি।

01:41 আমরা teacher’s ড্যাশবোর্ডে রয়েছি।
01:44 বামদিকে নেভিগেশন মেনুতে, My Courses এ Calculus লক্ষ্য করুন।
01:51 মনে রাখবেন আপনি শিক্ষক বা শিক্ষার্থী হিসাবে যে সকল কোর্সের জন্য নথিভুক্ত হয়েছেন এখানে তার তালিকা থাকবে।
01:59 Calculus কোর্সে ক্লিক করুন।
02:02 আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে course topics এবং summaries আপডেট করেছি।
02:09 আপনি এটি না করে থাকলে পূর্ববর্তী টিউটোরিয়ালের অনুশীলনী দেখুন।
02:16 এখন আমরা কিছু দরকারী কোর্স সেটিং সম্পর্কে শিখব।
02:21 বিভাগের উপরে ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন।
02:26 Edit Settings এ ক্লিক করুন। তারপর সকল বিভাগ প্রসারিত করতে, ডানদিকে Expand All এ ক্লিক করুন।
02:36 এখানে দেখানো সেটিংস কোর্স নির্মাণের সময় প্রশাসক দ্বারা নির্ধারিত হয়েছিল।
02:44 General বিভাগে Course full name রয়েছে।

এই নাম কোর্স পৃষ্ঠার শীর্ষে দেখায়।

02:54 Course short name, course navigation এবং কোর্স সম্পর্কিত মেলে দেখায়।
03:03 Course category ইতিমধ্যে admin দ্বারা সেট করা হয়।
03:08 আমরা প্রয়োজনীয়তা অনুযায়ী Course start date, Course end date এবং Course ID number বদলাতে পারি।
03:21 Description বিভাগে, Course Summary টেক্সটবাক্স দেখুন।

আমি বিদ্যমান কন্টেন্ট মুছে ফেলবো এবং নিম্ন লিখবো।

03:31 আমার শিক্ষার্থীরা আমার কোর্সের প্রথম পৃষ্ঠায় এটি দেখবে।
03:37 এরপর Course summary files ফীল্ড রয়েছে।

এই ফাইল Course summary এর সাথে, শিক্ষার্থীদের দেখাবে।

03:47 ডিফল্টরূপে, Course summary ফাইল হিসাবে শুধুমাত্র jpg, gif এবং png ফাইল টাইপ অনুমোদিত।
03:56 ফাইল আপলোড করার 3 টি উপায় রয়েছে: ফাইলটি বাক্সে ড্রেগ এবং ড্রপ করা।
04:03 উপরে বাম দিকে Upload বা Add আইকনে ক্লিক করুন।

নীচের অ্যারোতে ক্লিক করুন।

04:11 আপনি Upload বা Add আইকন বা নীচের অ্যারোতে ক্লিক করলে File picker ডায়লগ বাক্স খোলে।
04:21 বাম মেনুতে Upload a file বিকল্পে ক্লিক করুন।
04:26 Browse বা Choose File বোতামে ক্লিক করুন।

তারপর মেশিন থেকে পছন্দসই ফাইল চয়ন করুন।

04:34 আমি সিস্টেম থেকে calculus.jpg চয়ন করব।
04:40 আপনি Save as এ ফীল্ডে লিখে এর ভিন্ন নাম দিতে পারেন।
04:46 যথাযত ফীল্ডে লেখক এবং লাইসেন্সের বর্ণন নির্দিষ্ট করুন।

শেষে নীচে Upload this file বোতামে ক্লিক করুন।

04:58 এইভাবে আমরা Course summary ফাইল আপলোড করতে পারি।
05:02 এরপর রয়েছে Course format. Course format শিক্ষার্থীদের জন্য সংগঠিত রিসোর্স এবং কার্যক্রম নির্দেশ করে।
05:12 Format ড্রপডাউনে 4 টি বিকল্প রয়েছে-

Single Activity Format, Social Format , Topics Format এবং Weekly Format.

05:26 আমাদের অ্যাডমিন Topics format চয়ন করেছে।

আমরা এটি একই রাখবো।

05:33 পরবর্তী সেটিং Hidden sections এর জন্য।

এটি কোর্সে মূলত বিষয় যা শিক্ষার্থীদের কাছ থেকে লুকানো রাখা যেতে পারে।

05:44 এটি কার্যকর হতে পারে যখন একটি নির্দিষ্ট বিষয় যা শিক্ষক দ্বারা এখনও সম্পন্ন হয়নি।

এই সেটিং নির্ধারণ করে যে Hidden sections শিক্ষার্থীদের কিভাবে উপস্থাপন করে।

05:57 এই বিকল্প চয়ন করা শিক্ষার্থীদের কাছে পতিত কন্টেন্ট দেখাবে।
06:04 এই বিকল্প চয়ন করা শিক্ষার্থীদের কাছ থেকে কন্টেন্ট লুকিয়ে রাখবে।
06:09 আমরা এখন এটি ডিফল্ট হিসাবে রাখবো।
06:13 পরবর্তী ড্রপ ডাউন হল Course Layout. এতে ক্লিক করুন।
06:19 এই বিকল্প চয়ন করে একটি পৃষ্ঠায় সকল বিভাগ দেখানো চয়ন করতে পারি।
06:25 এখানে আরেকটি বিকল্প হল Show one section per page.

বিভাগের সংখ্যা উপর নির্ভর করে, এটি কোর্সকে ভিন্ন পৃষ্ঠায় ভাগ করতে পারে।

06:37 আমরা এখনকার জন্য এটি Show all sections in one page ছেড়ে দেবো।
06:43 এরপর হল Appearance বিভাগ।
06:46 Show gradebook to students বিকল্প লক্ষ্য করুন।

কোর্সে অনেক কার্যক্রম শিক্ষকদের গ্রেড দেওয়ার অনুমতি দেয়।

06:57 এই বিকল্প নির্ধারণ করে যে শিক্ষার্থী সেই গ্রেড দেখতে পারে কিনা।

এই বিকল্প ডিফল্টরূপে Yes সেট করা হয়। আমরা এটি একই রাখবো।

07:10 আমরা Show activity reports কে Yes এ বদলাবো, যদি ডিফল্টভাবে চয়নিত না থাকে।
07:18 এটি নিশ্চিত করে শিক্ষার্থী তার profile page থেকে তার activity reports দেখতে পারে।
07:27 আমরা এই কোর্সের জন্য আপলোড করা ফাইলের সর্বাধিক আকার সেট করতে পারি।
07:34 ফাইল additional materials, assignments ইত্যাদির জন্য আপলোড করা যেতে পারে।
07:41 অ্যাডমিন এটিকে 128MB রেখেছে, যা সর্বোচ্চ ফাইলের আকার।

এটির আকার একই রাখুন।

07:52 আমরা অন্যান্য সেটিংস ডিফল্ট ভ্যালু হিসাবে রাখবো।
07:58 নীচে স্ক্রোল করুন এবং Save and display বোতামে ক্লিক করুন।

আমরা Course পৃষ্ঠায় আসি।

08:06 বিষয়ের নামের উপর Announcements লিঙ্ক লক্ষ্য করুন।
08:11 এটি শিক্ষার্থীদের বাধ্যতামূলক তথ্য, সর্বশেষ খবর, ঘোষণা ইত্যাদি সম্পর্কে জানাবে।
08:20 পৃষ্ঠার উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন এবং তারপর Turn Editing On এ।
08:28 দ্রষ্টব্য: কোর্সে কোন পরিবর্তন করতে আপনাকে Editing On চালু করতে হবে।
08:35 এখন, Announcements এর ডানদিকে, Edit এবং তারপর Edit Settings এ ক্লিক করুন।
08:44 Description এ আমি নিম্ন টেক্সট লিখবো।

Please check the announcements regularly.

08:52 Display description on course page যাচাই করুন। এটি লিঙ্কের ঠিক নীচে বর্ণন দেখাবে।
09:01 অন্যান্য সেটিংস একই ছেড়ে দিন।
09:05 নীচে স্ক্রোল করুন এবং Save and return to course বোতামে ক্লিক করুন।

আমরা Course পৃষ্ঠায় ফিরে আসি।

09:15 আরো announcements জুড়তে Announcements শিরোনামে ক্লিক করুন।
09:21 এখন Add a new topic বোতামে ক্লিক করুন। Subject হিসাবে Minimum requirements লিখুন।
09:31 ম্যাসেজ লিখুন This course requires you to submit a minimum of 3 assignments and attempt 5 quizzes to pass.
09:43 লক্ষ্য করুন Discussion subscription চেকবাক্স চেক করা রয়েছে এবং এটি সম্পাদনযোগ্য নয়।

এর কারণ এই কোর্সে নথিভুক্ত সবাই বাধ্যতামূলকভাবে এর সদস্য।

09:59 এরপর হল Attachments. আপনি এখানে ড্র্যাগ এবং ড্রপ বা সম্পর্কিত ফাইল আপলোড করতে পারেন।
10:08 আপনি ঘোষণা ফোরামের শীর্ষে দেখাতে চাইলে Pinned চেকবাক্সে ক্লিক করুন।

আমি এটি টিক করব।

10:18 পরবর্তী চেকবাক্সটিও টিক করুন।

এটি অবিলম্বে এই ফোরামে সাবস্ক্রাইব সকলের কাছে একটি বার্তা পাঠাবে।

10:29 পরবর্তী বিভাগ Display period প্রসারিত করুন।

সেটিং নির্ধারণ করে যে এই ফোরাম পোস্ট একটি তারিখের সীমায় দৃশ্যমান করা উচিত কিনা।

10:41 ডিফল্টরূপে, এটি নিষ্ক্রিয় করা হয়। এর মানে পোস্ট সর্বদা দৃশ্যমান হবে।

আমরা ডিফল্ট সেটিংস রাখবো।

10:52 নীচে স্ক্রোল করুন এবং Post to forum বোতামে ক্লিক করুন।
10:57 একটি সফল বার্তা দেখায়। Post authors এর পোস্টে কিছু বদলানোর 30 মিনিট রয়েছে।
11:08 breadcrumb এ Calculus লিঙ্কে ক্লিক করি।
11:13 এখন আমি এই বিভাগে বিস্তারিত পাঠ্যক্রম সহ একটি পৃষ্ঠা যোগ করি।
11:19 General section এর নীচে ডানদিকে Add an activity or resource লিঙ্কে ক্লিক করুন।

Resources এর তালিকা থেকে, Page চয়ন করুন।

11:32 এটি চয়নের সময় এখানে প্রদর্শিত এই কার্যকলাপের বর্ণন পড়ুন।
11:39 তারপর নীচে Add বোতামে ক্লিক করুন।

আমরা একটি নতুন পৃষ্ঠায় আসি।

11:47 Name ফীল্ডে, Detailed syllabus লিখুন।
11:52 আমি Description টেক্সটবাক্স ফাঁকা রাখবো কারণ শিরোনাম স্ব-ব্যাখ্যামূলক।
11:59 আমি Page Content টেক্সট বাক্সে Calculus কোর্সের বিস্তারিত পাঠ্যক্রম লিখবো।
12:07 এই কন্টেন্ট টিউটোরিয়াললের Code Files লিঙ্কে উপলব্ধ।

আপনি অনুশীলনের সময় এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

12:18 নীচে স্ক্রোল করুন এবং Save and return to course বোতামে ক্লিক করুন।

আমরা আবার course পৃষ্ঠায় ফিরে আসি।

12:27 এখন একাউন্ট থেকে লগ আউট করব। এটি করতে উপরের ডানদিকে user icon এ ক্লিক করুন।

এখন Log out বিকল্প চয়ন করুন।

12:39 আমি আপনাকে দেখায় যে শিক্ষার্থীদের এই পৃষ্ঠাটি কেমন দেখাবে।
12:45 আমার সাথে student ID Priya Sinha রয়েছে।

এই শিক্ষার্থী admin দ্বারা Calculus কোর্সেও নথিভুক্ত করা হয়েছে।

12:55 আমি Priya Sinha হিসেবে লগ ইন করেছি। এখন আমি বাম দিকে Calculus এ ক্লিক করব।
13:04 এইভাবে একজন শিক্ষাথী এই পৃষ্ঠাটি দেখবে।

লক্ষ্য করুন এই পৃষ্ঠার উপরে ডানদিকে কোন গিয়ার আইকন নেই।

13:14 কারণ শিক্ষার্থীরা কোর্সের কোনো অংশ সম্পাদনা করতে পারে না।
13:20 এখন আমরা student id থেকে লগ আউট করব।
13:24 এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

13:30 এখানে আমরা Moodle এ Course Administration সম্পর্কে শিখেছি।

কোর্সে ক্রিয়াকলাপ এবং রিসোর্স।

13:40 এখানে একটি অনুশীলনী রয়েছে।

কোর্সের ফলাফল বর্ণন সহ একটি নতুন Page resource যোগ করুন। বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালের Assignment লিঙ্ক দেখুন।

13:53 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।

এটি ডাউনলোড করে দেখুন।

14:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
14:13 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
14:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
14:31 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।

আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta