Difference between revisions of "Linux-Old/C2/Desktop-Customization-14.04/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | উবুন্টু লিনাক্স OS এ Desktop Customization এর টিউটোরিয়ালে...")
 
m (Nancyvarkey moved page Linux/C2/Desktop-Customization/Bengali to Linux-Old/C2/Desktop-Customization-14.04/Bengali without leaving a redirect)
 
(One intermediate revision by one other user not shown)
Line 333: Line 333:
 
|-
 
|-
 
|  07.07
 
|  07.07
| এই টিউটোরিয়ালে আমরা শিখেছি:
+
| এখানে আমরা শিখেছি:
  
 
লঞ্চার সম্পর্কে,
 
লঞ্চার সম্পর্কে,

Latest revision as of 12:19, 6 September 2018

Time Narration
00.01 উবুন্টু লিনাক্স OS এ Desktop Customization এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.08 এই টিউটোরিয়ালে আমরা শিখব:

লঞ্চার সম্পর্কে, লঞ্চারে অ্যাপ্লিকেশন কিভাবে সরায় এবং যোগ করে, একাধিক ডেস্কটপ ব্যবহার করা, ইন্টারনেট সংযোগ, সাউন্ড সেটিংস, Time এবং Date সেটিংস, এবং অন্যান্য ইউসার অ্যাকাউন্টে স্যুইচ করা।

00.27 এই টিউটোরিয়ালের জন্য ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 14.04 OS.
00.34 এখন লঞ্চার দিয়ে শুরু করি।
00.36 লঞ্চার, উবুন্টু লিনাক্স ডেস্কটপে বামদিকের ডিফল্ট প্যানেল, যা কিছু ডিফল্ট অ্যাপ্লিকেশন রাখে।
00.44 লঞ্চার প্রায়ই ব্যবহৃত অ্যাপ্লিকেশন সহজে অ্যাক্সেস করে।
00.49 আমরা লঞ্চারে এর ডেস্কটপ শর্টকাটে ক্লিক করে একটি প্রোগ্রাম আরম্ভ করতে পারি।
00.56 ডিফল্টরূপে, লঞ্চারের কাছে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে।
01.00 এখন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে লঞ্চার কাস্টমাইজ করা শিখি।
01.06 আমার নিয়মিত কাজের জন্য, কিছু অ্যাপ্লিকেশন দরকার যেমন টার্মিনাল, লিবরঅফিস রাইটার, জীএডিট ইত্যাদি।
01.15 এখন লঞ্চারে এই অ্যাপ্লিকেশন যোগ করি।
01.19 এটি করার আগে, আমি সেই অ্যাপ্লিকেশনগুলি মুছবো যা আমি চাই না।
01.25 আমি VLC অ্যাপ্লিকেশনটি সরাতে চাই।
01.30 তাই VLC অ্যাপ্লিকেশন আইকনে ডান-ক্লিক করুন এবং Unlock from Launcher চয়ন করুন।
01.37 আপনি দেখতে পারেন যে VLC অ্যাপ্লিকেশন আইকন লঞ্চার থেকে মুছে গেছে।
01.43 একইভাবে, আমরা সেই সকল শর্টকাট সরাতে পারি যা আমরা সাধারণত ব্যবহার করি না।
01.49 যেমনকি আপনি দেখেন আমি ডেস্কটপে লঞ্চার থেকে কিছু অ্যাপ্লিকেশন মুছে ফেলেছি।
01.55 এখন, আমি লঞ্চারে টার্মিনাল শর্টকাট যুক্ত করব।
02.00 Dash Home এ ক্লিক করুন।
02.02 Search bar এ লিখুন terminal.
02.05 এটি খুলতে Terminal আইকনে ক্লিক করুন।
02.09 আপনি লঞ্চারে টার্মিনাল আইকন দেখতে পারেন।
02.13 লঞ্চারে টার্মিনাল আইকনটি ফিক্স করতে প্রথমে এটিতে ডান-ক্লিক করুন।
02.18 তারপর Lock to Launcher এ ক্লিক করুন।
02.21 লঞ্চারে অ্যাপ্লিকেশন শর্টকাট ফিক্স করার আরেকটি উপায় হল ড্র্যাগিং এবং ড্রপিং। এখন এটি দেখাবো।
02.30 ড্যাশ হোম খুলুন এবং সার্চ বারে লিখুন LibreOffice.
02.37 LibreOffice আইকনটি লঞ্চারে টেনে আনুন।
02.42 এটি করলে Drop to Add application এর সাথে হেল্প টেক্সট দেখায়। হেল্প টেক্সট না দেখলে কোন চিন্তা করবেন না।
02.51 এখন, লঞ্চারে LibreOffice আইকনটি ড্রপ করুন।
02.55 আপনি দেখতে পারেন শর্টকাট এখন লঞ্চারে জুড়ে গেছে।
03.00 এইভাবে আমরা লঞ্চারে শর্টকাট জুড়তে পারি।
03.04 উবুন্টু লিনাক্স OS এ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল multiple desktop বা Workspace Switcher.
03.12 কখনও কখনও আমরা একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করতে পারি।
03.17 আমাদের এক অ্যাপ্লিকেশন থেকে অন্যতে যেতে অসুবিধা হতে পারে।
03.22 এটি আরো সুবিধাজনক করতে Workspace Switcher ব্যবহার করতে পারি।
03.27 এখন লঞ্চারে ফিরে আসি।
03.30 লঞ্চারে, Workspace Switcher আইকন সনাক্ত করুন। এতে ক্লিক করুন।
03.36 এটি 4 ডেস্কটপের সাথে 4 টি চতুর্ভুজ দেখায়।
03.40 ডিফল্টরূপে, উপরের বাম ডেস্কটপ চয়নিত।
03.44 এটি সেই ডেস্কটপ যার উপর বর্তমানে কাজ করছি।
03.48 এখন, এটি দ্বিতীয় ডেস্কটপে ক্লিক করে এটি চয়ন করুন।
03.53 এখানে লঞ্চারে টার্মিনাল আইকনে ক্লিক করে এটি খুলবো।
03.59 এখন, আবার Workspace Switcher এ ক্লিক করুন।
04.02 আপনি দ্বিতীয় Workspace Switcher এ টার্মিনাল এবং প্রথমটিতে ডেস্কটপে দেখতে পারেন।
04.09 এইভাবে, আপনি একাধিক ডেস্কটপে কাজ করতে পারেন।
04.12 এখন আমরা প্রথম ডেস্কটপে ফিরে আসি।
04.15 Trash, লঞ্চারে আরেকটি গুরুত্বপূর্ণ আইকন।
04.19 Trash সকল মুছে ফেলা ফাইল এবং ফোল্ডার রাখে।
04.23 ফাইল ভুল করে মুছে ফেললে এটি Trash থেকে পুনরায় পেতে পারি।
04.28 এটি দেখতে DIW ফাইল মুছে ফেলবো যা ডেস্কটপে রয়েছে।
04.33 ফাইলে ডান-ক্লিক করে Move to Trash বিকল্পে ক্লিক করুন।
04.38 এটি পুনরায় পেতে, লঞ্চারে Trash আইকনে ক্লিক করুন।
04.43 Trash ফোল্ডারটি খোলে।
04.46 ফাইল চয়ন করুন, এতে ডান ক্লিক করে Restore এ ক্লিক করুন।
04.50 ট্র্যাশ উইন্ডো বন্ধ করুন এবং ডেস্কটপে ফিরে আসুন।
04.54 আমরা দেখতে পারি যে আমার মুছে ফেলা ফাইল আবার পেয়েছি।
04.59 আপনার সিস্টেম থেকে ফাইল স্থায়ীভাবে মুছে ফেলতে, প্রথমে এটি চয়ন করে Shift + Delete টিপুন।
05.07 একটি ডায়ালগ বাক্স যা বলছে Are you sure want to permanently delete DIW, এটি দেখাবে। Delete এ ক্লিক করুন।
05.15 আবার ট্র্যাশ আইকনে ক্লিক করুন।
05.18 ফাইলটি ট্র্যাশ ফোল্ডারে পাই না, কারণ এটি সিস্টেম থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে।
05.24 এখন, আমরা ডেস্কটপের উপরে ডানদিকের কোণায় কিছু অ্যাপ্লিকেশন দেখবো।
05.31 প্রথমটি হল ইন্টারনেট সংযোগ।
05.34 সংযোগ স্থাপিত হয় যদি কোনো Lan বা Wifi নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন।
05.39 আপনি এখানে এগুলি দেখতে পারেন।
05.42 সেই নেটওয়ার্ক চয়ন করতে পারেন যা অ্যাক্সেস করতে চান।
05.46 নেটওয়ার্ক Enable/ Disable করতে, Enable Networking বিকল্প চেক/আনচেক করুন।
05.52 Edit Connections বিকল্প দ্বারা নেটওয়ার্ক সম্পাদন করতে পারি।
05.57 পরবর্তী বিকল্প হল Sound. এতে ক্লিক করুন।
06.00 আপনি এখানে একটি স্লাইডার দেখেন। পছন্দ অনুযায়ী, এটি অডিও স্তর বাড়াতে বা কমাতে সাহায্য করে।
06.07 Sound Settings এ ক্লিক করে আমাদের সিস্টেমের শব্দের স্তর আরো সমাযোজিত করতে পারি।
06.14 এই উইন্ডোতে সেটিংস নিজে থেকে যাচাই করুন।
06.17 পরবর্তী আইকন হল Time এবং Date.
06.20 এই আইকনে ক্লিক করলে ক্যালেন্ডার খোলে। এখানে আজকের তারিখ, মাস এবং বছর দেখতে পারি।
06.29 অ্যারো বোতাম পছন্দ অনুযায়ী আমাদের অন্যান্য মাস এবং বছরে যাওয়ার অনুমতি দেয়।
06.35 Time & Date Settings এ ক্লিক করে তারিখ এবং সময় সম্পাদন করতে পারি। এই বিকল্প নিজে থেকে যাচাই করুন।
06.44 এরপর, wheel আইকনে ক্লিক করুন।
06.47 এখানে আমরা Log Out এবং Shut Down বিকল্প সহ কিছু শর্টকাট বিকল্প দেখতে পারি।
06.53 আমরা সিস্টেমে উপলব্ধ সকল User accounts ও দেখতে পারি।
06.59 আমরা সেই নির্দিষ্ট ইউসারে ক্লিক করে পছন্দের ইউসার অ্যাকাউন্টে যেতে চাই।
07.05 সংক্ষিপ্তকরণ করি।
07.07 এখানে আমরা শিখেছি:

লঞ্চার সম্পর্কে, লঞ্চারে অ্যাপ্লিকেশন কিভাবে সরায় এবং যোগ করে, একাধিক ডেস্কটপ ব্যবহার করা, ইন্টারনেট সংযোগ, সাউন্ড সেটিংস, Time এবং Date সেটিংস, এবং অন্যান্য ইউসার অ্যাকাউন্টে স্যুইচ করা।

07.26 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন।
07.32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
07.39 বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন।
07.42 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
07.53 আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey, Satarupadutta