LibreOffice-Writer-on-BOSS-Linux/C2/Typing-text-and-basic-formatting/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:33, 27 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time NARRATION
00:01 স্বাগতম LibreOffice Writer উপর কথ্য টিউটোরিয়াল - টেক্সট এবং মৌলিক বিন্যাস |
00:07 এই টিউটোরিয়াল আমরা নিম্নলিখিত শিখতে | In this tutorial we learn the following.
00:10 writer-এ লেখা বিন্যস্ত করা |
00:12 বুলেট ও ​​নম্বর দেওয়া |
00:14 writer-এ কাট, কপি এবং পেস্ট বিকল্প |
00:18 বোল্ড ,আন্ডারলাইন এবং Italics বিকল্প |
00:21 Writer-এ ফন্ট-এর নাম, ফন্ট সাইজ, ফন্ট-এর রং |
00:26 কোনো ডকুমেন্ট-এ এই বৈশিষ্ট - গুলি প্রয়োগ করার পর সেটিকে পড়া সাধারণ ডকুমেন্ট-এর থেকে অনেক সহজ হয়ে যায় |
00:36 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে GNU লিনাক্স এবং LibreOffice সংকলন -এর সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:47 প্রথমে আমরা Writer-এ লেখা Align বা বিন্যস্ত করা শিখব |
00:50 আপনি Writer -এ আপনার পছন্দের নতুন ডকুমেন্ট খুলে এই বৈশিষ্ট্য-গুলি প্রয়োগ করতে পারেন |
00:57 যেহেতু আমরা শেষ টিউটোরিয়াল-এ resume.odt নামের ফাইল তৈরী করেছিলাম, তাই আমরা সেই ফাইলটিই খুলছি |
01:08 আমরা আগেই শব্দ "RESUME" টাইপ করে পৃষ্ঠার কেন্দ্র থেকে এটি প্রান্তিককৃ We had previously typed the word “RESUME” and aligned it to the center of the page.
01:14 সুতরাং, দেয় শব্দ নির্বাচন করে "Align Left " ক্লিক করুন | আপনি যে শব্দ "RESUME" হল বামে নিরপেক্ষ, অর্থাত্ এটা ডকুমেন্টের পৃষ্ঠার বাম মার্জিন প্রতি দেখতে পাবেন |
01:25 যদি আমরা উপর "Align Right" ক্লিক করুন, আপনি যে শব্দ "RESUME" বর্তমানে পৃষ্ঠার ডান হয় প্রান্তিককৃত দেখতে পাবেন |
01:32 যদি আমরা উপর "Justify" ক্লিক করুন, আপনি যে এখন শব্দ "RESUME" সাথে সংযুক্ত করা হয় যেমন যে টেক্সট অবিশেষে পৃষ্ঠার ডান ও বাম মার্জিন মধ্যে স্থাপন করা হবে |
01:44 এই বৈশিষ্ট্য হল যে এর বেশী করে চোখে পড়ে যখন আপনি একটি লেখার লাইন অথবা অনুচ্ছেদ আছে |
01:51 পূর্বের অবস্থায় ফিরে আসা যাক |
01:54 বুলেট ও ​​সংখ্যায়ন যখন স্বতন্ত্র পয়েন্ট হবে লিখিত হয় |
01:58 প্রতিটি পয়েন্ট একটি বুলেট অথবা একটি সংখ্যা দিয়ে আরম্ভ করা হয় |
02:02 এইভাবে এক নথিতে লিখিত বিভিন্ন পয়েন্ট মধ্যে পার্থক্য করতে পারেন |
02:07 প্রথম এই মেনু বারে "Format" বিকল্প উপর ক্লিক করুন এবং তারপর "Bullets and Numbering" ক্লিক করে দ্বারা ব্যবহার করা হয় |
02:15 আপনি "Bullets and Numbering" বিকল্পটি ক্লিক করে ডায়লগ বক্স প্রদর্শিত হবে যা পরে দেখুন, উপলব্ধ বিভিন্ন ট্যাবের অধীন বিভিন্ন স্টাইল যা আপনি আপনার ডকুমেন্টের উপর প্রয়োগ করতে পারবেন
02:26 একই ভাবে সংখ্যায়ন বিকল্প সংখ্যায়ন নির্বাচন এবং প্রতি লাইনে একটি নতুন সংখ্যা দিয়ে শুরু করা হবে করা হয়.
02:34 সুতরাং "Numbering type" স্টাইল দেত্তয়া দ্বিতীয় স্টাইল উপর আমাদের অধীনে ক্লিক করুন |
02:40 এখন “OK” বাটনে ক্লিক করুন |
02:42 আমরা এখন লেখার জন্য প্রস্তুত |
02:46 লেখা যাক “NAME: RAMESH” |
02:50 এখন "Enter" কি একটি বিবৃতি লিখে পরে, আপনি যে একটি নতুন বুলেট পয়েন্ট অথবা একটি নতুন ক্রমবর্ধমান সংখ্যা নির্মিত হবে টিপুন.
03:05 হতে বিন্যাস ধরন আপনার পছন্দ উপর নির্ভরশীল সংখ্যার মধ্যে আছে বুলেট সেইসাথে সংখ্যার মধ্যে বুলেট পারেন.
03:13 তাই আমরা হিসাবে পর দ্বিতীয় বিবৃতি টাইপ “ FATHER’S NAME colon MAHESH”.
03:20 “Enter” কী টিপুন এবং লিখুন “MOTHER’S NAME colon SHWETA”.
03:27 একইভাবে, আলাদা point-এ লিখুন “FATHERS OCCUPATION colon GOVERNMENT SERVANT” এবং “MOTHERS OCCUPATION colon HOUSEWIFE” |
03:39 আপনি ট্যাব ব্যবহার ও ট্যাবের কি এবং বৃদ্ধি যথাক্রমে বুলেট জন্য ইন্ডেন্ট হ্রাস স্থানপরিবর্তন পারেন.
03:47 In order to turn off the “Bullets and Numbering” option, first place the cursor next to the word HOUSEWIFE and click on the “Enter” key first and then click on the “ Numbering Off” option in the “Bullets and Numbering” dialog box.
04:03 আপনি দেখতে যে বুলেট শৈলী নেই নতুন টেক্সট যা টাইপ করতে হবে জন্য উপলব্ধ.
04:10 উল্লেখ্য, আমরা শব্দ "NAME" করে করে টাইপ দুইবার আমাদের নথিতে আছে.
04:14 পরিবর্তে সমস্ত আবার একই টেক্সট টাইপ, আমরা "Copy" এবং লেখক মধ্যে "Paste" অপশন ব্যবহার করতে পারেন |
04:21 সুতরাং আসুন কিভাবে এটি করতে শেখে |
04:24 আমরা এখন টেক্সট "MOTHER'S NAME" থেকে শব্দটি কি "NAME" মুছে ফেলা এবং শব্দ NAME অনুলিপি এবং প্রতিলেপন করা বিকল্পগুলি ব্যবহার করে লেখা
04:33
04:40 এখন ডান মাউস ক্লিক করে "Copy" বিকল্প উপর ক্লিক করুন |
04:45 শব্দ "MOTHER'S" পরে কার্সার স্থাপন করুন |
04:48 আবার ডান মাউস ক্লিক করে "Paste" বিকল্প উপর ক্লিক করুন |
04:54 আমরা দেখতে স্বয়ংক্রিয়ভাবে শব্দ "NAME" করে pasted পায় |
04:57 There are shortcut keys available for these options as well - CTRL+C to copy and CTRL+V to paste.
05:08 এই বৈশিষ্ট্যগুলি খুবই দরকারী যখন একটি অনুরূপ লেখা বড় নথি পরিমাণ, যেখানে আপনি বারবার সম্পূর্ণ টেক্সট লিখতে হবে না লেখা |
05:19 আপনি "Cut এবং "paste" বৈশিষ্ট্যদুটি একটি ডকুমেন্ট-এর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য ব্যবহার করতে পারেন |
05:26 দেখুন, সেটি কিভাবে করা যায় |
05:29 প্রথমে "MOTHER'S" -এর পরের "NAME"শব্দটি মুছে দিন |
05:3 কাট এবং পেস্ট করার জন্য, প্রথমে , "FATHER'S NAME" বিবৃতি থেকে "NAME",শব্দটি নির্বাচন করুন |
05:40 মাউস-এ রাইট ক্লিক করে "Cut বিকল্পর উপর ক্লিক করুন | দেখুন, "FATHER'S" শব্দ-টির পড়ে "NAME" শব্দটি আর নেই, অর্থাৎ সেটি কাট বা মুছে ফেলা হয়েছে |
05:54 এখন, "MOTHER'S" শব্দর পরে কার্সার রাখুন এবং মাউস-এ রাইট ক্লিক করুন |
05:59 “Paste” অপশন-এ ক্লিক করুন |
06:02 দেখুন, এখন "MOTHER'S"-এর পরে শব্দটি দেখা যাচ্ছে |
06:07 কাট -এর shortcut কি হল - CTRL+X.
06:11 সতরাং, কপি এবং কাট-এর মধ্যে একমাত্র পার্থক্য হল "Copy" বিকল্প যেখান থেকে লেখাটি কপি করা হয়েছে, সেখানে লেখাটি রেখে দেয় কিন্তু Cut বিকল্প মূল জায়গা থেকে লেখাটি মুছে ফেলে |
06:27 এবার Father’s -এর পরে "name" পেস্ট করে পরবর্তী আলোচনায় যাওয়া যাক |
06:31 একটি নতুন শিরোনাম লিখুন - "EDUCATION DETAILS |
06:35 Writer -এ "বুলেট ও ​​নম্বর দেওয়া" শেখার পর, এখন শেখা যাক কিভাবে কোন লেখার ফন্ট-এর নাম এবং ফন্ট সাইজ পরিবর্তন করা বা প্রয়োগ করা যায় |
06:45 উপরের ফরম্যাট টুল বারে, “Font Name” নামে একটি ক্ষেত্র আছে |
06:52 সাধারণত ফন্টের নাম "Liberation Serif" নির্দিষ্ট করা থাকে |
06:57 ফন্ট-এর নাম নির্বাচন করে ফন্ট টাইপ আপনি লগইন করেননি আপনার টেক্সট টাইপ করতে ইচ্ছুক পরিবর্তন ব্যবহৃত হয়
07:04 উদাহরণস্বরূপ, আসুন শিরোনাম, "শিক্ষা বিবরণ" একটি ভিন্ন ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ করা |
07:11 সুতরাং প্রথম টেক্সট, "শিক্ষা বিবরণ" নির্বাচন করুন, তারপর "ফন্টের নাম" ক্ষেত্রের নিম্নমুখী তীর ক্লিক করুন |
07:19 আপনি ফন্ট ড্রপ ডাউন মেনু খুলুন নাম অপশন বিভিন্ন ধরণের দেখুন |
07:25 "Liberation Sans" জন্য অনুসন্ধান করুন এবং এটি কেবল ক্লিক করুন |
07:29 আপনি দেখতে যে নির্বাচিত টেক্সট পরিবর্তন ফন্টের |
07:34 “Font Name” ক্ষেত্রের পাশে , “Font Size” ক্ষেত্রটি আছে |
07:38 নাম সুপারিশ, "Font Size" বা বৃদ্ধি হয় নির্বাচিত লেখার আকার হ্রাস ব্যবহৃত বা নতুন টেক্সট যা আপনি টাইপ ইচ্ছুক ফন্টের আকার নির্ধারণ করা হয় |
07:52 সুতরাং, প্রথমে “EDUCATION DETAILS” লেখাটি নির্বাচন করুন |
07:55 বর্তমানে, ফন্ট সাইজ ১২ আছে |
07:58 এখন "Font Size" ক্ষেত্রের নিম্নমুখী তীর-এ ক্লিক করে ১১-এর উপর ক্লিক করুন |
08:05 দেখুন, লেখাটির ফন্টের সাইজ ছোটো হয়ে গেছে |
08:09 একই পদ্ধতিত়ে ফন্ট সাইজ বড় করা যায় |
08:13 ফন্টের সাইজ সম্পর্কে শেখার পর, আমরা কিভাবে Writer -এ ফন্টের রং পরিবর্তন করতে পারি, ত়া শেখা যাক |
08:21 আপনার ডকুমেন্ট-টি বা কয়েক লাইন যে রং-এ লিখবেন, ত়া "Font Color"-এর দ্বারা নির্বাচন করা হয় |
08:27 উদাহরণস্বরূপ, শিরোনাম "EDUCATION DETAILS রং করা যাক |
08:32 তাই "EDUCATION DETAILS " লেখাটি নির্বাচন করুন |
08:36 টুলবার-এর "Font Color" বিকল্পটির নিম্নমুখী তীর-এ ক্লিক করুন এবং লেখাটির রঙ হালকা সবুজ করার জন্য হালকা সবুজ রং-এর বাক্সটিতে ক্লিক করুন |
08:48 দেখুন, বর্তমানে শিরোনাম-এর রং সবুজ |
08:52 ফন্ট সাইজ বিকল্পটির পাশে আপনি তিনটি অপশন যেমন "Bold" "Italic" এবং "" Underline দেখতে পাবেন |
09:00 নাম থেকেই বোঝা যাচ্ছে, এগুলি আপনার লেখাকে হয় bold বা italic বা আন্ডারলাইন করা হবে |
09:07 সুতরাং, প্রথমে শিরোনাম "EDUCATION DETAILS নির্বাচন করুন |
09:11 'Bold' আইকন -এ ক্লিক করে লেখাটি বোল্ড বা গাড় করুন |
09:15 দেখুন, নির্বাচিত লেখা-টি বোল্ড হয়ে গেছে |
09:19 একইভাবে, যদি আপনি "Italic" আইকনের উপর ক্লিক করেন , তাহলে সেটি italic বা বাঁকা হয়ে যাবে |
09:25 “Underline”-এ ক্লিক করুন |
09:26 'Underline' আইকনের উপর ক্লিক করলে লেখাটি নিম্নরেখা হবে |
09:31 দেখুন,বর্তমানে নির্বাচিত টেক্সট নিম্নরেখাঙ্কিত হয়ে গেছে |
09:35 lশিরোনাম-টিকে "bold" এবং "underline" রাখতে , italic" বিকল্পটির উপর আবার ক্লিক করুন যাতে সেটির নির্বাচন না থাকে |
09:45 এখন শিরোনাম-টি বোল্ড এবং underline-ও আছে |
09:50 এই LibreOffice Writer -এর এই কথ্য টিউটোরিয়াল-টির সমাপ্তি হল |
09:55 এতে আমরা শিখেছি -
09:57 Writer-এ লেখা বিন্যস্ত করা |
10:00 বুলেট এবং নম্বর দেওয়া |
10:02 Writer-এ Cut, Copy এবং Paste বিকল্প |
10:05 Bold, Underline এবং Italics বিকল্প |
10:09 Writer-এ ফন্ট-এর nam, ফন্ট-এর সাইজ, ফন্ট-এর রং |
10:13 COMPREHENSIVE ASSIGNMENT
10:16 বুলেট এবং নম্বর দিন |
10:18 যেকোনো একটি স্টাইল পছন্দ করে ক'একটি পয়েন্ট লিখুন |
10:22 যেকোনো লেখা নির্বাচিত করে সেটির ফন্ট -এর নাম “Free Sans” এবং font-এর সাইজ ১৬ করুন |
10:29 লেখাটি “Italics”-এ করুন |
10:32 font-এর রং লাল করুন |
10:35 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
10:38 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
10:41 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
10:46 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে |
10:52 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
10:55 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে চিটি পাঠান |
11:02 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
11:06 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
11:14 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
11:18 spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
11:25 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
11:30 এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta