Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C2/Viewing-a-Presentation-Document/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Viewing a Presentation {|border=1 ||Time ||Narration |- ||00:00 ||LibreOffice Impress -এ একটি প…')
 
 
Line 257: Line 257:
 
||05:26
 
||05:26
 
||স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
 
||স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
 
 
 
 
|-
 
|-
 
||05:38
 
||05:38

Latest revision as of 17:01, 27 February 2017

Resources for recording Viewing a Presentation

Time Narration
00:00 LibreOffice Impress -এ একটি প্রেসেন্টেশন দেখা সংক্রান্ত এই টিউটোরিলে আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:05 এই টিউটোরিয়ালে আমরা শিখব : View বিকল্প ও সেটির ব্যবহার এবং Master পৃষ্ঠা |
00:13 এখানে আমরা উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:22 প্রথমে প্রেসেন্টেশন “Sample Impress” -এ ডবল-ক্লিক করে সেটি খোলা যাক |
00:27 LibreOffice Impress -এ আরো ভালো প্রেসেন্টেশন তৈরী করার জন্য অনেক view বা দেখার বিকল্প আছে |
00:34 সাধারনভাবে আপনি যখন LibreOffice Impress খোলেন, তখন সেটি এইরকম দেখতে লাগে |
00:41 এটিকে Normal বা স্বাভাবিক view বলে |
00:43 প্রেসেন্টেশন অন্য কোনো view-ত়ে থাকলে,
00:48 আপনি Normal ট্যাবে ক্লিক করে আবার স্বাভাবিক ভিউ ত়ে ফিরে আসতে পারেন |
00:53 অথবা View ও তারপর Normal ক্লিক করতে পারেন |
00:57 Normal ভিউ-ত়ে, আপনি স্লাইড তৈরী এবং সম্পাদন কতে পারবেন |
01:02 উদাহরণস্বরূপ, আপনি স্লাইড-গুলির design বা নকশা পরিবর্তন করতে পারেন |
01:05 এটি করতে, Overview শিরোনাম-যুক্ত স্লাইডে যান |
01:09 ডানদিকে, Tasks অংশে, Master Pages বিভাগে, Used in This Presentation-এ দেখা যাচ্ছে স্লাইডের নকশাটি হল prs strategy |
01:21 এখানে আপনি Recently Used অর্থাৎ সম্প্রতি ব্যবহৃত এবং Available for Use অর্থাৎ ব্যবহারের জন্য উপলব্ধ স্লাইড নকশাগুলি দেখতে পাবেন |
01:27 যেকোনো একটিতে ক্লিক করুন |
01:30 Workspace অংশে স্লাইডের নকশার পরিবর্তনটি লক্ষ্য করুন |
01:34 দেখুন, কত সোজা স্লাইডের নকশা পরিবর্তন করা  !!
01:39 আপনি নিজের স্লাইড-এর জন্য পটভূমি হিসাবে যেসব নকশা তৈরি করেছিলেন, সেগুলিও এখানে যোগ করতে পারেন |
01:45 এরপর আপনি Outline ভিউটি দেখবেন |
01:47 এই ভিউ ত়ে যেতে আপনি View এবং তারপর Outline ক্লিক করুন
01:53 অথবা Outline ট্যাবে ক্লিক করুন |
01:57 দেখুন, এই ভিউ-ত়ে, স্লাইড একটির নীচে অপরটি করে সাজানো আছে, ঠিক যেমন সূচী-পত্রে থাকে |I
02:05 এগুলি হল স্লাইডের শিরোনাম |
02:08 লক্ষ্য করুন স্লাইড শিরোনাম Overview উজ্জ্বল হয়ে আছে |
02:12 এর কারণ হল, যখন আমরা Outline ট্যাব নির্বাচন করেছিলাম তখন আমরা Overview স্লাইডে ছিলাম |
02:18 বুলেট পয়েন্ট মত আকৃতির এই আইকন-গুলিকে দেখুন |
02:23 এই বুলেট পয়েন্ট-গুলির উপর মাউস আনলে, কার্সর-টি একটি হাতে পরিনত হয় |
02:29 আমরা এগুলিকে স্লাইডে পুনর্বিন্যস্ত করতে উপরে ও নীচে নিয়ে যেতে পারি | ..
02:38 or across lines
02:40 প্রেসেন্টেশন-টি আবার তার আসল রূপে ফিরিয়ে আনতে CTRL এবং Z টিপে এই পরিবর্তনগুলি মুছে ফেলুন |
02:49 আমরা স্লাইড-গুলি পুনর্বিন্যস্ত করতে Slide Sorter view ব্যবহার করতে পারি |
02:53 Slide Sorter view ত়ে যেতে View এবং তারপর Slide Sorter ক্লিক করুন |
03:00 বা Slide Sorter ট্যাবে ক্লিক করুন |
03:04 এই ভিউ স্লাইড-গুলিকে পছন্দসই ক্রম অনুযায়ী বিন্যস্ত করতে প্রয়োজনীয় |
03:08 উদাহরণস্বরূপ, যদি আপনি নবম এবং দশম স্লাইডের স্থান পরিবর্তন করতে চান, তাহলে দশম স্লাইড-এ ক্লিক করুন এবং সেটি টেনে নবম স্লাইড-এর আগে বসান |
03:18 এখন মাউস বাটন ছেড়ে দিন |
03:22 স্লাইড-দুটির স্থান পরিবর্তন হয়ে গেছে |
03:26 Notes ভিউ-ত়ে, আপনি নোট বা টীকা লিখে রাখতে পারেন যা উপস্থাপনার সময় আপনাকে সাহায্য করবে |
03:31 Notes ভিউ ত়ে যেতে, View এবং তারপর Notes Page ক্লিক করুন |
03:36 অথবা আপনি Notes ট্যাব-এও ক্লিক করতে পারেন |
03:39 Slides অংশ থেকে ‘Development up to present’ নির্বাচন করুন |
03:44 notes অংশে কিছু লিখুন |
03:49 যখন আপনার স্লাইড-গুলি প্রজেক্টর-এ দেখান হবে, তখন আপনি monitor-এ নোটগুলি দেখতে পাবেন, কিন্তু বা দর্ককরা সেগুলি দেখতে পাবেন না |
03:58 এখন Normal ট্যাব-এ ক্লিক করুন |
04:01 ডানদিকে Tasks অংশে layout বিভাগে গিয়ে আমরা প্রেসেন্টেশন-এর layout পরিবর্তন করতে পারেন |
04:08 Tasks অংশ দেখাতে বা আড়াল করতে,
04:12 View এবং তারপর Tasks অংশে ক্লিক করুন |
04:14 এটি Tasks অংশ, হয় দেখাবে নাহলে আড়াল করবে |
04:18 এবার Layout অংশ ব্যবহার করে স্লাইডের বিন্যাস পরিবর্তন করা যাক |
04:23 Development up to present নামের স্লাইড-টি নির্বাচন করুন |
04:26 Layout বিভাগ থকে >>কন্টেন্টের বদলে Title content নির্বাচন করুন |
04:33 এটি স্লাইডের বিন্যাস পরিবর্তন করে |
04:37 এখানেই এই টিউটোরিয়ালের সম্পতি হল |
04:40 সারসংক্ষেপে আমরা শিখেছি - View বিকল্প ও সেগুলির ব্যবহার এবং Master পৃষ্ঠা |
04:46 অনুশীলনী-টি নিজে চেষ্টা করুন -
04:49 একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন |
04:52 গাড় নীল পটভূমির একটি master তৈরী করুন যার শিরোনামের স্থান হালকা নীল বর্ণের হবে |
04:58 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
05:02 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
05:05 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
05:09 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল , কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
05:15 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
05:19 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
05:26 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
05:38 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro.
05:49 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratibha