LibreOffice-Suite-Impress/C2/Inserting-Pictures-and-Objects/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search

Resources for recording Inserting Pictures and Objects

Time Narration
00:00 LibreOffice Impress -এ ছবি এবং কোনো বস্তু যোগ করা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি |
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রেসেন্টেশনে ছবি এবং কোনো বস্তু যোগ করা |
00:12 ছবি এবং বস্তু বিন্যস্ত করা |
00:15 প্রেসেন্টেশনের মধ্যে ও বাইরে হাইপার-লিঙ্ক এবং প্রেসেন্টেশনে টেবিল যোগ করা |
00:20 আমরা এখানে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:29 একটি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে,পর্দায় প্রদর্শিত URL টি লিখুন |
00:34 এটি একটি ছবি প্রদর্শন করবে |
00:37 এখন ছবিটির উপর রাইট-ক্লিক করুন এবং Save Image As বিকল্পটি বেছে নিন |
00:41 একটি ডায়লগ বক্স খুলে যাবে |
00:43 Name ক্ষেত্রে, আগে থেকেই ‘open source -bart.png’ দেখা যাচ্ছে |
00:51 অবস্থান হিসাবে Desktop নির্বাচন করুন এবং Save বাটনে ক্লিক করুন |
00:59 আমাদের আগে সেভ করা প্রেসেন্টেশন ‘Sample-Impress’ খোলা যাক |
01:04 এখন আমরা দেখব এই প্রেসেন্টেশনে কিভাবে ছবি যুক্ত করা যায় |
01:09 প্রধান মেনুর Insert -এ ক্লিক করুন এবং তারপর Picture-এ ক্লিক করুন |
01:14 এখন From File বিকল্পে ক্লিক করুন |
01:17 একটি ডায়লগ বক্স খুলে যাবে |
01:19 যে ফোল্ডার থেকে আপনি ছবি যুক্ত করতে চান, সেটি বেছে নিন |
01:23 আমি Desktop ফোল্ডারটি বেছে নিলাম |
01:26 এখন যে ছবিটি আপনি যুক্ত করতে চান, সেটি নির্বাচন করুন এবং Open বাটনে ক্লিক করুন |
01:31 ছবিটি স্লাইডে যুক্ত হয়ে গেছে |
01:35 আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
01:37 এখন আমি ছবি যুক্ত করার অন্য একটি পদ্ধতি দেখাবো |
01:41 Insert এবং Slide -এ ক্লিক করে ‘Overview’ শিরোনামের স্লাইড-টির পরে একটি নতুন স্লাইড যোগ করুন |
01:50 Title text box -এ ক্লিক করুন এবং শিরোনাম পরিবর্তন করে ‘Open source Funny’ করুন |
01:56 লক্ষ্য করুন কেন্দ্রে চারটি আইকন সহ একটি ছোট বাক্স দেখা যাচ্ছে | এটি হল Insert টুলবার |
02:03 Insert টুলবার থেকে Insert Picture আইকনের উপর ক্লিক করুন |
02:08 একটি ছবি বেছে নিন এবং Open বাটনে ক্লিক করুন |
02:12 লক্ষ্য করুন, যোগ করা ছবিটি প্রায় সমগ্র স্লাইড জুড়ে রয়েছে |
02:17 আপনি ছবিটি প্রথমে ক্লিক করে এবং তারপর কন্ট্রোল পয়েন্ট ব্যবহার করে ছবিটির আকৃতি এবং আকার পরিবর্তন করতে পারেন |
02:27 এর অনুরূপ পদ্ধতিতে আপনি আপনার প্রেসেন্টেশনের মধ্যে অন্যান্য বস্তু যেমন চার্ট এবং সিনেমা-ক্লিপ যুক্ত করতে পারেন |
02:35 এগুলি আপনি নিজে করে দেখুন |
02:38 এখন শেখা যাক কিভাবে হাইপারলিংক করা যায় |
02:41 হাইপার লিঙ্ক -এর দ্বারা আপনি সহজে এক স্লাইড থেকে অন্য স্লাইড-এ যেতে পারেন অথবা প্রেসেন্টেশন থেকে একটি ওয়েব পেজ বা একটি ডকুমেন্ট খুলতে পারবেন |
02:49 প্রথমে দেখা যাক একটি প্রেসেন্টেশনের মধ্যে কিভাবে হাইপার-লিঙ্ক করা যায় |
02:54 Overview শিরোনামের স্লাইড-এর পরে একটি নতুন স্লাইড যোগ করুন |
03:02 শিরোনামের স্থানে ক্লিক করুন এবং লিখুন ‘Table of Contents’ |
03:07 Body টেক্সট বক্সে ক্লিক করুন এবং পরের স্লাইড-গুলির শিরোনামগুলি লিখুন :
03:14 Open Source Funny,The Present Situation, Development up to present,Potential Alternatives, Recommendation
03:24 ‘Development up to present’ লেখাটি নির্বাচন করুন |
03:28 Insert এবং তারপর Hyperlink-এ ক্লিক করুন |
03:31 এটি হাইপারলিংক ডায়লগ বক্স খুলে দেবে |
03:34 বাঁদিকের অংশে, ‘Document নির্বাচন করুন | তারপর ‘Target in document’ ক্ষেত্রের ডানদিকের বাটনে ক্লিক করুন |
03:48 এই প্রেসেন্টেশনে উপস্থিত স্লাইডগুলির তালিকা খুলে গেছে |
03:53 তালিকা থেকে ‘Development upto present’ শিরোনামের স্লাইডটি বেছে নিন |
03:58 Apply বাটনে ক্লিক করুন এবং তারপর এই তালিকার Close বাটনে ক্লিক করুন |
04:04 আবার Apply বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের Close বাটনে ক্লিক করুন |
04:12 স্লাইড-এর যেকোনো স্থানে ক্লিক করুন |
04:14 এখন যদি আপনি লেখার উপরে কার্সর আনেন, তাহলে দেখুন কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে গেছে |
04:20 এর অর্থ হাইপার লিঙ্ক সফলভাবে তৈরী হয়ে গেছে |
04:24 হাইপার লিঙ্ক লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক স্লাইড দেখা যাবে |
04:29 অন্য ডকুমেন্ট-এ হাইপার-লিঙ্ক করতে, সূচীপত্র-এর স্লাইডে ফিরে যান |
04:35 এখন আরেকটি লাইন যোগ করুন  : External Document
04:40 এই লাইনটি নির্বাচন করুন এবং Insert ও তারপর Hyperlink-এর উপর ক্লিক করুন |
04:45 বামদিকের অংশে Document নির্বাচন করুন |
04:48 Document Path ক্ষেত্রের ডানদিকের ফোল্ডার আইকনের উপর ক্লিক করুন |
04:55 যে ডকুমেন্ট-টি আপনি হাইপার-লিঙ্ক করতে চান, সেটি বেছে নিন |
04:58 Writer -এর টিউটোরিয়াল-এ আমরা যে resume.odt ফাইলটি তৈরী করেছিলাম, সেটি নির্বাচন করুন এবং Open বাটনে ক্লিক করুন
05:07 Apply বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের close বাটনে ক্লিক করুন |
05:14 স্লাইডের যেকোনো স্থানে ক্লিক করুন |
05:17 এখন যখন আপনি লেখাটির উপর আপনার কার্সার আনবেন, কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে যাবে |
05:22 অর্থাৎ হাইপার-লিঙ্ক সঠিকভাবে তৈরী হয়ে যাবে |
05:26 এখন হাইপার-লিঙ্ক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ডকুমেন্ট-টি খুলে যায় |
05:31 আমাদের ক্ষেত্রে, resume.odt খুলে যায় |
05:36 অনুরূপভাবে ওয়েব পেজকেও হাইপার-লিঙ্ক দ্বারা যুক্ত করা যায় |
05:40 প্রেসেন্টেশনের শেষে একটি নতুন স্লাইড যোগ করা যাক |
05:43 শিরোনাম পরিবর্তন করে ‘Essential Open Source Software’ করুন |
05:48 IBody টেক্সট বক্সে লিখুন  :Ubuntu Libre Office.
05:53 দ্বিতীয় লাইনটি নির্বাচন করুন এবং Insert ও তারপর Hyperlink-এর উপর ক্লিক করুন |
06:00 বামদিকের অংশে Internet ক্লিক করুন |
06:03 Hyperlink type-এ Web নির্বাচন করুন |
06:07 Target ক্ষেত্রে লিখুন - ‘www.libreoffice.org’
06:16 Apply বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের Close বাটনে ক্লিক করুন |
06:23 স্লাইড -এর যেকোন স্থানে ক্লিক করুন |
06:26 এখন যদি আপনি লেখাটির উপর আপনার কার্সার আনেন, তাহলে কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে যাবে |
06:32 অর্থাৎ হাইপার-লিঙ্ক সঠিকভাবে তৈরী হয়ে গেছে |
06:38 এখন হাইপার-লিঙ্ক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ওয়েব পেজটি খুলে যাবে |
06:44 তথ্য কলাম এবং সারিত়ে সংগঠিত করতে টেবিল ব্যবহার করা হয় |
06:49 এখন শেখা যাক কিভাবে LibreOffice Impress-এ টেবিল যোগ করা যায় |
06:54 Slides অংশ থেকে ‘Development up to the present’ শিরোনামযুক্ত স্লাইডটি নির্বাচন করুন |
07:00 Tasks অংশের Layout বিভাগ থেকে, Title এবং 2 Content আইকন নির্বাচন করুন |
07:07 বামদিকের টেক্সট বক্সের লেখাটি নির্বাচন করুন |
07:14 এবং সেটির ফন্টের সাইজ কমিয়ে ২৬ করুন |
07:17 ডানদিকের টেক্সট বক্স-এর কেন্দ্রে উপস্থিত ইনসার্ট টুলবার থেকে ‘Insert Table’ আইকন-এ ক্লিক করুন |
07:25 স্বাভাবিকভাবে, কলামের সংখ্যা হিসাবে ৫ এবং সারির সংখ্যা হিসাবে ২ থাকে |
07:33 এগুলি পরিবর্তন করে কলামের সংখ্যা ২ এবং সারির সংখ্যা ৫ করা যাক |
07:41 OK বাটনে ক্লিক করুন |
07:44 টেবিলটি সম্প্রসারিত করে নিন যাতে লেখা পাঠযোগ্য হয় |
07:49 টেবিলে তথ্য লিখুন -
07:51 Implementation Year  %
07:56 ২০০৬ ১০%
07:59 ২০০৭ ২০%
08:02 ২০০৮ ৩০%
08:05 ২০০৯ ৪০%
08:08 এখন শিরনামগুলির সারির ফন্ট পরিবর্তন করে বোল্ড বা গাড় করুন এবং লেখাগুলি মাঝখানে আনুন |
08:17 টেবিলের রং পরিবর্তন করতে, প্রথমে সব লেখা নির্বাচন করুন |
08:22 তারপর Tasks অংশের Table Design বিভাগ থেকে, টেবিলের একটি শৈলী বেছে নিন | আমি এটি নির্বাচন করলাম |
08:30 দেখুন এখন টেবিলটি কেমন দেখতে লাগছে |
08:33 এখানেই এই টিউটোরিয়ালটির সমাপ্তি হল |
08:37 সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে ছবি যুক্ত এবং বিন্যস্ত করা যায় |
08:43 প্রেসেন্টেশনের মধ্যে ও বাইরে হাইপার-লিঙ্ক এবং প্রেসেন্টেশনে টেবিল যুক্ত করা |
08:49 এগুলি নিজে চেষ্টা করুন:
08:53 একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন |
08:55 তৃতীয় স্লাইডে একটি ছবি যোগ করুন |
08:58 চতুর্থ স্লাইডে ২ টি কলাম ও ৩ টি সারি বিশিষ্ট একটি টেবিল যেগ করুন |
09:03 টেবিলের দ্বিতীয় সারির ২ নম্বর কলামে, লিখুন ‘slide 3’. এই লেখাটিকে তৃতীয় স্লাইড-এর হাইপারলিংক করুন |
09:14 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
09:17 এটি Spoken Tutorial প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায় |
09:20 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
09:25 Tস্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল , কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে |
09:30 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র দেয় |
09:34 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
09:41 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
09:53 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro.
10:05 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।

এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Nancyvarkey, Pratibha