LibreOffice-Suite-Draw/C3/Edit-Curves-and-Polygons/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:15, 4 December 2015 by Antarade (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01

লিবরেঅফিস ড্র-তে এডিটইং কার্ভস এন্ড পলিগনস -এর উপর এই স্পোকেন টিউটোরিয়াল -এ আপনাদের স্বাগত ।

00:07 এই টিউটোরিয়াল-এ, আপনি ড্র’’’-তে কার্ভ এবং পলিগন এডিট করতে শিখব ।
00:13 এই টিউটোরিয়ালের জন্য, আপনার লিবরেঅফিস ড্র -এর মৌলিক জ্ঞান থাকা উচিত। যদি না থাকে, প্রাসঙ্গিক টিউটোরিয়াল-এর জন্য দয়া করে এই ওয়েবসাইটে যান ।
00:23 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি:
  • উবুন্টু লিনাক্স' সংস্করণ ১০.০৪'
  • লিবরে অফিস সুট সংস্করণ ৩.৩.৪
00: 32 আমাদের রুটম্যাপ অঙ্কনটি আবার একবার খুলুন ।
00: 37 পূর্বে, আমরা কার্ভ এবং পলিগন আঁকা শিখেছি । এখন, জানা যাক কিভাবে তাদের এডিট করা যায় ।
00: 42 স্কুল ক্যাম্পাস -এর আকৃতি পরিবর্তন করা যাক ।
00:48 এডিট পয়েন্টস টুলবার ব্যবহার করে এই কাজ করা হবে ।
00: 52 মেন মেনু থেকে, ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস , ক্লিক করুন

এডিট পয়েন্টস

01: 00 এডিট পয়েন্টস টুলবার প্রদর্শন করা হচ্ছে ।
01: 04 এখন, বহুভুজ স্কুল ক্যাম্পাস নির্বাচন করুন ।
01: 09 এডিট পয়েন্টস টুল বারের পয়েন্টস আইকনে ক্লিক করুন ।
01: 12 অবজেক্ট-এ, সবুজ সিলেকশন হ্যান্ডেল নীল এডিট পয়েন্টস পরিবর্তন হয়ে যাবে । এটি ইঙ্গিত করে আপনি এডিট পয়েন্টস মোডে রয়েছে ।
01: 23 এডিট পয়েন্টস টুলবার-এর উপর, ইনসার্ট পয়েন্টস আইকনে ক্লিক করুন ।
01: 29 ড্র পৃষ্ঠায় যান । কার্সার একটি যোগ চিহ্ন-এ পরিণত হবে ।
01: 35 যোগ চিন্হ-টি নতুন স্কুল ক্যাম্পাস -এর বামদিকে বসান ।
01: 41 বাম-মাউস বোতাম টিপে রেখে ডান দিকে টেনে আনুন । বোতামটি ছেড়ে দিন । আপনি একটি বিন্দু যোগ হয়েছে ।
01: 51 এখন, যোগ করা বিন্দুটিতে ক্লিক করুন । এডিট পয়েন্টস টুলবার-এর বিকল্পগুলি সক্রিয় হয়ে গেছে ।
02: 00 ক্লিক করুন সিমেট্রিক ট্রানসিসন
02: 03 বিন্দুটির পাশে ফুটকিওয়ালা নিয়ন্ত্রণ রেখা প্রদর্শিত হচ্ছে ।
02: 07 'ক্যাম্পাস'-এর আকৃতি পরিবর্তন করতে বাহিরের দিকে নিয়ন্ত্রণ রেখা টানা যাক । আকৃতি পরিবর্তিত হয়েছে!
02: 16 এডিট পয়েন্টস টুলবার থেকে প্রস্থান করার জন্য পয়েন্টস এ ক্লিক করুন ।
02: 21 এখন, 'ক্যাম্পাস' ডান দিকে দীর্ঘতর করুন ।
02: 26 বিশেষভাবে শুধুমাত্র উপরের ডানদিকের প্রান্ত বিন্দুটি সরানো যাক ।
02: 30 স্কুল ক্যাম্পাস বহুভুজ নির্বাচন করুন ।
02: 34 এডিট পয়েন্টস টুলবার সক্ষম করা যাক ।
02: 38 বস্তুটির উপর নীল এডিট পয়েন্টস প্রদর্শিত হছে, এই বিন্দুটি নির্বাচন করা যাক ।
02: 45 এডিট পয়েন্টস টুলবার-এর উপর, মুভ পয়েন্টস ক্লিক করুন ।
02: 50 দেখুন, আপনার নির্বাচিত বিন্দু-টি গাঢ় নীল হয়ে গেছে ।
02: 54 এখন, এই বিন্দুটি ডান দিকে টানুন ।
02: 58 আমরা গ্রিড' ব্যবহার করে আমাদের প্রয়োজনমত বস্তু উপস্থাপন করতে পারি ।
03:03 আবার ক্যাম্পাস স্কুল-এর আকৃতি পরিবর্তিত হয়েছে!
03: 09 এই টিউটোরিয়াল সাময়িকভাবে বন্ধ করে এই কাজটি করে নিন ।
03: 12 একটি কার্ভ অঙ্কন করুন এবং এডিট পয়েন্টস টুলবার-এর সব বিকল্প-গুলি ওতে প্রয়োগ করুন । মনে রাখবেন, এডিট পয়েন্টস টুলবার আয়ত্ত করতে অনেক অনুশীলনের প্রয়োজন ।
03: 25 সর্বশেষে, আমাদের মানচিত্রে সমস্ত বস্তু দলবদ্ধ করা যাক । কীবোর্ড-এর Ctrl + A কী-দুটি একসাথে টিপুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান-ক্লিক করুন ।
03: 35 এখন গ্রুপ নির্বাচন করুন । সমস্ত বস্তু এখন দলবদ্ধ হয়ে গেছে ।
03:43 মানচিত্র সম্পূর্ণ! এছাড়াও আপনি বাড়িগুলি রঙ করতে পারেন; লাইন ব্যবহার করে রাস্তা, ট্রাফিক সিগন্যাল এবং প্রয়োজনমত অন্য যেকোন জিনিস যোগ করতে পারেন ।
03: 56 এটি একটি নমুনা রঙ্গিন হয় রুটম্যাপ
04: 00 আমরা টিউটোরিয়াল-এর শেষে এসে গেছি । এই টিউটোরিয়াল-এ, আমরা কার্ভ এবং পলিগন এডিট করতে শিখেছি ।
04: 10 এখানে আপনার জন্য আর একটি কাজ রয়েছে । এই স্লাইড-এ দেখানো মানচিত্র-টি তৈরি করুন ।
04: 16 আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকলে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন ।
04: 27 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
  • কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
  • যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় ।
04: 37 অধিক বিবরণের জন্য, যোগাযোগ @ স্পোকেন - টিউটোরিয়াল org তে ইমেল করুন ।
04: 45 স্পোকেন্ টিউটোরিয়াল্ টক্ টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি, শিক্ষা দ্বারা উপর MHRD এর ন্যাশনাল মিশন সমর্থিত ।


05: 00 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ পাওয়া যাবে ।

স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট org স্ল্যাশ NMEICT হাইফেন ইন্ট্রো ।

05: 11 এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Kaushik Datta