LibreOffice-Suite-Calc/C2/Formatting-Data /Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:02, 29 November 2012 by Pratibha (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search

Resources for recording Formatting Data

Time NARRATION
00:00 LibreOffice Calc -এ তথ্যের বিন্যাস সংক্রান্ত এই টিউটোরিয়াল -এ আপনাদের স্বাগত |
00:06 এই টিউটোরিয়াল-এ আমরা শিখব - সীমানা, ব্যাকগ্রাউন্ড বা পটভূমির রং বিন্যাস |
00:12 Automatic Wrapping ব্যবহার করে একাধিক লাইনের বিন্যাস |
00:18 সেলগুলির একত্রীকরণ | লেখা সংকুচিত করে সেলের মধ্যে ধরানো |
00:22 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন -এর সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:33 আসুন প্রথমে LibreOffice ক্যালক -এ সীমানা বিন্যাস সম্পর্কে জানা যাক |
00:39 “personal finance tracker.ods” ফাইলটি খুলুন |
00:45 কোনো একটি নির্দিষ্ট সেল বা কএকটি সেলের একসাথে সীমানা বিন্যাস করা যায় |
00:50 উদাহরণস্বরূপ, “Serial Number”, “Item”, “Cost”, “Spent”, ”Received”, ”Date” এবং ”Account” শিরোনাম ধারণকারী সেলগুলি বিন্যস্ত করা যাক |
01:01 তাহলে, প্রথমে Serial Number অর্থাৎ “SN”. শিরোনামের সেলটিতে ক্লিক করা যাক |
01:08 এখন মাউস- এর বাম বাটন টিপে ধরে শিরোনাম ধারণকারী সেলগুলি বরাবর টানুন |
01:14 শিরোনাম ধারণকারী সম্পূর্ণ অনুভূমিক সারি নির্বাচন করার পর ফরম্যাটিং টুলবারের "বর্ডারস" আইকনের উপর ক্লিক করুন |
01:23 একটি ড্রপ ডাউন বক্স খুলে গেছে যাতে সীমানার বিভিন্ন স্টাইল বা শৈলী দেখা যাচ্ছে |
01:28 আপনি সীমানাত়ে যে স্টাইল প্রয়োগ করতে ইচ্ছুক সেটিতে ক্লিক করুন |
01:33 আমি শেষ বিকল্পে ক্লিক করছি |
01:34 দেখুন, নির্বাচিত শৈলী অনুসারে সীমানা বিন্যস্ত হয়ে গেছে |
01:39 আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
01:45 নির্বাচিত সেল-গুলি এখনো উজ্জ্বল রয়েছে | সেলগুলির উপর রাইট ক্লিক করুন এবং “Format Cells” বিকল্প নির্বাচন করুন |
01:54 এখন “Borders” ট্যাব-এ ক্লিক করুন |
01:56 আপনি কিছু বিকল্প দেখতে পাচ্ছেন - “Line arrangement”, “Line”, “Spacing to contents” এবং “Shadow style”.
02:05 এই বিন্যাসগুলি Calc-এ সবসময় থাকে |
02:10 কিন্তু আপনি এগুলির প্রত্যেকটি-ই আপনার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারেন |
02:14 “User-defined” এ, একটি ছোট প্রিভিউ উইন্ডো আছে যা আপনার নির্বাচন-টি দেখায় |
02:22 আমি “Default” এর তৃতীয় বিকল্পটি নির্বাচিত করলাম | আপনি প্রিভিউ এলাকায় পরিবর্তনটি দেখতে পাচ্ছেন |
02:29 এখন “Style” বা শৈলী , “Width” বা প্রস্থ এবং “Color” বা রং -এর পরিবর্তন করা যাক |
02:33 পুনরায় প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |
02:38 Spacing to contents -এ “Synchronize” বিকল্পটি নির্বাচিত থাকে |
02:42 এর অর্থ একই ফাঁক সব মার্জিনে প্রযুক্ত হয় |
02:47 আপনি এই টিক-চিন্হটি তুলে দিয়ে মার্জিনের মধ্যবর্তী দুরত্ব আপনার প্রয়োজনমত পরিবর্তন করতে পারেন |
02:53 উপরের এবং নীচের মার্জিন ১.৪pt করুন |
03:00 বিভিন্ন Shadow styles সম্পর্কে আপনি নিজে অনুসন্ধান করুন |
03:04 OK-ত়ে ক্লিক করুন |
03:06 এটি আপনার বাছাই করা শৈলী নির্বাচিত সেল-গুলিতে প্রয়োগ করেছে |
03:11 সীমানা বিন্যাস করা শেখার পর এখন শেখা যাক কিভাবে একটি সেল-এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমিতে রং করা যায় |
03:18 সেল -এর পটভূমি রঙিন করতে, Calc -এর ফরম্যাটিং টুলবারে "Background Color" নামক একটি বিকল্প উপলব্ধ আছে |
03:27 এখন দেখা যাক, এটি কিভাবে কিভাবে কাজ করে |
03:30 উদাহরণস্বরূপ, শিরোনাম ধারণকারী সেলগুলির পটভূমি রঙিন করা যাক |
03:36 সুতরাং আসুন, প্রথমে যে সেলে Serial Number বা “SN” লেখা রয়েছে, সেটির উপর ক্লিক করুন |
03:44 এখন বাম মাউস বাটন টিপে রেখে শিরোনামে ধারণকারী সেল-গুলির উপর দিয়ে টানুন |
03:50 শিরোনাম ধারণকারী সম্পূর্ণ অনুভূমিক সারি নির্বাচন করার পর ফরম্যাটিং টুলবারের "Background Color" বিকল্পটি ক্লিক করুন |
04:00 একটি পপ আপ মেনু খুলে গেছে যেখান থেকে আপনি যে রঙ পটভূমিতে প্রয়োগ করতে চান, তা নির্বাচন করতে পারেন |
04:08 Grey" বা ধূসর রঙ-এর উপর ক্লিক করুন |
04:11 দেখুন, শিরোনামগুলির সেলের পটভূমির রং ধূসর হয়ে গেছে |
04:17 Calc -এ একাধিক লাইন বিন্যাসের জন্য বিভিন্ন বিকল্প আছে |
04:22 প্রথমটি হল - "Automatic Wrapping" ব্যবহার করা |
04:26 Automatic Wrapping ব্যবহার করে একটি সেলে একাধিক লাইন লিখতে পারা যায় |
04:33 দেখা যাক এটি কিভাবে করা যায় |
04:37 এখন “personal finance tracker.ods” শিট-এর একটি ফাঁকা সেল-এ ক্লিক করুন |
04:44 উদাহরণস্বরূপ, "B12 " নামক সেলে ক্লিক করুন |
04:49 এবার, সেল-টির উপর রাইট ক্লিক করুন এবং তারপর "Format Cells" বিকল্প উপর ক্লিক করুন |
04:54 এখন ডায়লগ বক্সের "Alignment" ট্যাবে ক্লিক করুন |
04:58 ডায়লগ বক্সের নীচে অবস্থিত "Wrap test automatically" বিকল্পর উপর ক্লিক করুন | তারপর "OK" বাটনে ক্লিক করুন |
05:08 এবার লিখুন -“THIS IS A PERSONAL FINANCE TRACKER. IT IS VERY USEFUL”.
05:11 দেখুন, একাধিক বিবৃতি একটি সেলে ঢুকে গেছে |
05:19 আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
05:21 এখন আমরা শিখব Calc-এ কিভাবে একাধিক সেল merge বা সম্পূর্ণভাবে যুক্ত করা যায় |
05:29 আমাদের “personal finance tracker.ods” ফাইলে, যদি আপনি শিরোনাম “SN” এর অধীনে ক্রমিক সংখ্যা ধারণকারী সেলগুলি এবং তাদের সংশ্লিষ্ট আইটেম -এর সেলগুলিকে একত্র করতে চান, তাহলে প্রথমে “SN” শিরোনামের নীচে ১-এ ক্লিক করুন |
05:46 এখন কীবোর্ডের "শিফট" কি টিপুন এবং এর সংশ্লিষ্ট আইটেম অর্থাৎ "Salary" -এর সেলটি ক্লিক করুন |
05:55 যে দুটি সেল যুক্ত করা হবে, সেইদুটি উজ্জ্বল হয়ে গেছে |
05:59 এরপর মেনু বারের "Format" বিকল্প উপর এবং তারপর "Merge Cells" ক্লিক করুন|
06:07 যে সাইড - বার খুলে গেছে, তার “Merge Cells” বিকল্পে ক্লিক করুন |
06:12 যে ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে, তার “Yes” বিকল্পে ক্লিক করুন যাতে এই দুটি সেলের বিষয়বস্তুই একটি সেলে ঢুকে যায় |
06:21 দেখুন নির্বাচিত সেলগুলি মিলে একটি সেল হয়ে গেছে এবং বিষয়বস্তুও এই একই সেলে দেখা যাচ্ছে |
06:31 “CTRL এবং Z” একসাথে টিপে আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
06:37 এরপর আমরা শিখব কিভাবে একটি লেখা এমনভাবে সঙ্কুচিত করা যায় যাতে সেটি একটি সেলে ধরে যায় |
06:41 একটি সেল-এ তথ্যের ফন্টের আকার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায় যাতে লেখাটি সেলে ধরে যায় |
06:49 দেখা যাক এটি কিভাবে করা যায় |
06:50 B14 নামক সেলটিতে "This is for the month of January” লিখুন |
07:00 দেখুন, লেখাটি সেলে ধরছে না |
07:03 লেখাটিকে ধরানোর জন্য সঙ্কুচিত করতে, প্রথমে B১৪ নামক সেলটিতে ক্লিক করুন |
07:11 এবার মেনু বারের "Format" বিকল্পত়ে ক্লিক করুন | তারপর "Cells" ক্লিক করুন |
07:18 অথবা, সেল-এর উপর রাইট ক্লিক করুন এবং "Format Cells" ক্লিক করুন |
07:24 দেখুন, "Format Cells" ডায়লগ বক্স খুলে গেছে |
07:28 ডায়লগ বক্সের "Alignment" ট্যাবে ক্লিক করুন |
07:31 ডায়লগ বক্সের নীচে "Shrink to fit cell size” চেক বক্স-র ক্লিক করুন এবং তারপর "OK" বাটনে ক্লিক করুন |
07:41 দেখুন, সম্পূর্ণ লেখাটি সংকুচিত হয়ে গেছে এবং এর ফন্ট সাইজ কমে গেছে যাতে লেখাটি সেল B১৪ -ত়ে ধরে যায় |
07:54 আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক |
07:57 এখানেই LibreOffice Calc -এর এই কথ্য টিউটোরিয়াল-টি সমাপ্ত হল |
08:02 এতে আমরা শিখেছি : সীমানা, পটভূমির রং বিন্যাস |
08:09 Automatic Wrapping ব্যবহার করে একাধিক লাইন বিন্যস্ত করা |
08:14 সেলগুলির একত্রীকরণ | লেখাকে সেল-এ ধরাতে সেটিকে সংকুচিত করা |
08:19 Assignment বা অনুশীলনী
08:21 “spreadsheet practice.ods” খুলুন |
08:25 সব শিরোনাম-গুলি নির্বাচিত করুন |
08:27 শিরনামগুলির পটভূমির রং নীল দিন |
08:31 “Automatic Wrapping” ব্যবহার করে লিখুন - “This is a Department Spreadsheet”.
08:37 এই লেখাটিতে সংকুচিত করুন যাতে সেটি সেল-এ ধরে যায় |
08:40 এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
08:43 এটি Spoken Tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় |
08:46 যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করে দেখতে পারেন |
08:51 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে |
08:56 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
09:00 এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
09:06 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
09:11 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
09:18 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য - spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:29 আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
09:35 শুভবিদায় ।

Contributors and Content Editors

Pratibha