LibreOffice-Suite-Base/C4/Access-data-sources/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:27, 25 October 2013 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00:00 LibreOffice বেস এর উপর এই কথ্য টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি|
00:04 এই টিউটোরিয়ালে, আমরা শিখব কিভাবে
00:08 অন্যান্য তথ্য উৎস ব্যবহার করা যায়|
00:10 . odb ডেটাবেস রেজিস্টার বা নিবন্ধন করা|
00:15 তথ্যের উৎস দেখা|
00:17 এবং রাইটার-এ তথ্যের উৎস ব্যবহার|
00:22 দেখা যাক, বেস-এ কিভাবে তথ্যের অন্যান্য উৎস ব্যবহার করা যায়|
00:28 Libre অফিস-এ বেজ ডেটাবেস ছাড়াও তথ্যের অন্যান্য উৎস ব্যবহার সম্ভব|
00:37 এমনকি সেগুলিকে অন্যান্য Libre অফিস ডকুমেন্ট-এর সাথে সংযুক্ত করতে পারেন|
00:43 উদাহরণস্বরূপ, আপনি LibreOffice বেজ থেকে একটি স্প্রেডশীট অথবা একটি সাধারণ টেক্সট ডকুমেন্ট ব্যবহার করতে পারেন|
00:53 এবং তারপর সেটিকে LibreOffice রাইটার ডকুমেন্ট-এ সংযুক্ত করতে পারেন|
00:58 উদাহরণস্বরূপ, LibreOffice ক্যালক ব্যবহার করে একটি নমুনা স্প্রেডশীট তৈরি করা যাক|
01:06 ক্লিক করুন স্টার্ট মেনু >> All Programs এবং LibreOffice Suite
01:16 LibreOffice যদি আগেথেকেই খোলা থাকে তাহলে File, New এবং তারপর Spreadsheet ক্লিক করে একটি নতুন স্প্রেডশীট খুলুন|
01:30 এখন এই স্প্রেডশীট, ছবিতে যেমন দেখানো রয়েছে তেমন কিছু নমুনা তথ্য লেখা যাক| <pause>
01:46 এবং এই স্প্রেডশিটটি একটি ডিরেক্টরিতে 'LibraryMembers' হিসাবে সংরক্ষণ করুন|
01:54 আমাদের ফাইল-এর এই অবস্থানটি মনে রাখতে হবে কারণ আমরা আমাদের উদাহরণে এই ফাইলটিকে পরে আবার ব্যবহার করব|
02:02 এবার ক্যালক উইন্ডো বন্ধ করা যাক|
02:07 ঠিক আছে, এখন দেখুন, আমরা LibreOffice বেস থেকে কিভাবে এই স্প্রেডশীটটি ব্যবহার করতে পারি|
02:15 এটি করার জন্য, বেস খুলতে, হয় উইন্ডোজ স্টার্ট মেনু ক্লিক করুন|
02:25 অথবা, LibreOffice যদি আগে থেকেই খোলা থাকে, তাহলে ক্লিক করুন File, New এবং তারপর Database
02:36 এখন, ডাটাবেস উইজার্ড খুলে গেছে|
02:39 এখানে ‘Connect to an existing database’ ' ক্লিক করুন|
02:45 তারপর ড্রপডাউন এ ক্লিক করুন|
02:48 এই তালিকার মধ্যে বেজ ব্যবহার করতে পারে এমন বিভিন্ন ডাটাবেস উৎস রয়েছে|
02:55 এখানে স্প্রেডশিট –এর উপর ক্লিক করুন|
02:59 এবং নেক্সট বোতাম-এ ক্লিক করুন|
03:02 এবার ব্রাউজ বোতাম ব্যবহার করে, আগে স্প্রেডশীট-টি যেখানে সংরক্ষণ করা হয়েছিল, সেখান থেকে সেটিকে নির্বাচন করা যাক|
03:10 যদি স্প্রেডশীট-এর জন্য পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে এখানে সেটি লিখতে হবে|
03:16 এখানে আমাদের সেটি প্রয়োজন হবে না|
03:19 নেক্সট বোতামে ক্লিক করা যাক|
03:22 এখন এই স্প্রেডশীটকে একটি তথ্য উৎস হিসাবে রেজিস্টার বা নিবন্ধন করা যাক|
03:27 এই স্প্রেডশীটকে সম্পাদনার জন্য এটি খুলুন|
03:32 এবং Finish বোতামে ক্লিক করুন|
03:36 এখন এখানে ডাটাবেসের একটি নাম প্রদান করা যাক| লেখা যাক LibraryMembers
03:44 Save as Type লক্ষ্য করুন: এখানে দেখা যাচ্ছে ODF ডাটাবেস যা আমাদের ক্ষেত্রে .odb
03:56 এবং স্প্রেডশীট-এর একই স্থানে এটিকে সংরক্ষণ করুন|
04:01 তাহলে আমরা এই স্প্রেডশীট-টিকে বেস-এ একটি তথ্য উৎস হিসাবে নিবন্ধীত করেছি|
04:07 আমরা এখন প্রধান বেস উইন্ডোতে রয়েছি|
04:11 এখানে বাম প্যানেলের টেবিলস আইকনের উপর ক্লিক করা যাক|
04:16 টেবিল 'Sheet১' Sheet২, এবং Sheet৩’ লক্ষ্য করুন|
04:23 এখন Sheet1 খুলতে এটির উপর ডবল ক্লিক করুন| এখানে স্প্রেডশীট থেকে ডেটা চলুন শুরু করা যাকএর তথ্যগুলি দেখা যাচ্ছে|
04:31 স্প্রেডশিট ব্যবহার করার এই পদ্ধতিতে, আপনি এখান থেকে কোনো পরিবর্তন করতে পারবেন না|
04:39 আপনি শুধুমাত্র তথ্য দেখতে, বা এখানে বিদ্যমান তথ্য উপর ভিত্তি করে কোনো প্রশ্ন তৈরী করতে এবং প্রতিবেদন তৈরী করতে পারেন|
04:47 কোনো পরিবর্তন করার থাকলে সেটি সরাসরি স্প্রেডশিটেই করতে হবে|
04:54 . odb ডেটাবেস রেজিস্টার বা নিবন্ধন করা|
04:59 আরো অন্যান্য প্রোগ্রাম আছে যারা .odb ডেটাবেস তৈরী করতে পারে যেমন OpenOffice.org
05:11 সেগুলিকে LibreOffice বেস-এ ব্যবহার করার জন্য, প্রথমে সেগুলিকে বেস-এ নিবন্ধন বা রেজিস্টার করতে হয়|
05:19 . কোনো odb ডাটাবেস নিবন্ধন করার জন্য, প্রথমে Base খুলে নিতে হবে|
05:28 তারপর নির্বাচন করুন Tools, Options, LibreOffice Base এবং Databases
05:36 Registered Databases এর মধ্যে New ক্লিক করুন|
05:42 ব্রাউস করে ডেটাবেস যেখানে আছে, সেই স্থান খুঁজে নিন এবং নিশ্চিত করুন নামটি সঠিক রয়েছে|
05:51 এবং OK বোতামে ক্লিক করুন|
05:55 এখন জানা যাক, LibreOffice –এর মধ্যে তথ্যের উৎস কিভাবে দেখতে পারা যায়|
06:01 এর জন্য, উদাহরণস্বরূপ, যে স্প্রেডশীট-টি আমরা বেস নিবন্ধিত করেছি, সেটির নিয়ে কাজ শুরু করা যাক|
06:07 এখন, আপনি LibreOffice রাইটার বা ক্যালক ব্যবহার করতে পারেন|
06:12 দেখা যাক, LibreOffice রাইটার-এর ভিতরে এটিকে কিভাবে দেখতে পারা যাবে|
06:19 প্রথমে, বেস উইন্ডো থেকে রাইটার খুলুন|
06:24 এই জন্য, File, New এবং তারপর Text document ক্লিক করুন|
06:33 এখন আমরা রাইটার উইন্ডোতে আছি|
06:36 উপলব্ধ তথ্যের উৎসগুলি দেখতে, উপরের ভিউ মেনু বোতামে ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন Data Sources
06:46 অথবা, আপনি F4 কি টিপতে পারেন|
06:52 এখন আমরা উপরের বামে নিবন্ধিত ডাটাবেসগুলির একটি তালিকা দেখতে পাচ্ছি যাতে LibraryMembers আছে, যেটি আমরা একটু আগেই তৈরী করেছি|
07:03 ডাটাবেস দেখতে, ডাটাবেস নামের বাঁদিকে যোগ চিহ্ন-এ ক্লিক করে সেটিকে প্রসারিত করতে হবে|
07:14 এখন এই টেবিল প্রসারিত হয়ে গেছে|
07:18 এখানে Sheet ১ , ২ এবং ৩ রয়েছে|
07:24 শিট ১ এর উপর ক্লিক করা যাক|
07:28 তাহলে রাইটার উইন্ডোর উপরের ডানদিকে আমাদের তথ্য দেখা যাচ্ছে|
07:36 এখন দেখা যাক, কিভাবে আমরা নমুনা রাইটার নথিতে এই তথ্য ব্যবহার করতে পারি|
07:43 এখন আপনি যদি এই টেবিল থেকে সব তথ্য ব্যবহার করতে চান, তাহলে প্রথমে সেখানকার সব রেকর্ড নির্বাচন করতে হবে|
07:55 এর জন্য, প্রথম রেকর্ড-এর প্রথম কলামটির বামে ধূসর সেলে ক্লিক করা যাক|
08:05 তারপরে, শিফ্ট কী টিপে ধরে, সর্বশেষ রেকর্ড-এর প্রথম কলামটি বাম ধূসর সেলের উপর ক্লিক করুন|
08:17 দেখুন, সব তথ্য উজ্জ্বল হয়ে গেছে|
08:21 এখন এটিকে ক্লিক করুন এবং ধরে নিচে রাইটার ডকুমেন্ট-এ টেনে নিয়ে আসুন|
08:30 এরপর একটি পপআপ উইন্ডো দেখা যাচ্ছে যার শিরোনাম Insert Database columns
08:37 এখানে উপরে, Table বিকল্পটির উপর ক্লিক করুন|
08:42 এবং তারপর বামদিক থেকে ডানদিকের তালিকায় সব ক্ষেত্রকে সরাতে জোড়া তীর বোতামে ক্লিক করুন|
08:52 এখানের বিভিন্ন বিকল্পগুলি লক্ষ্য করুন|
08:56 এখনকার মত, শুধু OK বোতামে ক্লিক করুন|
09:00 এবার নথিতে তথ্যসমেত সম্পূর্ণ টেবিলটি রয়েছে|
09:05 এবার দেখা যাক, কিভাবে পৃথক ক্ষেত্রগুলিকে যোগ করা যায়|
09:13 এবার রাইটার ডকুমেন্ট-এর উপরে যান এবং দুইবার এন্টার কী-টি টিপুন| আবার উপরের বামদিকে যান|
09:22 এখানে লেখা যাক Member Name colon
09:28 এবং তারপর উপরের ডানদিকে তথ্যের উৎস এলাকার Name কলামের উপর ক্লিক করুন|
09:36 এবার ক্লিক করুন এবং টেনে এনে আমাদের লেখার পাশে বসান|
09:43 এবং ট্যাব কী টিপুন এবং লিখুন Phone number colon
09:51 এবং আমরা, জানি যে এরপর কি করতে হবে|
09:55 ফোন কলামের উপর ক্লিক করুন এবং উপর থেকে টেনে এনে আমাদের লেখার পাশে বসান|
10:04 তারপর প্রথম রেকর্ড-এর বাঁদিকে ধূসর সেলে ক্লিক করে প্রথম রেকর্ডটি উজ্জ্বল করা যাক|
10:13 এবং তারপর Data to Fields আইকন-এ ক্লিক করুন|
10:19 এটিকে উপরে, ফরম্যাটিং টুলবারের নীচে Table Data টুলবারের পাওয়া যাবে|
10:27 লক্ষ্য করুন, এখন উপরের টেবিলের তথ্য রাইটার নথিতে এসে গেছে|
10:35 আরেকটি রেকর্ড নিয়ে আসার জন্য, আমাদের শুধু একটি ভিন্ন রেকর্ড উজ্জ্বল করে তারপর আবার ‘Data to Fields’ আইকন ব্যবহার করতে হবে|
10:46 তাই এই টিউটোরিয়াল-এ আমরা LibreOffice নথিতে তথ্যের উৎস ব্যবহার করতে শিখেছি|
10:54 এখানেই LibreOffice বেজ-এ অন্যান্য তথ্য উৎস ব্যবহার সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল|
11:01 সারসংক্ষেপে, আমরা শিখেছি :
11:05 অন্যান্য তথ্য উৎস ব্যবহার|
11:07 .odb ডেটাবেস রেজিস্টার করা|
11:12 তথ্য উৎস দেখা|
11:14 এবং রাইটার-এ তথ্য উৎস ব্যবহার|
11:19 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
11:23 যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত|
11:30 এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়|
11:35 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য|
11:40 আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি| এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ| শুভবিদায়|

Contributors and Content Editors

Antarade, Gaurav, Kaushik Datta