Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Mathematical-Typesetting/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
নমস্কার বন্ধুগণ , েলেটেকর দ্ারা গািণিতক টাইপেসিটং সংক্রান্ত এই িটউটোিরয়াল-এ আিম আপনাদের স্াগত জানাচি্ছ | এখন আপিন িতনিট উইন্ডো েদখেত পাচে্ছন | Maths.tex হল সোর্স্ ফাইল | িদতীয় উইন্ডোিট এই ফাইলিটেক কম্পাইল্ করার জন্য ব্যবহার করা হয় | আউটপুট্ ফাইল, Maths.pdf িপিডএফ্ ব্রাউসার্-এ আেছ | এই ব্রাউসার্ িপিডএফ্ ফাইলিটর সাম্প্রিতকতম সংস্করণিট েদখায় |  
+
{| border=1
 
+
|'''Time'''
আসুন, গিণেত ব্যবহৃত গ্রীক িচহ্ন-গুিল িদযে় এই আলোচনা শুরু করা যাক | েলেটেক গািণিতক রািশ িলখেত হেল ডলার্ িচহ্ন ব্যবহার করিত হয় | উদাহরণস্বরূপ , আলফা িচহ্ন িলখেত ডলার্ আলফা ব্যবহার করা হল | কম্পাইল্ করা হল | আলফা িচহ্ন েদখা যাচ্েছ | অনুরূপভােব িবটা , গামা , েডল্টা ইত্যািদ িচহ্ন েলখা যায় | েদখা যাক এিট কম্পাইল্ করেল িক হয় | আপিন েলেটক্ িবষয়ক েযকোনো উচ্চমানের পাঠ্যপুস্তক অথবা ইন্টারনেট্ েথেক এইপ্রকার িচহ্নগিুলর সম্পূর্ণ তািলকা েপেত পােরন | আমরা এবার গািণিতক রািশতে় স্েপস্ বা ব্যবধান রাখার িবষয় আলোচনা করব | এিট করার পূর্েব , আেগর েলখািটেক িডিলট্ করা যাক | কম্পাইল্ করা যাক | আমরা িকভােব আলফা-a িচহ্ন িলখত়ে পাির ? সোর্স্ ফাইেল সরাসির আলফা-a িলেখ েচষ্টা করা যাক | আমরা িলখিছ - আলফা এবং a এর গুণফল হল আলফা-a | িকন্তু েলটক্ অিভযোগ জানাচ্িছ েয , আলফা-a - এই রািশিটর কোনো সংজ্ঞা েলেটেক েনই | েলেটক্ এই কমান্ড-এর অর্থ বুঝেত পােরিন | সোর্স্ ফাইেল স্েপস্-এর ব্যবহার এবং আউটপুট্ ফাইেল সে্পস্-িট উেপক্খা করার মাধ্যেম এই সমস্যার সমাধান করা েযেত পাের | এখান েথেক বাইের আসা যাক | পুনরায় কম্পাইল্ করা যাক | এখন আউটপুট্ ফাইেল েদখা যাচ্েছ - আলফা এবং a এর গুণফল হল আলফা - a | তাহেল েদখা যাচে্ছ স্েপস্ কমান্ডগুিলেক পরস্পর েথেক িবচ্িছন্ন কের | এই স্েপস্গুিল আউটপুট্ ফাইেল দৃশ্যমান হয়না | তাহেল আউটপুট্ ফাইেল স্েপস্ েদখেত চাইেল িক করেত হেব ? সেইক্ষেত্রে আমােদর েলেটকেক সুিনর্িদষ্ট ভােব িনর্েদশ িদেত হেব |
+
|'''Narration'''
 
+
|-
উদাহরণস্বরূপ , আলফা িবপরীত স্ল্যাশ্ স্েপস্ a েলখা যাক , কম্পাইল্ করা যাক , েদখুন এখােন একিট স্েপস্ েদখা যাচ্েছ | আমরা িবিভন্ন ৈদর্েঘ্র ব্যবধান রাখেত পাির | উদাহরণস্বরূপ , পরবর্তী লাইেন যাওয়া যাক | Quad-a েত় একিট স্েপস্ আেছ , আলফা-q-qad-a েত় েবিশ ৈদর্েঘ্র ব্যবধান আেছ | আমরা এই কমান্ডগুিলেক একত্িরত করেত পাির | েদখুন, আরো েবিশ ব্যবধান েদখা যাচ্েছ | আমরা আরো েবিশ ৈদর্েঘ্র স্েপস্ চাইেল hspace কমান্ড ব্যবহার করেত পাির |  
+
|00:00
িকন্তু প্রথম লাইনিট পৃষ্ঠার প্রান্তভাগ েথেক একটু সের শুরু হয়েেছ েকন ? কারণ, এখােন প্যারাগ্রাফ্ বা অনুচ্েছদ-এর সূচনা হয়েছে | এিটেক এখােন সিরযে় আনা যাক | িঠকআেছ | েলেটেক িকভােব ক্ষুদ্রতর স্েপস্ রাখা যায়, আিম এখন সেই পদ্ধিত বর্ণনা করব | এিট স্ল্যাশ্ কমা -a এর মাধ্যেম করা হয় | লক্খখ করুন , এখােন সর্বশেষ লাইেন স্ল্যাশ্ কমা কমান্ড-এর মাধ্যেম ক্ষুদ্রতর স্েপস্ রাখা হেয়েছ | এবার আমরা েদখব, েটক্সট মোড্ েথেক গািণিতক মোড্-এ েগেল েলখার ফন্ট্-এর িক প্রকার পিরবর্তন হয় | এখােন এিট পিরষ্কার ভােব েদখা যাচে্ছ | লক্ষ্য করুন, এখােনও a আেছ , আউটপুট্ -এও a আেছ | িকন্তু এই a -এর ফন্ট্ অপরিটর েথেক অন্যরকম | এই a িটেকও ডলার্ িচহ্নর মধ্েয েলখার মাধ্যেম এই সমস্যার সমাধান করা যায় | েদখুন , এখন এই ফন্ট্ এবং এই ফন্ট্-এর মধে্য কোনো পার্থক্য েনই | যাঁরা েলেটক্ িশখেত শুরু কেরেছন, তাঁরা প্রায়শই সব েভিরযে়বল্-এর ফন্ট্ অিভন্ন না রাখার ভুলিট কের থােকন | মাইনাস্ বা িবয়োগ িচহ্নর জন্যও আমােদর ডলার্ চহ্নর ব্যবহার করতে হয় | এর জন্য, আগে এটিকে ডিলিট করা যাক | কম্পাইল্ করা যাক | এবার লেখা যাক 'Negative of alpha a is minus alpha a' অর্থাৎ ঋণাত্মক আলফা-a হল মাইনাস্ আলফা-a | কম্পাইল্ করা যাক | লক্ষ্য করুন , মাইনাস্ চিহ্নটি ছোট ড্যাস্-এর আকারে দেখা যাচ্ছে | মাইনাস চিহ্নকে-ও ডলার্-এর মধ্যে লেখার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় | এইক্ষেত্রে , মাইনাস্ চিহ্ন-টিকেও ডলার্-এর মধ্যে লেখা যাক | আগেরটির সাথে তুলনা করার জন্য আগেরটিকে অিপিরবর্িতত েরেখ পেরর লাইেন এিটর কিপ করা হল এবং এই লাইেন মাইনাস্ িচহ্ন-িটকেও ডলার্-এর মধ্েয েলখা হল | দুিট মাইনাস্ িচহ্ন-এর মধ্েয পার্থক্যিট লকখখ করুন | মাইনাস্ িচহ্ন-িট ডলার্ িচহ্ন-র মধ্েয আেছ | যাঁরা েলেটক্ িবষেয পারদর্শী নন , তাঁরা এই ভুলিটও প্রায়শই কের থােকন | গািণিতক িচহ্নগুিলেক ডলার্-এর মধ্েয রাখার প্রয়োজন আেছ এবং এইেখতে্র ড্যাস্-এর র্ব্যবহার করা হয়না |  
+
|নমস্কার বন্ধুগণ , েলেটেকর দ্ারা গািণিতক টাইপেসিটং সংক্রান্ত এই িটউটোিরয়াল-এ আিম আপনাদের স্াগত জানাচি্ছ।
 
+
|-
এবার আমরা \frac কমান্ড -এর িবষেয় আলোচনা করব | এই কমান্ড ভগ্নাংশ িলখেত ব্যবহৃত হয় | কম্পাইল্ করা যাক | \frac a b | a এবং b এখােন ভগ্নাংশ আকাের েদখা যাচ্েছ | লক্খখ করুন, a এবং b এখােন অেপকখাকৃত ক্ষুদ্র আকাের েদখা যাচে্ছ | উদাহরণস্বরূপ, এখােন েলখা যাক 'a by b is created by \frac a b ' | এখােন a এবং b এর আকার এবং ভগ্নাংেশ এগুিলর আকােরর মধ্েয পার্থক্যিট লক্খখ করুন  | \frac কমান্ড স্েপস্-এর দ্ারা েশষ করা হয় | \frac কমান্ড-এর দুিট আর্গুেমন্ট থােক  | প্রথম আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর হর িহসােব ব্যবহার করা হয় | a এবং b এর মধ্েয সে্পস্ না থাকেলও এিট একই আউটপুট্ েদয়  | েদখুন , এিট একই উত্তর েদখাচ্েছ | সতুরাং , এক্েখত্ের a এবং b এর মধ্েযর স্েপস্-এর কোনো কার্যকারীতা েনই |  
+
|00:08
 
+
| এখন আপিন িতনিট উইন্ডো েদখেত পাচে্ছন | Maths.tex হল সোর্স্ ফাইল।
A B ভাগ C D িলখতে চাইেল িক করেত হেব ? েলেটেক আর্গেুমন্ট-গিুল ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ থােক | উদাহরণস্বরূপ , এখােন ডলার্ \frac A B ভাগ C D েলখা যাক | এখােন A B ভাগ C D রািশিট েদখা যাচ্েছ | বন্ধনীর মধ্যবর্তী সব রািশগুিলেক একিট আর্গুেমন্ট িহসােব ধরা হয় | এরফেল , েযেকোনো জিটল রািশমালা-ই বন্ধনীর মােঝ েলখা যায় | উদাহরণস্বরূপ , \frac A B এবং তারপর এখােন ১ +\frac CD ভাগ EF লেখা যাক  | এিটেক বন্ধ করা যাক | এখােন েদখা যাক | এখােন আমরা জিটলতর রািশমালা অর্থাত AB ভাগ ১ + CD ভাগ EF ৈতরী কেরিছ | এই কমান্ডিটর অর্থ হল - প্রথম আর্গুেমন্ট্ AB েক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট ১ + CD ভাগ EF েক ভগ্নাংেশর হর িহসােব গন্য করা হেব  | েলেটেকর এই ৈবিশষ্ট্য ব্যবহার কের েযকোনো জিটল রািশমালা অনায়ােস টাইপ করা যায় |  
+
|-
 
+
|00:13
এখন আমরা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ -এর িবষেয আলোচনা করব | এিটেক িডিলট্ করা যাক | x আন্ডারস্কোর a কমান্ড -এর মাধ্যেম x সাব   a েলখা যায়  | েলেটেক , a এর সাইজ সয়ংক্িরয়ভােব সিঠক অনুপােত ছোট হেয় যায় | তাহেল x আন্ডারস্কোর ab িলখেত েগেল িক করেত হেব ? a, ab , দুপােশ ডলার্ িচহ্ন েলখা যাক | িকন্তু এই কমান্ড-এর দ্ারা x সাব ab পাওয়া যায় না , পাওয়া যায় x সাব a, b | এর কারণ হল সাবস্ক্িরপ্ট্ কমান্ড এর েকবলমাত্র একিট-ই আর্গুেমন্ট থাকেত পাের | তাই কমান্ড িট শুধুমাত্র a-েকই আর্গুেমন্ট িহসােব ব্যবহার কেরেছ | যিদ আমরা a এবং b েক একসােথ আর্গুেমন্ট িহসােব েদেখত চাই , তাহেল আমােদর ওই দুিটেক ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ করেত হেব | উদাহরণস্বরূপ , a এবং b েক ব্েরস-এর মেধ্য রাখা হল | এখন এিট সিঠকভােব েদখা যাচ্েছ |  
+
| িদতীয় উইন্ডোিট এই ফাইলিটেক কম্পাইল্ করার জন্য ব্যবহার করা হয়।
 
+
|-
সুপারস্ক্িরপ্ট্-এর জন্য ক্যারট্ আপ arrow িচহ্ন-এর ব্যবহার করা হয় | উদাহরণস্বরূপ, আপিন যিদ আউটপুট্ x িকউব িলখতে চান ,তাহেল আপনােক সোর্স ফাইল-এ x আপ arrow ৩ িলখেত হেব | সাধারণ এিডটর-এ এিট x আপ arrow ৩ িহসােব েদখা যােব | আমরা এিট ডলার্ িচহ্ন-এর মেধ্য আবদ্ধ করলাম | কম্পাইল্ করা যাক | েদখুন, x সূচক ৩ েদখা যাচ্েছ | এছাড়াও , বন্ধনীর ব্যবহার দ্ারা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারক্িরপট সংক্রান্ত আরো জিটলতর রািশমালা ৈতরী করা যায় | েযমন x সূচক ৩ , সূচক a , সূচক ২.৫ েলখা যাক | আউটপুট্-এ x িকউব-এই সম্পূর্ণ রািশিটর সূচক িহসােব এই বািক   রাশিগুিল েদখা যাচ্েছ | এখন যিদ আমরা ৩ সংখ্ািটেক এখােন না েদেখত চাই , তাহেল এিটেক িডিলট করা েযেত পাের | িঠকআেছ , এখন x এর সূচক িহসােব a , তার সূচক ২.৫ েদখা যাচ্েছ | আমরা এরসােথ সাবস্ক্িরপ্ট্ -ও যোগ করেত পাির | এখােন সাবস্ক্িরপ্ট্ িবটা এবং তার সাবস্ক্িরপ্ট্ িহসাবে 'ce' েলখা যাক , সাবস্ক্িরপ্ট্ েশষ করা যাক , এখােন ডলার্ িচহ্ন দ্ারা কমান্ড সমাপ্ত করা যাক | এখন আউটপুট্ -এ েদখা যাচ্েছ - x এর সূচক a , a-এর   সূচক ২.৫ এবং x এর সাবস্ক্িরপ্ট্ িবটা , যার সূচক ce |  
+
|00:16
 
+
| আউটপুট্ ফাইল, Maths.pdf িপিডএফ্ ব্রাউসার্-এ আেছ।
এখন আরো িকছু িচহ্ন সম্পর্েক েজেন েনওয়া যাক , েযগুিল েলেটেক সাধারণতঃ ব্যবহার করা হয় | কম্পাইল্ করা যাক | নতুন কের েলখা শুরু করা যাক , A ইকুয়াল্-টু b , a নট্ ইকুয়াল্-টু b | েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ a এবং b অসমান | পরবর্তী লাইেন যাওয়া যাক | a গ্েরটার্ দ্যান্ b , a গ্েরটার্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a গ্েরটার্ গে্রটার্ দ্যান্ b | কম্পাইল্ করা যাক | েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক বড় , a b-এর েথেক বড় অথবা b এর সমান , a b-এর েথেক অেনক বড় | এবার েলখা যাক , a েলস্ দ্যান্ b , a েলস্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a েলস্ েলস্ দ্যান্ b | কম্পাইল্ করেল আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক ছোট  , a b-এর েথেক ছোট অথবা b এর সমান , a b-এর েথেক অেনক ছোট  |  
+
|-
 
+
|00:22
এবার েলখা যাক a \rightarrow b, a \leftarrow b, a \leftrightarrow b | আউটপুট্-এ েদখা যাচে্ছ , ডানদিকের arrow, বামিদেকর arrow, বাম এবং ডান উভয়দকের   arrow | আরো িকছু েলখা যাক | a times b , েদখা যাক িক হয় | আউটপুট্-এ a এবং b গুনফলের আকাের েদখা যাচ্েছ a প্লাস্ \cdots প্লাস্ b | a কমা | \ldots কমা b | আউটপুট্-এ েদখুন | \cdots-এর েখত্ের ডট্-গুিল েকন্দ্ের থােক , \ldots -এর েখত্ের ডট্-গুিল িনেচ থােক | অনুরূপভােব \vdots এবং \ddots -ও েলখা সম্ভব | \i-n-f-t-y কমান্ড-এর দ্ারা ইনিফিনিট িচহ্ন েলখা যায় | এখােন এিট েদখা যাচ্েছ |  
+
| এই ব্রাউসার্ িপিডএফ্ ফাইলিটর সাম্প্রিতকতম সংস্করণিট েদখায়।
 
+
|-
েলেটেক '\sum' কমান্ড আেছ | এিট েদেখ েনওয়া যাক | এিট হল সােমশান িচহ্ন | আমরা এই িচহ্ন-এর সােথ সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ যোগ করেত পাির | i সমান িচহ্ন ১ ,আপ arrow ১০০  | েখত্ের ১০০ হল সুপারস্ক্িরপ্ট্ | আউটপুট্-এ েদখা যাক | i-এর মান ১ েথেক ১০০ পর্যন্ত েযকোনো সংখ্যা হেত পাের | েলেটেক প্রোডাক্ট্ বা গুনিচহ্ন েলখা যায় \prod কমান্ড এর মাধ্যেম |  1/x িচহ্নিট েদখা যাচ্েছ   | েলেটেক আমরা integral বা সমকলন িচহ্ন-ও িলখেত পাির | ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা সূচক | েদখুন, আউটপুট্-এ েদখা যাচ্েছ , ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা স্কোয়্যার |  
+
|00:28
 
+
|আসুন, গিণেত ব্যবহৃত গ্রীক িচহ্ন-গুিল িদযে় এই আলোচনা শুরু করা যাক।
এরপর আমরা েমট্িরক্স্ িবষযে় আলোচনা করব | তার আেগ , আমরা এগুিল সব িডিলট্ কের েদব | কম্পাইল্ করা হল এবং নতুন কের েলখা শুরু করা হল  | েমট্িরক্স্ িলখেত েগেল আমােদর 'use package amsmath' -এই কমান্ডিট ব্যবহার করেত হেব | এই প্ােকজ্-এ অন্যান্য কমান্ড-এর সংজ্ঞা আছে , যেগুলির কিছু আমরা এখনই ব্যবহার করব |  
+
|-
ampersend বা and িচিহ্নট দুিট কমান্ড-েক িবচি্ছন্ন করেত ব্যবহৃত হয় | েলেটেক েমট্িরক্স্ িকভােব েলখা যায় ? ' \begin matrix, a b , \end matrix ' েলখা যাক | এখােন ডলার্ িচহ্ন েলখা হল | আপিন আউটপুট্-এ a b েমট্িরক্স্-আকাের েদেখত পাচে্ছন |  
+
|00:32
 
+
| েলেটেক গািণিতক রািশ িলখেত হেল ডলার্ িচহ্ন ব্যবহার করিত হয়।
এখন   এই েমট্িরক্স্-এ িদ্তীয় সাির যুক্ত করেত চাইেল , দুিট িবপরীত স্ল্যাশ্ -এর ব্যবহার করেত হেব  | েমট্িরক্স্-এর সািরগুিলেক দুিট িবপরীত স্ল্যাশ্ -এর দ্বারা পরস্পর েথেক িবিচ্ছন্ন করা হয় | তাহেল েলখা যাক - c d e | িদ্তীয় সািরেত িতিনট শ্েরণী আেছ | েদখুন , এখােন েদখা যাচ্েছ c d e এিটেক অন্যপ্রকােরও েলখা েযেত পার  | প্রথম সাির , িদ্তীয় সাির , তৃতীয় সাির  |  এইেখত্ের ,পূর্েবর মত একই আউটপুট্ েদখা যাচ্েছ |  
+
|-
 
+
|00:38
এখােন 'pmatrix' েলখা যাক | আউটপুট্-এর পিরবর্তন -িট লক্খখ করুন  | এবার এখােন 'bmatrix' েলখা যাক | এখােন লক্খখ করুন  | আিম এখন জিটলতর েমট্িরক্স্ েলখার   পদ্ধিত বর্ণনা করব  | এগুিল িডিলট্ করা যাক | আিম পূর্েব-ই এই কমান্ড -িট িলেখিছলাম  | এিট কিপ কের েপস্ট করা যাক | পূর্েব , এগুিল '\end {document}' এর পির থাকায় , কম্পাইেলশন -এর পের এগুিল আউটপুট্-এ দৃশ্যমান   হয়িন  | েলেটেক '\end {document}' এর পের েলখা কমান্ড -গুিলেক উেপক্খা করা হয় | সুতরাং , এখােন জিটলতর েমট্িরক্স্ েলখাহেয়েছ | এখােন চারিট সাির আেছ | প্রথম সািরিটেত a,b েথেক z পর্যন্ত আেছ | িদতীয় সািরেত a-এর বর্গ , b-এর বর্গ েথেক z-এর বর্গ পর্যন্ত আেছ | তৃতীয় সািরিটেত শুধুমাত্র \vdots আেছ | েশষ সািরিটেত এিট আেছ |  
+
| উদাহরণস্বরূপ , আলফা িচহ্ন িলখেত ডলার্ আলফা ব্যবহার করা হল।
 
+
|-
অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ড-গুিল 'case sensitive ' হয় |  উদাহরণস্বরূপ , আিম যিদ এিট পিরবর্তন কের বড় হােতর B িলিখ , তাহেল লক্খখ করুন   আউটপুট্-িট পিরবর্িতত হযে় েগল  | অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ডগুিল ছোট হােতর অক্খের িলখেত হয় , বড় হােতর অক্খের এই কমান্ড-গুিলেক ব্যবহার করা যায় না | যাঁরা উইন্ডোস্ অপােরিটং িসস্েটম-এ লেেটক্ ব্যবহার কেরন , তাঁেদর অবশ্যই এিট মেন রাখা উিচত |  
+
|00:52
 
+
|কম্পাইল্ করা হল | আলফা িচহ্ন েদখা যাচ্েছ। 
এখােনই এই িটউটোিরয়াল্ এর সমাপ্িত হল | আপিন যিদ েলেটেক্ িবষেয় সুদক্ষ না হন , তাহেল একসময় একিট-ই পিরবর্তন করুন এবং অন্য পিরবর্তন করার পূর্েব েসিটেক কম্পাইল্ কের িনশ্িচত হযে় িনন েয , েসিট সিঠকভােব কাজ করেছ | এই িটউটোিরয়াল্-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ | আিম অন্তরা এখােনই আপনােদর েথেক িবদায় িনচি্ছ | শুভিবদায় |
+
|-
 +
|01:02
 +
|অনুরূপভােব িবটা , গামা , েডল্টা ইত্যািদ িচহ্ন েলখা যায় | েদখা যাক এিট কম্পাইল্ করেল িক হয়।
 +
|-
 +
|01:25
 +
|আপিন েলেটক্ িবষয়ক েযকোনো উচ্চমানের পাঠ্যপুস্তক অথবা ইন্টারনেট্ েথেক এইপ্রকার িচহ্নগিুলর সম্পূর্ণ তািলকা েপেত পােরন।
 +
|-
 +
|01:34
 +
|আমরা এবার গািণিতক রািশতে় স্েপস্ বা ব্যবধান রাখার িবষয় আলোচনা করব।
 +
|-
 +
|01:41
 +
| এিট করার পূর্েব , আেগর েলখািটেক িডিলট্ করা যাক। কম্পাইল্ করা যাক।
 +
|-
 +
|01:58
 +
|আমরা িকভােব আলফা-a িচহ্ন িলখত়ে পাির ?
 +
|-
 +
|02:03
 +
| সোর্স্ ফাইেল সরাসির আলফা-a িলেখ েচষ্টা করা যাক। আমরা িলখিছ - আলফা এবং a এর গুণফল হল আলফা-a।
 +
|-
 +
|02:25
 +
| িকন্তু েলটক্ অিভযোগ জানাচ্িছ েয , আলফা-a - এই রািশিটর কোনো সংজ্ঞা েলেটেক েনই।
 +
|-
 +
|02:36
 +
| েলেটক্ এই কমান্ড-এর অর্থ বুঝেত পােরিন। সোর্স্ ফাইেল স্েপস্-এর ব্যবহার এবং আউটপুট্ ফাইেল সে্পস্-িট উেপক্খা করার মাধ্যেম এই সমস্যার সমাধান করা েযেত পাের। এখান েথেক বাইের আসা যাক। পুনরায় কম্পাইল্ করা যাক। এখন আউটপুট্ ফাইেল েদখা যাচ্েছ - আলফা এবং a এর গুণফল হল আলফা - a।
 +
|-
 +
|03:03
 +
|তাহেল েদখা যাচে্ছ স্েপস্ কমান্ডগুিলেক পরস্পর েথেক িবচ্িছন্ন কে। এই স্েপস্গুিল আউটপুট্ ফাইেল দৃশ্যমান হয়না।
 +
|-
 +
|03:14
 +
|তাহেল আউটপুট্ ফাইেল স্েপস্ েদখেত চাইেল িক করেত হেব ?
 +
|-
 +
|03:19
 +
|সেইক্ষেত্রে আমােদর েলেটকেক সুিনর্িদষ্ট ভােব িনর্েদশ িদেত হেব। উদাহরণস্বরূপ , আলফা িবপরীত স্ল্যাশ্ স্েপস্ a েলখা যাক , কম্পাইল্ করা যাক , েদখুন এখােন একিট স্েপস্ েদখা যাচ্েছ।
 +
|-
 +
|03:50
 +
| আমরা িবিভন্ন ৈদর্েঘ্র ব্যবধান রাখেত পাির। উদাহরণস্বরূপ , পরবর্তী লাইেন যাওয়া যাক।
 +
|-
 +
|04:08
 +
|Quad-a েত় একিট স্েপস্ আেছ ,  
 +
|-
 +
|04:20
 +
|আলফা-q-qad-a েত় েবিশ ৈদর্েঘ্র ব্যবধান আেছ।
 +
|-
 +
|04:32
 +
| আমরা এই কমান্ডগুিলেক একত্িরত করেত পাির।
 +
|-
 +
|04:45
 +
| েদখুন, আরো েবিশ ব্যবধান েদখা যাচ্েছ।
 +
|-
 +
|04:52
 +
| আমরা আরো েবিশ ৈদর্েঘ্র স্েপস্ চাইেল hspace কমান্ড ব্যবহার করেত পাির।
 +
|-
 +
|05:15
 +
| িকন্তু প্রথম লাইনিট পৃষ্ঠার প্রান্তভাগ েথেক একটু সের শুরু হয়েেছ েকন ? কারণ, এখােন প্যারাগ্রাফ্ বা অনুচ্েছদ-এর সূচনা হয়েছে।
 +
|-
 +
|05:23
 +
এিটেক এখােন সিরযে় আনা যাক।
 +
|-
 +
|05:40
 +
| িঠকআেছ | েলেটেক িকভােব ক্ষুদ্রতর স্েপস্ রাখা যায়, আিম এখন সেই পদ্ধিত বর্ণনা করব।
 +
|-
 +
|05:50
 +
|এিট স্ল্যাশ্ কমা -a এর মাধ্যেম করা হয়।
 +
|-
 +
|06:02
 +
| লক্খখ করুন , এখােন সর্বশেষ লাইেন স্ল্যাশ্ কমা কমান্ড-এর মাধ্যেম ক্ষুদ্রতর স্েপস্ রাখা হেয়েছ।
 +
|-
 +
|06:18
 +
|এবার আমরা েদখব, েটক্সট মোড্ েথেক গািণিতক মোড্-এ েগেল েলখার ফন্ট্-এর িক প্রকার পিরবর্তন হয়।
 +
|-
 +
|06:24
 +
|Iএখােন এিট পিরষ্কার ভােব েদখা যাচে্ছ। লক্ষ্য করুন, এখােনও a আেছ , আউটপুট্ -এও a আেছ। িকন্তু এই a -এর ফন্ট্ অপরিটর েথেক অন্যরকম।
 +
|-
 +
|06:44
 +
|এই a িটেকও ডলার্ িচহ্নর মধ্েয েলখার মাধ্যেম এই সমস্যার সমাধান করা যায়।
 +
|-
 +
|06:59
 +
| েদখুন , এখন এই ফন্ট্ এবং এই ফন্ট্-এর মধে্য কোনো পার্থক্য েনই।
 +
|-
 +
|07:05
 +
|যাঁরা েলেটক্ িশখেত শুরু কেরেছন, তাঁরা প্রায়শই সব েভিরযে়বল্-এর ফন্ট্ অিভন্ন না রাখার ভুলিট কের থােকন।
 +
|-
 +
|07:14
 +
|মাইনাস্ বা িবয়োগ িচহ্নর জন্যও আমােদর ডলার্ চহ্নর ব্যবহার করতে হয়।
 +
|-
 +
|07:19
 +
|এর জন্য, আগে এটিকে ডিলিট করা যাক।কম্পাইল্ করা যাক।
 +
|-
 +
|07:34
 +
| এবার লেখা যাক 'Negative of alpha a is minus alpha a' অর্থাৎ ঋণাত্মক আলফা-a হল মাইনাস্ আলফা-a।
 +
|-
 +
|07:51
 +
|কম্পাইল্ করা যাক।
 +
|-
 +
|07:57
 +
| লক্ষ্য করুন , মাইনাস্ চিহ্নটি ছোট ড্যাস্-এর আকারে দেখা যাচ্ছে।
 +
|-
 +
|08:07
 +
|মাইনাস চিহ্নকে-ও ডলার্-এর মধ্যে লেখার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
 +
|-
 +
|08:13
 +
এইক্ষেত্রে , মাইনাস্ চিহ্ন-টিকেও ডলার্-এর মধ্যে লেখা যাক।
 +
|-
 +
|08:22
 +
|  এইক্ষেত্রে , মাইনাস্ চিহ্ন-টিকেও ডলার্-এর মধ্যে লেখা যাক।
 +
|-
 +
|08:42
 +
| এই লাইেন মাইনাস্ িচহ্ন-িটকেও ডলার্-এর মধ্েয েলখা হল | দুিট মাইনাস্ িচহ্ন-এর মধ্েয পার্থক্যিট লকখখ করুন। মাইনাস্ িচহ্ন-িট ডলার্ িচহ্ন-র মধ্েয আেছ | যাঁরা েলেটক্ িবষেয পারদর্শী নন , তাঁরা এই ভুলিটও প্রায়শই কের থােকন।
 +
|-
 +
|08:59
 +
|গািণিতক িচহ্নগুিলেক ডলার্-এর মধ্েয রাখার প্রয়োজন আেছ এবং এইেখতে্র ড্যাস্-এর র্ব্যবহার করা হয়না।
 +
|-
 +
|09:07
 +
|এবার আমরা \frac কমান্ড -এর িবষেয় আলোচনা করব। এই কমান্ড ভগ্নাংশ িলখেত ব্যবহৃত হয়।
 +
|-
 +
|09:18
 +
|কম্পাইল্ করা যাক।
 +
|-
 +
|09:29
 +
| \frac a b | a এবং b এখােন ভগ্নাংশ আকাের েদখা যাচ্েছ।
 +
|-
 +
|09:44
 +
| লক্খখ করুন, a এবং b এখােন অেপকখাকৃত ক্ষুদ্র আকাের েদখা যাচে্ছ। উদাহরণস্বরূপ, এখােন েলখা যাক 'a by b is created by \frac a b  
 +
|-
 +
|10:08
 +
|এখােন a এবং b এর আকার এবং ভগ্নাংেশ এগুিলর আকােরর মধ্েয পার্থক্যিট লক্খখ করুন।
 +
|-
 +
|10:13
 +
|\frac কমান্ড স্েপস্-এর দ্ারা েশষ করা হয় | \frac কমান্ড-এর দুিট আর্গুেমন্ট থােক।
 +
|-
 +
|10:24
 +
| প্রথম আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর হর িহসােব ব্যবহার করা হয়।
 +
|-
 +
|10:32
 +
| a এবং b এর মধ্েয সে্পস্ না থাকেলও এিট একই আউটপুট্ েদয়।
 +
|-
 +
|10:45
 +
েদখুন , এিট একই উত্তর েদখাচ্েছ।
 +
|-
 +
|10:50
 +
|সতুরাং , এক্েখত্ের a এবং b এর মধ্েযর স্েপস্-এর কোনো কার্যকারীতা েনই।
 +
|-
 +
|10:54
 +
|সতুরাং , এক্েখত্ের a এবং b এর মধ্েযর স্েপস্-এর কোনো কার্যকারীতা েনই।
 +
|-
 +
|11:01
 +
েলেটেক আর্গেুমন্ট-গিুল ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ থােক। উদাহরণস্বরূপ , এখােন ডলার্ \frac A B ভাগ C D েলখা যাক।
 +
|-
 +
|11:19
 +
| এখােন A B ভাগ C D রািশিট েদখা যাচ্েছ।
 +
|-
 +
|11:25
 +
|বন্ধনীর মধ্যবর্তী সব রািশগুিলেক একিট আর্গুেমন্ট িহসােব ধরা হয়। এরফেল , েযেকোনো জিটল রািশমালা-ই বন্ধনীর মােঝ েলখা যায়।
 +
|-
 +
|11:34
 +
|উদাহরণস্বরূপ , \frac A B এবং তারপর এখােন ১ +\frac CD ভাগ EF লেখা যাক। এিটেক বন্ধ করা যাক।
 +
|-
 +
|12:02
 +
| এখােন েদখা যাক।
 +
|-
 +
|12:07
 +
|এখােন আমরা জিটলতর রািশমালা অর্থাত AB ভাগ ১ + CD ভাগ EF ৈতরী কেরিছ।
 +
|-
 +
|12:15
 +
|এই কমান্ডিটর অর্থ হল - প্রথম আর্গুেমন্ট্ AB েক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট ১ + CD ভাগ EF েক ভগ্নাংেশর হর িহসােব গন্য করা হেব।
 +
|-
 +
|12:28
 +
| েলেটেকর এই ৈবিশষ্ট্য ব্যবহার কের েযকোনো জিটল রািশমালা অনায়ােস টাইপ করা যায়।
 +
|-
 +
|12:36
 +
|এখন আমরা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ -এর িবষেয আলোচনা করব। এিটেক িডিলট্ করা যাক।
 +
|-
 +
|12:46
 +
| x আন্ডারস্কোর a কমান্ড -এর মাধ্যেম x সাব a েলখা যায়।
 +
|-
 +
|12:59
 +
| েলেটেক , a এর সাইজ সয়ংক্িরয়ভােব সিঠক অনুপােত ছোট হেয় যায়।
 +
|-
 +
|13:04
 +
| তাহেল x আন্ডারস্কোর ab িলখেত েগেল িক করেত হেব ? a, ab , দুপােশ ডলার্ িচহ্ন েলখা যাক।
 +
|-
 +
|13:21
 +
| িকন্তু এই কমান্ড-এর দ্ারা x সাব ab পাওয়া যায় না , পাওয়া যায় x সাব a, b। এর কারণ হল সাবস্ক্িরপ্ট্ কমান্ড এর েকবলমাত্র একিট-ই আর্গুেমন্ট থাকেত পাের | তাই কমান্ড িট শুধুমাত্র a-েকই আর্গুেমন্ট িহসােব ব্যবহার কেরেছ। যিদ আমরা a এবং b েক একসােথ আর্গুেমন্ট িহসােব েদেখত চাই , তাহেল আমােদর ওই দুিটেক ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ করেত হেব। উদাহরণস্বরূপ , a এবং b েক ব্েরস-এর মেধ্য রাখা হল। এখন এিট সিঠকভােব েদখা যাচ্েছ।
 +
|-
 +
|14:00
 +
|সুপারস্ক্িরপ্ট্-এর জন্য ক্যারট্ আপ arrow িচহ্ন-এর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, আপিন যিদ আউটপুট্ x িকউব িলখতে চান ,তাহেল আপনােক সোর্স ফাইল-এ x আপ arrow ৩ িলখেত হেব।
 +
|-
 +
|14:22
 +
|সাধারণ এিডটর-এ এিট x আপ arrow ৩ িহসােব েদখা যােব। আমরা এিট ডলার্ িচহ্ন-এর মেধ্য আবদ্ধ করলাম কম্পাইল্ করা যাক। েদখুন, x সূচক ৩ েদখা যাচ্েছ।
 +
|-
 +
|14:43
 +
| এছাড়াও , বন্ধনীর ব্যবহার দ্ারা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারক্িরপট সংক্রান্ত আরো জিটলতর রািশমালা ৈতরী করা যায়।
 +
|-
 +
|14:50
 +
|F েযমন x সূচক ৩ , সূচক a , সূচক ২.৫ েলখা যাক।
 +
|-
 +
| 15:12
 +
|আউটপুট্-এ x িকউব-এই সম্পূর্ণ রািশিটর সূচক িহসােব এই বািক রাশিগুিল েদখা যাচ্েছ।
 +
|-
 +
| 15:21
 +
|এখন যিদ আমরা ৩ সংখ্ািটেক এখােন না েদেখত চাই , তাহেল এিটেক িডিলট করা েযেত পাের।
 +
|-
 +
|15:35
 +
| িঠকআেছ , এখন x এর সূচক িহসােব a , তার সূচক ২.৫ েদখা যাচ্েছ ।আমরা এরসােথ সাবস্ক্িরপ্ট্ -ও যোগ করেত পাির এখােন সাবস্ক্িরপ্ট্ িবটা এবং তার সাবস্ক্িরপ্ট্ িহসাবে 'ce' েলখা যাক , সাবস্ক্িরপ্ট্ েশষ করা যাক।
 +
|-
 +
|15:58
 +
|এখােন ডলার্ িচহ্ন দ্ারা কমান্ড সমাপ্ত করা যাক।
 +
|-
 +
|16:06
 +
|এখন আউটপুট্ -এ েদখা যাচ্েছ -
 +
|-
 +
|16:09
 +
|x এর সূচক a , a-এর সূচক ২.৫ এবং x এর সাবস্ক্িরপ্ট্ িবটা , যার সূচক ce
 +
|-
 +
|16:18
 +
|এখন আরো িকছু িচহ্ন সম্পর্েক েজেন েনওয়া যাক , েযগুিল েলেটেক সাধারণতঃ ব্যবহার করা হয়।
 +
|-
 +
|16:23
 +
| কম্পাইল্ করা যাক। নতুন কের েলখা শুরু করা যাক।
 +
|-
 +
|16:28
 +
|A ইকুয়াল্-টু b , a নট্ ইকুয়াল্-টু b। েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ a এবং b অসমান।
 +
|-
 +
|16:43
 +
পরবর্তী লাইেন যাওয়া যাক। a গ্েরটার্ দ্যান্ b , a গ্েরটার্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a গ্েরটার্ গে্রটার্ দ্যান্ b
 +
|-
 +
|17:01
 +
| কম্পাইল্ করা যাক। েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক বড় , a b-এর েথেক বড় অথবা b এর সমান , a b-এর েথেক অেনক বড়
 +
|-
 +
|17:12
 +
এবার েলখা যাক , a েলস্ দ্যান্ b , a েলস্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a েলস্ েলস্ দ্যান্ b। কম্পাইল্ করেল আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক ছোট।
 +
|-
 +
|17:31
 +
|a b-এর েথেক ছোট অথবা b এর সমান , a b-এর েথেক অেনক ছোট।
 +
|-
 +
|17:37
 +
|এবার েলখা যাক a \rightarrow b, a \leftarrow b, a \leftrightarrow b ।আউটপুট্-এ েদখা যাচে্ছ , ডানদিকের arrow, বামিদেকর arrow, বাম এবং ডান উভয়দকের arrow
 +
|-
 +
|18:06
 +
|আরো িকছু েলখা যাক। a times b ,
 +
|-
 +
|18:17
 +
| েদখা যাক িক হয়।
 +
|-
 +
|18:21
 +
| আউটপুট্-এ a এবং b গুনফলের আকাের েদখা যাচ্েছ a প্লাস্ \cdots প্লাস্ b a কমা। \ldots কমা b।
 +
|-
 +
|18:48
 +
|আউটপুট্-এ েদখুন \cdots-এর েখত্ের ডট্-গুিল েকন্দ্ের থােক , \ldots -এর েখত্ের ডট্-গুিল িনেচ থােক।
 +
|-
 +
|18:58
 +
|অনুরূপভােব \vdots এবং \ddots -ও েলখা সম্ভব
 +
|-
 +
|19:05
 +
|\i-n-f-t-y কমান্ড-এর দ্ারা ইনিফিনিট িচহ্ন েলখা যায় | এখােন এিট েদখা যাচ্েছ
 +
|-
 +
|19:17
 +
|েলেটেক '\sum' কমান্ড আেছ
 +
|-
 +
|19:28
 +
|এিট েদেখ েনওয়া যাক। এিট হল সােমশান িচহ্ন।
 +
|-
 +
|19:33
 +
| আমরা এই িচহ্ন-এর সােথ সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ যোগ করেত পাির।
 +
|-
 +
|19:38
 +
| i সমান িচহ্ন ১ ,আপ arrow ১০০। েখত্ের ১০০ হল সুপারস্ক্িরপ্ট্।আউটপুট্-এ েদখা যাক। i-এর মান ১ েথেক ১০০ পর্যন্ত েযকোনো সংখ্যা হেত পাের।
 +
|-
 +
|19:52
 +
| েলেটেক প্রোডাক্ট্ বা গুনিচহ্ন েলখা যায়
 +
|-
 +
|20:01
 +
| \prod কমান্ড এর মাধ্যেম।1/x িচহ্নিট েদখা যাচ্েছ। We can create '''integral'''.   েলেটেক আমরা integral বা সমকলন িচহ্ন-ও িলখেত পাির।
 +
|-
 +
|20:10
 +
|ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা সূচক ২।
 +
|-
 +
|20:27
 +
| েদখুন, আউটপুট্-এ েদখা যাচ্েছ , ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা স্কোয়্যার।
 +
|-
 +
|20:38
 +
|এরপর আমরা েমট্িরক্স্ িবষযে় আলোচনা করব।
 +
|-
 +
|20:43
 +
|তার আেগ , আমরা এগুিল সব িডিলট্ কের েদব কম্পাইল্ করা হল এবং নতুন কের েলখা শুরু করা হল।
 +
|-
 +
|20:51
 +
| েমট্িরক্স্ িলখেত েগেল আমােদর 'use package amsmath' -এই কমান্ডিট ব্যবহার করেত হেব।
 +
|-
 +
|21:07
 +
|এই প্ােকজ্-এ অন্যান্য কমান্ড-এর সংজ্ঞা আছে , যেগুলির কিছু আমরা এখনই ব্যবহার করব।
 +
|-
 +
|21:15
 +
|ampersend বা and িচিহ্নট দুিট কমান্ড-েক িবচি্ছন্ন করেত ব্যবহৃত হয়।
 +
|-
 +
|21:21
 +
েলেটেক েমট্িরক্স্ িকভােব েলখা যায় ? ' \begin matrix, a b , \end matrix ' েলখা যাক এখােন ডলার্ িচহ্ন েলখা হল
 +
|-
 +
|21:43
 +
|আপিন আউটপুট্-এ a b েমট্িরক্স্-আকাের েদেখত পাচে্ছন।
 +
|-
 +
|21:46
 +
|এখন এই েমট্িরক্স্-এ িদ্তীয় সাির যুক্ত করেত চাইেল , দুিট িবপরীত স্ল্যাশ্ -এর ব্যবহার করেত হেব। েমট্িরক্স্-এর সািরগুিলেক দুিট িবপরীত স্ল্যাশ্ -এর দ্বারা পরস্পর েথেক িবিচ্ছন্ন করা হয়।
 +
|-
 +
|22:10
 +
|তাহেল েলখা যাক - c d e।
 +
|-
 +
|22:15
 +
| িদ্তীয় সািরেত িতিনট শ্েরণী আেছ | েদখুন , এখােন েদখা যাচ্েছ c d e এিটেক অন্যপ্রকােরও েলখা েযেত পার। প্রথম সাির , িদ্তীয় সাির , তৃতীয় সাির। এইেখত্ের ,পূর্েবর মত একই আউটপুট্ েদখা যাচ্েছ
 +
|-
 +
|22:32
 +
|এখােন 'pmatrix' েলখা যাক।
 +
|-
 +
|22:43
 +
|আউটপুট্-এর পিরবর্তন -িট লক্খখ করুন।
 +
|-
 +
|22:46
 +
| এবার এখােন 'bmatrix' েলখা যাক।
 +
|-
 +
|22:55
 +
|এখােন লক্খখ করুন।
 +
|-
 +
|22:59
 +
|আিম এখন জিটলতর েমট্িরক্স্ েলখার পদ্ধিত বর্ণনা করব।
 +
|-
 +
|23:04
 +
|এগুিল িডিলট্ করা যাক।
 +
|-
 +
|23:09
 +
|আিম পূর্েব-ই এই কমান্ড -িট িলেখিছলাম। এিট কিপ কের েপস্ট করা যাক।
 +
|-
 +
|23:18
 +
|পূর্েব , এগুিল '\end {document}' এর পির থাকায় , কম্পাইেলশন -এর পের এগুিল আউটপুট্-এ দৃশ্যমান হয়িন। েলেটেক '\end {document}' এর পের েলখা কমান্ড -গুিলেক উেপক্খা করা হয়
 +
|-
 +
|23:29
 +
| সুতরাং , এখােন জিটলতর েমট্িরক্স্ েলখাহেয়েছ | এখােন চারিট সাির আেছ। প্রথম সািরিটেত a,b েথেক z পর্যন্ত আেছ। িদতীয় সািরেত a-এর বর্গ , b-এর বর্গ েথেক z-এর বর্গ পর্যন্ত আেছ। তৃতীয় সািরিটেত শুধুমাত্র \vdots আেছ। েশষ সািরিটেত এিট আেছ।
 +
|-
 +
|23:51
 +
|অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ড-গুিল 'case sensitive ' হয়। উদাহরণস্বরূপ , আিম যিদ এিট পিরবর্তন কের বড় হােতর B িলিখ , তাহেল লক্খখ করুন  
 +
|-
 +
|24:12
 +
|আউটপুট্-িট পিরবর্িতত হযে় েগল।
 +
|-
 +
|24:15
 +
|অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ডগুিল ছোট হােতর অক্খের িলখেত হয় , বড় হােতর অক্খের এই কমান্ড-গুিলেক ব্যবহার করা যায় না।
 +
|-
 +
|24:21
 +
| যাঁরা উইন্ডোস্ অপােরিটং িসস্েটম-এ লেেটক্ ব্যবহার কেরন , তাঁেদর অবশ্যই এিট মেন রাখা উিচত।
 +
|-
 +
|24:27
 +
|এখােনই এই িটউটোিরয়াল্ এর সমাপ্িত হল।
 +
|-
 +
|24:30
 +
|| আপিন যিদ েলেটেক্ িবষেয় সুদক্ষ না হন , তাহেল একসময় একিট-ই পিরবর্তন করুন এবং অন্য পিরবর্তন করার পূর্েব েসিটেক কম্পাইল্ কের িনশ্িচত হযে় িনন েয , েসিট সিঠকভােব কাজ করেছ।
 +
|-
 +
|24:39
 +
|এই িটউটোিরয়াল্-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। আিম অন্তরা এখােনই আপনােদর েথেক িবদায় িনচি্ছ। শুভিবদায়

Latest revision as of 19:23, 7 March 2017

Time Narration
00:00 নমস্কার বন্ধুগণ , েলেটেকর দ্ারা গািণিতক টাইপেসিটং সংক্রান্ত এই িটউটোিরয়াল-এ আিম আপনাদের স্াগত জানাচি্ছ।
00:08 Maths.tex হল সোর্স্ ফাইল।
00:13 িদতীয় উইন্ডোিট এই ফাইলিটেক কম্পাইল্ করার জন্য ব্যবহার করা হয়।
00:16 আউটপুট্ ফাইল, Maths.pdf িপিডএফ্ ব্রাউসার্-এ আেছ।
00:22 এই ব্রাউসার্ িপিডএফ্ ফাইলিটর সাম্প্রিতকতম সংস্করণিট েদখায়।
00:28 আসুন, গিণেত ব্যবহৃত গ্রীক িচহ্ন-গুিল িদযে় এই আলোচনা শুরু করা যাক।
00:32 েলেটেক গািণিতক রািশ িলখেত হেল ডলার্ িচহ্ন ব্যবহার করিত হয়।
00:38 উদাহরণস্বরূপ , আলফা িচহ্ন িলখেত ডলার্ আলফা ব্যবহার করা হল।
00:52 আলফা িচহ্ন েদখা যাচ্েছ।
01:02 েদখা যাক এিট কম্পাইল্ করেল িক হয়।
01:25 আপিন েলেটক্ িবষয়ক েযকোনো উচ্চমানের পাঠ্যপুস্তক অথবা ইন্টারনেট্ েথেক এইপ্রকার িচহ্নগিুলর সম্পূর্ণ তািলকা েপেত পােরন।
01:34 আমরা এবার গািণিতক রািশতে় স্েপস্ বা ব্যবধান রাখার িবষয় আলোচনা করব।
01:41 এিট করার পূর্েব , আেগর েলখািটেক িডিলট্ করা যাক। কম্পাইল্ করা যাক।
01:58 আমরা িকভােব আলফা-a িচহ্ন িলখত়ে পাির ?
02:03 সোর্স্ ফাইেল সরাসির আলফা-a িলেখ েচষ্টা করা যাক। আমরা িলখিছ - আলফা এবং a এর গুণফল হল আলফা-a।
02:25 িকন্তু েলটক্ অিভযোগ জানাচ্িছ েয , আলফা-a - এই রািশিটর কোনো সংজ্ঞা েলেটেক েনই।
02:36 েলেটক্ এই কমান্ড-এর অর্থ বুঝেত পােরিন। সোর্স্ ফাইেল স্েপস্-এর ব্যবহার এবং আউটপুট্ ফাইেল সে্পস্-িট উেপক্খা করার মাধ্যেম এই সমস্যার সমাধান করা েযেত পাের। এখান েথেক বাইের আসা যাক। পুনরায় কম্পাইল্ করা যাক। এখন আউটপুট্ ফাইেল েদখা যাচ্েছ - আলফা এবং a এর গুণফল হল আলফা - a।
03:03 তাহেল েদখা যাচে্ছ স্েপস্ কমান্ডগুিলেক পরস্পর েথেক িবচ্িছন্ন কে। এই স্েপস্গুিল আউটপুট্ ফাইেল দৃশ্যমান হয়না।
03:14 তাহেল আউটপুট্ ফাইেল স্েপস্ েদখেত চাইেল িক করেত হেব ?
03:19 সেইক্ষেত্রে আমােদর েলেটকেক সুিনর্িদষ্ট ভােব িনর্েদশ িদেত হেব। উদাহরণস্বরূপ , আলফা িবপরীত স্ল্যাশ্ স্েপস্ a েলখা যাক , কম্পাইল্ করা যাক , েদখুন এখােন একিট স্েপস্ েদখা যাচ্েছ।
03:50 আমরা িবিভন্ন ৈদর্েঘ্র ব্যবধান রাখেত পাির। উদাহরণস্বরূপ , পরবর্তী লাইেন যাওয়া যাক।
04:08 Quad-a েত় একিট স্েপস্ আেছ ,
04:20 আলফা-q-qad-a েত় েবিশ ৈদর্েঘ্র ব্যবধান আেছ।
04:32 আমরা এই কমান্ডগুিলেক একত্িরত করেত পাির।
04:45 েদখুন, আরো েবিশ ব্যবধান েদখা যাচ্েছ।
04:52 আমরা আরো েবিশ ৈদর্েঘ্র স্েপস্ চাইেল hspace কমান্ড ব্যবহার করেত পাির।
05:15 িকন্তু প্রথম লাইনিট পৃষ্ঠার প্রান্তভাগ েথেক একটু সের শুরু হয়েেছ েকন ? কারণ, এখােন প্যারাগ্রাফ্ বা অনুচ্েছদ-এর সূচনা হয়েছে।
05:23 এিটেক এখােন সিরযে় আনা যাক।
05:40 েলেটেক িকভােব ক্ষুদ্রতর স্েপস্ রাখা যায়, আিম এখন সেই পদ্ধিত বর্ণনা করব।
05:50 এিট স্ল্যাশ্ কমা -a এর মাধ্যেম করা হয়।
06:02 লক্খখ করুন , এখােন সর্বশেষ লাইেন স্ল্যাশ্ কমা কমান্ড-এর মাধ্যেম ক্ষুদ্রতর স্েপস্ রাখা হেয়েছ।
06:18 এবার আমরা েদখব, েটক্সট মোড্ েথেক গািণিতক মোড্-এ েগেল েলখার ফন্ট্-এর িক প্রকার পিরবর্তন হয়।
06:24 Iএখােন এিট পিরষ্কার ভােব েদখা যাচে্ছ। লক্ষ্য করুন, এখােনও a আেছ , আউটপুট্ -এও a আেছ। িকন্তু এই a -এর ফন্ট্ অপরিটর েথেক অন্যরকম।
06:44 এই a িটেকও ডলার্ িচহ্নর মধ্েয েলখার মাধ্যেম এই সমস্যার সমাধান করা যায়।
06:59 েদখুন , এখন এই ফন্ট্ এবং এই ফন্ট্-এর মধে্য কোনো পার্থক্য েনই।
07:05 যাঁরা েলেটক্ িশখেত শুরু কেরেছন, তাঁরা প্রায়শই সব েভিরযে়বল্-এর ফন্ট্ অিভন্ন না রাখার ভুলিট কের থােকন।
07:14 মাইনাস্ বা িবয়োগ িচহ্নর জন্যও আমােদর ডলার্ চহ্নর ব্যবহার করতে হয়।
07:19 এর জন্য, আগে এটিকে ডিলিট করা যাক।কম্পাইল্ করা যাক।
07:34 এবার লেখা যাক 'Negative of alpha a is minus alpha a' অর্থাৎ ঋণাত্মক আলফা-a হল মাইনাস্ আলফা-a।
07:51 কম্পাইল্ করা যাক।
07:57 লক্ষ্য করুন , মাইনাস্ চিহ্নটি ছোট ড্যাস্-এর আকারে দেখা যাচ্ছে।
08:07 মাইনাস চিহ্নকে-ও ডলার্-এর মধ্যে লেখার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়।
08:13 এইক্ষেত্রে , মাইনাস্ চিহ্ন-টিকেও ডলার্-এর মধ্যে লেখা যাক।
08:22 এইক্ষেত্রে , মাইনাস্ চিহ্ন-টিকেও ডলার্-এর মধ্যে লেখা যাক।
08:42 দুিট মাইনাস্ িচহ্ন-এর মধ্েয পার্থক্যিট লকখখ করুন। মাইনাস্ িচহ্ন-িট ডলার্ িচহ্ন-র মধ্েয আেছ | যাঁরা েলেটক্ িবষেয পারদর্শী নন , তাঁরা এই ভুলিটও প্রায়শই কের থােকন।
08:59 গািণিতক িচহ্নগুিলেক ডলার্-এর মধ্েয রাখার প্রয়োজন আেছ এবং এইেখতে্র ড্যাস্-এর র্ব্যবহার করা হয়না।
09:07 এবার আমরা \frac কমান্ড -এর িবষেয় আলোচনা করব। এই কমান্ড ভগ্নাংশ িলখেত ব্যবহৃত হয়।
09:18 কম্পাইল্ করা যাক।
09:29 a এবং b এখােন ভগ্নাংশ আকাের েদখা যাচ্েছ।
09:44 লক্খখ করুন, a এবং b এখােন অেপকখাকৃত ক্ষুদ্র আকাের েদখা যাচে্ছ। উদাহরণস্বরূপ, এখােন েলখা যাক 'a by b is created by \frac a b
10:08 এখােন a এবং b এর আকার এবং ভগ্নাংেশ এগুিলর আকােরর মধ্েয পার্থক্যিট লক্খখ করুন।
10:13 \frac কমান্ড-এর দুিট আর্গুেমন্ট থােক।
10:24 প্রথম আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট-িটেক ভগ্নাংেশর হর িহসােব ব্যবহার করা হয়।
10:32 a এবং b এর মধ্েয সে্পস্ না থাকেলও এিট একই আউটপুট্ েদয়।
10:45 েদখুন , এিট একই উত্তর েদখাচ্েছ।
10:50 সতুরাং , এক্েখত্ের a এবং b এর মধ্েযর স্েপস্-এর কোনো কার্যকারীতা েনই।
10:54 সতুরাং , এক্েখত্ের a এবং b এর মধ্েযর স্েপস্-এর কোনো কার্যকারীতা েনই।
11:01 েলেটেক আর্গেুমন্ট-গিুল ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ থােক। উদাহরণস্বরূপ , এখােন ডলার্ \frac A B ভাগ C D েলখা যাক।
11:19 এখােন A B ভাগ C D রািশিট েদখা যাচ্েছ।
11:25 বন্ধনীর মধ্যবর্তী সব রািশগুিলেক একিট আর্গুেমন্ট িহসােব ধরা হয়। এরফেল , েযেকোনো জিটল রািশমালা-ই বন্ধনীর মােঝ েলখা যায়।
11:34 উদাহরণস্বরূপ , \frac A B এবং তারপর এখােন ১ +\frac CD ভাগ EF লেখা যাক। এিটেক বন্ধ করা যাক।
12:02 এখােন েদখা যাক।
12:07 এখােন আমরা জিটলতর রািশমালা অর্থাত AB ভাগ ১ + CD ভাগ EF ৈতরী কেরিছ।
12:15 এই কমান্ডিটর অর্থ হল - প্রথম আর্গুেমন্ট্ AB েক ভগ্নাংেশর লব এবং িদ্তীয় আর্গুেমন্ট ১ + CD ভাগ EF েক ভগ্নাংেশর হর িহসােব গন্য করা হেব।
12:28 েলেটেকর এই ৈবিশষ্ট্য ব্যবহার কের েযকোনো জিটল রািশমালা অনায়ােস টাইপ করা যায়।
12:36 এখন আমরা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ -এর িবষেয আলোচনা করব। এিটেক িডিলট্ করা যাক।
12:46 x আন্ডারস্কোর a কমান্ড -এর মাধ্যেম x সাব a েলখা যায়।
12:59 েলেটেক , a এর সাইজ সয়ংক্িরয়ভােব সিঠক অনুপােত ছোট হেয় যায়।
13:04 তাহেল x আন্ডারস্কোর ab িলখেত েগেল িক করেত হেব ? a, ab , দুপােশ ডলার্ িচহ্ন েলখা যাক।
13:21 তাই কমান্ড িট শুধুমাত্র a-েকই আর্গুেমন্ট িহসােব ব্যবহার কেরেছ। যিদ আমরা a এবং b েক একসােথ আর্গুেমন্ট িহসােব েদেখত চাই , তাহেল আমােদর ওই দুিটেক ব্েরস্ বা বন্ধনীর মেধ্য আবদ্ধ করেত হেব। উদাহরণস্বরূপ , a এবং b েক ব্েরস-এর মেধ্য রাখা হল। এখন এিট সিঠকভােব েদখা যাচ্েছ।
14:00 সুপারস্ক্িরপ্ট্-এর জন্য ক্যারট্ আপ arrow িচহ্ন-এর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, আপিন যিদ আউটপুট্ x িকউব িলখতে চান ,তাহেল আপনােক সোর্স ফাইল-এ x আপ arrow ৩ িলখেত হেব।
14:22 সাধারণ এিডটর-এ এিট x আপ arrow ৩ িহসােব েদখা যােব। আমরা এিট ডলার্ িচহ্ন-এর মেধ্য আবদ্ধ করলাম । কম্পাইল্ করা যাক। েদখুন, x সূচক ৩ েদখা যাচ্েছ।
14:43 এছাড়াও , বন্ধনীর ব্যবহার দ্ারা সাবস্ক্িরপ্ট্ এবং সুপারক্িরপট সংক্রান্ত আরো জিটলতর রািশমালা ৈতরী করা যায়।
14:50 F েযমন x সূচক ৩ , সূচক a , সূচক ২.৫ েলখা যাক।
15:12 আউটপুট্-এ x িকউব-এই সম্পূর্ণ রািশিটর সূচক িহসােব এই বািক রাশিগুিল েদখা যাচ্েছ।
15:21 এখন যিদ আমরা ৩ সংখ্ািটেক এখােন না েদেখত চাই , তাহেল এিটেক িডিলট করা েযেত পাের।
15:35 িঠকআেছ , এখন x এর সূচক িহসােব a , তার সূচক ২.৫ েদখা যাচ্েছ ।আমরা এরসােথ সাবস্ক্িরপ্ট্ -ও যোগ করেত পাির । এখােন সাবস্ক্িরপ্ট্ িবটা এবং তার সাবস্ক্িরপ্ট্ িহসাবে 'ce' েলখা যাক , সাবস্ক্িরপ্ট্ েশষ করা যাক।
15:58 এখােন ডলার্ িচহ্ন দ্ারা কমান্ড সমাপ্ত করা যাক।
16:06 এখন আউটপুট্ -এ েদখা যাচ্েছ -
16:09 x এর সূচক a , a-এর সূচক ২.৫ এবং x এর সাবস্ক্িরপ্ট্ িবটা , যার সূচক ce
16:18 এখন আরো িকছু িচহ্ন সম্পর্েক েজেন েনওয়া যাক , েযগুিল েলেটেক সাধারণতঃ ব্যবহার করা হয়।
16:23 কম্পাইল্ করা যাক। নতুন কের েলখা শুরু করা যাক।
16:28 A ইকুয়াল্-টু b , a নট্ ইকুয়াল্-টু b। েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ a এবং b অসমান।
16:43 পরবর্তী লাইেন যাওয়া যাক। a গ্েরটার্ দ্যান্ b , a গ্েরটার্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a গ্েরটার্ গে্রটার্ দ্যান্ b
17:01 কম্পাইল্ করা যাক। েদখুন , আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক বড় , a b-এর েথেক বড় অথবা b এর সমান , a b-এর েথেক অেনক বড় ।
17:12 এবার েলখা যাক , a েলস্ দ্যান্ b , a েলস্ দ্যান্ অর ইকুয়াল্-টু b , a েলস্ েলস্ দ্যান্ b। কম্পাইল্ করেল আউটপুট্-এ েদখা যাচ্েছ , a b-এর েথেক ছোট।
17:31 a b-এর েথেক ছোট অথবা b এর সমান , a b-এর েথেক অেনক ছোট।
17:37 এবার েলখা যাক a \rightarrow b, a \leftarrow b, a \leftrightarrow b ।আউটপুট্-এ েদখা যাচে্ছ , ডানদিকের arrow, বামিদেকর arrow, বাম এবং ডান উভয়দকের arrow
18:06 আরো িকছু েলখা যাক। a times b ,
18:17 েদখা যাক িক হয়।
18:21 আউটপুট্-এ a এবং b গুনফলের আকাের েদখা যাচ্েছ । a প্লাস্ \cdots প্লাস্ b । a কমা। \ldots কমা b।
18:48 আউটপুট্-এ েদখুন । \cdots-এর েখত্ের ডট্-গুিল েকন্দ্ের থােক , \ldots -এর েখত্ের ডট্-গুিল িনেচ থােক।
18:58 অনুরূপভােব \vdots এবং \ddots -ও েলখা সম্ভব ।
19:05 এখােন এিট েদখা যাচ্েছ ।
19:17 েলেটেক '\sum' কমান্ড আেছ ।
19:28 এিট েদেখ েনওয়া যাক। এিট হল সােমশান িচহ্ন।
19:33 আমরা এই িচহ্ন-এর সােথ সাবস্ক্িরপ্ট্ এবং সুপারস্ক্িরপ্ট্ যোগ করেত পাির।
19:38 i সমান িচহ্ন ১ ,আপ arrow ১০০। েখত্ের ১০০ হল সুপারস্ক্িরপ্ট্।আউটপুট্-এ েদখা যাক। i-এর মান ১ েথেক ১০০ পর্যন্ত েযকোনো সংখ্যা হেত পাের।
19:52 েলেটেক প্রোডাক্ট্ বা গুনিচহ্ন েলখা যায়
20:01 \prod কমান্ড এর মাধ্যেম।1/x িচহ্নিট েদখা যাচ্েছ। We can create integral. েলেটেক আমরা integral বা সমকলন িচহ্ন-ও িলখেত পাির।
20:10 ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা সূচক ২।
20:27 েদখুন, আউটপুট্-এ েদখা যাচ্েছ , ইনিটগ্রাল্ , ইনিটগ্রাল্ সাবস্ক্িরপ্ট্ a , সুপারস্ক্িরপ্ট্ িবটা স্কোয়্যার।
20:38 এরপর আমরা েমট্িরক্স্ িবষযে় আলোচনা করব।
20:43 তার আেগ , আমরা এগুিল সব িডিলট্ কের েদব । কম্পাইল্ করা হল এবং নতুন কের েলখা শুরু করা হল।
20:51 েমট্িরক্স্ িলখেত েগেল আমােদর 'use package amsmath' -এই কমান্ডিট ব্যবহার করেত হেব।
21:07 এই প্ােকজ্-এ অন্যান্য কমান্ড-এর সংজ্ঞা আছে , যেগুলির কিছু আমরা এখনই ব্যবহার করব।
21:15 ampersend বা and িচিহ্নট দুিট কমান্ড-েক িবচি্ছন্ন করেত ব্যবহৃত হয়।
21:21 েলেটেক েমট্িরক্স্ িকভােব েলখা যায় ? ' \begin matrix, a b , \end matrix ' েলখা যাক । এখােন ডলার্ িচহ্ন েলখা হল ।
21:43 আপিন আউটপুট্-এ a b েমট্িরক্স্-আকাের েদেখত পাচে্ছন।
21:46 এখন এই েমট্িরক্স্-এ িদ্তীয় সাির যুক্ত করেত চাইেল , দুিট িবপরীত স্ল্যাশ্ -এর ব্যবহার করেত হেব। েমট্িরক্স্-এর সািরগুিলেক দুিট িবপরীত স্ল্যাশ্ -এর দ্বারা পরস্পর েথেক িবিচ্ছন্ন করা হয়।
22:10 তাহেল েলখা যাক - c d e।
22:15 েদখুন , এখােন েদখা যাচ্েছ c d e । এিটেক অন্যপ্রকােরও েলখা েযেত পার। প্রথম সাির , িদ্তীয় সাির , তৃতীয় সাির। এইেখত্ের ,পূর্েবর মত একই আউটপুট্ েদখা যাচ্েছ ।
22:32 এখােন 'pmatrix' েলখা যাক।
22:43 আউটপুট্-এর পিরবর্তন -িট লক্খখ করুন।
22:46 এবার এখােন 'bmatrix' েলখা যাক।
22:55 এখােন লক্খখ করুন।
22:59 আিম এখন জিটলতর েমট্িরক্স্ েলখার পদ্ধিত বর্ণনা করব।
23:04 এগুিল িডিলট্ করা যাক।
23:09 আিম পূর্েব-ই এই কমান্ড -িট িলেখিছলাম। এিট কিপ কের েপস্ট করা যাক।
23:18 পূর্েব , এগুিল '\end {document}' এর পির থাকায় , কম্পাইেলশন -এর পের এগুিল আউটপুট্-এ দৃশ্যমান হয়িন। েলেটেক '\end {document}' এর পের েলখা কমান্ড -গুিলেক উেপক্খা করা হয় ।
23:29 এখােন চারিট সাির আেছ। প্রথম সািরিটেত a,b েথেক z পর্যন্ত আেছ। িদতীয় সািরেত a-এর বর্গ , b-এর বর্গ েথেক z-এর বর্গ পর্যন্ত আেছ। তৃতীয় সািরিটেত শুধুমাত্র \vdots আেছ। েশষ সািরিটেত এিট আেছ।
23:51 অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ড-গুিল 'case sensitive ' হয়। উদাহরণস্বরূপ , আিম যিদ এিট পিরবর্তন কের বড় হােতর B িলিখ , তাহেল লক্খখ করুন
24:12 আউটপুট্-িট পিরবর্িতত হযে় েগল।
24:15 অিধকাংশেখত্েরই েলেটক্ কমান্ডগুিল ছোট হােতর অক্খের িলখেত হয় , বড় হােতর অক্খের এই কমান্ড-গুিলেক ব্যবহার করা যায় না।
24:21 যাঁরা উইন্ডোস্ অপােরিটং িসস্েটম-এ লেেটক্ ব্যবহার কেরন , তাঁেদর অবশ্যই এিট মেন রাখা উিচত।
24:27 এখােনই এই িটউটোিরয়াল্ এর সমাপ্িত হল।
24:30 আপিন যিদ েলেটেক্ িবষেয় সুদক্ষ না হন , তাহেল একসময় একিট-ই পিরবর্তন করুন এবং অন্য পিরবর্তন করার পূর্েব েসিটেক কম্পাইল্ কের িনশ্িচত হযে় িনন েয , েসিট সিঠকভােব কাজ করেছ।
24:39 এই িটউটোিরয়াল্-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। আিম অন্তরা এখােনই আপনােদর েথেক িবদায় িনচি্ছ। শুভিবদায় ।

Contributors and Content Editors

Kaushik Datta, Nancyvarkey