LaTeX-Old-Version/C2/Inside-story-of-Bibliography/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 নমস্কার বন্ধুগণ, বিবলিওগ্রাফি সংক্রান্ত এই টিউটোরিয়াল্-এ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ।
00:08 বিবটেক্ লেটেক্-এর থেকে আলাদা এবং স্বতন্ত্র একটি উপযোগিতা | আপনি এখানে যে pdf ফাইল্-টি দেখছেন, সেটি তৈরী করার পদ্ধতি আমরা এখানে শিখব।
00:22 এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক | এখানে মূল লেখাটি আছে | এখানে এক থেকে |ছয় পর্যন্ত এবং পরের পৃষ্ঠায় এগারো পর্যন্ত রেফরেন্স আছে | লক্ষ্য করুন, এই রেফরেন্স্-গুলি বর্ণানুক্রমানুসারে সজ্জিত আছে।
00:45 এবার সেই সোর্স ফাইল্-এ যাওয়া যাক, যার দ্বারা এই ফাইলটি তৈরী করা হয়েছে | এটি দেখা যাক | একটি বিষয় স্পষ্ট যে - যে রেফরেন্স্-গুলি আমরা pdf ফাইল্-এ দেখেছিলাম, সেইগুলি এখানে উপস্হিত নেই।
01:09 সোর্স ফাইল্-এ রেফরেন্স্-গুলি অন্তর্গত নেই।
01:13 প্রকৃতপক্ষে ফাইল্-টির নাম ref.bib | বিবলিওগ্রাফি কমান্ড্ স্বাভাবিকভাবে রেফরেন্স্-এর জন্য এই ফাইল্-টিকেই ব্যবহার করে ।
01:35 এবার দেখা যাক এই ref.bib-নামক ফাইল-এ কি আছে | এই ফাইলটি খোলা যাক | এটিতে বিভিন্ন বিভাগে তথ্য আছে, উদাহরণস্বরূপ, এখানে book, tech-report, in proceedings, miscellaneous এবং article বিভাগ আছে।
02:08 এখন আউটপুট-এ রেফরেন্স্-এর তালিকা তৈরী করার পদ্ধতি জেনে নেওয়া যাক | এর জন্য সোর্স ফাইল্ অর্থাৎ references.tex ফাইল্-এ ফিরে আসা যাক ।
02:30 এবার যে ফাইল্-গুলির নাম references দিয়ে শুরু হয়েছে , সেগুলির একটি তালিকা তৈরী করা যাক | এখানে তালিকা-টি দেখা যাচ্ছে | এগুলির মধ্যে থেকে references.tex ছাড়া বাকি ফাইল্-গুলি ডিলিট (delete) করা যাক | ডিলিট করা হচ্ছে।
03:03 দেখুন, এখন শুধুমাত্র references.tex নামক ফাইলটিই আছে | এবার কম্পাইল করা যাক এই ফাইলটি | কম্পাইল করার পর দেখা যাচ্ছে যে কিছু warning message আছে ।
03:29 দেখুন pdflatex কমান্ড্-এর দ্বারা এখানে কিছু নতুন ফাইল্ তৈরী হয়েছে | সেটি দেখে নেওয়া যাক।
03:51 references.pdf ছাড়াও আরো কিছু নতুন ফাইল্ তৈরী হয়েছে, যেমন references.log এবং references.aux নামক ফাইল-দুটিও তৈরী হয়েছে।
04:03 ফাইল-টি খোলা যাক | এতে অনেক তথ্য আছে, প্রকৃতপক্ষে এখানে যে যে মেসেজ্ (messege) দেখা যাচ্ছিল, এটিতে সেইসব আছে | নীচে গিয়ে দেখে নেওয়া যাক | এতে অনেক তথ্য আছে, এমনকি এখনকার warning - গুলিও আছে।
04:33 কিন্তু এখানে আরো কিছু warning আছে যেমন- কিছু রেফরেন্স, কিছু সাইটেশন অনুপস্থিত - এগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ।
04:51 এখন আমরা ওই warning -গুলি দূর করার চেষ্টা করব ।
04:57 এতে অনেক সাইটেশন্(citations) কমান্ড্ আছে | এগুলি কোথা থেকে এসেছে ? সব সাইটেশন্-এর আর্গুমেন্ট-গুলি সোর্স ফাইল্-এর সাইট্(cite) কমান্ড্-এ উপস্থিত ছিল ।
05:15 এটি ওপেন করা যাক | উদাহরস্বরূপ, এখানে ‘cite vk 79’ দেখা যাচ্ছে এবং সেই vk79 এখানেও দেখা যাচ্ছে , ‘cite tk 80’ এখানেও দেখা যাচ্ছে ইত্যাদি ।
05:44 এই aux ফাইল্ -এ ভেরিয়েবল (variable)- গুলির নাম-ও সঞ্চিত থাকে।
06:03 এবার সোর্স ফাইল-এ আসা যাক | প্রথমে এই লেবেল-টিকে ডিলিট করা যাক | ডিলিট করা হল | ফাইলটি কম্পাইল্ করা যাক।
06:37 aux ফাইল-টিকেও পুনরায় খোলা যাক | লক্ষ্য করুন, এটি এখন আর এখানে নেই | এবার এখানে একটি লেবেল ‘label – sec arya’ যোগ করা যাক।
07:05 এবার এটি খোলা যাক | এইবার এই ফাইল-টি তে আশা যাক এবং এটিকে পুনরায় খোলা যাক| এই কমান্ড্-টি লক্ষ্য করুন new label sec arya, এখানে এই যে লেবেল-টি আছে, এখানেও সেই লেবেল-টিও আছে ।
07:31 এখানকার এই ১ section 1 বা ১ নম্বর পরিচ্ছদ নির্দেশ করে এবং এই ২ -এর অর্থ এই ডকুমেন্ট্-টিতে ২ টি পৃষ্ঠা আছে।
07:38 এই কারণের জন্য-ই সঠিক লেবেল পাওয়ার জন্য দুইবার কম্পায়লেশন-এর প্রয়োজন হয় ।
07:51 এখন আমরা বিবটেক্ ব্যবহার করতে শিখব | এখানে BibTeX references কমান্ড্-টি প্রয়োগ করা যাক | এই কমান্ড্ references.aux ফাইল্ থেকে input নেয় | দেখুন এখানে দেখা যাচ্ছে যে references.aux ব্যবহার করা হয়েছে | plain.bst নামক স্টাইল্ ফাইলের ব্যবহার করা হয়েছে।
08:34 আমরা পূর্বেই আলোচনা করেছি রেফরেন্স সংক্রান্ত তথ্য ref.bib নামক ফাইল থেকে এসেছে | দেখুন, এক নম্বর database ফাইলটি হল ref.bib
08:51 মনে করে দেখুন plain style ব্যবহার করা হয়েছিল এবং রেফরেন্স সংক্রান্ত সোর্স ফাইলটি ছিল ref bib
09:00 এর একটি তালিকা তৈরী করা যাক।
09:11 references.blg ফাইল্-এ formatting সংক্রান্ত তথ্য থাকে ।
09:29 এখান থেকে বেরিয়ে আসা যাক | এবার দেখা যাক references.bbl ফাইল্-এ কি আছে।
09:46 মূল pdf ফাইল্-এ রেফরেন্স্-গুলি আমরা যেই ক্রমানুসারে চাই, এই referecences.bbl ফাইল্-এও রেফরেন্স্-গুলি সেই ক্রমানুযায়ী সজ্জিত আছে।
10:02 সাধারনতঃ, এই ফাইল্-গুলিকে আপনাকে নিজে হাতে পরিবর্তন করতে হবে না, এমনকি এগুলিকে দেখার-ও প্রয়োজন হয়না ।
10:11 এটি references.log ফাইল্-এও দেখা যেতে পারে | এই ফাইল্-টিকে এখন খোলা যাক।
10:42 তাহলে, আগের কম্পাইলেশন্-এ এই সমস্যাটি হয়েছিল | কিন্তু এখন আমরা বিবটেক্ ব্যবহার করে references.bbl ফাইলটি তৈরী করে নিয়েছি
10:59 এখন অন্য warning দেখা যাচ্ছে যে - ‘label’s may have changed’ | প্রকৃতপক্ষে, যে মুহুর্তে আমরা এই ফাইলটিকে কম্পাইল্ করছি, references.bbl ফাইলটি পড়া হয়েছে এবং ওই রেফরেন্স্ - গুলি এখানে লোড করা হয়েছে ।
11:29 আপনি এটি এখন দেখতে পাচ্ছেন।
11:37 ঠিকআছে | কিন্তু, এই তথ্য-ও সম্পূর্ণ নির্ভুল নয়, এখনো এগুলিকে যথাযথ ভাবে সাইট্ করা হয়নি ।
11:51 এই বিষয়টি আমরা আগেও আলোচনা করেছি - আরো একবার কম্পাইল্ করা হলেই এটি সঠিক হয়ে যাবে | কিন্তু এর ব্যাখ্যা কি ? references. aux ফাইল্-এ যাওয়া যাক।
12:13 এর অর্থ হল cp82 লেবেল-যুক্ত বিবলীয়গ্রাফি আইটেম-টি হল ১-নম্বর রেফরেন্স্ | এটি দেখে নেওয়া যাক।
12:45 এখানে cp82 খোঁজা যাক | এখানে cp82 দেখা যাচ্ছে | এর সংক্রান্ত রেফরেন্স্ -টি এখানে আছে এবং এটি এই citation-এ দেখা যাচ্ছে।
13:05 এখন যদি পুনরায় কম্পাইল্ করা হয়, তাহলে এই তথ্যটি নিজে থেকেই এখানে চলে আসে।
13:39 লেটেক্ references.aux ফাইল্ থেকে রেফরেন্স্ নম্বর সংক্রান্ত তথ্যটি নিয়েছে এবং সোর্স ফাইল্-এর সাইট্(cite) কমান্ড্-এর লেবেল এর সাথে সেই নম্বর-গুলিকে মিলিয়েছে।
14:08 তাহলে এখানে আসা যাক, ref.bib, এই পৃষ্ঠার একদম উপরে যাওয়া যাক।
14:27 উদাহরণস্বরূপ, ধরা যাক, এখানে entry types -এ গিয়ে এটি করা হল।
14:49 তাহলে, ইমাক্শ এডিটর-এ এটি তৈরী করা সম্ভব এবং যে মুহুর্তে ‘article in journal’ টাইপ পছন্দ করা হবে, তখন-ই একটি খালি রেকর্ড তৈরী হবে যা আমরা পড়ে পূর্ণ করতে পারি।
15:04 আপনি manually অর্থাৎ নিজে লিখেও এই এন্ট্রি-গুলি তৈরী করতে পারেন | আমি এখন এটি চাইনা, তাই এখনকার মত এটিকে undo করা যাক।
15:23 উদাহরণস্বরূপ, JWC string এর দ্বারা John Wiley and Songs Limited, Chichester বোঝানো হয়েছে, এই string - টি রেফরেন্স্-এ ব্যবহার করা হয়েছে।
15:45 প্রত্যেক রেফরেন্স্-এ একটি key word আছে, যেটি ওই রেকর্ড-এর প্রথমে থাকে | উদাহরণস্বরূপ, এই রেফরেন্স্-এর key word KMM07 এবং এটি এখানেও দেখা যাচ্ছে।
15:58 প্রকৃতপক্ষে, এই keyword-এর দ্বারাই এখানে এই রেকর্ড-টিকে বোঝানো হয়েছে ।
16:09 নতুন কোনো পরিবর্তন করার পূর্বে, একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে এখানে সব রেফরেন্স্-ই বর্ণানুক্রমিক-ভাবে দেখা যাচ্ছে।
16:29 সোর্স ফাইল-এ প্রথম থেকে রেফরেন্স্-গুলি হল ৩, তারপর ২, তারপর ১১ ইত্যাদি।
16:44 এর কারণ হল, এখানে রেফরেন্স্-গুলি বর্ণানুক্রমিক-ভাবে সাজানো আছে।
16:52 এই স্টাইল্-এর দ্বারা unsorted রেফরেন্স্-এর তালিকা পাওয়া যায় যা IEEE journal-এ ব্যবহৃত হয়।
17:14 এখন এখানে u-n-s-r-t থাকবে | BibTeX.references কমান্ড্-এর দ্বারা বিবটেক্ ফাইলটিকে execute করলে, references.bbl ফাইল্ -এ রেফরেন্স্-গুলির একটি তালিকা তৈরী হয়ে যায়।
17:41 এখন references.tex ফাইল্-টিকে কম্পাইল্ করা যাক | লক্ষ্য করুন, এখন রেফরেন্স্-গুলির ক্রমের পরিবর্তন ঘটেছে | রেফরেন্স্-গুলি এখন আর বর্ণানুক্রমিক-ভাবে নেই।
18:14 cross-reference সঠিক করার করার জন্য পুনরায় কম্পাইল্ করতে হবে | তাহলে এটি করা যাক | এখন warning-টি চলে গেছে।
18:29 উদাহরস্বরূপ, এখানে যে রেফরেন্স্-টি প্রথমে ব্যবহার করা হয়েছে, সেটি-ই এখানে ১ নম্বর রেফরেন্স্ হিসাবে দেখা যাচ্ছে , দ্বিতীয় রেফরেন্স-টি এখানে ২ নম্বর-এ দেখা যাচ্ছে ইত্যাদি।
18:51 এখানে আসা যাক এবং alpha লেখা যাক | এবার একবার কম্পাইল্ করা যাক | এবার বিবটেক্ করা যাক | পুনরায় আর একবার কম্পাইল্ করা যাক | দেখুন, তালিকাটি পরিবর্তিত হয়ে গেছে কিন্তু এখানে রেফরেন্সিং পরিবর্তিত হয়নি।
19:23 পুনরায় কম্পাইল্ করার পর, রেফরেন্সিং সঠিক হয়ে গেছে | উদাহরণস্বরূপ, এখানে B C Chang and Pearson আছে যার লেবেল CP82, যেটি এখানে সঠিকভাবে দেখা যাচ্ছে।
19:42 আরো বিভিন্নপ্রকার রেফরেন্সিং স্টাইল্ সংক্রান্ত তথ্য জানতে, ইন্টারনেট-এ সার্চ করুন।
19:54 প্রথমে use-packages কমান্ড্-এ harvard যোগ করতে হবে।
20:06 এবার স্টাইল্-টি পরিবর্তন করে ifac করা যাক | এই স্টাইল-গুলি যথাক্রমে harvard.sty এবং ifac.bst নামক দুটি ফাইলে implement করা আছে | আপনি এই ফাইল্-দুটি ইন্টারনেট-এ সার্চ করে ডাউনলোড করতে পারেন ।
20:55 এবার BibTeX কমান্ড-টি প্রয়োগ করা যাক | দুইবার কম্পাইল্ করা যাক | এখানে রেফরেন্স-গুলির তালিকা দেখা যাচ্ছে | দেখুন, এখানে রেফরেন্স্-গুলি কোনো নম্বর ছাড়াই বর্ণানুক্রমিক ভাবে সাজানো আছে | নম্বর-গুলি এখন আর দেখা যাচ্ছে না।
21:28 উহাহরন্স্বরুপ, এখানে Vidyasagar 1985 দেখা যাচ্ছে | পরবর্তী পৃষ্ঠা-তেও রেফরেন্স্-গুলি দেখা যাচ্ছে এবং এখানেও এগুলি বর্ণানুক্রমিক ভাবে সজ্জিত আছে।
21:58 উদাহরণস্বরূপ, সোর্স ফাইলের দিকে লক্ষ্য করা যাক | সোর্স ফাইল-এর the textbook by cite KMM07 -এর দ্বারা the textbook by (Moudgalya, 2007b) পাওয়া গেছে।
22:27 এটি cite-as-noun কমান্ড্-এর দ্বারা করা যেতে পারে | এটিকে সেভ করে কম্পাইল্ করা যাক।
22:49 একটি গুরুত্বপূর্ণ তথ্য- cite-as-noun কমান্ড্ শুধুমাত্র এই নির্দিষ্ট রেফরেন্স্-স্টাইলের সাথে-ই ব্যবহার যেতে পারে।
23:06 আপনাকে শুধুমাত্র সেই স্টাইল্-এর জন্য উপযুক্ত sty এবং bst ফাইল্-গুলি ডাউনলোড করতে হবে।
23:24 একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন, উপরের কোনো উদাহরণ-এই আমরা রেফরেন্স্-এর ডেটাবেস(database) ref.bib পরিবর্তন করিনি।
23:42 যদিও আমরা রেফরেন্স্-এর তালিকা তৈরী করার পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি, আসল প্রক্রিয়াটি কিন্তু যথেষ্ট সরল | প্রথমে, ডেটাবেস(database) অর্থাৎ .bib ফাইলটি তৈরী করে নিতে হবে।
23:59 এগুলির অনেকগুলি-ই ইনস্টলেশন-এর সময় থেকেই উপলব্ধ থাকে | pdf LaTeX কমান্ড্-এর দ্বারা সোর্স ফাইল-টিকে একবার কম্পাইল্ করুন, এরপর আবার পরপর দুইবার কম্পাইল্ করুন।
24:20 এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।
24:36 শুভবিদায়।

Contributors and Content Editors

Kaushik Datta