Koha-Library-Management-System/C2/Set-Currency/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Set Currency এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে, আমরা Koha তে Currency সেট করা শিখব।
00:13 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 16.04 এবং Koha সংস্করণ 16.05।

00:26 টিউটোরিয়ালটি অনুসরণ করতে Library Science এর জ্ঞান থাকতে হবে।
00:32 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।

এবং, আপনার Koha তে Admin অ্যাক্সেস থাকা উচিত।

00:42 আরো বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে Koha spoken tutorial এর শৃঙ্খলা দেখুন।
00:49 SuperLibrarian ইউসারনেম Bella এবং তার পাসওয়ার্ড দিয়ে লগইন করে শুরু করুন।
00:58 তারপর Koha Administration এ ক্লিক করুন।
01:03 একটি নতুন পৃষ্ঠা খোলে।
01:06 Acquisition parameters সেকশনে, Currencies and exchange rates এ ক্লিক করুন।
01:15 মনে রাখবেন যে এই ডেটা নিজে আপডেট হয় না।
01:20 তাই ডেটা আপডেট করা গুরুত্বপূর্ণ। এটি সঠিক accounting বিবরণ রাখতে সহায়তা করবে।
01:30 plus New currency তে ক্লিক করুন।
01:35 খোলা নতুন পৃষ্ঠায়, বাধ্যতামূলক বিবরণ ভরুন - Currency:Rate: এবং Symbol
01:47 যেহেতু আমার লাইব্রেরী ভারতে রয়েছে তাই আমি মুদ্রা রূপে Rupee লিখব,

1 for Rate

Rupee (₹) এর চিহ্ন।

02:00 INR হিসাবে ISO কোড লিখুন।
02:05 মুদ্রা সক্রিয় করতে, চেকবাক্সে ক্লিক করুন। Last updated মুদ্রা সেটআপের তারিখ দেখায়।
02:14 পৃষ্ঠার নীচে Submit বোতামে ক্লিক করুন।
02:19 খোলা নতুন পৃষ্ঠায়, Currency ট্যাবে, Rupee এর বিবরণ দেখায়।
02:27 প্রয়োজন হলে, এটিও সম্পাদনা করা যেতে পারে।
02:32 অনুশীলনীর জন্য:

আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো মুদ্রা সেট করুন কিন্তু এটি সক্রিয় বানানবেন না।

02:41 Koha interface এ ফিরে যাই।
02:45 একই পৃষ্ঠায়, Column visibility ট্যাবে ক্লিক করুন।
02:50 বিকল্প থেকে, ISO code এ ক্লিক করুন।
02:55 Rupee এর জন্য ISO কলাম টেবিলে প্রদর্শিত হবে।
03:00 মনে রাখবেন ISO code তখন উপযোগিত যখন MARC files staging টুলের মাধ্যমে ইম্পোর্ট হয়।
03:09 টুল বর্তমানে সক্রিয় মুদ্রার মূল্য খুঁজতে এবং ব্যবহার করার চেষ্টা করবে।
03:16 Currency সম্পাদনা করতে, সেই বিশেষ Currency এর জন্য Edit এ ক্লিক করুন। আমি মুদ্রা USD এর জন্য Edit এ ক্লিক করব।
03:29 Modify currency পৃষ্ঠা খোলে।
03:32 আপনি Rate এবং Symbol এর ভ্যালু বদলাতে পারেন। আমি এটি ছেড়ে দেবো।
03:40 মনে রাখবেন আমি Active ফীল্ডের জন্য চেকবাক্সে ক্লিক করব না।
03:46 লাইব্রেরীতে ব্যবহার করতে একটি active currency মুখ্য মুদ্রা রয়েছে।
03:51 যেহেতু আমার লাইব্রেরী ভারতে রয়েছে Rupee active currency হিসাবে ব্যবহার করা হয়েছে।
03:57 এরপর, পৃষ্ঠার নীচে Submit এ ক্লিক করুন।
04:02 Currencies and exchange rates পৃষ্ঠা পুনরায় খোলে।
04:08 এখন Koha Superlibrarian অ্যাকাউন্ট থেকে লগ আউট করি।
04:13 এটি করতে প্রথমে উপরের ডানদিকে যান এবং Spoken Tutorial Library তে ক্লিক করুন।
04:21 তারপর ড্রপ ডাউন থেকে Log out চয়ন করুন।
04:26 এর সাথেই আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।
04:29 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা Currency সেট করা শিখেছি।
04:36 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
04:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
04:54 সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
04:58 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
05:05 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
05:10 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta