Koha-Library-Management-System/C2/Place-order-for-a-book/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:01 How to place an order for a book এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব- Book এর জন্য অর্ডার।
00:11 Basket (Order) বন্ধ করা।
00:13 এবং shipment প্রাপ্ত করা।
00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

Ubuntu Linux OS 16.04 এবং Koha version 16.05

00:30 টিউটোরিয়ালটি অনুসরণ করতে, শিক্ষার্থীদের Library Science এর জ্ঞান থাকা উচিত।
00:36 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।
00:42 এবং আপনার Koha তে Admin অ্যাক্সেসও থাকা উচিত।
00:47 না হলে এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন।
00:53 শুরু করতে, Koha তে Superlibrarian Bella দিয়ে লগইন করুন।
01:00 সবার আগে, আমরা receiving an order কে সক্ষম করে শুরু করব।
01:06 আমরা এই টিউটোরিয়ালে পরে এই তথ্য ব্যবহার করব।
01:11 Koha Administration এ যান।
01:15 Global System Preferences এ ক্লিক করুন।
01:19 Acquisitions preferences পৃষ্ঠাটি খোলে।
01:23 Preference বিভাগে, AcqCreateItem এর জন্য, ড্রপ-ডাউন থেকে placing an order কে receiving an order এ বদলান।
01:37 পৃষ্ঠার উপরে Save all Acquisitions preferences এ ক্লিক করুন।
01:45 এগিয়ে যান।
01:47 Koha Homepage এ যান, Acquisitions এ যান এবং plus New vendor এ ক্লিক করুন।
01:58 নতুন পৃষ্ঠা Add vendor খোলে।
02:02 Company details বিভাগে, Name এ যান।
02:08 এবং ফীল্ডে Powai Book Agency লিখুন।
02:13 লক্ষ্য করুন: আমরা একইভাবে একাধিক বিক্রেতা জুড়তে পারি।
02:20 Contact details এর মতো বর্ণন পূরণ করুন।
02:24 আমি এখানে কিছু বর্ণন পূরণ করেছি। আপনিও এমনি করতে পারেন।
02:30 চেক-বাক্স চেক করতে মনে রাখুন - Primary acquisitions contact
02:36 Primary serials contact
02:39 Contact about late orders এবং Contact about late issues
02:46 এই চেক-বাক্সে ক্লিক করলে বিক্রেতার এই বিকল্প সম্পর্কিত ইমেল সূচনা প্রাপ্ত হবে।
02:55 যদি আপনার কোনো নির্দিষ্ট ফীল্ডের জন্য কোনো তথ্য না থাকে, তাহলে এটি ফাঁকা রাখুন।
03:01 Ordering information বিভাগে, List Prices are এর জন্য Koha ডিফল্টরূপে RUPEE চয়ন করে।
03:11 একইভাবে, Invoice prices are এর জন্য Koha ডিফল্টরূপে RUPEE চয়ন করে।
03:19 Tax number registered এর জন্য Yes চয়ন করুন।
03:25 List prices এর জন্য Include tax চয়ন করুন।
03:30 Invoice prices এর জন্য Include tax চয়ন করুন।
03:35 আমি Tax rate কে এইভাবেই ছেড়ে দেবো।
03:39 তারপর আমি Discount 10% এবং Delivery time 14 days লিখব।
03:50 আমি Notes ফীল্ড ফাঁকা রাখবো।
03:54 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন।
04:01 একটি নতুন পৃষ্ঠা খোলে।
04:04 এখন, বিক্রেতার নাম সংলগ্ন, plus New basket এ ক্লিক করুন।
04:11 নতুন পৃষ্ঠা Add a basket to Powai Book Agency তে Basket name এর জন্য বর্ণন পূরণ করুন।
04:20 আমি IITB/ST/Books/2017-10 যোগ করব।
04:30 কিছু বিবরণ ডিফল্টরূপে, Koha দ্বারা পূরণ করা হবে।
04:35 ডিফল্ট বিবরণ Billing place, Delivery place এবং Vendor এ কোনো পরিবর্তনের জন্য ড্রপ-ডাউন থেকে প্রয়োজনীয় বিকল্প চয়ন করুন।
04:46 Internal note এবং / বা Vendor note যুক্ত করুন যদি কিছু থাকে।
04:52 Internal note হিসাবে, আমি For Biology Section লিখব।
04:57 Vendor note এ, আমি To be delivered on 22 May 2017 লিখব।
05:05 প্রয়োজনীয়তা অনুযায়ী, Orders are standing এ ক্লিক করুন। আমি চেক-বাক্স ফাঁকা ছেড়ে দেবো।
05:14 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার নীচে Save বোতামে ক্লিক করুন।
05:21 খোলা নতুন পৃষ্ঠায়, plus Add to basket ট্যাবে ক্লিক করুন।
05:29 Add order to basket ডায়ালগ-বাক্স খোলে।
05:34 এখন, নিম্ন বিকল্প থেকে অর্ডার করতে একটি বই চয়ন করুন।
05:39 আমি From a new (empty) record এ ক্লিক করব।
05:44 শিরোনাম New order সহ আরেকটি পৃষ্ঠা খোলে।
05:49 বইয়ের শিরোনাম লিখুন, যা অর্ডার করতে হবে।
05:53 আমি Industrial Microbiology লিখব।
05:57 এরপর হল Accounting details.
06:01 Quantity তে, 5 লিখুন।
06:05 Fund এ, Koha ডিফল্টরূপে, Books Fund চয়ন করে।
06:10 এখানে মনে রাখবেন, একাধিক ফান্ড উপলব্ধ হলে আমরা প্রয়োজনীয়তা অনুযায়ী চয়ন করতে পারি।
06:17 এর পর, Currency এর বর্ণন পূরণ করুন।
06:21 এখানে, Koha ডিফল্টরূপে, RUPEE চয়ন করেছে।
06:26 আপনি ড্রপ ডাউন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী চয়ন করতে পারেন।
06:31 Vendor price এ 1000 লিখুন।
06:35 এরপর হল Uncertain price.
06:38 আপনি দাম সম্পর্কে অনিশ্চিত থাকলে এই চেক-বাক্স চয়ন করুন। আমি এটি খালি ছেড়ে দেবো।
06:46 এরপর হল Tax rate,

Koha Tax rate এ, ডিফল্টরূপে 0% চয়ন করে।

06:55 আমি Discount এ 20% চয়ন করব।
07:00 দ্রষ্টব্য যে Koha Replacement cost, 1000 এর নিজেই গণনা করবে।
07:06 Budgeted cost এ 800,
07:09 Total এ 4000 এবং Actual cost এ 0.00.
07:17 এছাড়াও মনে রাখবেন যে Replacement cost এবং Actual cost এডিট করা যেতে পারে।
07:23 Internal note এবং Vendor note লিখুন যদি কিছু থাকে।
07:27 আমি Statistic 1 এবং Statistic 2 খালি রাখবো।
07:32 এবং তারপর পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন।
07:37 ডায়লগ বাক্স সহ একটি নতুন পৃষ্ঠা দেখায়।
07:41 Warning! You will exceed 10.00% of your fund.
07:47 Do you want to confirm this order? Yes, I confirm এ ক্লিক করুন।
07:54 Basket বর্ণন Basket IITB/ST/Books/2017-10 (2) for Powai Book Agency সহ একটি পৃষ্ঠা খোলে।
08:07 এটি বিভিন্ন ট্যাব দেখায়।
08:10 এখন আমরা basket বন্ধ করা শিখব।
08:14 একই Basket details পৃষ্ঠায়, Close this basket ট্যাবে ক্লিক করুন।
08:21 এর মানে Order হল অন্তিম এবং সংশ্লিষ্ট বিক্রেতাকে পাঠানো যেতে পারে।
08:27 Are you sure you want to close Basket IITB/ST/Books/2017-10? সহ একটি ডায়লগ-বাক্স খোলে।
08:41 Yes বোতামে ক্লিক করুন।
08:44 বিক্রেতার Powai Book Agency নাম সহ একটি নতুন পৃষ্ঠা দেখাবে।
08:50 এই পৃষ্ঠাটি এখনও বন্ধ করবেন না, কারণ এখানে আমাদের আরো কয়েকটি জিনিস শিখতে হবে।
08:56 এগিয়ে গিয়ে আমরা shipment প্রাপ্ত করা শিখব।
09:01 একই পৃষ্ঠায়, Receive Shipment ট্যাবে ক্লিক করুন।
09:06 Receive shipment from vendor Powai Book Agency সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
09:13 Receive a new shipment এর নীচে Vendor invoice এ IITB/ST/Books/2017-10 পূরণ করুন।
09:28 Koha Shipment date নিজেই চয়ন করবে।
09:32 লক্ষ্য করুন রশিদের তারিখ হল Shipment Date.
09:37 আমি Shipment Cost এবং Shipment Fund এড়িয়ে যাবো।
09:41 পৃষ্ঠার নীচে Next বোতামে ক্লিক করুন।
09:46 অপর একটি পৃষ্ঠা Receipt summary for Powai Book Agency খোলে।
09:52 নীচে স্ক্রোল করুন এবং পৃষ্ঠার নীচে Finish receiving এ ক্লিক করুন।
09:57 শিরোনাম Invoice: IITB/ST/Books/2017-10 সহ আরেকটি পৃষ্ঠা খোলে।
10:07 Shipment Date আগে প্রবেশ করা বর্ণন অনুসারে Koha দ্বারা পূরণ রয়েছে।
10:13 আমি Billing Date এ 05/23/2018 চয়ন করব।
10:21 আমি Shipping cost ফাঁকা রাখব।
10:25 Close এ ক্লিক করুন এবং তারপর পৃষ্ঠার নীচে Save বোতামে ক্লিক করুন।
10:31 একটি নতুন পৃষ্ঠা, Invoice has been modified খোলে।
10:36 Go to receipt page এ ক্লিক করুন।
10:40 এখন আপনি Receipt summary for Powai Book Agency দেখতে সক্ষম হবেন।
10:46 আপনি এখন Koha থেকে লগ আউট করতে পারেন।
10:49 Koha ইন্টারফেসের উপরে ডানদিকে যান।
10:54 Spoken Tutorial Library তে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন থেকে Logout চয়ন করুন।
11:01 এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।
11:04 সংক্ষেপে:
11:07 এখানে আমরা শিখেছি: Book এর জন্য অর্ডার।
11:13 Basket (Order) বন্ধ করা এবং shipment প্রাপ্ত করা।
11:19 অনুশীলনী হিসাবে - Books এর জন্য Budget বানান।
11:25 এর নীচে, Civil Engineering এর জন্য Funds বানান।
11:30 বিদ্যমান বিক্রেতা Powai Book Agency এর মাধ্যমে একটি বই অর্ডার করুন।
11:36 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
11:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালা পরিচালনা করে এবং প্রশংসাপত্র দেয়। আরো তথ্যের জন্য আমাদের লিখুন।
11:52 দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
11:56 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।
12:07 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta