Koha-Library-Management-System/C2/Add-an-Item-type/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:23, 7 August 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Koha interface এ how to add an Item type এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা Item types সম্পর্কে এবং Item type জোড়া শিখব।
00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম 16.04 এবং Koha সংস্করণ 16.05
00:30 টিউটোরিয়ালটি অনুসরণ করতে শিক্ষার্থীর Library Science এর জ্ঞান থাকতে হবে।
00:36 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।
00:42 আপনার Koha তে Admin অ্যাক্সেস থাকা উচিত। না হলে এই ওয়েবে Koha spoken tutorial এর শৃঙ্খলা দেখুন।
00:52 এখন শুরু করি. আমি Koha ইন্টারফেসে যাই।
00:58 মনে রাখবেন আমরা একটি Superlibrarian Bella বানিয়েছি।
01:03 এখন আমরা ইউসারনেম Bella এবং তার পাসওয়ার্ড দিয়ে লগইন করব।
01:08 এখন আমরা Koha interface, Superlibrarian Bella তে রয়েছি।
01:14 এগোনোর আগে, প্রথমে বুঝি যে Item Types কি।
01:20 Item Types সাধারণত লাইব্রেরীতে থাকা বস্তুর উল্লেখ করে, যেমন-

Books, Journals, CDs/DVDs ইত্যাদি

01:31 Koha তে প্রতিটি Item type কে Collection code দেওয়া হয়েছে।
01:37 এই কোড অনন্যভাবে Item type চিহ্নিত করে।
01:42 একটি নতুন item type যোগ করা শিখি।
01:46 Koha Home page এ, Koha Administration এ ক্লিক করুন।
01:52 Basic parameters সেকশনে যান এবং Item Types এ ক্লিক করুন।
01:59 Item types administration পৃষ্ঠার উপরে New Item Type বোতামে ক্লিক করুন।
02:06 Item type ফীল্ডে, নতুন item type এর জন্য কোড লিখুন যা আপনি জুড়তে চান।
02:13 আমি REF লিখব।
02:17 Description ফীল্ডে item type এর বর্ণন রয়েছে।
02:22 তাই এখানে আমি রেফারেন্স লিখব। আমি Search category field ফীল্ড এড়িয়ে যাবো।
02:30 এরপর হল Choose an icon.
02:33 bridge ট্যাবে ক্লিক করুন।
02:37 এখানে, নীচে প্রদত্ত বিকল্প থেকে, আইকনে ক্লিক করুন যা item type এর সাথে সম্পর্কিত।
02:45 আমি Reference আইকনে ক্লিক করব।
02:49 এরপর, আমরা শিখব যে Hide in OPAC কিভাবে সাহায্য করে।
02:54 ধরুন একটি বই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং / বা বাইন্ডিং এর উদ্দেশ্যে পুনঃ রাখতে হবে।
03:02 এই ক্ষেত্রে, বিকল্প Hide in OPAC, সকল ইউসারের বই অদৃশ্য করে দেবে।
03:11 আপনার প্রয়োজন অনুসারে, Hide in OPAC এর জন্য চেকবাক্সটি চেক বা আনচেক করুন। আমি চেকবাক্স ফাঁকা ছেড়ে দেবো।
03:21 এইরকম Items এর জন্য, Not for loan বিকল্প ব্যবহার করুন, যা লাইব্রেরীতে রাখতে হবে কিন্তু circulated হয় না।
03:29 উদাহরণস্বরূপ Reference books, Rare books , Dictionary ইত্যাদি।
03:36 আমি এই চেক বাক্সটি খালি ছেড়ে দেবো।
03:40 আপনি চাইলে Rental charge ফীল্ডে চার্জ হওয়া পরিমাণ লিখতে পারেন।

লাইব্রেরীতে বিশেষ items এর জন্য ন্যূনতম ভাড়া চার্জ করতে পারে।

03:51 আমি কোনো ফি লিখব না, কারণ বেশিরভাগ items এ ভাড়া ফি নেওয়ার দরকার নেই।
04:00 আপনি ফি প্রবেশ করতে চাইলে মনে রাখবেন যে কেবল একটি বৈধ সংখ্যা লিখুন।
04:07 এরপর Checkin message হল টেক্সট ফীল্ড।
04:11 Checkin message নির্দিষ্ট item এর ধরনের উপর নির্ভর করে।
04:16 বিকল্প হতে পারে- Book , Serial, Cds/DVDs, Bound Volume, Microfilm ইত্যাদি।
04:26 Checkin message ফীল্ডে, আমি Bound Volume লিখব।
04:32 এরপর Checkin message type রয়েছে।
04:36 item type অনুযায়ী, item এর জন্য একটি ম্যাসেজ বা সতর্কতা চয়ন করুন।
04:42 নির্বাচিত বিকল্প অনুসারে মনে রাখুন যে ম্যাসেজ বা সতর্কতা তখন প্রদর্শিত হবে যখন এই নির্দিষ্ট item এর জন্য চেক-ইন করি।
04:53 আমি message চয়ন করব।
04:56 এরপর হল SIP media type. SIP media type শুধুমাত্র তখনই প্রযোজ্য যদি আপনার লাইব্রেরীতে সর্টার বা লকার সুবিধা ব্যবহার করা হয়।
05:07 তাই এখানে, আমি SIP media type এড়িয়ে যাচ্ছি।
05:11 Summary ফীল্ডে, আপনি চাইলে সম্পর্কিত item এর সারসংক্ষেপ লিখুন।
05:18 আমি লিখব - Item type- Reference

Facilitate- Self check out/return

05:25 শেষে, Save changes বোতামে ক্লিক করুন।
05:30 একটি নতুন পৃষ্ঠা Item types administration খুলবে।
05:35 নতুন item type এর জন্য পূরণ করা সকল বিবরণ, Item types administration পৃষ্ঠায় একটি ট্যাবুলার আকারে দেখায়।
05:45 উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল-
05:49 item types এর জন্য নির্ধারিত করা Collection codes সম্পাদনা করা যাবে না।
05:54 Item type এর বর্ণনা সম্পাদনা করা যেতে পারে। একবার লাইব্রেরীতে items দ্বারা item type ব্যবহার করা হলে, এটি মোছা যাবে না।
06:05 এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে এসেছি।
06:08 সংক্ষিপ্তকরণ করি।

এই টিউটোরিয়ালে আমরা শিখেছি - Item types সম্পর্কে এবং Item types যোগ করা।

06:18 অনুশীলনী হিসাবে - আপনার লাইব্রেরীতে একটি নতুন আইটেম Book এবং Serial যোগ করুন।
06:25 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
06:33 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
06:43 সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
06:47 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
06:59 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta