Difference between revisions of "Jmol-Application/C4/Symmetry-and-Point-Groups/Bengali"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 45: Line 45:
 
|-
 
|-
 
| 00:46
 
| 00:46
| '''Jmol''' সংস্করণ '''12.2.32''',
+
| '''Jmol''' সংস্করণ '''12.2.32'''
  
 
|-
 
|-
 
| 00:50
 
| 00:50
| জাভা সংস্করণ '''7''' এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার '''35.0'''.
+
| জাভা সংস্করণ '''7''' এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার '''35.0'''
 
|-
 
|-
 
| 00:57
 
| 00:57
|  প্রায়ই অণুতে প্রতিসাম্য, প্রতিসাম্য এলিমেন্টের দ্বারা উল্লিখিত হয়:
+
|  প্রায়ই অণুতে প্রতিসাম্য, প্রতিসাম্য এলিমেন্টের দ্বারা উল্লিখিত হয়
  
 
|-
 
|-
 
| 01:03
 
| 01:03
| প্রতিসাম্য অক্ষ,
+
| প্রতিসাম্য অক্ষ
  
 
|-
 
|-
 
| 01:05
 
| 01:05
| প্রতিসাম্য প্লেন,
+
| প্রতিসাম্য প্লেন, প্রতিসাম্য কেন্দ্র ইত্যাদি।
  
|-
 
| 01:06
 
| প্রতিসাম্য কেন্দ্র ইত্যাদি।
 
  
 
|-
 
|-
Line 176: Line 173:
 
|-
 
|-
 
| 03:26
 
| 03:26
|  প্যানেল লক্ষ্য করুন।
+
|  প্যানেল লক্ষ্য করুন। পরমাণু '''1''' এবং '''2''' মাধ্যমে পাস করা লাইন মিথেনের মডেলে আঁকা হয়েছে।
 
+
|-
+
| 03:27
+
| পরমাণু '''1''' এবং '''2''' মাধ্যমে পাস করা লাইন মিথেনের মডেলে আঁকা হয়েছে।
+
  
 
|-
 
|-
Line 240: Line 233:
 
|-
 
|-
 
| 04:55
 
| 04:55
|  নির্দেশিত কাজ হিসাবে:
+
|  নির্দেশিত কাজ হিসাবে একটি লাইন আঁকুন যা ইথেনের মডেলে '''C3''' প্রতিসাম্য অক্ষ প্রতিনিধিত্ব করে।
 
+
|-
+
| 04:56
+
| একটি লাইন আঁকুন যা ইথেনের মডেলে '''C3''' প্রতিসাম্য অক্ষ প্রতিনিধিত্ব করে।
+
  
 
|-
 
|-
Line 399: Line 388:
 
|-
 
|-
 
| 09:01
 
| 09:01
|  নির্দেশিত কাজ হিসাবে,
+
|  নির্দেশিত কাজ হিসাবে '''dichloromethane''' এর মডেলে প্রতিফলিত প্লেন আঁকুন।  
 
+
|-
+
| 09:02
+
| '''dichloromethane''' এর মডেলে প্রতিফলিত প্লেন আঁকুন।  
+
  
 
|-
 
|-

Latest revision as of 14:17, 25 February 2017

Time
Narration
00:01 Symmetry and Point Group এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে আমরা শিখব:
00:08 অণুতে পরমাণুর মাধ্যমে লাইন আঁকা অর্থাৎ অক্ষ।
00:12 অক্ষ বরাবর অণু স্পিন করা এবং ঘোরানো।
00:17 অণুতে পরমাণুর মাধ্যমেপ্লেন আঁকা।
00:21 এবং পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ প্রদর্শন করা।
00:25 এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে, Jmol উইন্ডো থেকে কেমিস্ট্রি এবং তা সম্বন্ধীয় অপারেশন সম্পর্কে জানতে হবে।
00:35 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:39 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
00:42 উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 14.04,
00:46 Jmol সংস্করণ 12.2.32
00:50 জাভা সংস্করণ 7 এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 35.0
00:57 প্রায়ই অণুতে প্রতিসাম্য, প্রতিসাম্য এলিমেন্টের দ্বারা উল্লিখিত হয়
01:03 প্রতিসাম্য অক্ষ
01:05 প্রতিসাম্য প্লেন, প্রতিসাম্য কেন্দ্র ইত্যাদি।


01:09 আমরা অণুতে এই প্রতিসাম্য এলিমেন্ট প্রদর্শন করতে Jmol ব্যবহার করব।
01:14 মিথেনের মডেলে পরমাণুর মাধ্যমে C3 রোটেশনাল অক্ষের অঙ্কন দ্বারা টিউটোরিয়ালটি শুরু করি।
01:22 আমি ইতিমধ্যে Jmol উইন্ডো খুলেছি।
01:25 প্যানেলে মিথেনের ball and stick মডেল পেতে Modelkit মেনুতে টিপুন।
01:31 টুল বারে ডিসপ্লে মেনু ব্যবহার করে মিথেন অণুতে পরমাণু লেবেল করুন।
01:37 Display তে টিপুন, Label এ নীচে স্ক্রোল করুন এবং Number বিকল্পে টিপুন।
01:43 মিথেন অণুতে সকল পরমাণু এখন সংখ্যায়িত।
01:47 পরমাণুর মাধ্যমে লাইন এবং প্লেন আঁকতে কনসোলে কমান্ড লিখতে হবে।
01:53 কনসোল খুলতে File মেনুতে টিপুন।
01:57 Console এ নীচে স্ক্রোল করুন এবং এটিতে টিপুন।
02:01 পর্দায় কনসোল উইন্ডো দেখায়।
02:04 আমরা লাইন এবং প্লেন আঁকতে কমান্ড লাইনে draw কীওয়ার্ড ব্যবহার করব।
02:10 Jmol স্ক্রিপ্ট কমান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে প্রাপ্তিসাধ্য।
02:15 যে কোনো ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটটি খুলুন।
02:19 Jmol এ স্ক্রিপ্ট কমান্ড লেখার জন্য ব্যবহৃত কীওয়ার্ডের একটি তালিকার সাথে একটি ওয়েব পৃষ্ঠা খোলে।
02:26 নীচে স্ক্রোল করুন এবং তালিকা থেকে draw শব্দে টিপুন।
02:31 draw কীওয়ার্ডের বর্ণন সহ একটি পৃষ্ঠা খোলে।
02:36 পৃষ্ঠার উপরে draw কমান্ডের জন্য একটি সাধারণ সিনট্যাক্স দেওয়া হয়েছে।
02:42 এর নীচে এই কীওয়ার্ডের ব্যবহার সংক্রান্ত তথ্যাদি রয়েছে।
02:47 এখন Jmol প্যানেলে ফিরে যাই।
02:51 আমি কনসোল উইন্ডো বড় করতে Kmag স্ক্রীন ম্যাগনিফায়ার ব্যবহার করছি।
02:55 একটি লাইন আঁকতে যা C3 রোটেশনাল অক্ষ উপস্থাপন করে:
02:59 কনসোলে ডলার প্রম্পটে নিম্নলিখিত কমান্ড প্রয়োগ করুন।
03:04 কমান্ড লাইন “draw” শব্দ দ্বারা শুরু হয় এরপর অবজেক্টের ID থাকে।
03:10 কমান্ড-লাইনে সংখ্যা 250 লাইনের দৈর্ঘ্য বোঝায়।
03:15 এটি লাইনের অবস্থান দ্বারা অনুসৃত করা হয়;
03:18 বন্ধনীতে, atom number = 1 এবং atom number = 2. এন্টার টিপুন।
03:26 প্যানেল লক্ষ্য করুন। পরমাণু 1 এবং 2 মাধ্যমে পাস করা লাইন মিথেনের মডেলে আঁকা হয়েছে।
03:33 এই লাইন এখন ঘূর্ণনের অক্ষ হিসেবে কাজ করতে পারে।
03:37 আমরা একটি নির্দিষ্ট মডেলে একাধিক লাইন আঁকতে পারি।
03:41 কনসোলে নিম্নলিখিত কমান্ড লিখুন।
03:47 এই কমান্ডে, কোঁকড়া বন্ধনীতে থাকা সংখ্যা লাইনের জন্য কার্টিজিয়ান স্থানাঙ্ক ইঙ্গিত করে।
03:54 কমান্ডের পরের জিনিস লাইনের রঙ চিহ্নিত করে। এন্টার টিপুন।
03:59 এখন প্যানেলে আমাদের কাছে মিথেনের সাথে C2 এবং C3 রোটেশনাল অক্ষ রয়েছে।
04:05 লাইন 1 বরাবর ঘোরাতে যা হল C3 অক্ষ, নিম্ন কমান্ড লিখুন:
04:12 rotate স্পেস ডলার line1 স্পেস 60.
04:18 সংখ্যা 60 রোটেশনের ডিগ্রী বোঝায়। এন্টার টিপুন।
04:24 line1 বরাবর ঘূর্ণন লক্ষ্য করুন।
04:27 line1 বরাবর অণু স্পিন করতে নিম্নলিখিত কমান্ড লিখুন:
04:32 spin স্পেস ডলার line1 স্পেস 180 স্পেস 60
04:39 সংখ্যা 180 রোটেশনের ডিগ্রী বোঝায় এবং 60 রোটেশনের গতি বোঝায়। এন্টার টিপুন।
04:48 প্যানেলে মিথেন মডেল line1 বরাবর স্পিন করে, যা হল C3 অক্ষ।
04:55 নির্দেশিত কাজ হিসাবে একটি লাইন আঁকুন যা ইথেনের মডেলে C3 প্রতিসাম্য অক্ষ প্রতিনিধিত্ব করে।
05:02 এবং C3 অক্ষ বরাবর মডেল স্পিন করুন।
05:06 Jmol প্যানেলে ফিরে আসি।
05:08 আমরা একটি অণুতে পরমাণুর সেটের মধ্যে দিয়ে যাওয়া প্লেন ও আঁকতে পারি।
05:12 এটি করতে, প্রথমে নিম্নলিখিত কমান্ডটি লিখে মিথেন মডেলের লাইন মুছে দিন। draw স্পেস off. এন্টার টিপুন।
05:24 মিথেন মডেলের 1, 2 এবং 3 পরমাণুর মধ্যে দিয়ে যাওয়া প্রতিফলিত প্লেন আঁকতে:
05:31 কনসোলে নিম্নলিখিত কমান্ড লিখুন।
05:35 কমান্ডে সংখ্যা 300 প্লেনের আকার ইঙ্গিত করে। এন্টার টিপুন।
05:41 মিথেন মডেলের 1, 2 এবং 3 পরমাণুর মধ্যে দিয়ে যাওয়া প্রতিফলিত প্লেন লক্ষ্য করুন।
05:49 পরমাণুর মাধ্যমে দ্বিতীয় প্রতিফলিত প্লেন আঁকতে 1, 4 এবং 5:
05:55 কনসোলে আপ অ্যারো কী টিপুন এবং নিম্নরূপে কমান্ড সম্পাদনা করুন:
06:01 plane1 কে plane2 তে বদলান, এবং atomno2 কে 4 এ এবং atomno3 কে 5 এ।
06:12 এছাড়াও প্লেনের রঙ বদলাতে নিম্নলিখিত কমান্ড লিখুন।
06:17 সেমিকোলন color স্পেস ডলার plane2 স্পেস blue. এন্টার টিপুন।
06:24 প্যানেলে আমরা মিথেন অণুতে দুটি প্রতিফলিত প্লেন দেখি।
06:29 Jmol ব্যবহার করে আমরা নিম্নরূপে মিথেনের পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ দেখাতে পারেন।
06:36 প্যানেলে মিথেন অণুতে টানা প্লেন মুছে ফেলি।
06:41 কনসোল লিখুন, draw স্পেস off. এন্টার টিপুন।
06:47 মিথেনের জন্য সকল সম্ভব প্রতিসাম্য এলিমেন্ট দেখাতে: কনসোলে নিম্নলিখিত কমান্ড লিখুন।
06:54 draw স্পেস pointgroup. এন্টার টিপুন।
05:59 আমরা প্যানেলে মিথেনের প্রতিসাম্য এলিমেন্ট দেখতে পারি।
07:04 মিথেনের পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ পেতে নিম্নলিখিত কমান্ড লিখুন: calculate স্পেস pointgroup. এন্টার টিপুন।
07:14 Td, মিথেন অণুর পয়েন্ট গ্রুপ কনসোলে প্রদর্শিত হয়েছে।
07:20 পয়েন্ট গ্রুপ স্পষ্ট করার আরেকটি সর্বোত্তম উদাহরণ হল allene.
07:25 আমরা modelkit মেনু ব্যবহার করে প্যানেলে allene এর কাঠামো আঁকতে পারি বা কেমিকাল স্ট্রাকচার ডাটাবেস থেকে allene এর কাঠামো ডাউনলোড করতে পারি।
07:37 আপনি ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে, File মেনুতে টিপুন Get Mol এ নীচে স্ক্রল করুন এবং টেক্সট বাক্সে লিখুন “allene”. OK তে টিপুন।
07:48 allene এর জন্য সকল সম্ভব প্রতিসাম্য এলিমেন্ট দেখাতে:
07:52 এই কমান্ড না পাওয়া পর্যন্ত কনসোলে ডলার প্রম্পটে আপ অ্যারো কী টিপে থাকুন।
07:59 draw pointgroup. এন্টার টিপুন।
08:02 প্যানেল লক্ষ্য করুন। আমরা allene এর জন্য সকল সম্ভব প্রতিসাম্য এলিমেন্ট দেখতে পারি।
08:09 allene এর জন্য পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ পেতে।
08:12 calculate pointgroup কমান্ড না পাওয়া পর্যন্ত আবার কনসোলে আপ অ্যারো কী টিপে থাকুন।
08:21 allene এর পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ যা হল D2d কনসোল প্রদর্শিত হয়েছে।
08:28 একইভাবে আপনি আপনার পছন্দের অণু ডাউনলোড এবং তাদের পয়েন্ট গ্রুপ নিরূপণ করতে পারেন।
08:34 সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি:
08:38 মিথেন অণুতে পরমাণুর মাধ্যমে লাইন আঁকা যা হল C2 এবং C3 রোটেশনাল অক্ষ।
08:45 অক্ষ বরাবর অণু স্পিন এবং ঘোরানো।
08:49 মিথেন অণুতে পরমাণুর মাধ্যমে প্রতিফলিত প্লেন আঁকা।
08:54 allene এবং মিথেন এর উদাহরণ ব্যবহার করে পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ প্রদর্শন করা।
09:01 নির্দেশিত কাজ হিসাবে dichloromethane এর মডেলে প্রতিফলিত প্লেন আঁকুন।
09:07 এবং অ্যামোনিয়া এবং বেঞ্জিনের জন্য পয়েন্ট গ্রুপ শ্রেণীবিভাগ নিরুপণ করুন।
09:12 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
09:15 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
09:20 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়।
09:27 এটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
09:33 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Satarupadutta