Java/C2/Programming-features-Eclipse/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:51, 25 February 2017 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:02 EclipseProgramming Features এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:10 Eclipse এর বন্ধুত্বপূর্ণ প্রোগ্রামিং বৈশিষ্ট্য সম্পর্কে।
00:15 এখানে উবুন্টু 11.0, JDK 1.6 এবং Eclipse 3.7.0 ব্যবহার করছি।
00:23 সিস্টেমে Eclipse
00:26 সংস্থাপিত করা এবং
00:28 Eclipse এ সহজ জাভা প্রোগ্রাম লেখা এ সম্পর্কে জানতে হবে।
00:32 না হলে, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য এখানে প্রদর্শিত আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন।
00:40 Eclipse IDE বিভিন্ন বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমর্থন করে
00:44 Auto completion (অটো কমপ্লিশন), Syntax highlighting (সিনট্যাক্স হাইলাইটিং)
00:46 Error dialog box (এরর ডায়লগ বাক্স) এবং
00:48 Shortcut keys (শর্টকাট কী). আমরা বিস্তারিতভাবে এই বৈশিষ্ট্যগুলির প্রতিটি দেখব।
00:59 আমরা Features নামক ক্লাস তৈরী করে মেন মেথড যুক্ত করেছি।
01:05 আমরা প্রথমে EclipseAuto completion বৈশিষ্ট্য দেখব।
01:10 মেন মেথডের মধ্যে ধনুর্বন্ধনী লিখে Enter টিপুন।
01:17 এটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ক্লোসিং বন্ধনী সেট করে এবং indentation এর সাথে কার্সর ও স্থানে রাখে।
01:25 এটি জোড়ায় কার্যরত প্রতিটি বৈশিষ্ট্য ও সমাপ্ত করে।
01:29 উদাহরণস্বরূপ প্রথম বন্ধনী, লিখুন ওপেন parenthesis
01:35 এখানে শুধু ওপেন parenthesis লিখতে হবে এবং eclipse স্বয়ংক্রিয়ভাবে ক্লোসিং parenthesis যোগ করে।
01:42 এছাড়া আমরা ক্লোসিং parenthesis লিখতে অভ্যস্ত হয়ে থাকলেও এটি অতিরিক্ত ক্লোসিং parenthesis যোগ না করলেও এর লক্ষ্য রাখে।
01:52 আমি ক্লোসিং parenthesis লিখছি না এবং দেখুন যে শুধু কার্সর ডানদিকে সরে যাচ্ছে এবং অতিরিক্ত parenthesis যুক্ত হয়নি।
02:02 এটি ডাবল উদ্ধৃতির সাথেও একইভাবে কাজ করে।
02:06 ওপেনিং উদ্ধৃতি লিখুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি বন্ধ করে।
02:12 ক্লোসিং উদ্ধৃতি লিখতে অভ্যস্ত হয়ে থাকলে, অতিরিক্ত উদ্ধৃতি না যোগ করলেও এটি এর লক্ষ্য রাখে।
02:19 আমি উদ্ধৃতি লিখতে জানি এবং দেখুন যে অতিরিক্ত উদ্ধৃতি যোগ না করে কার্সর ডানদিকে সরে যাচ্ছে।
02:27 Auto-completion, বহুমুখী বৈশিষ্ট্য, কোডের কাঠামো বজায় রাখতে সাহায্য করে।
02:32 এবং এছাড়াও টাইপিং এরর প্রতিরোধ করে যেমন অনুপস্থিত ক্লোসিং ধনুর্বন্ধনী, অনুপস্থিত ক্লোসিং প্রথম বন্ধনী এবং অনুপস্থিত ক্লোসিং উদ্ধৃতি।
02:44 পরবর্তী প্রোগ্রামিং বৈশিষ্ট্য হল suggestion.
02:48 আমাদের লিখিত জিনিস মুছে ফেলুন।
02:54 আমরা “hello” শব্দ প্রিন্ট করতে আউটপুট স্টেটমেন্ট লিখব, System dot.
03:07 Eclipse ড্রপ ডাউন তালিকা প্রদর্শন করে।
03:11 তালিকায় অন্তর্ভুক্ত পরামর্শ হল err, in,out,console সকল সম্ভব সমাপ্তি।
03:19 out এ স্ক্রল করুন এবং Enter টিপুন। আবার, লিখুন dot
03:28 এখন Eclipse out মডিউল থেকে পরামর্শ প্রদান করবে।
03:33 println() এ স্ক্রল করুন এবং Enter টিপুন। এখন প্রথম বন্ধনীতে উদ্ধৃতিতে লিখুন Hello.
03:57 পরবর্তী বৈশিষ্ট্য হল Syntax highlighting বৈশিষ্ট্য।
04:02 লক্ষ্য করুন যে কীওয়ার্ড public class, public static void ভিন্ন রঙে রয়েছে।
04:09 এখানে Hello শব্দ নীল রঙে রয়েছে, এটি নির্দেশ করে যে এটি একটি স্ট্রিং।
04:16 এই Syntax highlighting বৈশিষ্ট্য কীওয়ার্ড এবং কোডের বিভিন্ন অংশের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে।
04:27 Eclipse প্রোগ্রামারকে এরর খুঁজতে সাহায্য করে।
04:31 প্রোগ্রামে, এরর বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে।
04:36 এই প্রোগ্রামে আমরা দেখতে পারি যে এখানে একটি এরর রয়েছে, মাউস এররের উপর রাখুন।
04:46 আমরা দেখতে পারি যে এরর বলে; সেমিকোলন অনুপস্থিত এবং এররের সমাধান ও প্রদর্শন করা হয়েছে।
04:57 আমরা এরর সমাধান না করে রান করতে চাইলে ডান ক্লিক করুন, run as এবং java application এ টিপুন।
05:12 এখানে Error ডায়ালগ বাক্স রয়েছে, নির্দেশ দেয় যে একটি এরর রয়েছে, আমাদের এগোনো উচিত কি নয়।
05:19 এখনকার জন্য এগোই। আমরা দেখি যে একটি আউটপুট রয়েছে যা নির্দেশ দেয় এখানে একটি এরর রয়েছে এবং
05:35 যখন আমরা problem console এ যাই সকল সমস্যা সমাধানের সাথে তালিকাভুক্ত রয়েছে।
05:43 সুতরাং সেমিকোলন যোগ করে এরর সমাধান করি। সংরক্ষণ করতে Ctrl S টিপুন।
05:53 Eclipse এর পরবর্তী প্রোগ্রামার বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল shortcut-keys.
06:01 সাধারণ শর্টকাট-কীস হল সংরক্ষণের জন্য Ctrl+S এবং ফাইল খুলতে Ctrl+O.
06:07 এরকম অনেক সাধারণ ফাংশনের জন্য Eclipse এ শর্টকাট কীস রয়েছে।
06:12 Control F11 হল কোড রান করতে শর্টকাট কী।
06:16 এখন এটি চেষ্টা করি। Ctrl ধরে রেখে F11 টিপুন এবং আমরা দেখি যে কোড রান করে এবং আউটপুট Hello প্রিন্ট হয়েছে।
06:27 মেনুতে দেখলে শর্টকাট কীসের জন্য অন্যান্য বিকল্প পাই। Run এ টিপুন
06:33 এবং দেখুন যে option এর ডান শেষে, একটি শর্টকাট দেওয়া রয়েছে।
06:40 Debug এর জন্য শর্টকাট কী হল F11.
06:45 এটি ছোট কিন্তু Eclipseprogramming বৈশিষ্ট্য-এ সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়ার তালিকা। পরবর্তী টিউটোরিয়ালে আরো বৈশিষ্ট্য দেখব।
06:56 টিউটোরিয়ালের শেষে চলে এসেছি, এখানে Eclipseprogramming বৈশিষ্ট্য-এর ব্যবহার সম্পর্কে শিখেছি
07:04 Auto completion,Syntax highlighting
07:06 Error dialog box এবং Shortcut keys.
07:10 নির্দেশিত কাজ হিসাবে,
07:12 ক্লাসের সাথে “Hello” প্রিন্ট করতে একটি সহজ প্রোগ্রাম লিখুন।
07:17 এই প্রক্রিয়ায় Eclipse এর সকল প্রোগ্রামিং বৈশিষ্ট্য প্রয়োগ করুন।
07:22 এর কার্যপ্রণালী লক্ষ্য করুন।
07:25 এই প্রকল্প সম্পর্কে অধিক জানতে,
07:28 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
07:30 এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়।
07:33 ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
07:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল,
07:39 কর্মশালার আয়োজন করে।
07:42 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
07:45 বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন।
07:52 স্পোকেন টিউটোরিয়াল Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ।
07:56 এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
08:02 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, spoken HYPHEN tutorial DOT org SLASH NMEICT HYPHEN Intro
08:07 আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta